সঞ্জয় হাল্দার
আজ মানবাজার মহকুমার অন্তর্গত দোলাডাঙ্গাতে দুই দিন ব্যাপী দোলাডাঙ্গা উৎসব মশাল জেলে অনুষ্ঠানের সুভ সুচনা করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যা রানী টুঢু মহাশয়া। উপস্থিত আছেন সুশান্ত মাহাতো ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সঞ্জয় হাল্দার
আজ মানবাজার মহকুমার অন্তর্গত দোলাডাঙ্গাতে দুই দিন ব্যাপী দোলাডাঙ্গা উৎসব মশাল জেলে অনুষ্ঠানের সুভ সুচনা করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যা রানী টুঢু মহাশয়া। উপস্থিত আছেন সুশান্ত মাহাতো ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শুভেন্দু তন্তুবায়
রাইপুরের হলুদকানালীতে যুব তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল ।সভার প্রধান বক্তা ছিলেন রাজ্য তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিনের সভামঞ্চ থেকে ছাতনা বিধানসভার বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক তৃণমূলে যোগ দিলেন ।বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।দীর্ঘদিন ধরে জল্পনা চলছিলই ।সেই জল্পনার অবসান হল এদিনের রাইপুরের সভায় ।বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে সি পি আই এম জেলা নেতৃত্ব কিছুই জানেনা বলে তাদের দাবি । তৃণমূলে যোগদান নিয়ে বিধায়কের মন্তব্য জানতে ফোন করা হলে ফোন বন্ধ আছে জানা যায় ।গত বিধানসভা নির্বাচনে আর এস পি প্রার্থী ধীরেন্দ্রনাথ লায়েক তৃণমূল প্রার্থী শুভাশীষ বটব্যাল কে হারিয়ে জয়ী হয়েছিলেন ।
মোল্লা জসিমউদ্দিন
আলো ছড়াক হৃদয়ের দুই ডানায়।হ্যা শঙচিলের মত আকাশের কোন সীমানা মানেননি তিনি।পুলিশ অফিসার সঞ্জয় কুন্ডু রচিত 'আলোকিত ডানা' বই লিখে সাহিত্যজগৎ বিশেষত দক্ষিনবঙ্গে কবি সাহিত্যিকদের কাছে পরিচিতি পেয়েছেন অল্প সময়েই।এই পুলিশ অফিসার মঙ্গলকোট, কাটোয়া, ভাতার প্রভৃতি এলাকায় ওসি হিসাবে কর্মদক্ষতা দেখিয়েছেন। বর্তমানে তিনি বারাসাত জিআরপির আইসি হিসাবে কর্মরত। আইনশৃঙ্খলা রক্ষার কাছে 'ননস্টপ ডিউটি'র মাঝে কবিতা / বাস্তবমুখী রচনা লিখে পুলিশমহলে 'সাহিত্যিক ' পরিচিতি পেয়েছিলেন।এবার 'আলোকিত ডানা' বই এর মাধ্যমে লেখনশৈলীর স্বতন্ত্র ধারা আনলেন।
পুলকেশ ভট্টাচার্য
আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে বিশাল সাহিত্য আসর প্রতিবারের মত বসছে।গত দশ বছর ধরে কুমুদ সাহিত্য মেলা কমিটি এই আয়োজন চালিয়ে আসছে বলে জানান সম্পাদক মোল্লা জসিমউদ্দিন।
নীলাদি ঘোষ
চিত্তরঞ্জন রেল কারখানাকে বাঁচাও "শেফ সিএল ডাব্লু " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল এলাকার ছয়ের পল্লী কমিউনিটি হলে l আজকের যোধন এর উদ্যোগে এই আলোচনা সভায় উপস্তিত বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে কারখানার উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন l উঠে আসে শ্রমিক ঐক্য সহ সঠিক কর্ম সংস্কৃতির দিক গুলি l
মেখলিগঞ্জ
কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বর্তমানে রপ্তানি বাণিজ্যের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ভারত বাংলাদেশ আমদানি বাণিজ্যও।অর্থাৎ বাংলাদেশ থেকেও বেশি মাত্রায় পণ্য ভারতে আসতে শুরু করেছে।যা নিয়ে খুশি স্থানীয়রাও।তাদের কথায় এখানে আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্রা বৃদ্ধি পেলে অনেকেই উপকৃত হন।কারন এই বাণিজ্য কেন্দ্রের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর মানুষ নির্ভরশীল।লরিতে পণ্য লোড আনলোডের কাজেও প্রচুর শ্রমিক নিয়োজিত রয়েছেন।বর্তমানে বৈদেশিক বাণিজ্যের মাত্রা তুলনামূলকভাবে বেশি হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ীরাও।তাদের অনেকেই অবশ্য পরিকাঠামোগত সমস্যার কারনে বাণিজ্যে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন।চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি বিমল কুমার ঘোষ জানিয়েছেন,এই বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নের কথা ইতিপূর্বেই কেন্দ্র ও রাজ্য সরকারের নানা মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।সেখান থেকে আশ্বাস মিলেছে বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন।
শুভেন্দু তন্তুবায়
সিমলাপাল নতুনগ্রাম বিবেকান্দ সংঘের উদ্যোগে তাদের অকাল প্রয়াত বন্ধু মৃদুল মহান্তী স্মরণে তার স্মৃতিতে ভ্যালেন্টাইন ডে তে রক্তদান ও বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হল । এই অভিনব উদ্যোগে আপ্লুত হয়ে সামিল হয়েছিলেন এলাকার বিধায়ক সমীর চক্রবর্ত্তী,সমাজসেবী অনুপ পাত্র ও রক্তদান আন্দোলনে যুক্ত নিমাই চক্রবর্ত্তী সহ বিশিষ্ট জনেরা।
নতুনগ্রাম বিবেকান্দ সংঘের উদ্যোগে বুধবার গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এদিনের রক্তদান শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেছেন বলে জানান সংঘের সভ্য সঞ্জয় মহান্তী।বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক এই রক্ত সংগ্রহ করে। রক্তদানের পর বস্ত্রদান অনুষ্ঠানে এলাকার ৫০ জন দরিদ্র নারায়ণদের মধ্যে বস্ত্র দেওয়া হয় ক্লাবের পক্ষথেকে। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে।
মানস দাস, মালদা
চোলাই তৈরি এক সময় কুটিরশিল্পে পরিণত হয়েছিল এখানে। এখন সেখানেই চোলাই মুক্তির অঙ্গীকার করছেন গ্রামবাসীরা । রীতিমতো নিজেদের গাঁটের কড়ি খরচ করে নিজেরাই আয়োজন করলেন সচেতনতা শিবির। আর সেই শিবিরে আমন্ত্রিত অতিথি হয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করলেন জেলা আবগারি কর্তারা। এমনই উলটপুরাণ নজরে এলো মালদার চাঁচল থানার মালতিপুরের গৌড়ষন্ড গ্রামে।
"আমরা চোলাইমুক্ত সমাজ চাই" - এই দাবিকে সামনে রেখেই সচেতনতা ক্যাম্পে সামিল হলেন আদিবাসী নাগরিকরা। এদিন গৌড়সন্ডার পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ওই শিবিরে অংশ নেন প্রায় তিন হাজার আদিবাসী নাগরিক । মহিলা ও শিশুদের উপস্থিতিও ছিল নজরে পড়ার মতো। এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে ও সচেতনতার বার্তা আরও ছড়িয়ে দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা আবগারি সুপার শ্রী নিমাই বিশ্বাস, আবগারি মালদা ডিভিশনের অ্যাসিস্টান্ট কমিশনার শ্রী গৌতম দাস, আবগারি চাঁচল সার্কেলের ও সি শ্রী মুকেশ ঝাঁ সমেত আবগারি বিভাগের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতেই আবগারি কর্তাদের হাতে আঠারো দফা দাবিসনদ তুলে দেন আদিবাসী নেতারা। চোলাই মুক্ত সমাজ গড়ার দাবি ছাড়াও দাবিসনদে আদিবাসীদের বিকল্প জীবিকার ব্যবস্থা, উচ্চশিক্ষার সুযোগ, জাতিগত শংসাপত্র পাওয়ার সুব্যবস্থা করার মতো দাবিও করা হয়। চোলাই এর মতো বিষমদের রমরমা ঠেকাতে আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণে বিশেষ জোর দেন আবগারি কর্তারা। আবগারি মালদা ডিভিশনের অ্যাসিস্টান্ট কমিশনার গৌতম দাস বলেন," আদিবাসীরাই এখানে ভূমিপুত্র । তাঁদের সহযোগিতা ছাড়া চোলাইমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। আবগারি ভবিষ্যতে এদের সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগোবে।" অন্যদিকে আদিবাসী পড়ুয়াদের উচ্চশিক্ষা ও জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে সবরকম সাহায্যের আশ্বাস দেন জেলা আবগারি সুপার নিমাই বিশ্বাস । তিনি বলেন, " জাতিগত শংসাপত্র পেতে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনও সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের দফতরে আসুন। আমরা সবরকম সাহায্য করব।" পাশাপাশি জেলাশাসক তথা জেলা প্রশাসন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও জানান আবগারি কর্তারা। এদিকে আবগারি দফতর তথা জেলা প্রশাসনের আশ্বাসে খুশি চুনিয়া মূর্মূ, হোপনা সোরেনের মতো আদিবাসী নেতারা। চোলাইমুক্ত আদিবাসী সমাজ গঠনে ভবিষ্যতে তাদের সংগঠন চাঁচল আদিবাসী কল্যাণ সমিতি এবং আসেকা ও সারা ভারত ওঁরাও সমিতি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবে বলে জানান তারা ।
সঞ্জয় হাল্দার
আজ পুরুলিয়া জেলার মানবাজার 2 নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং আনন্দধরা প্রকল্পের উদ্যোগে বরো কমিনিউটি হলে ন্যাপকিন তৈরি ও বিপণন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যা রানী টুঢু মহাশয়া, উপস্থিত ছিলেন মহকুমাসাশক সঞ্জয় পাল মহাশয়,বিধায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সরেন, ও অন্যান্য আধিকারিক গন।
নীলাদ্রি ঘোষ
যোগাযোগ ব্যাবস্থার উন্নতিতে জোর দিয়েছে রাজ্য প্রশাসন l রাস্তা তৈরি সহ যোগাযোগ ব্যাবস্থার উন্নতিতে কাজ হচ্ছে রাজ্যের সকল জায়গায় l আসানসোল মহকুমার সালানপুর ব্লকের জিৎপুর-উত্তররামপুর পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মান ও সংস্কারের কাজের উদ্ধোধন হল মঙ্গলবার l উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার এ ডিএম সোমনাথ দত্ত , বিডিও তপন সরকার , স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান অর্পনা রায় ও তাপস চৌধুরী সহ বিশিষ্ঠজনেরা l
নীলাদ্রি ঘোষ
দুর্গাপুর ব্যারাজের জলে মঙ্গলবার আচমকাই কয়েকটি কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা l খবর ছড়িয়ে পরতেই গোটা এলাকায় ভীড় জমতে থাকে l খবর দেওয়া হয় বন দপ্তরে lকৌতহলি মানুষের ভীড় সামলাতে আসে পুলিশ l বন দপ্তরের কর্মীরা বলেন এই জলে কুমির থাকার কথা নয় lজাল দিয়ে দুটি কুমির ধরা হলেও আরও কুমির থাকতে পারে বলে বন দপ্তরের কর্মীদের ধারনা l ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে এলাকায় জলে নামা বা মাছ ধরার উপর নিষেধ করা হয়েছে l
মোহন সিং
নকল মদ তৈরির কারখানার হদিশ পেল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে একটি মারুতি গাড়ি কে টহরম মোড়ে আটকার চেষ্টা করে পুলিশ। পুলিশ কে দেখে গাড়িটি পালানোর চেষ্টা করে দুস্কতীরা। ধাওয়া করে নিয়ামতপুর নিউরোড মোড় গাড়ি ধরে ফেলে। গাড়ি থেকে বেশকিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করে কুলটি এবং ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে এই মদ সরবরাহ করে। বাজেয়াপ্ত মদগুলি তাঁরাই তৈরি করে জেরায় স্বীকার করেছে। পুলিশ ধৃতদের নিয়ে চিনাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল মদ তৈরির কারখানা হদিশ পায়। সেই বাড়ি থেকে প্রচুর পরিমাণে নকল দেশি ও বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে ঝাড়খণ্ড সরকারের ভুয়ো লেবেল উদ্ধার হয়েছে। ধৃতদের নাম বিজয় কুমার যাদব ও বিরেন্দ্র নোনিয়া ওরফে কারু। ধৃতরা চিনাকুড়ির বাসিন্দা। আটক গাড়িতে স্কুল ভ্যানের স্টীকার রয়েছে। এই ঘটনায় আরও কেও জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মোহন সিং
নজরুল বিশ্ব বিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল বাম ছাত্র সংগঠন এসএফআই। গত কয়েকবছর ধরে নজরুল বিশ্ববিদ্যালয় শুরু হলেও, এখনও অনেক বিষয়ই পড়ানো হয়না। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানও ঠিকঠাক নয় বলে দাবি এসএফআইয়ের ছাত্র নেতাদের।ফলে বিভিন্ন পরিক্ষায় পিছিয়ে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে বাম ছাত্রনেতারা।
মোহন সিং
বারাবনির গউরান্ডি তে বিজেপি কর্মীদের ওপর এ তৃণমূলের হামলার অভিযোগ। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। হামলার প্রতিবাদে থানা ঘেরাও করেছে বি জে পি।
মোহন সিং
আসানসোলের ১৩ নম্বর ওয়ার্ডে নতুন রাস্তা তৈরির শিলান্যাস করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন অনিমেষ দাস। এদিন ধামসা মাদল নিয়ে মলয় বাবুকে স্বাগত জানানো হয়। এডিডিএ-র অর্থানুকুল্যে রাস্তাটি তৈরি হবে।
সঞ্জয় হালদার
পুরুলিয়া জেলার কাশীপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কাশীপুর বইমেলা ২০১৮ উদ্বোধন করলেন মন্ত্রী শান্তি রাম মাহাতো, উপস্থিত ছিলেন জেলাসমাহার্তা অলকেশ রায় ও বিধায়ক স্বপন ব্যেলথোরিয়া ও অন্যান্য আধিকারিক বৃন্দ।
মোহন সিং
আসানসোল লায়ন্স ক্লাব অফ গ্রেটারের পক্ষ থেকে আসানসোলের গোপালনগরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এদিন নারী, পুরুষ নির্বিশেষে রক্তদান করেন। অমরনাথ চট্টোপাধ্যায় রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন।
মোহন সিং
১০ ফেব্রুয়ারী সিপিএমের আইন অমান্য কর্মসুচী। আর এই আন্দোলনকে সামনে রেখে আসানসোলে সিপিএমের গন কনভেনশন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরি সহ শিল্পাঞ্চলের তাবড়া বাম নেতারা। কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে কর্মীদের আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিলেন বাম নেতারা।আজ আইন অমান্য কর্মসূচী পালিত হল।
শুভদীপ ঋজু মন্ডল
জঙ্গলমহলের বিশিস্ট সমাজসেবী অনুপ পাত্রের হাত ধরে বাঁকুড়ার জঙ্গলমহলে ইন্টারনেট সাথী প্রকল্পের সুচনা হয়েছিল গত ৩রা ফেব্রুয়ারী
আজ তা শেষ হল সিমলাপালের একটি বেসরকারি কলেজে। সেন্টার ফর এনভাইরন মেন্টাল এন্ড সোসিও ইকনমিক রিজেনারেশনের উদ্যোগে টাটা ট্রাষ্ট ও গুগুলের সহযোগীতায় ইন্টারনেট সাথী প্রকল্পের মাধ্যমে বাঁকুড়ার জঙ্গলমহলের মহিলাদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সচেতন ও স্বনির্ভর করার বিশেষ প্রশিক্ষন শিবিরে ২৪৩ জন মহিলা ইন্টার লনেট সাথীর প্রশিক্ষণ নিলেন।সারেঙ্গা, সিমলাপাল,রাইপুর রাঁনীবাঁধ,খাতড়া ও হীড়বাঁধে মোট ২৪৩ জন মহিলা প্রাথমিক ভাবে এই প্রশিক্ষন নিলেন। এরপর তারা নিজ নিজ গ্রাম সংসদ এলাকার মানুষদের ইন্টারনেট এর ব্যবহার শেখাবেন,এ কথা জানালেন সংস্থার সচিব দেবাশিষ পন্ডা। সিমলাপালের বিক্রমপুর ডিএল এড কলেজ ও খাতড়ার মহাবীর গেষ্ট হাউসে আজ শেষ হল এই প্রশিক্ষণ শিবির।খাতড়া, রানীবাঁধ,হীড়বাঁধ ব্লকের প্রশিক্ষণ হল খাতড়ায়,বাকী জঙ্গল মহল ব্লক সমুহের প্রশিক্ষণ হল সিমলাপালের বিক্রম পুরে।
আজকের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জনশিক্ষন সংস্থান এর ডাইরেক্টর দিলীপ পাত্র ও সমাজ সবী অশোক ষন্নিগ্রহী। প্রশিক্ষণার্থী দের হাতে ব্যাগ,ছাতা, মোবাইল ও ট্যাব তুলে দেওয়া হয়।অনপ পাত্র জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর ও সামাজিক উন্নয়ন এর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল ও সমাজসেবী সনৎ পণ্ডা।
উজ্বল বন্দ্যোপাধ্যায়
৫৮ তম বাৎসরিক উৎসব ও কৃষি মেলা চলছে জয়নগরের নিমপীঠ বিবেকানন্দ ময়দানে। এই মেলার উদ্বোধন করেন বাগবাজার মিশনের নিত্যামুক্তানন্দজী মহারাজ,নিমপীঠ আশ্রমের সম্পাদক সদানন্দজি মহারাজ,কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিলেন্দু জ্যোতি মৈত্র।মেলাতে চাষের উপর আলোচনা হয়।
কোলকাতা
শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী (ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বাঙুর এভিনিউ শ্রী সুভাষ শিক্ষা সদন (হিন্দি) প্রাথমিক বিভাগ স্কুলের আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয় এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি দীপ্তি রায় কাউন্সিলার (পুরমাতা ). শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা). শ্রী সুপ্রিয় দাস (আই.সি ) লেকটাউন থানা ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরা. 'বাঙুর শ্রেয়সী'' সংস্থার কর্মকতা শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে. আজ ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা খুশি।
মোল্লা জসিমউদ্দিন
শুক্রবার কালনার নাদনঘাটে এক নাবালিকা কে শ্লীলতাহানিতে অভিযুক্ত এক এলাকাবাসী কে ব্যাপক মারধোর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযুক্ত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলকোটের এক সেচ্ছাসেবী সংস্থা রাস্তায় হেলমেটবিহীন চালকদের গোলাপ দিয়ে সেভ ড্রাইভ নিয়ে প্রচার চালালো। সংস্থার সম্পাদক সম্রাট মুন্সি বলেন, শিশুশ্রম নিয়ে সেমিনারের পাশাপাশি আমরা চালকদের সচেতন করতে গোলাপ দিচ্ছি।
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...