বৃহস্পতিবার, এপ্রিল ০৫, ২০১৮

স্বরুপনগরে মনোনয়ন চলছে অবাধে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগর ব্লকের এস,জি.এস.ওয়াই হল প্রাঙ্গনে চলছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পালা'৷শাসক দলের পক্ষ থেকে এদিন মনোনয়ন জমা দেওয়া হয়।সাথে সি.পি.আই.এম ও বি.জে পির দলীয় প্রার্থীরাও মনোনয়নপত্র জমা করতে আসে।শান্তি শৃংখলা বজায় রেখে এদিন প্রত্যেকে মনোনয়ন পত্র পেশ করে। মনোনয়ন পেশ চলবে আগামী ৯ই এপ্রিল পর্যন্ত৷

ভাতারে ভুতুড়ে পুকুর, মরছে হাঁস - বেচে আছে মাছ

সুদিন মন্ডল

ভাতারের বামশোর গ্রামে এক ভূতুড়ে পুকুরের সন্ধান পাওয়া গেল। গ্রামের বাগান পাড়ার শেখের পুকুর পাড়ের বাসিন্দাদের অভিযোগ বাড়ীর সুস্থ হাঁস পুকুরে নামার কিছু সময় পরেই ছটফট করে মারা যাচ্ছে। সারা দিনে 150 টিরও বেশী হাঁস মারা গেছে, অথচ পুকুরের কোনো মাছ মারা যায়নি।  এই ভূতুড়ে কাণ্ডে আতঙ্কে এলাকাবাসী।

উলটপূরণ, ভাতারে মনোনয়ন পেশে এগিয়ে বামফ্রন্ট!

সুদিন মন্ডল

তৃতীয় দিনের শেষেও ভাতাড়ে নমিনেশন তে এগিয়ে বামফ্রন্ট, দ্বিতীয় স্থানে বিজেপি। ভাতার এর 201টি পঞ্চায়েত আসনে বুধবার পর্যন্ত 111টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে বামফ্রন্ট 41টি, বিজেপি 39টি ও তৃণমূল 30 টি ও নির্দল 01 আসনে মনোনয়ন জমা করেছে।  সমিতিতে 18টি জমার মধ্যে বামফ্রন্ট 07,তৃণমূল 06 ও বিজেপি 05 টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। বিরোধীশিবির এর সাথে গত তিন দিন ধরে প্রতিযোগীতায় পিছিয়ে পড়ে স্বভাবতই নেতৃত্বের প্রতি হতাশ ভাতাড়ের শাসক দলের কর্মী সমর্থকরা ।

আহত কালোসোনা মন্ডল কে দেখে এলেন সায়ন্তন বসু

তথাগত চক্রবর্তী

বীরভূমের সিউড়িতে আহত বিজেপি নেতা  কালোসোনা মন্ডলকে দেখতে হাজির রাজ্য নেতা সায়ন্তন বসু।তিনি তৃনমূল কে হুশিয়ারী দিয়ে বলেন - এইরকম চললে, ফল ভুগতে হবে তৃনমূল কে।

পূর্বস্থলীতে মনোনয়ন তুলতে গিয়ে রক্তাক্ত বিজেপির ৮

মোল্লা জসিমউদ্দিন

বুধবার বেলা একটা নাগাদ পূর্বস্থলী ১ ব্লক অফিসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তুলতে এসে তৃনমূলের হাতে রক্তাক্ত হল বিজেপির ৮ কর্মী।আহতদের স্থানীয় হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য।জানা গেছে এদিন জনা কুড়ি বিজেপির কর্মী সমর্থক শ্রীরামপুরে অবস্থিত পূর্বস্থলী ১ ব্লক অফিসে ভোটের ফর্ম তুলতে যান।অভিযোগ সেসময় তৃনমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে শতাধিক অপেক্ষারত তৃনমূল বাহিনী হাতে লাঠিসোটা রাম দা - ভোজালি নিয়ে আক্রমণ চালায়।এতে বিজেপির শুভঙ্কর হালদার,সুনীল মুর্মু,  চন্দন বসাক,বাদল হালদার,বিমল বিশ্বাস প্রমুখ রক্তাক্ত হন।এই বিধানসভা কেন্দ্রটির বিধায়ক আবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাই রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ চরমে।পূর্বস্থলী ১ ব্লকে বরাবরই বিরোধী দল হিসাবে বিজেপি শক্তিশালী। এখানে সিপিএম - কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে।তাই মূল প্রতিপক্ষ হিসাবে বিজেপি যাতে মনোনয়ন তুলতে না পারে সেজন্য এই হামলা বলে বিজেপির অভিযোগ। যদিও তৃনমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।নাদনঘাট থানার পুলিশ এলাকার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ না বাঁধে, সেই নিয়ে টহলদারি চালাচ্ছে।

বুধবার, এপ্রিল ০৪, ২০১৮

শ্লীলতাহানির অভিযোগে ধৃত ভাড়াটিয়া

ওয়াসিম বারি

বনগাঁ থানার রামকৃষ্ণপল্লীতে
রুপালি দেবনাথের বাড়িতে ভাড়া থাকত দেবাশিষ দত্ত (৩৫) নামে এক যুবক, গত ২৭.২.১৮ তারিখ সকালে রুপালি বাড়ি তে একা ছিলন , সকালে স্বামী বাড়ির কাজে বাইরে ছিলেন তখনই দেবাশিষ রুপালি কে শ্রীলতাহানি করে ৷১১ .৩ .১৮  তে এই ঘটনার জন্য রুপালি আত্নহত্যা করার চেষ্টা করে৷, বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়, তারই ভিত্তিতে দেবাশিষ দত্ত কে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত্রে নেমেছে বনগাঁ থানার পুলিশ ৷

মনোনয়ন পেশের সংবাদ সংগ্রহে কোচবিহারে তৃনমূলের হাতে আক্রান্ত ৪ সাংবাদিক

শিখা ধর

বুধবার কোচবিহার ১ নং ব্লকে মনোনয়ন পেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তৃনমূল নেতাদের হাতে মার খেলো ৪ জন সাংবাদিক। আহত সাংবাদিকরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

শান্তিপূর্ণ মনোনয়ন ভাতারে

সুদিন মন্ডল

ভাতার ব্লক অফিসে কড়া  পুলিশ পাহারায় নির্বিঘ্নে চলছে ভোটের  নমিনেশন ফর্ম  তোলা ও জমা দেওয়ার কাজ। এখনও পর্যন্ত 33 টি গ্রাম পঞ্চায়েত আসনের ও 3 টি পঞ্চায়েত সমিতির আসনের নমিনেশন জমা পড়েছে বলে ব্লক সূত্রে জানা গেছে ! যার মধ্যে তৃণমূল 1টি, বামফ্রন্ট 18 টি, বিজেপি 13 টি ও নির্দল 1টি পঞ্চায়েত আসনের জন্য মনোনয়ন পেশ করেছে।অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্ট 2 ও বিজেপি 1টি আসনে মনোনয়ন জমা করেছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জ্বলছে খানাকুল

সুরজ আলি খান

খানাকুল রাজহাটি পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। জ্বালিয়ে দেওয়া হলো মোটরসাইকেল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

পারিবারিক অশান্তিত্র ক্ষীরোগ্রামে আত্মঘাতী

অভিজিৎ দাঁ


মঙ্গলকোটের ক্ষীরগ্রামের বাসিন্দা অচিন্ত কোঁয়ার (48) পারিবারিক অশান্তি জেরে আত্মঘাতী হলেন। গত কাল অচিন্তবাবুর বাড়িতে কেউ ছিলনা সে সুযোগেই আত্মঘাতি। ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি। বিকেলের দিকে পাশের বাড়ির এক প্রতিবেশি সন্দেহবসত অচিন্তবাবুর বাড়ি গিয়ে জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। গ্রামবাসিদের দাবি পারিবারিক অশান্তির জন্য এই আত্মঘাতী।

শিয়ালদহ মেন শাখায় অনিয়মিত ট্রেন চলাচল

তারক মজুমদার

এদিন শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।একটি স্টেশনে সকাল দশ টা থেকে ঘণ্টা খানেক অবরোধ চলে।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাংবাদিকদের পেনশন ফর্ম

সাংবাদিকদের পেনশন প্রকল্পের ফর্ম ফিলাপ করতে গেলে কি কি করতে হবে, সেই বিষয়ে নির্দেশনা এটি।

মঙ্গলবার, এপ্রিল ০৩, ২০১৮

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ল বিভাগের রেজাল্ট প্রকাশে দেরী

মানস দাস,মালদা

পরীক্ষা হয়েছিল 2017 এর নভেম্বরে। প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও বের হয়নি ফল। চরম অনিশ্চয়তার মুখে সাড়ে তিনশো ল পড়ুয়ার ভবিষ্যৎ। আবারও কাঠগড়ায় গৌড়বঙ্গের উদাসীনতা । দ্রুত রেজাল্ট বের করার দাবি জানিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেনের দ্বারস্থ হন ল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ দূর্জয় প্রসাদ । দীর্ঘক্ষণ উপাচার্যের সঙ্গে কথা বলেন তিনি।  বালুরঘাট ল কলেজের   বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট বের করতে বিশ্ববিদ্যালয় গড়িমসি করছে বলে তিনি উপাচার্যকে অভিযোগ করেন। রেজাল্ট সময়মতো বের না করতে পারলে কলেজের অ্যাফিলিয়েশন সমর্পন করার হুঁশিয়ারিও তিনি দেন বলে খবর। এর জবাবে,  বিষয়টি দেখা হবে বলে ল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষকে জানান উপাচার্য। এদিকে রেজাল্ট না বেরোনোয় ঘোর বিপাকে পড়েছেন প্রায় সাড়ে তিন'শ র পড়ুয়া। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় ল কলেজের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা । ছ'টি সেমিস্টারের পরীক্ষা শেষ হয় ডিসেম্বরের 4 তারিখে। এতদিনেও রেজাল্ট না বেরোনোয় আতান্তরে পড়েছেন পড়ূয়ারা। পরবর্তী সেমিস্টারের পঠনপাঠনও শুরু করা যাচ্ছে না বলে খবর। সবচেয়ে খারাপ অবস্থা দশম সেমিস্টারের ছাত্রছাত্রীদের । রেজাল্ট না বেরোনোয় কর্মক্ষেত্রে প্রবেশের বিষয়ে সমূহ সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের । যদিও তাতে গৌড়বঙ্গ কর্তৃপক্ষের  বিন্দুমাত্র হেলদোল নজরে পড়েনি। দেখছি দেখব ছাড়া আর কোনও আশার বাণী কর্তৃপক্ষ শোনাতে পারেনি বলে খবর। গোটা ঘটনায় উপাচার্যের উদাসীন মানসিকতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ল কলেজ কর্তৃপক্ষ । বিষয়টি ল  কলেজের গভর্নিং বডির সভাপতি তথা তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষকে জানবেন বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দূর্জয় প্রসাদ । এদিকে বিষয়টি নিয়ে সাংসদ অর্পিতা ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " এই মূহূর্তে দিল্লিতে আছি। বালুরঘাটে ফিরে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কথা বলব।" তবে বিশ্ববিদ্যালয়ের এমন আঠেরো মাসে বছর চালে আরও একবার ছাত্রছাত্রীদের কপাল পুড়ল সন্দেহ নেই ।

ছাগলে ফসল খাওয়া কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

মানস দাস,মালদা

ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে কোপানোর অভিযোগ উঠল ৫ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, ভূতনী থানার অনন্ত টোলা হরচন্দ্রপুর গ্রামে।  আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা হলেন জহরলাল মন্ডল(৩০), ছায়া রানী মন্ডল, ছায়ারানী মন্ডল সহ ৪ জন। রঞ্জিৎ মন্ডল,অনিতা মন্ডল শ্যামলী মণ্ডল সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভূতনী থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  জানা গিয়েছে, জহরলাল মন্ডলের জমিতে রঞ্জিত মণ্ডলের একটি ছাগল ভুট্টার চারা গাছগুলি খেয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদ করতে যায় জহরলাল। তখনই  রঞ্জিত মণ্ডলের পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় জহরলাল মন্ডলের পরিবারের উপর বলে অভিযোগ। এই ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে ভরতি করা হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দিলেও মাথায় গুরুতর আঘাত থাকার কারণে জহরলালকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তার চিকিৎসা চলছে সেখানেই। তবে কী কারণে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ তা তদন্ত শুরু করেছে ভুতনি থানা পুলিশ। অভিযুক্তরা পলাতক।

স্কুল বাস কে বাঁচাতে গিয়ে উল্টে গেল কয়লা বোঝাই ট্রাক, চাঞ্চল্য শক্তিগড়ে

সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার আমড়া মোড় এলাকায় ২নং জাতীয় সড়কে  সাতসকালে একটি স্কুল বাসকে বাঁচাতে গিয়ে একটি কয়লা বোঝাই দশ চাকার ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খাঁড়গ্ৰাম বর্ধমান রুটের বাসের পিছনে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায়। আবার বেসরকারি বাসটি ধাক্কা খেয়ে সামনে থাকা একটি চারচাকা প্রাইভেট কারে ও একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুততার সাথে শক্তিগড় থানার পুলিশ এসে আহত জনা দশেক বাসযাত্রীকে উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালে পাঠিয়ে দেয়। ক্রেন দিয়ে গাড়ি গুলিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে যানচলাচল স্বাভাবিক করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন দুর্ঘটনা প্রবণ এই এলাকায় পর্যাপ্ত ট্রাফিক ব‍্যবস্থা না থাকায় নিত‍্য দুর্ঘটনা ঘটে চলেছে।

স্কুলবাসের সাথে ট্রাকের সংঘর্ষ, চাঞ্চল্য মেমারিতে

সেখ সামসুদ্দিন

মেমারি থানার নুদিপুর এলাকায় মেমারি ক্রিস্টাল মডেল স্কুল বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুই গাড়ির চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায় ও স্কুল পড়ুয়াদের অন‍্য গাড়ি করে বিদ‍্যালয়ে পাঠিয়ে দেয়। এই ঘটনায় সাতসকালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ চাইছে মঙ্গলকোট

মোল্লা জসিমউদ্দিন

রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ চাইছে মঙ্গলকোট এলাকার বড় অংশ।দলের বিপক্ষ গোষ্ঠী নয়, বিধায়কের অনুগামীরাই এই দাবিতে সরব।পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক দিতে না পারায় এই ক্ষোভ চরমে।মঙ্গলকোটে প্রায় দুবছর বিধায়ক কে সামনে রেখে যেসব তৃনমূল কর্মী প্রাণ হাতে বিধায়ক কে 'অক্সিজেন' দিয়ে ছিলেন।তাদের যুক্তি - বিধায়কের জন্য আমাদের শতাধিক কর্মী সমর্থক মিথ্যা মামলায় জড়িয়েছে, মার খেয়েছে।পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ না পেলে আমাদের কে এলাকাছাড়া হতে হবে।মন্ত্রী শুধু পাইলট কনভয় চেপে, এসি অফিসে থেকে আমাদের 'টুপি' পড়িয়ে আসছেন। কার্যক্ষেত্রে উনি কোন কাজে নেই, আসলে উনি ক্ষমতালোভী।তাই মন্ত্রিত্ব থেকে উনার পদত্যাগ চাইছি।এই দাবি মঙ্গলকোটের বিধায়ক অনুগামীদের বড় অংশের।

দেওয়াল লিখনে মন্ত্রী স্বপন দেবনাথ

মোল্লা জসিমউদ্দিন

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে দেওয়াল লিখনে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ।

কালনা ২ ব্লকে তৃনমূলের প্রার্থী তালিকা

মোল্লা জসিমউদ্দিন

কালনা ২ ব্লকে তৃনমূলের দলীয় প্রার্থী পদ ঘোষনায় জেলা সভাধিপতি দেবু টুডু, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু প্রমুখ।

সোমবার, এপ্রিল ০২, ২০১৮

মঙ্গলকোটে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সামনে সশস্ত্র বাহিনী

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোট কৃষান মান্ডি বাজারে রয়েছে তৃনমূলের সশস্ত্র মোটরবাইক বাহিনী। একশো মিটার দূরে রয়েছে মঙ্গলকোট একেএম উচ্চবিদ্যালয়। যেখানে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।ব্লক অফিসে বিরোধীদের মনোনয়ন রুখতে এই বাহিনী বলে জানা গেছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER