মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০১৭

পঞ্চায়েতীরাজ সম্মেলন চলছে সেহারাবাজারে

কৃষ্ণ সাহা

পূর্ব বর্বমানের সেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত পঞ্চায়েতীরাজ সম্মেলন। সকল তৃণমূল কর্মীদের অভিনন্দন

জানাচ্ছেন সকাল থেকেই রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই ও খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ।

posted from Bloggeroid

সোমবার, ডিসেম্বর ১৮, ২০১৭

খন্ডঘোষে কৃষি নিয়ে প্রচার

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৃষি দপ্তর থেকে শাঁকারি ফার্মাস ক্লাব মেম্বারদের নিয়ে কৃষি সচেতনতা বিষয়ে একটি সাইকেল নিয়ে প্রচার করা হয়। শাঁকারি থেকে শুরু করে কেশবপুর, মোল্লা রড,কুঞ্জনগর,তেলুয়া হয়ে শাঁকা

রি তে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন কৃষি বিশেষজ্ঞ দিলূপ চক্রবর্তী, কৃষি অধিকর্তা ডা: অসীম ঘোষ, দেবশ্রী রায় প্রমুখ।

posted from Bloggeroid

বর্ধমানে পাশ্বশিক্ষকদের স্মারকলিপি

সুরজ প্রসাদ

পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়। চাইন্ডকেয়ার লিভ ও পিতৃত্বকালীন ছুটি প্রদান, কর্মরত অবস্থায়

মৃত শিক্ষকদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পোষ্যকে চাকরি সহ একাধিক দাবীতে এই কর্মসূচি নেওয়া হয়।

posted from Bloggeroid

বর্ধমান শহরে হেলমেট বিহীন বিজেপির বাইক মিছিল

সুরজ প্রসাদ

' সেভ ড্রাইভ সেফ লাইফ' কে তোয়াক্কা না করেই ফের বিজেপির বাইক মিছিল হলো ।গুজরাট ও হিমাচলে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর উল্লসিত বিজেপি কর্মী সমর্থকরা বর্ধমান শহরে বাইক মিছিল করে। মাথায় হেলমেটের পরিবর্তে কর্মী সমর্থকরা দলীয় পতাকা বেঁধে শহরের জিটি রোডে বাইক মিছিল অংশ নেয়।ঘটনা টি নিয়ে নানান প্রশ্নচিহ্ন উঠেছে।

posted from Bloggeroid

খবর সংগ্রহে বর্ধমান জিআরপিএফের হাতে সাংবাদিক হেনস্থা


সুরজ প্রসাদ

সোমবার সকালে ট্রেনের মধ্যে দাবীদারহীন ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো বর্ধমান স্টেশনে।ঘটনার ছবি তুলতে গেলে রেলপুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় সাংবাদিককে।রেলপুলিশ সূত্রে জানা গেছে,আপ উত্তরবঙ্গ এক্সঃ বর্ধমান স্টেশনে পৌঁছালে এস৯ কামড়ায় একটি দাবীদারহীন ব্যাগ দেখতে পান কয়েকজন যাত্রী।তারা টিটিকে ব্যাপারটি জানালে সন্দেহ হওয়ায় রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। রেল পুলিশ খবর পেয়ে বোমস্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে।বোমস্কোয়াড এসে তল্লাশি চালালেও ব্যাগ থেকে জামাকাপড় ও বইপত্র ছাড়া সন্দেহজনক কিছু মেলে নি।ব্যাগে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করছে রেলপুলিশ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে ব্যাগটিকে নিয়ে ট্রেনে উঠে কোনো কারণে ট্রেন ফেল করেন কোনো যাত্রী।তাতেই বিপত্তির শুরু।তবে এই ঘটনার প্রভাব রেলপরিষেবায় সেভাবে

পড়েনি।রেল পরিষেবা ছিলো স্বাভাবিক।এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান জনপ্রিয় একটি পোর্টালের সাংবাদিক সুরজ প্রসাদ।অভিযোগ তাকে খবর সংগ্রহে বাঁধা দেন কর্তব্যরত রেলপুলিশের কর্মীরা।

posted from Bloggeroid


বসিরহাটের চার্চে প্রি ক্রিসমাস ডে

বসিরহাটের স্বরুপনগরের একটি চার্চে প্রি ক্রিসমাস ডে পালিত হলো। 'স্বরুপনগর বার্তা' পত্রিকার কর্মকর্তা সৈয়দ রেজওয়ানুল হাবিব এই অনুস্থানের সূচনায় প্রদীপ জ্বালান অন্যান্যদের সাথে।

posted from Bloggeroid

বর্ধমান টাউনহলে লাইব্রেরী সংগঠনের সম্মেলন


সুরজ প্রসাদ

ওয়েষ্ট বেঙ্গল স্টুডেণ্ড অব লাইব্রেরী সায়েন্স অর্গানাইজেশনের সপ্তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানের টাউনহলে। জেলা, মহকুমা ও গ্রামীণ লাইব্রেরীগুলিতে অবিলম্বে শৃণ্যপদে নিয়োগ করতে হবে।

অবসরপ্রাপ্ত গ্রন্থকারিকদের নিয়োগ করতে হবে ।এই দাবী রেখে রবিবার টাউন হলে সম্মেলন অনুষ্ঠিত হল। সভায় মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন

posted from Bloggeroid

বর্ধমানের তেজগঞ্জে তৃনমূলের রক্তদান শিবির

সুরজ প্রসাদ

বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা পরেশ দত্ত স্মরণে বর্ধমান শহরে তেজগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধনন করেন বিধায়ক অলোক মাঝি, উপস্থিত ছিলেন কাউন্সিলর সনৎ বক্সী। উদ্যোক্তাদের তরফে মঙ্গল ভৌমিক জানান, মোট ৭০ জন এদিন রক্তদান

করেন যার মধ্যে ১০জন মহিলা। সংগ্রহ করা রক্ত বর্ধমান মেডিকেল কলেজ সংগ্রহ করে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে সারাবছর এই ধরনের কর্মকান্ডের সাথে তারা যুক্ত থাকেন।

posted from Bloggeroid

রবিবার, ডিসেম্বর ১৭, ২০১৭

সেহারাবাজারে সভার প্রস্তুতি দেখে গেলেন জেলা সভাপতি



পূর্ব বর্ধমান জেলায় দুটি সম্মেলন হবে।একটি উত্তর ও একটি দক্ষিন মহকুমা তে।দক্ষিন মহকুমা ছয়টি ব্লক নিয়ে সেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।আজ সেই প্রস্তুতির পরিদর্শনে

আসেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ,জেলার সম্পাদক উওম সেনগুপ্ত, উজ্জ্বল প্রামানিক, দুই বিধায়ক নবীন বাগ ও নেপাল ঘোড়ুই প্রমুখ ছিলেন।

posted from Bloggeroid

জয়পুর পর্যটন উৎসব

ব্যাসদেব চক্রবর্তী


বাঁকুড়া জেলায় শুরু হলো জয়পুর পর্যটন উৎসব।পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, সাংসদ সন্ধ্যা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

posted from Bloggeroid

করিমপুরে বই উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী


নদীয়ার করিমপুরে এক অনুস্থানে রাজ্যসরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বই উদ্বোধন সহ সেমিনারে অংশগ্রহন করেন।

posted from Bloggeroid

লোক টানতে লোডসেডিং মঙ্গলকোটে?

রবিবার বিকেল ৩ টে সময় মঙ্গলকোট থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে বিশাল জনসভা করতে চলেছেন অনুব্রত মন্ডল ওরফে কেস্টদা।সেইমত সীমান্তবর্তী বীরভূমের নানুর, আউশগ্রাম, ভাতার, কেতুগ্রাম, কাটোয়া থানা এলাকা থেকে শয়ে শয়ে দলীয় কর্মী সমর্থকরা আসছেন।এই পরিস্থিতিতে দুপুর ১২ টা থেকে মঙ্গলকোটের প্রায় জায়গায় লোডসেডিং শুরু হয়েছে।বিশেষ সুত্রে জানা গেছে এটা চলবে বিকেল ৪ টে পর্যন্ত।দাবি ধান ঝাড়াই করতে ব্যস্ত চাষী সহ ক্ষেতমজুর যাতে এই জনসভায় ভীড় বাড়ায়।সেজন্য এই লোডসেডিং? এই প্রশ্ন মঙ্গলকোটে উঠতে শুরু করেছে।

posted from Bloggeroid

শনিবার, ডিসেম্বর ১৬, ২০১৭

থ্রোবল প্রতিযোগিতা বর্ধমান শহরে



সুরজ প্রসাদ

বর্ধমানের রথতলায় শুরু হল দুদিন ব্যাপি ৪০তম 'থ্রোবল' প্রতিযোগীতা। এই খেলায় অংশগ্রহন করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৮টি দল। থ্রো - ভূদেব মুখ্যার্জী বলেন, এই খেলা এত জনপ্রিয়তা

এখন পায়নি। তাই বিভিন্ন জায়গায় প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। এই খেলার উদ্বোধনে হাজির ছিলেন পূর্ব বর্ধমানের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিনের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আয়োজক খোকন দাস সহ অন্যান্যরা।

posted from Bloggeroid

পেনশন ভুক্ত সংগঠনের রাজ্য সম্মেলন বর্ধমান শহরে

সুরজ প্রসাদ

সারা বাংলা গভঃ পেনসনার্স আসোসিয়েশন ২ দিনের রাজ্য সম্মেলন

শুরু হল শনিবার। বর্ধমান শহরের একটি লজে এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী ও বিশ্বনাথ চৌধুরী সহ সংগঠনের নেতৃত্বরা। ষষ্ঠ পে-কমিশন লাগু করা,বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান সহ ৮দফা দাবি নিয়ে এই সম্মেলন হয়।

posted from Bloggeroid

রাহুল গান্ধী সভাপতি হওয়ায় মিস্টি বিলি বর্ধমান শহরে


সুরজ প্রসাদ


রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় খুশির হাওয়া বর্ধমান শহরে। শনিবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে কার্জনগেট চত্বরে একটি সভা করা হয়। রাহুল গান্ধীকে অভিনন্দন জানাতেই এই সভা বলে জানান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও ব্লক নেতা নাজির হোসেন। অনুষ্ঠানে বাজি ফাটানো ও মিষ্টি বিতরণ

করা হয়।

posted from Bloggeroid

পূর্ব বর্ধমানে জেলাপুলিশের ৫০ তম বার্ষিক ক্রীড়া


সুরজ প্রসাদ

শনিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। পুলিশ ক্রীড়ার সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল। শনিবার ৪৩টি

ইভেন্টে প্রায় ২০০ পুলিশকর্মী অংশ নেয়। রবিবার এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।

posted from Bloggeroid

মুকুল রায় কে নির্বাচনী চ্যালেঞ্জ অভিষেকের


জাহাঙ্গীর বাদশা


শনিবার পশ্চিম মেদনীপুরের সবং এর মাটি থেকে মুকুল রায় কে ফের নির্বাচনে লড়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ করলেন অভিষেক ব্যানার্জি। আজ সবং এর

চাঁদকুড়ি মাঠে নির্বাচনী প্রচারে এসে এই চ্যালেঞ্জ করে যান তিনি।পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২১ শে ডিসেম্বর। আর এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী মানস ভুইঞার স্ত্রী গীতা রানী ভুইঞা। আর এই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আজ সবং এ হাজির হন অভিষেক ব্যানার্জী ও পার্থ চ্যাটার্জি। চাঁদকুড়ি হাইস্কুল মাঠে প্রচার সভায় যোগ দেন তারা।

posted from Bloggeroid

দিঘায় মাছ বিক্রি করে ফের লাখপতি জেলে

জাহাঙ্গীর বাদশা



আবার পূর্ব মেদনীপুরের দিঘায় ৩৭ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা (সংকর প্রজাতির) মাছ বিক্রি হল প্রায় সাত লাখ

টাকায়। এবারও এই মাছটি ধরেছেন মান্দারমণির জাকির হোসেন । সপ্তাহ তিনেক আগে এই ধরনের একটি ৪০ কেজির ভোলা বিক্রি করে জাকির পেয়ে ছিলেন ৮ লাখ টাকা । তার পর শনিবার আবার তাঁর জালে পড়ল এমন মাছ । এদিনের এই মাছটির ওজন ৩৭ কেজি হলেও নিয়ম মতো ৩৫ কেজি মাছের দরদাম হয় ।১৯হাজার করে মোট ৬ লক্ষ ৬৫হাজার টাকা দাম মিলেছে এদিনের মাছে । দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নবকুমার পয়ড়্যার আড়তে বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়।

posted from Bloggeroid

বৌভাত সেরে ফেরার পথে মালদায় পথের বলি ১

মানস দাস, মালদা


বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে কন্যাযাত্রী বোঝাই বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ লরির সাথে।ঘটনাস্থলেই মৃত্যু চালকের।ঘটনায় আহত আট যাত্রী।তাদের মধ্যে কন্যার বাবা সহ চার জনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা সকলেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।শুক্রবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে, মালদার গাজোল থানার ৩৪ নং জাতীয় সড়কের ওপর আট মাইল এলাকায়।দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম, বিনোদ কামতি(৪২)।কন্যাযাত্রী বোঝায় গাড়ির চালক ছিলেন তিনি।তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকায়। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে কন্যার বাবা গোপাল মজুমদার(৪৫),সহ বাপি মজুমদার(২৫),অরুণ মজুমদার(৬৩),প্রদিপ মজুমদার(৩৫) নামক কন্যাযাত্রী। মোট আটজন ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকি এলাকার বাসিন্দা।আহতদের আত্মীয়রা জানান, গত বৃহস্পতিবার গোপাল মজুমদারের মেয়ের বিয়ে হয় হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়।সেই বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে কোণে পক্ষ শুক্রবার রাতে চারটি বলেরো গাড়িতে মোট ৩২ জন কন্যাযাত্রী আসেন।বৌভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন।সেইসময় রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ আটমাইল এলাকায় একটি লরির সামনে ধাক্কা মারে বলেরো গাড়িটি।গাড়িতে চালক সহ নয় জন ছিলেন।ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি-চালকের। এরপর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে চিকিৎসকেরা আশঙ্কাজনক চারজনকে কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।ঘটনায় বিবাহের আনন্দ থেকে শোকাহত পরিবার।এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

posted from Bloggeroid

মালদায় উদ্ধার দশ নাবালিকা, ধৃত চার পাচারকারী

মানস দাস, মালদা



ছকটা ছিলো ভিনরাজ্যে পাচারের।তবে পুলিশের তৎপরতায় ভেস্তে গেলো সব।ট্রেনে করে ভিনরাজ্যে পাচারের ঠিক আগেই উদ্ধার দশ নাবালিকা।স্টেশনে যাওয়ার পথে নাবালিকাদের উদ্ধার করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।ঘটনায় পাচারকারী সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে , উদ্ধার হওয়া দশজন নাবালিকার বাড়ি বিহারের কিষানগঞ্জ এলাকায়।সকল নাবালিকার বয়স ৯-১২ মধ্যে।শনিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের সুকান্তমোর এলাকা দিয়ে টাউন স্টেশনের দিকে যাচ্ছিল একদল নাবালিকাদের নিয়ে চার ব্যক্তি।এই দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।স্থানীয়রা পুলিশকে খবর দিলে ইংরেজবাজার থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান।পুলিশ নাবালিকা উদ্ধার করে সঙ্গে থাকা চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।ধৃতদের মধ্যে মূল পান্ডার নাম মোহম্মদ নাকি আনোয়ার বলে জানা গেছে।ঘটনায় ধৃত মোহম্মদ আনোয়ার জানান,"তারা ওই নাবালিকাদের নিয়ে নাগপুর যাচ্ছিলেন মাদ্রাসা বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য।তার আগেই পুলিশ তাদের ধরে ফেলে।কিছু নাবালক রয়েছে তাদের পরবর্তীতে নিয়ে যাওয়া হবে।সাথে নাবালিকাদের পরিবারের সদস্যদের সম্মতি নিয়েই তারা নিয়ে যাচ্ছিলেন নাবালিকাদের বলে দাবি করেছে অভিযুক্ত আনোয়ার।এদিকে পুলিশ নাবালিকাদের থানায় রেখেছেন এবং জেলা চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করেছেন।তারপরই থানায় আসেন জেলা চাইল্ড লাইনের চেয়ারম্যান চৈতালি সরকার।তিনি জানান,"এই

নাবালিকাদের সাথে কথা বলা হচ্ছে সাথে তাদের হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।এই নাবালিকাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে।তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER