শনিবার, ডিসেম্বর ০২, ২০১৭

রাইপুরে তৃনমূল নেতার মূর্তি ভাঙ্গার চেস্টা, চাঞ্চল্য


সাধন মন্ডল


বাঁকুড়ার দাপুটে নেতা তথা তৃনমূল কংগ্রেস এর রাইপুর ব্লক কায্করী সভাপতি প্রয়াত অমিল মাহাত এর আবক্ষমূতি ভাঙ্গার চেষ্টা করে দুস্কৃতিরা বলে অভিযোগ প্রয়াত নেতা অনিল মাহাতর স্ত্রী সুলেখা মাহাতর। তিনি এ বিষয়ে বারীকুল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাইপুর এলাকায়। কারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।

posted from Bloggeroid

মালদায় উদ্ধার বিরল প্রজাতির ৪৮ টি কচ্ছপ


মানস দাস, মালদা

মালদা টাউন স্টেশন থেকে ৪৮টি কচ্ছপ উদ্ধার করল আরপিএফ ও সিআইবি। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সফট সেল গ্যাঞ্জেস প্রজাতির বলে জানা গিয়েছে। এদিন ভোরে দিল্লি থেকে আসা আনন্দ বিহার এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়েছে। তবে কচ্ছপ পাচারের দায়ে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আরপিএফ।রেল সুরক্ষা বাহিনী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আরপিএফ-এর সাব ইন্সপেকটর জিতেন্দ্র সিং পারিহার নিজস্ব সূত্রে খবর পান, দিল্লি থেকে মালদাগামী আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরায় কচ্ছপ পাচার করা হচ্ছে। কচ্ছপগুলি উত্তরপ্রদেশের কোনও জায়গা থেকে ট্রেনে চাপানো হয়েছে বলেও খবর পাওয়া যায়। এদিন ভোর সাড়ে ৫টায় ট্রেন মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত হলে এস আই সূর্যকুমার মাজি ও এ এস আই চিন্ময়কুমার মণ্ডলকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট ওই কামরায় হাজির হন জিতেন্দ্র সিং। ওই কামরাতেই একটি সিটের নীচ থেকে দুটি বস্তায় বন্দি করা রাখা কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে কামরার সিট নম্বর এখনও জানাতে চায়নি আরপিএফ।আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, এদিন আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরা থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা

দুটি থেকে মোট ৪৮টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও পাচারকারীকে গ্রেফতার করা হয় যায়নি। আরপিএফ-এর ধারণা, এই কচ্ছপগুলিকে দক্ষিণ দিনাজপুরে পাচার করা হত। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

posted from Bloggeroid

ছেলের সাইকেলে বমি করায়, লোহার রডে মাথা ফাটালো ছাত্রীর

মানস দাস, মালদা


দুই শিশুর খেলা করা নিয়ে বচসার জেরে লোহার রড দিয়ে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর মাথা ফাটানোর অভিযোগ উঠলো প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। আক্রান্ত

ছাত্রী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দেবীপুর গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত মহিলা পলাতক। পুলিশ জানিয়েছে, আক্রান্ত ছাত্রীর নাম, সীমা চৌধূরি(১০) সে ধুমবালু প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে পড়াশোনা করে। অভিযুক্ত মহিলা নমিতা চৌধুরি পলাতক। আক্রান্ত ছাত্রীর বাবা হরিলাল চৌধুরি জানান,প্রতিবেশী এক শিশু দেবা চৌধুরির(৫) সঙ্গে খেলা করছিল সীমা। সেই সময় দেবা সীমার সাইকেলে বমি করে দেয়। অভিযোগ, এই কথা দেবার মা নমিতা চৌধুরির কাছে নালিশ করে সীমা। এর পরে লোহার রড নিয়ে নমিতা আঘাত করে সীমার মাথায়। এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত পরিজনেরা জানতে পেরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ধর্মপ্রাণদের সম্প্রীতির মিছিল



সাধন মন্ডল

শনিবার সকাল থেকেই বাঁকুড়া শহরে 'ইদ মিলাদ উন নবি' উপলক্ষে মুসলিম ধর্মপ্রাণদের সম্প্রীতির মিছিল।পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও দেখা যায় মিছিলে।

posted from Bloggeroid

বর্ধমান্র কৃষাণ সেলের সভায় বেচারাম মান্না


সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেতমজদুরদের কর্মী সম্মেলন করা হয় বর্ধমান অরবিন্দ স্টেডিয়াম হলে। কিষাণ সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি শাহনওয়াজ হোসেনের উদ্যোগে এই

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না, সভাধিপতি দেবু টুডু, সহ সভাধিপতি, বিধায়ক অলোক মাঝি, বিধায়ক নিশীথ মালিক, যুব সভাপতি সুভাষ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অঞ্চল ভিত্তিক চারজন করে কর্মীকে নিয়ে প্রায় হাজার মানুষের উপস্থিতিতে বেচারাম মান্না কৃষকের দুর্দশা, পাওনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজ্যের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। সভার মধ্যেই লোকশিল্পীর কিষাণদের নিয়ে স্বরচিত সঙ্গীত পরিবেশন সকলকে মুগ্ধ করে।

posted from Bloggeroid

শুক্রবার, ডিসেম্বর ০১, ২০১৭

ইংরেজবাজারে ভাঙ্গনরোধে নদীপাড় সংস্কারের সুচনা বিধায়কের

মানস দাস, মালদা

এলাকার মানুষের দাবি মতোই গত বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।সেই প্রতিশ্রুতি মতো বিধায়ক হওয়ার পর নদীর পাড় বাধানোর কাজের শুভ সূচনা করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তব রূপ পেয়ে বেজায় খুশি এলাকার জনসাধারণ।
প্রথম কাজটি হলো ইংরেজবাজার বিধানসভার বিনোদপুর অঞ্চলের কাকমারী গ্রাম এলাকায়।এই গ্রামের পাস দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী।এই নদীর পার প্রতিবছর ভাঙ্গনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়েছে একাধিক বাড়ি ঘর সহ ভগবানের মন্দিরও।এবছর বন্যায় আরো দুরবস্থা হয়েছে পারের।তাই জল নামতেই শুক্রবার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক।এই পার বাধানোর জন্য সেচদপ্তর থেকে বরাদ্দ হয়েছে ৪২ লক্ষ টাকা।অন্যদিকে একই নদী পার বাধানোর কাজের সূচনা হলো কোতয়ালী অঞ্চলের নিমাইসরা এলাকায়।এই এলাকার পর বাধানোর জন্য বরাদ্দ হয়েছে ৩২ লক্ষ টাকা।শুক্রবার দুটি কাজের শুভ সূচনা করার পর বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান,"এলাকাবাসীর দাবি মতো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানাই।মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সেচমন্ত্রী উদ্যোগে কাজের অর্থ বরাদ্দ হয়।তাই আজ সেই দুটি কাজের শুভ সূচনা করা হলো।এই কাজের মাধ্যমে এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে পেরে আমি কৃতজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।"

posted from Bloggeroid

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে অস্থায়ী উপাচার্য


মানস দাস, মালদা

পড়ুয়াদের পঠনপাঠন সংক্রান্ত স্বার্থরক্ষা করাই প্রাধান্য পাবে তাঁর কাছে। ছ'মাসের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে এই দাবি করলেন অধ্যাপক স্বাগত সেন। পয়লা

ডিসেম্বর শুক্রবার গৌড়বঙ্গের অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নেন তিনি। এদিন সকালে গৌড় এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা । সকাল এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাগতবাবু।বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থা কাটিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি । বিগত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন, পরীক্ষা ও ফলাফল প্রকাশ সংক্রান্ত যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত মিটিয়ে ফেলার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানান। তবে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলির তদন্ত বাধাপ্রাপ্ত হবে না বলে তিনি দাবি করেন । একইসঙ্গে নতুন উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সমূহের স্থায়ী নিয়ামক, রেজিস্ট্রার সমেত গুরুত্বপূর্ণ শূণ্য পদগুলি উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে পূরণ করা হবে। বেহাল প্রশাসনিক অবস্থারও দ্রুত পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যদিও সবকিছুর ওপরে পড়ুয়াদের স্বার্থই গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দেন তিনি । এদিকে শুক্রবার উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা ও বিভিন্ন বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা দফায় দফায় তাঁকে অভিনন্দন জানিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত একটি রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন নতুন উপাচার্য । সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রধান ডঃ সনাতন দাস, বাংলা বিভাগের অধ্যাপক ডঃ বিকাশ রায় সমেত অন্যান্যরা। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের নিয়ে কোনও বৈঠক তিনি করেননি। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা লাগাতার বিক্ষোভ ও অচলাবস্থার জেরে উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করেন অধ্যাপক গোপাল চন্দ্র মিশ্র। এরপরই কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক স্বাগত সেনাকে গৌড়বঙ্গের অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দেয় রাজ্য উচ্চশিক্ষা দফতর। ইতিমধ্যেই কোলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে স্বাগতবাবুর।
২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্যবিদ্যালয়ের বানিজ্য বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন| এই বিশ্ববিদ্যালয়েরই এম.ফিল কো-অর্ডিনেটর ছিলেন ২০০৩-২০০৭ সাল পর্যন্ত| কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন ফিনান্স এম.বি.এ, আ্যডভান্স স্টাডিজ বিভাগে| কলকাতা বিশ্ববিদ্যালয়েরই কমার্স ও ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ডিন ছিলেন ২০১৩ সাল পর্যন্ত| এই বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য(শিক্ষা) হিসেবে দায়িত্ব সামলেছেন ২০১৫ সাল অব্দি| বহু গবেষনা পত্রের পাশাপাশি অনেক গ্রন্হও আছে তাঁর | এমন একজন বিদগ্ধ শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে পেয়ে এখন আশায় বুক বাঁধছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

posted from Bloggeroid

ভেল্লুপুরুম এক্সপ্রেসে বাড়তি কোচ পাওয়ায় খুশি পুরুলিয়া

নিজস্ব বার্তা, পুরুলিয়া

পূরণ হল তিন জেলার দাবী। পুরুলিয়া

বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের রেলযাত্রীদের দাবী মেনে পুরুলিয়া ভেল্লুপুরম এক্সপ্রেস ট্রেনে দেওয়া হল অতিরিক্ত একটি বাতানুকুল থ্রি টিয়ার কোচ। প্রতি সোমবার পুরুলিয়া ভেল্লুপুরম এক্সপ্রেস পুরুলিয়া থেকে ভেল্লুপুরমের উদ্দেশ্যে যাত্রা করে। এদিন সকাল ১০ঃ৩৫ মিনিটে পুরুলিয়া থেকে ছেড়ে মঙ্গলবার রাতে ট্রেনটি গন্তব্যে পৌঁছয়। এই  ট্রেনেই ভেলোর পুরুলিয়া ছাড়াও আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরের মানুষ।  ট্রেনটি অল্প সময়ের মধ্যে ভেলোরে পৌঁছনোর জন্য ঝাড়খণ্ড থেকেও বিপুল সংখ্যক মানুষ এসে পুরুলিয়া স্টেশনে এসে এই ট্রেনে চাপেন। ভাল ট্রেন হবার জন্যই যাত্রীরা দীর্ঘদিন ধরে এই ট্রেনে কোচ বাড়ানোর দাবী করে আসছিলেন। সব থেকে বেশি চাহিদা ছিল বাতানুকুল কোচ বাড়ানোর। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম শারদ কুমার শ্রীবাস্তবের প্রচেষ্টায় তা পূরণ হল।   এবার থেকে স্থায়ী ভাবে এই কোচ থাকবে সাপ্তাহিক ট্রেনটিতে। উল্লেখ্য এই ট্রেনটিকে সাপ্তাহিক থেকে সপ্তাহে তিন দিন  করার জন্যও বার বার আবেদন করা হয়েছে।  ডিআরএম  বলেন যাত্রীদের অনান্য দাবীগুলি পুরন করার জন্যও সব রকমের প্রচেষ্টা করছেন তিনি। উল্লেখ্য রেল মন্ত্রী থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনটিকে জঙ্গলমহলের মানুষের জন্য দেন। সেসময় তিনি আরও অনেকগুলি ট্রেন দিয়েছিলেন পুরুলিয়ার মানুষের জন্য। তিনি রেল মন্ত্রক ছাড়ার পর থেকে আর কোন নতুন ট্রেন পায়নি পুরুলিয়া।

posted from Bloggeroid

বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০১৭

বাঁকুড়ার হিড়বাঁধে মদের দোকান ঘিরে এলাকায় অবরোধ

সাধন মন্ডল

বাঁকুড়ার হিড়বাঁধের সুপুর-হীড়বাঁধ রাস্তায় কুঁচিয়াড়া মোড়ের কাছে তৈ

রী হওয়া মদের দোকানের প্রতিবাদে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষ প্রায় দু'ঘন্টারাস্তা অবরোধ করে রাখেন। তৈরী হয় ব্যাপক যানযট। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।

posted from Bloggeroid

আগামীকাল বর্ধমান বইমেলা, উদ্বোধনের মুখে 'ঠিকানা সৌবতী'



সুরজ প্রসাদ

আগামীকাল বিকেল থেকেই শুরু হচ্ছে বাংলার 'দ্বিতীয় বৃহত্তম' বইমেলা খ্যাত বর্ধমান বইমেলা।আয়োজক হিসাবে

রয়েছে 'বর্ধমান অভিযান গোস্থী'।সিঞ্চনকুমার রায় চৌধুরী নামে এক অবসারপ্রাপ্ত পুলিশ অফিসারের বই 'ঠিকানা সৌবতী' উদ্বোধন হবে আগামীকাল।সেইমত চলছে ব্যাপক প্রস্তুতি

posted from Bloggeroid

খাতড়ায় ক্রীড়া প্রতিযোগিতা উদঘাটনে জেলা সভাধিপতি



সাধন মন্ডল

বাঁকুড়ার খাতড়ায় মহকুমা ভিক্তিক প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হল রাইপুর উচ্চবিদ্যালয়ের মাঠে।অংশগ্রহন করে ৮ টি ব্লক (১৫টি চক্র)। উদ্বোধন করেন

বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি।উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু,সহ অনেকেই।

posted from Bloggeroid

মালদায় ধৃত নেশাযুক্ত কফসিরাফ পাচারকারী


মানস দাস, মালদা

বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহড়ের রথবাড়ি বাসস্টান্ডে হানা দিয়ে এক যুবক কে গ্রেপ্তার করেছে।তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ টি কফসিরাফ এর বোতল।যার বাজার

মূল্য প্রায় লক্ষাধিক টাকা।এদিন পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম- শামু সাহা ওরফে (বুচ্কা)।বাড়ি মালদা শহড়ের আইটিআই মোড়ে।পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত যুবক পাচারের উদ্দেশ্যে রথবাড়ি এলাকায় দাড়িয়ে ছিল।আজ ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়।

posted from Bloggeroid

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে মালদায় প্রহৃত দুই ব্যবসায়ী

মানস দাস,মালদা

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হল দুই

ব্যবসায়ী।আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,বুধবার গভীর রাতে পুখুরিয়া থানার আসকাপাড়া এলাকায়। জানা যায়,গভীররাতে খানপুর এলাকা থেকে ভুটভুটি চেপে জলসা শুনে বাড়ি ফিরছিলেন দুই ব্যাবসায়ী মহঃ ইসমাইল(৪৫) এবং আব্দুল জলিল। তাদের বাড়ি শ্রীপুর অঞ্চলের আসকাপাড়া গ্রামে। রাত্রি এগারোটা নাগাদ আসকাপাড়া এলাকায় পৌছালে তাদের নজরে পরে দুস্কৃতিরা কয়েকজন কলেজ পড়ুয়ার একটি মোটর আটকে মারধোর করছিলো। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় দুস্কৃতিরা এবং মারধোর করে বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিজনেরা। পরে তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যাবসায়ীরা জানান, দুস্কৃতিদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন তারা। সেখ সাদিকুল,সেখ হবি,মিঠু সেখ এবং আবু সামাদ এই চারজনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ l

posted from Bloggeroid

কাটোয়ায় ৩৭ তম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা


পুলকেশ ভট্টাচার্য

৩৭ তম কাটোয়া মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হলো মাখালতোড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ।
মোট ৮টি চক্র (দাঁইহাট চক্র, কাটোয়া পশ্চিম চক্র, কাটোয়া পূর্ব চক্র,

মঙ্গলকোট-১চক্র , , মঙ্গলকোট-২চক্র,
, মঙ্গলকোট-৩চক্র, কেতুগ্রাম চক্র , কেতুগ্রাম পশ্চিম চক্র), মোট ২৮ টি ইভেন্ট তে রিলে খেলা হল।সমস্ত চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক খেলার উপস্থিত ছিলেন। এবং এ,আই (বর্ধমান) এ,আই (কাটোয়া পূর্ব চক্র) সুব্রত মজুমদার (পূর্ত কোষাধ্যক্ষ - কাটোয়া পঞ্চায়েত সমিতি) প্রমুখ ছিলেন।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ক্ষুদেদের বার্ষিক ক্রীড়ায় মন্ত্রী শ্যামল সাঁতরা



ব্যাসদেব চক্রবর্তী

প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা (প্রা:) বিদ্যালয় ও শিশুশিক্ষা কেন্দ্রের মহকু

মা ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ ফুটবল মাঠে।উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

রাজ্যে প্রতিভাবন ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট হচ্ছে

রাজকুমার দাস, কলকাতা

dms sports & leisure এর উদ্যোগে আগামী বছরের প্রথম দিকে রাজ্যের মোট ৮ টি দল কে নিয়ে ক্রিকেটের টুর্নামেন্ট খেলা হবে।আন্ডার 17 এ বাংলা থেকে প্রতিবাভান খেলোয়াড় দের ট্রায়াল দেখে

মত দুশো জন কে প্রাথমিক ভাবে নিয়ে তাদের তৈরি করিয়ে উক্ত টুর্নামেন্টে খেলানো হবে।এতে উৎসাহের পাশাপাশি খেলার প্রতি আগ্রহ উদ্দীপনা উভয়ই বজায় থাকবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে শ্রী বিশ্বজিৎ মুখার্জী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই কথা জানান প্রাক্তন ক্রিকেটার ও কোচ শ্রী অসিত ঠাকুরতা, দীপক ঘোষ সহ অন্যান্যরা।যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।email:biswajit 131@gmail.com

posted from Bloggeroid

কলকাতায় চালু চিনা ভাষা শিক্ষাকেন্দ্র


রাজকুমার দাস


কলকাতার চাইনা টাউনে(ট্যাংরা ) তে চাইনিস ভাষার শিক্ষাকেন্দ্র র উদ্বোধন করলেন প্রাক্তন রেলমন্ত্রী শ্রী দী

নেশ ত্রিবেদী।সাথে ছিলেন মিস্টার মা ঝানও(কনসাল জেনারেল অফ দা পিপলস রেপাব্লিক অব চিনা), একই সঙ্গে পড়াশুনা,লাইব্রেরি সব সুবিধাই স্টুডেন্টরা পাবে এখানে।যে কোনো বয়সের শিক্ষার্থী এখন থেকে এখন উক্ত ভাষা শেখার জন্য আবেদন করতে পারেন। শ্রী ত্রিবেদী উদ্বোধন করে জানান - তিনি ভীষণ খুশি।কলকাতার মতো তিলোত্তমা শহরে এমন সুচারু ভাষার স্কুল কে উদ্বোধন করার জন্য।

posted from Bloggeroid

বুধবার, নভেম্বর ২৯, ২০১৭

সালানপুরে তৃনমূলের কর্মীসভা হল


নীলাদ্রি ঘোষ


সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেসের কর্মী বৈঠক সংগঠিত হল বুধবার l স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে এলাকার একটি বেসরকারী

আলোচনাকক্ষে এই বৈঠক আয়েজিত হয় l উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার,দলের ব্লক সভাপতি মহঃ আরমান সহ দলীয় শাখা সংগঠনের নেতৃত্বরা l বৈঠক শেষে শ্যামল বাবু জানান আগামী ৭ই ডিসেম্বর এলাকার লালগঞ্জ হাটতলা ময়দানে পঞ্চায়েতী রাজ জেলা সম্নেলন অনুস্টিত হবে l উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ দলের রাজ্য ও জেলা নেতৃত্ব l

posted from Bloggeroid

আগামীকাল খাতড়ায় সাংসদ মুনমুন সেন


সাধন মন্ডল

আগামীকাল বাঁকুড়ার খাতড়ায় ক্ষুদেদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে থাকতে পারেন এলাকার সাংসদ মুনমুন সেন।সেইমত চলছে চরম প্রস্তুতি।

posted from Bloggeroid

ছাড়া পেলেন মহম্মদ কামরুজাম্মান

মোল্লা জসিমউদ্দিন

দিন তিন পুর্বে হঠাৎ দেগঙ্গার নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হন সংখ্যালঘু নেতা মহম্মদ কামরুজাম্মান।তিনি কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বুধবার দুপুরে ছাড়া পান তিনি।সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক তিনি।আজ পুর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বিশিস্ট সমাজসেবী মহম্মদ হাসিব আলম তাঁকে দেখতে যান।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER