
সাধন মন্ডল
বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক 22 তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো।রবিবার বাঁকুড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সাধারণ সভায় জেলার পঞ্চাশেরও বেশী সাংবাদিক ও বিভিন্ন

গণমাধ্যমের যুক্ত ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। সম্পাদক সন্তোষ ভট্টাচার্য্য বার্ষিক প্রতিবেদন পেশ করার পর উপস্থিত বেশ কয়েকজন সংগঠনের সদস্য সদস্য প্রতিবেদনের উপর আলোচনা করেন।আগামী দু'বছরের জন্য প্রেস ক্লাবের পরিচালন কমিটি নির্বাচন হয়। সর্বসম্মতিক্রমে সন্তোষ ভট্টাচার্য্য, সুনীল দাস, সাধন কুমার মণ্ডল, সুবল দত্ত, গোপাল রায়, বারীণ মণ্ডল, প্রশান্ত মুখোপাধ্যায়, আলোক বরাট, আতঙ্ক ভঞ্জন পরামানিক, কাঞ্চন মণ্ডল, অজিত কুণ্ডু, মণীষা চ্যাটার্জী, সুপ্রিয় ব্যানার্জী, ফাল্গুনী মহান্তি ও উত্তম চট্টোপাধ্যায় নির্বাচিত হন। এছাড়াও তিমিরকান্তি পতি ও শুভজিৎ দাসমোদক আমন্ত্রিত সদস্য হিসেবে নির্বাচিত হন।
posted from Bloggeroid