শুক্রবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৮

আসানসোলে আর্যসমাজের বার্ষিক অনুষ্ঠান

মোহন সিং

আসানসোলের আর্য সমাজের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে ডি এ ভি স্কুলে অনুষ্ঠিত হল বিভিন্ন অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয়।

বার্ণপুরে চাকুরীপ্রার্থীদের বিক্ষোভ

মোহন সিং

আসানসোল বার্ণপুর কম্পিটিটর এসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের রেল ও সরকারি সংস্থায় নিয়োগের ক্ষেত্রে নিয়মের পরিবর্তনের বিরুদ্ধে,বিশেষত এ এল পি ও টেকনিশিয়ান দের জন্যে এজ লিমিট বৃদ্ধি, গ্রুপ ডি পোষ্টের জন্যে সমস্ত নন আইটিআই প্রার্থীকে যোগ্য হিসাবে বিবেচনা করতে হবে এবং শারিরীক প্রতিবন্ধিদের ক্ষেত্রে (oa)পোষ্ট কে (oH)পোষ্টের সাথে সংযুক্ত করণের দাবিতে শহর জোড়া মিছিল৷প্রায় হাজারের বেশি চাকুরী প্রার্থী এই মিছিলে অংশ গ্রহণ করে৷

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২২, ২০১৮

সাঁওতালি ভাষা চালুর দাবিতে স্মারকলিপি পূর্ব বর্ধমানে

সুরজ প্রসাদ

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে সাঁওতালি ভাষা চালু করা সহ ২১ দফা নিয়ে পূর্ব বর্ধমান জেলা স্কুল পরিদর্শক কে স্মারকলিপি দিল আদিবাসীরা।

রাজ্যের প্রথম মডেল হোম চালু হল পূর্ব বর্ধমানে

সুরজ প্রসাদ

পূর্ব বর্ধমান জেলার বামচাঁদাইপুরে রাজ্যের প্রথম মডেল হোম চালু হল।উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলাপ্রশাসনের আধিকারিকরা।৩ কোটি অনুদানে এই প্রকল্প।

শান্তিনিকেতনে বাংলা ভাষা দিবস

তথাগত চক্রবর্তী

বীরভূমের বোলপুর সংলগ্ন শান্তিনিকেতনের বিশ্বভারতীতে মহাসমারোহে পালিত হল একুশের ভাষা দিবস ।দুই বাংলার ছাত্র ছাত্রীদের মধ্যে বাংলা ভাষার জন্য শহিদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা চলে এদিন।

সহপাঠিনীর বিয়ে রুখে দেওয়ায় পুরস্কৃত ছাত্রী

তথাগত চক্রবর্তী

বোলপুরের ইন্দ্র নারায়ণ বিদ্যালয়ের দশম শ্রেণীর কন্যাশ্রী প্রাপক  ছাত্রী সেবা পারভিন তার ঐ ক্লাসের  সহপাঠীর বিয়ে আটকে সর্বশিক্ষা মিশনের উদ্দ্যগে সিউড়িতে পুরস্কৃত করা হল।শুধু  তাই নয় প্রধান শিক্ষকের হাতেও তুলে দেওয়া হল নির্মল বিদ্যালয়ের শিরপা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭০ জন বস্তিবাসী ফ্লাট পেলেন

তথাগত চক্রবর্তী

2013 সালে মুখ্যমন্ত্রী বীরভূমের  রামপুরহাট সফরে এসে ধুলাডাঙা রোডের বস্তিবাসিদের বসবাসের কষ্ট দেখে গাড়ি থেকে নেমে তাঁদের কথা দিয়েছিলেন ফ্ল্যাট বানিয়ে দেব।কথামত ফ্ল্যাট তৈরি হওয়ার পরে আজ বুধবার রামপুরহাট পৌরসভার উদ্দ্যগে তাঁদের হাতে ঘরের চাবি তুলে দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জি ।খুশির হাওয়া বস্তিবাসিদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বস্তিবাসীদের গৃহ দান প্রকল্প রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে চাবি ও দলিল প্রদান করা হলো ৭০ জনকে।

বুধবার, ফেব্রুয়ারী ২১, ২০১৮

পুরুলিয়া সদরে মাতৃভাষা দিবস পালন

সঞ্জয় হাল্দার

কুড়মি ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড আয়োজনে পুরুলিয়া ট্যাক্সিস্ট্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা আপ ক্যানিং - শিয়ালদহ

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বড়সড় দূঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল।আজ দুপুর ১২.০৫মিনিটে ক্যানিং থেকে ট্রেন ছাড়ার সময় ৪ ও ৫নং কামরার উপরের হাইভোলটেজের ওভারহেডের তার টেনের উপর ছিড়ে পড়ে।আচমকা এই ঘটনায় যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়।আর তাতেই বেশ কিছু যাত্রী আহত হয়।সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ট্রে ন চলাচল।ঘটনাস্থলে চলে আসে রেলের আধিকারিকরা।আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।কি কারনে এই ঘটনা ঘটেছে কারন অনুসন্ধানে রেল আধিকারিকরা।এই ঘটনায় যাত্রীদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে।

মালদায় কংগ্রেসের হাতে আক্রান্ত তৃনমূল কর্মী

মানস দাস, মালদা

তৃণমূলের সভায় যাওয়ার শাস্তি।  মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে পঞ্চায়েত সদস্যর ভাইয়ের হাতে আক্রান্ত এক তৃণমূল কর্মী। আক্রান্তর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার দুই হাতে আঘাত লাগে। পনেরোটি সেলাই পরেছে তার দুই হাতে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে ইংরেজ বাজার থানার মিল্কি পুলিশ ফাঁড়ির আটগামা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম, আকিদূল মোমিন(৩৮)। বাড়ি ইংরেজ বাজার থানার মিল্কি আটগামা এলাকায়। অভিযুক্ত আজিজুর মোমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্তর অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে বন্ধুদের সাথে গল্প করছিলেন  আকিদূল বাবু। এমন সময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন আজিজুর। তার প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে আকিদূলকে হামলা করে আজিজুর বলে অভিযোগ। তবে কি কারনে হামলা তা নিয়ে  তদন্ত শুরু করেছে পুলিশ।

কুমুদ সাহিত্য মেলায় সম্মান পাবেন যাঁরা

শ্যামলাল মকদমপুরী

আমরা এবার কুমুদ সাহিত্য মেলায় যাঁদের সম্মান জানাতে চলেছি অধ্যাপক ড: অমল পাল ( কুমুদ রত্ন), গবেষক তাপস বন্দ্যোপাধ্যায় (লোচনদাস রত্ন), পত্রলেখক সুব্রত রায় (নুরুল হোদা রত্ন), লিটিল ম্যাগাজিন সম্পাদক বিক্রমজিত মন্ডল (শান্তিনিকেতন রত্ন), সমাজসেবী অমরচাঁদ কুন্ডু ( কেতুগ্রাম রত্ন), কবি কার্তিক চক্রবর্তী (মাধবডিহি রত্ন), সাংবাদিক সুদিন মন্ডল (ভাতার রত্ন), পত্রিকা সম্পাদক সেখ সামসুদ্দিন (মেমারী রত্ন), প্রত্ন উৎসাহী সেখ কাওসার আলী (কেশব রত্ন)।

আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর প্রাঙ্গণে তিন শতাধিক কবি /সাহিত্যিক /সাংবাদিক /লেখক/সাংস্কৃতিক প্রেমীরা  আসছেন। আপনিও আসুন সপরিবার।

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২০, ২০১৮

৫০ হাজার টাকা চাঁদা নিলে তার বিরুদ্ধে প্রতিদিন তদন্ত হয় : মমতা

মানস দাস, মালদা

‘ব্যাংক মানুষের ভরসার জায়গা ৷ নিজের ভবিষ্যতের জন্য মানুষ ব্যাংকে টাকা রাখেন ৷ আর এখন সেই ব্যাংকই লুঠ হচ্ছে ৷’ পিএনবি ইশ্যুতে আজ এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আরও বলেন, ঋণ শোধ না করতে পেরে গোটা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৷ আর একজনই তার থেকে বেশি টাকা ব্যাংক লুঠ করে পালিয়েছে ৷ বলা হচ্ছে গোরুর আধার কার্ড হবে ৷ আর সেই আধার কার্ডেই জনগণের টাকা লুঠ হয়ে যাচ্ছে ৷ টাকা তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কৌশল নিয়েছে ৷ ব্যাংকে, প্রভিডেন্ড ফাণ্ডে সুদের হার কমিয়ে দেওয়া হচ্ছে ৷ এসব কৌশল তাঁর জানা আছে ৷গৌড়বঙ্গ সফরে এদিন মালদায় আসেন মুখ্যমন্ত্রী ৷ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ৪৬টি প্রকল্পের শিলান্যাস ও ৪২টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ ২৮টি সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার উপভোক্তার মধ্যে কয়েকজনের হাতে পরিষেবাও তুলে দেন তিনি ৷ তারপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের নানাবিধ প্রকল্পের কথা উত্থাপন করেন ৷ বলেন, একাধিক সংরক্ষণের জন্য সাধারণ শ্রেণির সুযোগ কম ৷ তাই এই রাজ্যে ওবিসি তালিকায় আরও অনেক শ্রেণিকে নিয়ে আসা হয়েছে ৷ ১৭ শতাংশ ওবিসি’র মধ্যে ৯৭ শতাংশ মুসলিম সম্প্রদায়কে নিয়ে আসা হয়েছে ৷ এদিন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সহ নানাবিধ প্রকল্পের সুফল তিনি ব্যাখ্যা করেন ৷ জানান, কেন্দ্রীয় সরকার আশা প্রকল্প বন্ধ করে দিলেও তাঁরা এই রাজ্যে তা চালু রেখেছেন ৷ উপরন্তু আশা কর্মীদের সাম্মানিকও বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে ৷ আইসিডিএস প্রকল্পে কেন্দ্র এখন মাত্র ১০ শতাংশ টাকা দেয় ৷ প্রকল্পটি তুলে দিতেই কেন্দ্রের এই কৌশল ৷ কিন্তু তাঁরা তা হতে দেননি ৷ বরং আইসিডিএস কর্মীদের মাসিক সম্মানভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, এই রাজ্যে যে কোনও চাকরির ক্ষেত্রে বয়সসীমা ৬০ বছর করে দেওয়া হয়েছে ৷ কৃষিজমিতে খাজনা ও মিউটেশন ফি মকুব করে দেওয়া হয়েছে ৷ এরপরেই পিএনবি ইশ্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ব্যাংক থেকে টাকা লুঠের ঘটনায় সার্বিক ব্যবস্থা নিলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে ৷ তাই তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ কিন্তু তাঁরা এই দাবি থেকে তাঁরা সরবেন না ৷ কেউ ৫০ হাজার টাকা চাঁদা নিলে তার বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন সংস্থাকে দিয়ে তদন্ত করানো হয় ৷ তাহলে এক্ষেত্রে কেন্দ্র চুপ কেন ৷ সবার জানা উচিত, বাংলাই লড়াই করে ৷ আগামীতেও সেই লড়াই চলবে ৷

কাঁথিতে দেশপ্রাণ মেলায় পরিবহণ মন্ত্রী

প্রতাপ চট্টোপাধ্যায়

আজ কাঁথির বসন্তিয়া মুকুন্দপুর দেশপ্রাণ ময়দানে দেশপ্রাণ সংঘের উদ্যোগে দেশপ্রাণ মেলা ও প্রদর্শণী ২০১৮ এর  শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ,এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্কুলের শিশুদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে বইখাতা দেওয়া হলো।

রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে শুভেন্দু

প্রতাপ চট্টোপাধ্যায়

আজ কাঁথি তে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের 183 তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ।

ভাতারে তৃনমূলের প্রতিবাদ মিছিল

প্রতাপ চট্টোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, অস্বাভাবিক হারে দ্রব‍্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ভাতাড় ব্লকের আমারুন২ অঞ্চলের প্রতিবাদ মিছিল তৃনমূলের।

উখরায় স্বাস্থ্যমেলা শেষ হল

নীলাদ্রি ঘোষ

উখরায় নবম বর্ষ খনি অঞ্চল স্বাস্থ্যমেলা শেষ হল সোমবার l উদ্যোক্তারা জানান স্থানীয় নব ভারতী সংঘের প্রাঙ্গনে দু'দিন ব্যাপি এই মেলায় মোট ৬৭৩ জন বাসিন্দা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান l বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে সম্পুর্ন বিনামুল্যে বাসিন্দারা তাদের  ব্লাড  সুগার , ইসিজি , রক্তের গ্রুপ নির্নয় , আল্ট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন রকমের পরীক্ষা করান l দেহ ও চক্ষুদানের বিষয়ে উৎসাহ মুলক বিশেয আলোচনা সভার ব্যবস্থ্যা সকলের দৃস্টি আর্কষন করে l

সোমবার, ফেব্রুয়ারী ১৯, ২০১৮

আসানসোল উত্তর থানার সেফ ড্রাইভ কর্মসূচি

মোহন সিং

সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আসানসোল উত্তর থানা এলাকায় বিশেষ কর্মসুচী পালন করা হল। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রাফিক প্রশান্ত দাস, আসানসোলের সার্কেল ইন্সপেক্টার, ট্রাফিক ওসি। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি পদযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহন করেন ধাদকা এনসি লাহিড়ি স্কুলের ছাত্রছাত্রীরা।

মেমারির কৃষ্ণবাজারে তৃনমূলের প্রতিবাদ সভা

সেখ সামসুদ্দিন

মেমারি কৃষ্ণবাজারে মহিলা তৃণমূল কংগ্রেস, শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে পথসভা করা হয়। সম্প্রতি বিজেপি মেমারিতে একটি সভায় তৃণমূলদের মার দিতে, হাত-পা ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়ার প্রতিবাদে তীব্র ভাষায় জবাব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মহিলা নেত্রী মানসুরা বেগম, যুব নেতা সেখ ইসমাইল, প্রসুন, ছাত্র নেতা মুকেশ শর্মা, মেমারি কলেজের জিএস, কাউন্সিলর রূপা খাঁড়া, চিরঞ্জীব ঘোষ প্রমুখ।

বাসে কলেজ ছাত্রীর পা পিষে গেল সিউড়ীতে

তথাগত চক্রবর্তী

বীরভূমের সিউড়ি বাসস্যান্ডে বাসের পিছন চাকায় পা পিষে গেল সঞ্চিতা ঘোষ নামে এক কলেজ ছাত্রীর।স্থানীয়রা জানিয়েছেন টোটো থেকে তাড়াহুরো করে বাস ধরতে গিয়ে পিছলে বাসের তলায় পরে যায় ।বড়সড় দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেল ঐ কলেজ ছাত্রী।তারা জানান যেখানে সেখানে পোটো দাঁড় করার জন্য এরকম ঘটনা প্রায় ঘটছে ।পুলিশ এসে বাসটিকে আটক করেছে।ছাত্রীটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ধুলোয় অতিষ্ঠ চ্যাংরাবান্দাবাসী

মেখলিগঞ্জ

ধুলোয় অতিষ্ট চ্যাংরাবান্ধা সীমান্তের বাসিন্দারা।তাদের অভিযোগ ধুলোর জন্য বর্তমানে এলাকায় টেকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।রাস্তায় নাক মুখ ঢেকে চলতে হচ্ছে।এতে সর্দি কাশি লেগেই রয়েছে।উল্লেখ বর্তমানে চ্যাংরাবান্ধা সীমান্তে এশিয়ান হাইওয়ের সড়ক সম্প্রসারনের কাজ চলছে।তারউপর এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবোঝাই ভারত বাংলাদেশের ট্রাক যাতায়াত করছে।যার কারনেই ধুলোয় ঢেকে যাচ্ছে এলাকা।অনেকেই বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে।ধুলো নিরসনে রাস্তায় জল দেওয়া হয় বলে এশিয়ান হাইওয়ে কতৃপক্ষ জানিয়েছেন।বাসিন্দারা অবশ্য জানিয়েছেন,জল ঠিকমতো দেওয়া হয়না।বিশেষকরে শনিবার রবিবার অর্থাৎ ছুটির দিনগুলোতে জল দেওয়া হয়না বলেও অনেকের অভিযোগ।শীঘ্র তারা এই সমস্যা সমাধানের দাবি করেছেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER