জাহাঙ্গীর বাদশা
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিধাননগরের৷ স্থানীয় সূত্রের খবর আগামী ১৬ তারিখ শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এর পরিচালনায় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান কর্মসূচির জন্যই ফ্লেক্স সহ গেট তৈরি করা হয়েছিল শহরের সার্কিট হাউস মোড়ে। সেই ফ্লেক্সে ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও৷ রবিবার রাতে অন্ধকারে একদল দুষ্কৃতকারী চড়াও হয় সেই ফ্লেক্সের ওপর৷ ওই ফটকের কলামে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ শুধু তাই নয় দলীয় সমর্থকরা আরো অভিযোগ করেন যে ফ্লেক্স ছেঁড়ার পরে তাতে আগুন লাগিয়য়ে চম্পট দেয় দুষ্কৃতকারীরা৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে ছুটে আসেন ৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রি মৌ রায়৷ একই সাথে ঘটনাস্থানে আসেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক এর পরিচালন সমিতির সহ সভাপতি সন্দীপ কুমার ঘোষ। এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা৷ তারা অভিযোগ করেন যে এই ঘটনার সাথে স্থানীয় BJP সমর্থকরা জড়িয়ে আছেন৷ তাদের আরো অভিযোগ যে বেশ কয়েকদিন ধরে BJP সমর্থকরা বাইরে থেকে লোক এনে বিভিন্ন ধরণের অসামাজিক কাজকর্ম করার চেষ্টা করছে৷ রবিবারের ঘটনা প্রমান করল যে, তারা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী কাজের পরিকল্পনা করছিল৷ স্থানীয় BJP কর্মীদের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর মৌ রায়৷ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ একদিকে যখন তৃণমূল সুপ্রিমো BJP ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছেন যার কর্মসূচী সারা রাজ্য জুড়ে চলছে ঠিক তখনই মেদিনীপুর শহরের সার্কিট হাউজ্ মোড়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনা আবারো BJPকেই কাঠ গোঁড়ায় দাঁড় করালো বলে মত অভিজ্ঞ মহলের৷