সঞ্জয় হালদার
আগামী 5/3/2018 তারিখে বেলা 2-30 মিঃ নাগাদ উইলকক্স রোড শিমুলিয়া ফুটবল মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।সেজন্য আজ মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রস্তুতি দেখলেন প্রস্তাবিত মাঠে।
সঞ্জয় হালদার
আগামী 5/3/2018 তারিখে বেলা 2-30 মিঃ নাগাদ উইলকক্স রোড শিমুলিয়া ফুটবল মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।সেজন্য আজ মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রস্তুতি দেখলেন প্রস্তাবিত মাঠে।
সুরজ প্রসাদ
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আহ্বানে আগামী ২৭ ফেব্রুয়ারি কলকাতা রামলীলা ময়দানে সংগঠনের রাজ্য সমাবেশ হবে। সেই রাজ্য সম্মেলন সফল করার ডাক দিয়ে বর্ধমান কার্জনগেটে এক সমাবেশ করা হয়। সমাবেশে রাজ্য সম্মেলন সফল করার জন্য সমাবেশ থেকে ডাক দেওয়া হয়। মোট ২০ দফা দাবী নিয়ে এই রাজ্য সম্মেলন হবে বলে জানানো হয়।
মোহন সিং
আগামী 2 মার্চ থেকে আসানসোল কল্যানপুরে এডিডিএ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সরকারী বইমেলা। তারই প্রস্তুতি এখন চুড়ান্ত ভাবে। জেলা হওয়ার পর প্রথমবার এই জেলা সরকারী বইমেলা। থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও।
মোহন সিং
আসানসোলের গাঁড়ুইয়ে চেকিং পয়েন্টের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশপুপ্ত। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তাপস বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখেরা। এদিন তপন দাশগুপ্ত জানান, এই চেকিং পয়েন্টকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে হবে। পাশপাশি কংক্রিটের রোড তৈরির বিষয়েও প্রতিশ্রুতি দিয়ে যান তিনি।
মোহন সিং
আসানসোলের ইষ্টার্ণ রেলওয়ে স্কুলে ড্রাগ বিরোধী একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন আসানসোলের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র। এদিন ছাত্রছাত্রী ও উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের কাছে ডিআরএম প্রশান্ত মিশ্র ড্রাগের নেশা কেন সর্বনাশা তার তথ্য তুলে ধরেন। আগামী দিনে যুব সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়াই লক্ষ্য এই সেমিনারের।
মোহন সিং
রানীগঞ্জের পীর এর বাবার মাজারে চাদর চড়ানোর জন্য বিশেষ সমারোহের আয়োজন করা হল আসানসোল স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। এই সমারোহে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ অভিজিত ঘটক। স্টেশন চত্বরে ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল থেকে বর্ণাঢ্য চাদর পাঠানো হয় রানীগঞ্জে। সুসজ্জিত ট্যাক্সিতেই নিয়ে যাওয়া হয় পবিত্র চাদর।
শিখা ধর
কুচবিহারে মাথাভাঙ্গা ব্লকে তেকোনিয়াতে বনবান্ধব উৎসব শুরু হল।উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, জেলাশাসক, পুলিশসুপার প্রমুখ।
মোহন সিং
শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোল পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে ফুটবল টুর্ণামেন্ট। এই খেলার চুড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মী নারায়ন মিনা সহ পুলিশের সমস্ত আধিকারিকরা। এডিসিপি, এসিপিরা পুরস্কার তুলে দেন বিজয়ী ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে। পুলিশ কমিশনার এদিন খেলোয়াড়দের উৎসাহিত করেন তার মুল্যবান বক্তব্যে।
মোহন সিং
গত শুক্রবার আসানসোলের বি এন আর মোড়ে জমায়েতের মাধ্যমে আসানসোল-দুর্গাপুর আদিবাসী কো-অডিনেশন কমিটির সদস্যরা কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সামিল হয়৷ঘটনা সূত্রে ১৭ই ফেব্রুয়ারী দঃ দিনাজপুরের কুশমাণ্ডিতে দিল্লির নির্ভয়া কাণ্ডের মতই ঘৃণ্য ,এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়৷তারই প্রতিবাদে পথে নামলো আদিবাসী কমিটি৷কমিটির সেক্রেটারি মতিলাল সোরেন জানান - নির্ভয়া কাণ্ড মিডিয়া প্রচার পাওয়ায় বিচারের সুবিধা হয় কিন্তু কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলেও অধিকাংশ অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে৷দেশের বিচার ব্যবস্থার প্রতি তারা সম্পূর্ণ আস্থা রেখেও জানাচ্ছেন বিচার ব্যবস্থাকে তরান্বিত করা হোক৷একই সাথে সমস্ত অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক৷এ কারণে তারা আসানসোলের বি এন আর মোড় থেকে মিছিল করে মহকুমা দপ্তরে গিয়ে মহকুমা শাসকের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী কে গণস্বাক্ষর সম্বলিত একটি পত্রপ্রেরণ করতে চান৷
শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়া জেলা পুলিশের ধারাবাহিক সচেতনতা শিবির 'জাগরণ 'অনুষ্ঠিত হল ইন্দপুরের ভেদুয়াশোল বালিকা উচ্চ বিদ্যালয়ে ।গত শুক্রবার ইন্দপুর থানার উদ্যোগে এদিনের সচেতনতা শিবিরে প্রায় দেড়শো জন ছাত্রী উপস্থিত ছিল ।ইন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ণ পাল স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন ।বাল্য বিবাহ রোধ ,পথ সচেতনতা ও প্রলোভনে পা না দেওয়ার কথা বলা হয় এদিনের শিবিরে ।উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোনামনী মান্ডি, ইন্দপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক প্রমুখ ।
নুর আনসারী
রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারে ভারতবর্ষে প্রথমবার নিঃশুল্ক পরিষেবার সাইবার কর্ণার বিভাগ উদ্বোধন করলেন জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সেখ সামসুদ্দিন
ছাত্র সংসদ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সকলের সহযোগিতায় মেমারি কলেজে বসন্তোৎসব আয়োজিত হয়। সকালে কাঠিনাচ সহযোগে শহরে প্রভাতফেরী করা হয়। পরে কলেজে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনানুষ্ঠানিক উদ্বোধন করেন মেমারি পুরসভার ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত ও মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর রবীন্দ্রনাথের বসন্তোৎসব নৃত্য নাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠান চলাকালীন আসেন বিধায়িকা নার্গিস বেগম ও কলেজের গভঃ নমিনি এম এম মুন্সী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় অধ্যাপিকা মলি মিত্র ও গীতাঞ্জলি ঘোষ ম্যাডাম।
মোল্লা জসিমউদ্দিন
এলাকার শতাধিক চাষীদের নিয়ে মঙ্গলকোটের কৈচর ১ নং পঞ্চায়েত অফিসে স্বনির্ভরতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি পালিত হল।ছিলেন প্রাণী আধিকারিক ড: দেবাশীষ জানা, কৃষি আধিকারিক উৎপল খেয়ারু প্রমুখ।
মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলকোট থানার দুকিমি দূরত্বে থাকা নুতনহাট নিগন সড়ক রুটে ছোট ক্যানেলের ব্রিজে এক ব্যবসায়ী কে ব্যাপক মারধোর চালিয়ে টাকাপয়সা লুটপাটের পাশাপাশি চারচাকা গাড়ী ভাঙ্গচুর ঘটল।চার থেকে পাঁচজন দুষ্কৃতির মধ্যে দুজনের হাতে রিভলভার থাকায় প্রানভয়ে সিটিয়ে ছিলেন ব্যবসায়ী। এলাকাসুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত এগারোটা সময় নুতনহাট বাইপাসে থাকা মিষ্টান্ন ব্যবসায়ী মাধব চন্দ্র গড়াই বিক্রিবাটার টাকা নিয়ে বনপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন। মারুতি গাড়ীতে থাকা ওই ব্যবসায়ী রাস্তার বেহালদশার জন্য গাড়ীটির গতি কম করতেই জনা চার থেকে পাঁচজন দুষ্কৃতি হাতে লাঠি রড নিয়ে হামলা চালায় গাড়ীর কাঁচে।হতচকিয়ে যাওয়া ব্যবসায়ী কে গাড়ী থেকে নেমে ব্যাপক মারধোর চালানো হয়।দুজনের হাতে রিভলভার থাকায় আরও ভয় পেয়ে যান ওই ব্যবসায়ী। নগদ এগারো হাজার টাকা, হাতঘড়ি, মোবাইল সহ জরুরি কাগজপত্র কেড়ে নেয় দুষ্কৃতিরা।রাতেই মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেইসাথে ব্লক হাসপাতালে এক্সরে সহ চিকিৎসা করানো হয়।এই ছিনতাই ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে। সেইসাথে সশস্ত্রভাবে দুষ্কৃতিরা মঙ্গলকোট থানার সামনে (দুকিমির মধ্যে থাকা ঘটনাস্থল) এইভাবে ছিনতাই করায় পুলিশি ভুমিকা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন।
উজ্বল বন্দ্যোপাধ্যায়
আজ থেকে ক্যানিং রেলের মাঠে শুরু হলো ১৭তম বষের ক্যানিং মহকুমা বইমেলা।আজ এর উদ্বোধন করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা সেন,মাতলা ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা প্রমুখ।মেলাতে ৩০টি বইয়ের স্টল ছিল।মেলা চলবে ২৮শে ফেব্রুয়ারি অবধি।
উজ্বল বন্দ্যোপাধ্যায়
বারুইপুর মহকুমা তথ্য ও সাংস্কাতিক দপ্তরের উদ্যোগে ভাঙড় ২নং ব্লকের বামনঘাটা উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদ দিবস পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে।ক্যানিং ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি শৈবাল লাহিড়ী, ক্যানিং ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস।বারুইপুর ভাষা শহীদ সমিতির সভায় ছিলেন পৌর চেয়ারম্যান শক্তিরায় চৌধুরী।জয়নগর মজিলপুরে ভাষা দিবসে ছিলেন পৌর চেয়ারম্যান সুজিত সরখেল।এছাড়া দঃবারাসত,মথুরাপুর ডায়মন্ডহারবার, আলিপুর সহ জেলা জুড়ে মহাসমারোহে পালন করা ভাষা শহীদ দিবসের দিনটিকে।
সাধন মন্ডল
আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি মাটির বাড়ি ও একটি খড়ের পালুই।ঘটনা সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের বাগানগোড়া গ্রামের আজ দুপুরের।বাড়িটি ক্ষেতমজুর শীতল দুলের।ঘটনাস্থলে গিয়ে দেখা গেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘরের জিনিসপত্র।আর শীতল দুলে বলছেন আমার সব শেষ হয়ে গেল। স্থানীয় তৃনমূল পঞ্চায়েত সভাপতি কল্যান মিশ্র বলেন সম্ভবত উনানের আগুন থেকে আগুন ছড়িয়েছে।তবে গ্রামবাসীদের তৎপরতায় তাড়াতাড়ি আগুন আয়ত্বে আসে। তাড়াতাড়ি পৌঁছে যান সারেঙ্গা থানার পুলিস ও দমকলের গাড়ী। কল্যান বাবু বলেন আমরা আপাতত পঞ্চায়েত থেকে চাল,জামাকাপড়,ও ত্রিপল দিচ্ছি।আর সরকারীভাবে শীতল দুলে ক্ষতিপূরণ যাতে পায় তার চেষ্টা করছি।
মোহন সিং
আসানসোলের আর্যকন্যা স্কুলের টিচার ইনচার্জ কর্তৃক এক দলিত ছাত্রীকে অপমানজনক কথা বলার কারনে জেলা স্কুল পরিদর্শকের দফতরে এসে বিক্ষোভ দেখিয়ে গেল কংগ্রেস সমর্থক রা। তাদের দাবি জাত-পাতের কথা তুলে ওই ছাত্রীকে অপমান করার বিষয়টি নিয়ে শিক্ষককে ক্ষমা চাইতে হবে। জেলা সহকারী স্কুল পরিদর্শক জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মোহন সিং
আসানসোলের আর্য সমাজের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে ডি এ ভি স্কুলে অনুষ্ঠিত হল বিভিন্ন অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয়।
মোহন সিং
আসানসোল বার্ণপুর কম্পিটিটর এসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের রেল ও সরকারি সংস্থায় নিয়োগের ক্ষেত্রে নিয়মের পরিবর্তনের বিরুদ্ধে,বিশেষত এ এল পি ও টেকনিশিয়ান দের জন্যে এজ লিমিট বৃদ্ধি, গ্রুপ ডি পোষ্টের জন্যে সমস্ত নন আইটিআই প্রার্থীকে যোগ্য হিসাবে বিবেচনা করতে হবে এবং শারিরীক প্রতিবন্ধিদের ক্ষেত্রে (oa)পোষ্ট কে (oH)পোষ্টের সাথে সংযুক্ত করণের দাবিতে শহর জোড়া মিছিল৷প্রায় হাজারের বেশি চাকুরী প্রার্থী এই মিছিলে অংশ গ্রহণ করে৷
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...