সেখ সামসুদ্দিন
ছটপুজো উপলক্ষে মেমারি কৃষ্ণবাজার ছট পুজো কমিটির উদ্যোগে গতকাল দুপুর থেকে শুরু করে আজ পর্যন্ত উপোস থাকা মা বোনেদের বস্ত্র বিতরণ করে চলছে । মেমারি ১ ব্লক ছাত্রনেতা মুকেশ শর্মা বাড়ি বাড়ি গিয়ে উপোসী মহিলা সদস্যদের হাতে পুজোর শাড়ি তুলে দেন। গতকাল দুপুরে পুরসভার ৯ নং ওয়ার্ডের ৫০ জন, সন্ধ্যায় ১ নং ওয়ার্ডের মেমারি কলেজ মাঠপাড়ায় ৩১ জন ও বৃহস্পতিবার সকালে ৫ ও ৬ নং ওয়ার্ডের কৃষ্ণবাজার কলেজ রোড মহল্লায় ১১৯ জন মোট ২০০ জনের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।