পশ্চিম মেদনীপুরের শালবনীতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রকল্পে গতির সংযোগ হলো।শালবনীর সাথে কলকাতার সরাসরি দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের বাস যোগাযোগ স্হাপন করলেন পরিবহন মন্ত্রী শ্রশুভেন্দু অধিকারী। শালবনী BRBNMPL ও শালবনী ব্লকের সাধারণ মানুষের দীর্ঘদিন এর প্রস্তাব এই বাস পরিবহন চালুর প্রস্তাব সরাসরি শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ এর মাধ্যমে মন্ত্রীর কাছে পাঠানো হয়।আজ শালবনীর এই প্রশাসনিক সভা সাধারণ মানুষের বাঁধনভাঙ্গা উচ্ছাসে কার্যত জনসভার চেহারা নেয় এবং বাংলার যুবসমাজের এই আইকন কে ঘিরে উপস্থিত জনতার স্বতস্ফুর্ততা ছিলো চোখে পড়ার মতো।পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ শালবনী তে মডেল বাসস্টান্ড্য সহ আলো ও শৌচাগারের নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন এবং আরও একটি বাস ভবিষ্যতে দেওয়ার কথা বলেন।আজকের সভায় সভাপতিত্ব করেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ।এছাড়াও ছিলেন জেলাপরিষদের সভাপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক শ্রী প্রদ্যোত ঘোষ এবং শ্রীকান্ত মাহাত।দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের M.D শুভেন্দু বসু এবং শালবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও শালবনীর BRBNMPL এর জেনারেল ম্যানেজার।এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি ও শ্যামপদ পাত্র এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন।এই সভার পরিচালনা তে ছিলেন সন্দীপ সিংহ।
তথ্য জাহাঙ্গীর বাদশা
ছবি সন্দীপ সিংহ