ভাস্কর ঘোষ
৪৭৮ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। দুটি গাড়িকে আটক করা হয়েছে। ওই গাড়ি দুটিতে তল্লাসি চালিয়ে মোট ৪৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ বলে জানা গিয়েছে। বুধবার মুর্শিদাবাদ জেলা পুলি সুপার মুকেশ কুমার সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, - গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে বহরমপুর থানার উত্তরপাড়া মোড় ও সূতি থানার অজগড়পাড়ায় গাড়ি দুটি আটক করে পুলিশ। ওই গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি বস্তা গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশের কাছে আগেই খবর ছিল। সেইমতো উত্তরপাড়া মোড়ে নাকা চেকিং বসায় বহরমপুর থানার পুলিশ। একটি ৪০৭ গাড়ি আটক করা হয়। ওই গাড়িতে তল্লাসি চালিয়ে মেলে ৪৩৮ কেজি গাঁজা। গাঁজা ভর্তি বস্তাগুলি
গাড়ির মধ্যে চায়ের বস্তার ভিতরে লুকিয়ে রাখা ছিল। ওই গাড়ির চালক ভক্তিভূষণ বিশ্বাস ও গাড়ির মালিক আহম্মেদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। নদীয়ার হোগলবেড়িয়ায় তাদের বাড়ি। তাদেরকে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে, কোচবিহার থেকে গাঁজা ভর্তি করে সেগুলি নদিয়ার করিমপুরে নিয়ে যাওয়ার কথা ছিল।অন্যদিকে এদিনই মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ অজগরপাড়া এলাকা থেকে আরও একটি গাড়ি আটক করে। পুলিশ ওই গাড়িতে তল্লাসি চালালে সেখান থেকে ৪০ কেজি গাঁজা করা হয়েছে। সেখানেও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম অর্জুন সূত্রধর ও কালাম আলি। অসমের

কোকরাঝাড় এলাকায় তাদের বাড়ি। ওই গাড়িটি করেে তারা কোচবিহারের মিক্সিগঞ্জ থেকে গাঁজা ভর্তি করে কোলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের এদিন আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
posted from Bloggeroid