মানস দাস,মালদা
ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে কোপানোর অভিযোগ উঠল ৫ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, ভূতনী থানার অনন্ত টোলা হরচন্দ্রপুর গ্রামে। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা হলেন জহরলাল মন্ডল(৩০), ছায়া রানী মন্ডল, ছায়ারানী মন্ডল সহ ৪ জন। রঞ্জিৎ মন্ডল,অনিতা মন্ডল শ্যামলী মণ্ডল সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভূতনী থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, জহরলাল মন্ডলের জমিতে রঞ্জিত মণ্ডলের একটি ছাগল ভুট্টার চারা গাছগুলি খেয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদ করতে যায় জহরলাল। তখনই রঞ্জিত মণ্ডলের পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় জহরলাল মন্ডলের পরিবারের উপর বলে অভিযোগ। এই ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে ভরতি করা হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দিলেও মাথায় গুরুতর আঘাত থাকার কারণে জহরলালকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তার চিকিৎসা চলছে সেখানেই। তবে কী কারণে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ তা তদন্ত শুরু করেছে ভুতনি থানা পুলিশ। অভিযুক্তরা পলাতক।