শুক্রবার, জুলাই ১৩, ২০১৮

প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই

মোল্লা জসিমউদ্দিন

আগামী ১৫ জুলাই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকায় পদিমপুর গ্রামে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা স্মরণে এক দোওয়ার মজলিশের আয়োজন করা হয়েছে।২০১৬ সালে ১৫ জুলাই অবসারপ্রাপ্ত বিচারক ব্রেণস্টোকে মারা যান।এই বিচারকের পৈতৃক বাড়ী কাটোয়া শহর সংলগ্ন শ্রীখণ্ড গ্রামে।১৯৮৩ সালে রাজ্য জুডিশিয়াল পরীক্ষায় সেরা পাঁচে জায়গা পান। ট্রিপল এমএ,  এলএলবি, বিএড প্রভৃতি ডিগ্রি অর্জন করেছিলেন।সেইসাথে বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছিলেন তিনি।কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে প্রথম ব্যাচে এমএ করেছিলেন।'দ্য  স্টেটসম্যান' সহ বিভিন্ন দৈনিক কাগজে একসময়  সাংবাদিকতা করেছেন।রাস্ট্রবিজ্ঞানে এমএ এবং ইংরাজিতে এমএ করেছে। কাটোয়ার কেডিআই  স্কুলে শিক্ষকতা এবং কাটোয়া কলেজে রাস্ট্রবিজ্ঞানে লেকচার পদে ছিলেন।কাটোয়া আদালতে স্বনামখ্যাত আইনজীবী তারাপদ বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র হিসাবে দীর্ঘদিন কাজ করে গেছেন।বিভিন্ন গরীব মক্কেলের কাছে আইনজীবী হিসাবে ফি নিতেন না।এরপরে সরকারি পিপি পরীক্ষায় পাশ করেন।তা করতে করতে বিচারক নিয়োগ পরীক্ষায় ১৯৮৩ সালে রাজ্যে কৃতি হিসাবে সাফল্য পান।১৯৮৮ সালে বর্ধমান সদর আদালতে বিচারক পদে আসীন হন।এরপরে আরামবাগ মহকুমা আদালত, কালনা মহকুমা আদালত, সিউড়ি জেলা আদালত, দাঁতন আদালত, আলিপুর সদর আদালত,আলিপুরদুয়ার মহকুমা আদালত,বর্ধমান সদর আদালত, বসিরহাট আদালত, মেদিনীপুর জেলা আদালত,গড়বেতা আদালত,সিউড়ি আদালত,সর্বশেষে শ্রীরামপুর আদালতে ২০১৩ সালে মার্চ মাসে অবসরগ্রহন করেন।বিভিন্ন আদালতে 'মাটির মানুষ' হিসাবে পরিচিতি পেয়েছিলেন কর্মজীবনে।এহেন গুনি সন্তান তাঁর স্ত্রী আয়েষা সুলতানা, বড় ছেলে মোল্লা জসিমউদ্দিন(টিপু), ছোট ছেলে মোল্লা শাহজাহান(নিপু) ২০১৬ সালে ১৫ জুলাই  রেখে  ভোররাতে মঙ্গলকোটের পদিমপুরে ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে মারা যান।উল্লেখ্য প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা ছিলেন আমার বাবা ।                

শুক্রবার, জুলাই ০৬, ২০১৮

টানা পাঁচবছর স্বাস্থ্য পরিষেবায় প্রথম মঙ্গলকোট

মোল্লা জসিমউদ্দিন

একবার দুবার নয়,টানা পাচবার জেলার সেরা ব্লক (স্বাস্থ্য বিভাগে) এর শিরোপা পেল মঙ্গলকোট।শুক্রবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসন কর্মদক্ষতা অনুযায়ী এই স্বীকৃতি দেয়। মঙ্গলকোট বিএমওএইচ ডঃ প্রণয় ঘোষ জানান - এই সম্মান প্রাপ্তি আমাদের কাজের প্রেরণা জোগায়।উল্লেখ্য প্রত্যেহ আউটডোরে হাজারের কাছাকাছি এলাকাবাসী চিকিৎসার জন্য এখানে আসেন।সেইসাথে পঞ্চাশের বেশি রোগী ভর্তি হন।

সোমবার, জুলাই ০২, ২০১৮

শালবনীর ৪ নং আঞ্চলিক তৃনমূলের মিছিল



লাগামছাড়া মুল্যবৃদ্ধিতে যখন জনতা হাঁসফাঁস করছে, তখন গুজরাটের  অমিত শাহ বাংলার শান্ত মাটিকে অশান্ত করতে চাইছে। সেই সময়ে শালবনীর ৪ নং  আঞ্চলিক তৃনমূল কংগ্রেস বাঁকিবাঁধে একটি মিছিল ও পথসভার আয়োজন করে। বিজেপির জয়লাভ করা গ্রাম সংসদে তৃনমূল কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদেও এই মিছিল ওই অংশে সংগঠিত হয়। শহীদ দিবসকে সামনে রেখে কলকাতায় ২১ শে জুলাই কে সফল করার ডাক হাজার মানুষের ভিড় থেকে আজ দেওয়া হয়। এই মিছিলে নেতৃত্ব দেন জেলা যুব তৃনমূলের সাধারন সম্পাদক ও নির্বাচিত সমিতির সদস্য সন্দীপ সিংহ এবং ৪ নং তৃনমূল আঞ্চলিক সভাপতি রামপদ মাহাত। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্ববৃন্দ নিতাই মাহাত, সেখ ইলিয়াস, সুদীপ সিংহ,অতনু সিংহ প্রমুখ যুব ও তৃনমূল নেতৃত্ব।

মালদায় আহলে সুন্নাত হানাফী জামাইতের সভা

মোল্লা শাহজাহান - নিপু

মালদায় ইংলিশবাজার লক্ষিপুর গ্রামে সারা বাংলা আহলে সুননাত হানাফী জামায়াতের ডাকে একটি সভা অনুষ্ঠীত হয়।উপস্থিত ছিলেন সহ সম্পাদক আবদুল হাই রীজবি ও মুর্শিদাবাদের সম্পাদক মেহের আলী ও মালদার সম্পাদক মোবারক কারিম ও আবদুল আজিজ ও রাজ্য সম্পাদক পীররজাদা তাফহীমুল ইসলাম ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে শেষ দোওয়া করে সমাপ্তি  ঘটান।

রবিবার, জুলাই ০১, ২০১৮

সন্ত্রাসের প্রতিবাদে শালবনীতে তৃনমূলের মিছিল

সন্দীপ সিংহ

শালবনী ব্লকের লালগেরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে,   সরবেড়িয়া থেকে জয়পুর পর্যন্ত ৪ কিলোমিটার পথ  মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো - পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে জয়লাভ করার পর সিপিমএর প্রাক্তনদের সাথে নিয়ে বিজেপি  ক্রমাগত তান্ডব চালাচ্ছে ,সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর ও  হুমকি দেওয়া থেকে শুরু করে নির্মিত সরকারি সম্পত্তি ( ডিপ টিউবওয়েল)ভাঙচুর করেছে, এরই প্রতিবাদে এবং ২১ সে জুলাই ধর্মতলা চলো ডাক এবং ৬ ঐ জুলাই মেদিনীপুর চলো ডাকে এই পদযাত্রা, প্রচন্ড রোদ গরমের  মধ্যেও  ৫০০০ এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে, মিছিলে নেতৃত্ব দেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ , বিধায়ক শ্রীকান্ত মাহাত, কাসেম খান , গৌতম মাহাত, বুলবুল হাজরা, অসিত ঘোষ , রামপদ মাহাত- প্রমুখ ।

শনিবার, জুন ৩০, ২০১৮

বিশ্বের সবথেকে লম্বা শাড়ির কাজ চলছে ফুলিয়ায়


শ্যামল রায়

নদীয়া জেলার তাঁত শিল্পে খ্যাত নবদ্বীপ , ফুলিয়া ও শান্তিপুর। ফুলিয়ার জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক বিশ্বের সবচেয়ে দীর্ঘ শাড়ি বুনে গিনেস  বুকে নাম তুলতে চান। ইতিমধ্যে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ফুলিয়া জুড়ে।জানা গিয়েছে যে ৩৭২৬ মিটারের শাড়ি বুনে ইতিমধ্যেই নামডাক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে।তাঁত শিল্পী বীরেন কুমার বসাক এর দাবি এটাই সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম শাড়ি। গিনেস বুকে নাম তোলার জন্য এ বিষয়ে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে জানালেন তিনি। বাংলার মাটি থেকেই গিনেজ বুকে রেকর্ড উঠবে বলে শিল্পী বীরেন কুমার বসাক যথেষ্ট আশাবাদী।আরো জানা গিয়েছে যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ শাড়ি তৈরি রেকর্ড রয়েছে ভারতের  এক তাত  শিল্পীর।গুজরাটের সন্দীপ সাইকেল নামে এক আইএএস অফিসার ৩০৫৫ মিটার শাড়ি বানিয়ে গিনিজ বুকে নাম তুলেছেন।এই অফিসার ভুখস  জেলার জেলাশাসক।আর সেই রেকর্ডকে চ্যালেঞ্জ জানিয়ে গত এক বছর ধরে শাড়ি বানিয়েছেন শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পে বীরেন কুমার বসাক।তার শাড়ির দৈর্ঘ্য ৩৭২৬ মিটার।  প্রস্থ অন্যান্য শাড়ির মতোই  ৪৭ ইঞ্চি।গত ৯ জুন এই বিশাল আকার শাড়িটির দৈর্ঘ্য মাপা হয়েছে। পেশায় আমিন মানুষ বিশ্বাস ৬ ঘন্টা ধরে সে কাজটি করেছেন। এক বছর ধরে পাওয়ার লুমে বীরেন বাবুর তত্ত্বাবধানে শাড়িটি বোনা হয়েছে।পাওয়ার লুমে প্রতিদিন কাজ করছেন পাঁচজন করে তার শ্রমিক। ক্রিম কমলা ও সবুজ রঙের একটা সিল্কের বিশেষ সুতো দিয়ে বোনা হয়েছে শাড়িটি।শিল্পী কুমার বসাক জানিয়েছেন যে শাড়ি টিতে রামায়ণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে ।এই বীরেন কুমার বসাক তিনি শুধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী নন ইতিমধ্যে তিনি সন্তু কবির পুরস্কার পেয়ে গিয়েছেন।জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন জামদানি শাড়ির জন্য। বীরেন কুমার বসাক জানিয়েছেন যে ছোটবেলা থেকেই তাদের কাজের সাথে যুক্ত তিনি রয়েছেন। শাড়ির নানান কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন বহুদিন ধরে তাই এবার পৃথিবীর দীর্ঘতম  শাড়ি বুনে গিনিস বুকে নাম তুলতে যথেষ্ট উদ্যোগ তিনি গ্রহণ করে ফেলেছেন।এক বছর আগে এই শাড়িটি বোনার কাজ শুরু করেছিলেন প্রতিদিন শাড়িটি বোনার কাজ হতো একটি টিম ওয়ার্ক এ এই কাজটি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে তিনি গিনিজ বুকে নাম তোলার জন্য যাবতীয় তথ্য পাঠিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে দীর্ঘতম শাড়ি তৈরি করার ফলে গিনিস বুকে নাম তুলতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন ।

বাঁকুড়ায় প্রশান্ত মহালানবিশের জন্মদিবসে পঞ্চায়েত প্রতিমন্ত্রী

প্রশান্তচন্দ্র মহালানবীশ ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বাঁকুড়ায়।উপস্থিত পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

প্রশান্ত মহলানবিশের ১২৫ তম জন্মদিবসে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ


সুজিত ঘোষ

কুচবিহার রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা পরিসংখান দপ্তরের উদ্দোগে ১২৫তম প্রশান্ত মহলানবিশ এর জন্ম দিবস উপলখ্যে  স্কুল ও ইংঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রীদের ও যুবদের নিয়ে এক কর্মশালার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী  রবীন্দ্র নাথ ঘোষ মহাশয়.

খন্ডঘোষে তৃনমূল নেতার স্মরণে সভা

প্রয়াত তৃণমূল কংগ্রেসের নেতা শান্তি সাহানার স্মরণ সভা অনুষ্ঠিত হলো লোদনা অঞ্চলে । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত ।বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয় ।খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি  অপার্থিব ইসলাম মহাশয় ।পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি শম্পা ধারা মহাশয়া।আরও অনেক নেতৃত্ব ।

'জিরো পয়েন্ট' পত্রিকার নজরুল উৎসব হতে চলেছে

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়

আগামী ২৯ আগস্ট পূর্ব বর্ধমানের মেমারী ব্লক অফিসে 'নজরুল উৎসব' হতে চলেছে।জনপ্রিয় পাক্ষিক পত্রিকা 'জিরো পয়েন্ট ' এই উৎসবের মূল আয়োজক।

লালগড়ে দুর্ঘটনায় নিহতদের পাশে পরিবহন মন্ত্রী

সন্দীপ সিংহ

লালগড়ের বাস দুর্ঘটনায় নিহত পরিবারের ( শালবনি ব্লকের 5 জন এবং গড়বেতা ৩.. ব্লকের 3 জন ) হাতে পরিবহন দপ্তরের পক্ষ থেকে পরিবহণ  মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আর্থিক সহায়তা তুলে দিলেন।

বৃহস্পতিবার, জুন ২৮, ২০১৮

ফ্লাট করার নামে কয়েক কোটি তুলে বেপাত্তা বর্ধমানের সপ্তপদী

সুকান্ত ঘোষ

কোটির বেশি টাকা তুলে বেপাত্তা বর্ধমান শহরের বাজেপ্রতাপুর সংলগ্ন (নেতাজী নার্সিংহোম)  'সপ্তপদী' নামে এক প্রমোটিং সংস্থা।দুটি বিল্ডিং কমপ্লেক্স (পাঁচতলা)  করবে বলে পঞ্চাশের বেশি ব্যক্তিদের কাছে কয়েক কোটি টাকা তুলেছে এই সংস্থা।প্রায় তিন বছরের কাছাকাছি সময় কেটে গেলেও পিলার ঠিকমত উঠেনি।কেউ কেউ ক্রেতা সুরক্ষা সহ আদালতে মামলা করার কথা ভাবছেন। সেইমত চলছে আইনজীবিদের সাথে পরামর্শ নেওয়ার কাজ।

সোমবার, জুন ২৫, ২০১৮

এ কোন সিদ্দিকুল্লাহ চৌধুরী


মোল্লা জসিমউদ্দিন

বাংলার রাজনীতিতে বরাবরই সিদ্দিকুল্লাহ চৌধুরী এক আন্দ্রোলনমুখী প্রতিবাদী নেতার নাম।সে সিঙ্গুর - নন্দীগ্রাম - মাখড়া - খাগড়াগড় হোক কিংবা অতি সম্প্রতি হওয়া পঞ্চায়েত ভোট। বিভিন্ন মন্তব্য করে রাজ্যরাজনীতির কেন্দ্রবিন্দুতে আসা একদা সিদ্দিকুল্লাহ বর্তমানে মৌনীবাবার মতনই অবস্থা।সৌজন্যে তৃনমূল কংগ্রেস।২০১৬ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি ছিলেন স্বাধীনচেতা ব্যক্তিত্ব। যেই থেকে তৃনমূলের অনুগত সৈনিক হিসাবে নাম লিখিয়েছেন সিদ্দিকুল্লাহ।সেই থেকে তৃনমূলের বাঁধনে আবদ্ধ তিনি।বিশেষত পঞ্চায়েত ভোট নিয়ে দলের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাছে নিজের স্পষ্ট অবস্থান জানাতে গিয়ে 'দলবিরোধী' কার্যকালাপে অভিযুক্ত সিদ্দিকুল্লাহ।তাই রাজনীতির নিয়ে খোলামেলা বক্তব্যেও পড়েছে তৃনমূলের বেড়ী। হ্যা রবিবার মঙ্গলকোটের পদিমপুরে জমিয়ত উলেমা হিন্দের ব্লক সম্পাদক তথা ইমাম সংগঠনের জেলা নেতা হাফেজ সাবির আলীর মেয়ের বিবাহতে এসেছিলেন তিনি।শুধু আসা কিংবা আশীর্বাদ করা নয়।এই বিবাহে 'মৌলবি'র ভূমিকায় পাওয়া যায় এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী কে।এদিন কলকাতা থেকে দুপুর একটার মধ্যেই মঙ্গলকোটের পদিমপুরে চলে আসেন। এরপরে নুতনহাটে এক অনুষ্ঠান বাড়ীতে বিবাহের যাবতীয় কাজ তদারকি সহ মুসলিম রীতিতে নিকাহ পালনে দেখা যায় তাঁকে।বিয়ে পরবর্তীতে মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগার পর্যবেক্ষণে যান তিনি।মডেল পাঠাগার হিসাবে স্বীকৃত এই পাঠাগারের সম্পাদক নুর আনসারী কে নিয়ে পাঠাগারের উন্নয়নকাজ দেখেন।এই পাঠাগার কে নবীভবন পঁচিশ লক্ষ অনুদান দিয়েছিল রাজ্য গ্রন্থাগার দপ্তর।সেই ভবন সহ ডিজিটাল লাইব্রেরী হিসাবে কেমন কাজ চলছে তা খতিয়ে দেখেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উল্লেখ্য শাসকদলের ক্ষমতাসীন গোষ্ঠীর দৌরাত্ম্যে কোণঠাসা সিদ্দিকুল্লাহ সশরীরে ঈদের বস্ত্রবিলি কর্মসূচি করতে না পারলেও এই পাঠাগারেই ফ্লেক্স টাঙ্গিয়ে বিধায়ক কোটায় বস্ত্রবিলি করান সিদ্দিকুল্লাহ।আজ বিয়ের আসরে দীর্ঘ পাঁচমাস এলাকাছাড়া স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লাহ কে স্থানীয় রাজনীতি বিশেষত পঞ্চায়েত ভোটে তৃনমূলের বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন করা হলে সিদ্দিকুল্লাহ বলেন - " দলনেত্রী যা সিদ্ধান্ত নিবেন, তা অক্ষরে অক্ষরে পালন করব।এর বাইরে কিছু বলতে পারবনা "।গত দুবছর ধরে যে ব্যক্তিগত কারিশমা দেখা গেছে মঙ্গলকোটের বুকে, আজ তার ছিটেফোঁটা দেখা যায়নি।শরীরি ভাষায় বোঝা গেল,  তিনি মন্ত্রিত্ব নিয়েই থাকতে চান মঙ্গলকোটের রাজনীতি নিয়ে তার কোন আগ্রহ নেই।প্রায় পাঁচ মাস আগে মাসে চার থেকে পাঁচবার দেখা মিলতো স্থানীয় বিধায়কের।তখন হাজার হাজার অনুগামী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসতেন।আজ বিয়ের মজলিশে বরপক্ষ এবং কনেপক্ষ ছাড়া কাউকেই দেখা গেলনা! এমনকি গতকাল বিকেলে বিধায়ক অনুগামী হিসাবে পরিচিত তিন অনুগামী কে পুরানো ফৌজদারি মামলায় আটক করেছে মঙ্গলকোট থানার পুলিশ।শোনা যাচ্ছে অতীতে কুড়ির বেশি ব্যক্তিদের মত এদের কপালেও জুটতে পারে গাঁজার কেস।যাইহোক মঙ্গলকোটে রাজনীতিতে স্থানীয় বিধায়ক হিসাবে সিদ্দিকুল্লাহের ভুমিকা গৌণ করেছে শীর্ষ তৃনমূল নেতৃত্ব। এটা বিগত পাঁচমাসের কোন বিধায়ক তহবিলের উন্নয়নমুখী কিংবা রাজনৈতিক কর্মসূচি তে গড়হাজির অবস্থানেই বোঝা যায়।আজ তার পুনরায় প্রমাণ মিললো এটা বলায় যায়।

শনিবার, জুন ২৩, ২০১৮

মঙ্গলকোটের উপর দিয়ে শিলিগুড়ি বাস


 পারিজাত মোল্লা

শিলিগুড়ি যাবেন বেড়াতে? আর কোন চিন্তা নেই।মঙ্গলকোটের উপর (৭ নং রাজ্য সড়ক) দিয়ে শিলিগুড়ি যাওয়া যাচ্ছে।কুড়ির বেশি যাত্রীবাহী বাস তাও বেশিরভাগ এসি বাস।ধর্মতলা থেকে শিলিগুড়ি ভাড়া ১২০০ টাকা।অনলাইন তে বুকিং করা যায়, তাছাড়া ধর্মতলা ডিপোর কাউন্টার গুলিতেও টিকিট মেলে।গত একমাস পূর্বে বাদশাহি সড়ক হয়ে অজয় নদের লোচনদাস সেতুর উপর দিয়ে ফুটিসাকো হয়ে এই বাস গুলি শিলিগুড়ি যাচ্ছে।ভ্রমনপিপাসুদের কাছে এই বাস চলাচল অত্যন্ত সুখকর খবর।

শুক্রবার, জুন ২২, ২০১৮

মঙ্গলকোটের নুতনহাট বাসস্ট্যান্ডে বালির গাড়ীর বিভীষিকা

মোলা জসিমউদ্দিন

মঙ্গলকোটের নুতনহাট বাসস্টান্ড ক্রমশ বিভীষিকা হয়ে উঠছে বালির গাড়ী যাতায়াতের জন্য।সর্বদা জ্যাম লেগে থাকে এখানে।ট্রাফিকপুলিশ থাকলে ভালো হয়।

শনিবার, জুন ১৬, ২০১৮

পদিমপুর দক্ষিণপাড়া ঈদগারে মঙ্গলকোট পুলিশের মিস্টি বিলি

হিরু মির্জা

শনিবার সকালে ঈদের নামাজরত ধর্মপ্রাণদের হাতে মিস্টির প্যাকেট তুলে দিলেন মঙ্গলকোট থানার এক পুলিশ আধিকারিক।মঙ্গলকোটের পদিমপুর দক্ষিনপাড়া মসজিদের ইমাম সাহেব কে এই মিস্টির প্যাকেট তুলে দেওয়া হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে এই উদ্যোগ বলে জানা গেছে।

শুক্রবার, জুন ১৫, ২০১৮

পূর্ব বর্ধমানের কোন তৃনমূল নেতারা বিজেপির দিকে পা বাড়িয়ে?

মোল্লা জসিমউদ্দিন

আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমানের আদি তৃনমূল নেতাদের একাংশ বিজেপিতে যোগদান করতে পারেন।গোলাম জার্জিস, খাদিম রায়, বাবলু মুখার্জী, সুশান্ত ঘোষ, বিকাশ চৌধুরী, বামাপদ মন্ডল, চঞ্চল গড়াই প্রমুখ নাম কানাঘুষো হিসাবে শোনা যাচ্ছে।মিথ্যা পুলিশি মামলায় ফেসে যাওয়ার আশংকায় এখনই দলবদল না করলেও লোকসভার ভোটে এইসব নেতাদের বড় অংশ বিজেপিতে যাবেই।

     বিস্তারিত আসছে

বুধবার, জুন ১৩, ২০১৮

ফ্লেক্স ব্যানারে ঈদের জামাকাপড় বিলি সিদ্দিকুল্লাহের

মোল্লা জসিমউদ্দিন

সিদ্দিকুল্লাহ আসতে পারলেন না।তাই ছবি দেখিয়ে বিধায়ক তহবিলের ঈদের জামাকাপড় বিলি করা হল।এদিন মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারে এই বস্ত্রবিলি চলে।সিদ্দিকুল্লাহ চৌধুরী যেহেতু পাঠাগার মন্ত্রি, তাই পাঠাগার ছাড়া অন্য কোথাও জায়গা পেলেন না মঙ্গলকোটে।তাও সশরীরে নয়, ফ্লেক্স ব্যানারে থাকলেন এলাকার বিধায়ক।

ঘাটালে বাজি কারখানায় দগ্ধ ৩ কর্মী

পশ্চিম মেদনীপুরের ঘাটাল পৌরসভার ২  নং ওয়ার্ডে অবৈধ বাজি কারখানা তে আগুন লাগলো এদিন।বাজি বিস্ফোরণে আহত তিন কর্মী ,তাদের ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে।মালিকের খোজ চালাচ্ছে পুলিশ।

'পূবের কলম' ছুটছে দুরন্ত গতীতে

পারিজাত মোল্লা

কলম পত্রিকা এবার 'পুবের কলম' হিসাবে আত্মপ্রকাশ করেছে।পাঠকমহলে ব্যাপক সাড়া মিলছে।এখন আগের থেকে আরও বেশি খবর নিয়ে থাকছে পূবের কলম।জেলার খবরাখবর থেকে দেশবিদেশের সংবাদ পরিবেশনে দুর্দান্ত গতীতে এগিয়ে চলেছে এই দৈনিক পত্রিকাটি।পত্রিকার সম্পাদক রয়েছেন আহমদ হাসান ইমরান সাহেব।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER