তমলুকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
জাহাঙ্গীর বাদশা
তমলুক, ৯ সেপ্টেম্বর : শুক্রবার গভীর রাতে তমলুক পুরসভার ১৬ নং ওয়ার্ডের পায়রাচালী এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম পূর্ণেন্দু দাস (২৬)। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পায়রাচালীর বাসিন্দা পূর্ণেন্দু পেশায় একটি ওষুধ দোকানের কর্মী। অন্যান্য দিনের মতোই শুক্রবার দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়।
কিন্তু শনিবার সকালে ছেলেটি ঘরের দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর অবশেষে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে তমলুক পুলিশ এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যার বলে জানিয়েছে পুলিশ। তবে কি কারনে আত্মহত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।