ভাস্কর ঘোষ
মুর্শিদাবাদে আরও একজন নেতাকে কার্যকরী সভাপতি করল রাজ্য তৃনমূল নেতৃত্ব। হরিহরপাড়ার তৃনমূল বিধায়ক নিয়ামত শেখকে কার্যকরী সভাপতি হিসাবে ঘোষনা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ও মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। শনিবার বহরমপুর ওয়াই এম এ ময়দানে প্রয়াত তৃনমূল নেতার স্মরন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বাবু বলেন, জেলায় দুজন ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আজ থেকে নিয়ামত শেখকেও ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হল। তৃনমূল নেত্রীর নির্দেশ দিয়েছেন এবং তৃনমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সির অনুমোদনে মুর্শিদাবাদ জেলায় নিয়ামত শেখকে ওয়ার্কিং প্রেসিডেন্ট

নিযুক্ত করা হল। তিনি দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে আছেন। এদিন শুভেন্দু বাবু আরও বলেন, প্রয়াত মান্নান হোসেনের তৈরী দল নিয়েই আগামী পঞ্চায়েত ভোটে লড়াই করবে তৃনমূল কংগ্রেস। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন জিতিয়ে প্রয়াত মান্নান হোসেনকে উপহার দেবে তৃনমূল। অন্যদিকে তিনি জেলায় ৩টি লোকসভা কেন্দ্র, ৫টি মহকুমা, ৮টি পৌরসভা ও ২৫০টি গ্রামপঞ্চায়েতের নেতৃত্ব ভাগ করে কাজ করা হবে। অন্যদিকে প্রয়াত মান্নান হোসেনের পুত্র রাজীব হোসেনকে আগামী দিনে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। আগামী ২৪ ডিসেম্বর প্রয়াত মান্নান হোসেনে কবর জিয়ারতের দিন শুভেন্দু বাবু উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।পরিবহণমন্ত্রী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দোপাধ্যায়, পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী, রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, মহুয়া মৈত্র, শঙ্কর সিং, জেলা তৃনমূল সভাপতি সুব্রত সাহা, মহম্মদ সোহরাব সহ, হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ, সামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম, বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য, মান্নান সাহেবের দুই পুত্র রাজীব হোসেন ও সৌমিক হোসেন প্রমুখ।
posted from Bloggeroid