বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭

স্বরুপনগরে ব্লক অফিস পরিছন্নতায় তৎপরতা

'আমার স্বাস্থ্য আমার হাতে' প্রকল্পটি বাস্তবায়নে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে স্বরূপনগর ব্লক চত্বরে নিজ নিজ অফিস পরিচ্ছন্নতায় হাত লাগালেন সরকারী কর্মী এবং জনপ্রতিনিধিরা।উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিডিও বিপ্লব বিশ্বাস, সেইসাথে  পঞ্চায়েত
সমিতির সভাপতি ঝুমা সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মধ্যক্ষগন।

তথ্য ওয়াসিম বারি
ছবি হাবিব

মেমারিতে ছটপুজোয় বস্ত্রবিলি

সেখ সামসুদ্দিন

ছটপুজো উপলক্ষে মেমারি কৃষ্ণবাজার ছট পুজো কমিটির উদ্যোগে গতকাল দুপুর থেকে শুরু করে আজ পর্যন্ত উপোস থাকা মা বোনেদের বস্ত্র বিতরণ করে চলছে । মেমারি ১ ব্লক ছাত্রনেতা মুকেশ শর্মা বাড়ি বাড়ি গিয়ে উপোসী মহিলা সদস্যদের হাতে পুজোর শাড়ি তুলে দেন। গতকাল দুপুরে পুরসভার ৯ নং ওয়ার্ডের ৫০ জন, সন্ধ্যায় ১ নং ওয়ার্ডের মেমারি কলেজ মাঠপাড়ায় ৩১ জন ও বৃহস্পতিবার সকালে ৫ ও ৬ নং ওয়ার্ডের কৃষ্ণবাজার কলেজ রোড মহল্লায় ১১৯ জন মোট ২০০ জনের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০১৭

ঝাড়গ্রামে অফিসার্স ক্লাবের ৬৮ তম পুজো

সঞ্জয় হালদার

ঝাড়গ্রাম অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রঘুনাথপুর সর্বজনীন এবার ৬৮ তম বর্ষ। পুজোর ক্যাচলাইন-থিম শরতের সোনালী রোদ্দুর আঁকে আনন্দের আলপনা, শারদীয়ার আলো ছড়িয়ে দিল প্রজাপতির রঙিন পাখনা। শিল্পী অলোক মিশ্রর ভাবনায় ফুটে উঠছে মণ্ডপ। বাইরে দেখতে পাওয়া যাবে আস্ত একখানা একটি প্রজাপতির গুটি। ওই গুটি থেকে লম্বায় ৪২ ফুট ও  ৮২ ফুট ডানা যুক্ত একটি  রঙিন প্রজাপতিটি বেরিয়ে আসছে। প্রজাপতির পেটের তলা দিয়ে গুটির মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ। মণ্ডপের ভিতরে থাকছে লাল, নীল, হলুদ, সবুজ নানা রংয়ের ছোট ও বড় মিলিয়ে সাড়ে তিন হাজার প্রজাপতি বিভিন্ন আঙ্গিকে সাজানো থাকবে।  এছাড়াও ১৬ থেকে ১৮ ফুট ডানাযুক্ত আট থেকে দশ ফুট লম্বা ১৩টি প্রজাপতি মণ্ডপের বাইরে উড়তে দেখা যাবে। সঙ্গে মানানসই আলোকসজ্জা ও সাবেকি প্রতিমা।

মানবাজারে জয়ী তৃনমূল

সঞ্জয় হালদার

মানবাজার এক নম্বর ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েত সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে  তৃণমূল কংগ্রেসে নয়টি আসনেই জয়ী  হয়েছে।এই সমবায় সমিতি দখল নিল।

শনিবার, সেপ্টেম্বর ০৯, ২০১৭

তমলুকে যুবকের অস্বাভাবিক মৃত্যু

তমলুকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

জাহাঙ্গীর বাদশা

তমলুক, ৯ সেপ্টেম্বর : শুক্রবার গভীর রাতে তমলুক পুরসভার ১৬ নং ওয়ার্ডের পায়রাচালী এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম পূর্ণেন্দু দাস (২৬)। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পায়রাচালীর বাসিন্দা পূর্ণেন্দু পেশায় একটি ওষুধ দোকানের কর্মী। অন্যান্য দিনের মতোই শুক্রবার দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়।

কিন্তু শনিবার সকালে ছেলেটি ঘরের দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর অবশেষে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে তমলুক পুলিশ এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যার বলে জানিয়েছে পুলিশ। তবে কি কারনে আত্মহত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এসিড কান্ডে ময়নায় ধৃত

জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার ময়না এসিড কাণ্ডে দুই অভিযুক্ত কে গ্রেফতার করে তমলুক জেলা আদালত এ পাঠালো ময়না থানার পুলিশ ...মূল অভিযুক্ত নিমাই দলই কে গতকাল কেই গ্রেফতার করেছিল পুলিশ ..আজ ভোরে অপর অভিযুক্ত আব্দুল মান্নান কে আজ ভরে তমলুক থানার শ্রীরামপুর থেকে গ্রেফতার করে দুই অভিযুক্ত কে তমলুক জেলা আদালত এ পাঠালে বিচারক ওই দুজন কে 4 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ...ময়না এসিড কান্দে বড় সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ

তমলুকে ফের দুর্ঘটনা

জাহাঙ্গীর বাদশা

পুর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ডহরপুর দুটি বাইক এর মূখোমুখি ধাক্কায় আহত 3 বাইক। আহত আহতদের তমলুক জেলা হাসপাতাল এ ভর্তি করা হয়েছে ...একজন এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কোলকাতা হাসপাতাল এ রেফার করা হয়েছে ...আজ ভোর 4 টা নাগাদ এই দূর্ঘটনা ঘটে ...আহত 3 জনের বাড়ি পদুমবসান এ বাড়ি ...আহত 3 জনের নাম তারিখ খান, ..সেখ হিরু, .সেখ মুরশেদ.সেখ হিরু কে কলকাতা রেফার করা হয়েছে ...তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে ...

মেজিয়া উচ্চবিদ্যালয়ের অনুস্থানে মন্ত্রী শ্যামল

বাকুঁড়ার মেজিয়া উচ্চবিদ্যালয়ের প্রতিস্থা দিবস এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুস্থান।উপস্থিত রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়

বিদ্যাসাগর সমবায়ের ৪৬ তম বার্ষিক সভায় পরিবহণ মন্ত্রী

বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাধারণ সভা

সন্দীপ সিংহ

""""""""""""""""""""""""""""""""""" আজ মেদিনীপুর বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিঃ ৪৬তম বার্ষিক সাধারণ সভায় মাননীয় চেয়ারম্যান তথা পঃ বঃ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাধারণ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে । এছাড়াও
উপস্থিত ছিলেন       ব্যাংক আধিকারিক ও সমস্ত কর্মচারীবিন্দ সহ সমস্ত সমবায় সমিতি থেকে আসা প্রতিনিধিগন  ।

সাংবাদিকদের একাংশের মদতে সাংবাদিক হেনস্তা

সাংবাদিকদের ক্ষতির পেছনে কি একাংশ সাংবাদিক জড়িত?

মোল্লা জসিমউদ্দিন

সাংবাদিকদের উপর হামলা নুতন কিছু নয়, কোথাও প্রানঘাতী আবার কোথাও পেটানো।এইবিধ ঘটনার পেছনে পুলিশ - প্রশাসন - শাসকদলের একাংশের যোগসাজিশ থাকে।তা বারবার প্রমানিত।তবে সাংবাদিকদের জব্দ করতে এরা(ষড়যন্তকারীরা) কিছু সাংবাদিকদের মদত পাই।এটা সাধারণ পাঠকরা না বুঝলেও,  একটু পরিণত সাংবাদিকরা হাড়ে হাড়ে উপলব্ধি করেন।বিগত বাম জমানার মত তৃনমূলের আমলেও সাংবাদিকরা সুরক্ষিত নন।পুলিশি সন্ত্রাস, প্রশাসনের সিন্ডিকেটের হুমকি, বালি/কয়লা/লোহা মাফিয়াদের ম্যাসলম্যানদের লালচোখের অনেকেই শিকার হয়েছেন।আসলে কিছু সাংবাদিক যারা সাংবাদিকতা অপেক্ষা পুলিশের চামচাগিরি করে থাকে।আবার কেউ এ সাহেব,  সে সাহেবের খাসলোক দাবি করে পোস্টিং করিয়ে দেয়। এইধরনে সাংবাদিকদের হতে একটু দূরে থাকবেন।না হলে হাসিমুখে দাদাভাই বলে কোনদিন লেলিয়ে দিয়ে মারধোরের ব্যবস্থা, পুলিশ কেসের প্রাপ্তিযোগ ঘটিয়ে দেবে।
আমার পনেরো বছরের সাংবাদিকতা জীবনে তিনটি পুলিশ কেস,একটি হাইকোটে রিট পিটিশন, দুবার হামলা সেই উপলব্ধি কে বারবার জানান দেয়।
����

শুক্রবার, সেপ্টেম্বর ০৮, ২০১৭

মঙ্গলকোটে পালিশগ্রামে সাক্ষরতা দিবস

আজ ৮ই সেপ্টেম্বর, "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস" পালিত হলো মঙ্গলকোট ৩ নং চক্রের পালিশগ্রাম দাসপাড়া অ. প্রা. বিদ্যালয়ে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে। প্রথমে সাক্ষরতা সম্বলিত স্লোগান এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের পদ যাত্রা, এরপর সরবত পান, তারপর অভিভাবক দের সঙ্গে আলোচনা শিক্ষা বিষয়ে, এরপর প্রধান অতিথি মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির "বন ও ভূমি" কর্মাধ্যক্ষ আব্দুস সামাদ চৌধুরী মহাশয় ও পাড়ার প্রতিনিধি হিমাংশু দাস মহাশয় উদ্বোধন করলেন "শিশু সংসদ কক্ষ" ও বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা "রূপকথা"।

সাক্ষরতা দিবসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কলকাতার ওয়াই চ্যানেলে পদযাত্রার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী

সাংবাদিক প্রহৃত ঘটনায় নিন্দা জেলা প্রেসক্লাবের

সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। এবার রামপুরহাটে। ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি  নির্মমভাবে তাদের মারধর করা হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছে বর্ধমান জেলা প্রেস ক্লাব।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৭

মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ১২৫ বর্ষপূর্তি

সেখ সামসুদ্দিনঃ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশন ইউনিট ১ এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপি চলা অনুষ্ঠানের তিন দিন ব্যাপি সমাপ্তি অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ক্ষুদ্র কুটির শিল্প ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়িকা নার্গিস বেগম । উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বিডিও বিপুল মন্ডল, সভাপতি অসিত মুদি সহ কর্মাধ্যক্ষ প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, পরিচালন সভাপতি আশিষ ঘোষ দস্তিদার ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের সাফল্য  কামনা করে বার্তা পাঠান। 

বিশ্বকর্মা পুজো ঘিরে আদ্রায় তৈরী হচ্ছে ২৩ ফুটের বিশ্বকর্মা

শুভদীপ চৌধুরী, আদ্রাঃ- রেলশহর আদ্রায় প্রতিবছরই থাকে বিশ্বকর্মা পুজোয় জাঁকজমকের আকর্ষণ । এবছরও বিশ্বকর্মার মূর্তির দিকে নজর কাড়তে এগিয়ে থাকছে বাঙালী সমিতির পুজো প্যান্ডেল । এবছরও বাঙালী সমিতির পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ বিশ্বকর্মার প্রতিমা । প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে ২৩ ফুটের বিশ্বকর্মা প্রতিমা ।
বাঙালী সমিতির সম্পাদক তপন কুমার ব্যানার্জী ও সদস্য দেবাশিষ দে, সাত্যকী দে ও অন্যান্যদের দাবি, “রেলশহর আদ্রা তো এমনিতেই পুজোয় জমজমাট থাকে, আশা করবো অন্যবারের মতো এবারেও জনসমুদ্র দেখা যাবে বাঙালী সমিতিতে ।”  অন্যদিকে মিলন মেলা ও বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তা চিরঞ্জীব সরকার জানান, এবছর মেলা শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ।  মেলায় বিশেষ আকর্ষণ থাকবে অ্যাকুয়া ফান বোটিং । যা আদ্রায় প্রথমবার এই মেলায় আসছে ও এছাড়াও থাকছে প্রায় ৩০টি স্টল । এগুলির মধ্যে থাকবে কাঠের আসবাবপত্র, খাবারের ও অন্যান্য স্টল ।
চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থিমপুজো করে বিশ্বকর্মা পুজো করার ইচ্ছে আছে আদ্রার বুকে ।


বিশ্বকর্মা পুজো ঘিরে আদ্রায় তৈরী হচ্ছে ২৩ ফুটের বিশ্বকর্মা

শুভদীপ চৌধুরী, আদ্রাঃ- রেলশহর আদ্রায় প্রতিবছরই থাকে বিশ্বকর্মা পুজোয় জাঁকজমকের আকর্ষণ । এবছরও বিশ্বকর্মার মূর্তির দিকে নজর কাড়তে এগিয়ে থাকছে বাঙালী সমিতির পুজো প্যান্ডেল । এবছরও বাঙালী সমিতির পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ বিশ্বকর্মার প্রতিমা । প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে ২৩ ফুটের বিশ্বকর্মা প্রতিমা ।
বাঙালী সমিতির সম্পাদক তপন কুমার ব্যানার্জী ও সদস্য দেবাশিষ দে, সাত্যকী দে ও অন্যান্যদের দাবি, “রেলশহর আদ্রা তো এমনিতেই পুজোয় জমজমাট থাকে, আশা করবো অন্যবারের মতো এবারেও জনসমুদ্র দেখা যাবে বাঙালী সমিতিতে ।”  অন্যদিকে মিলন মেলা ও বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তা চিরঞ্জীব সরকার জানান, এবছর মেলা শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ।  মেলায় বিশেষ আকর্ষণ থাকবে অ্যাকুয়া ফান বোটিং । যা আদ্রায় প্রথমবার এই মেলায় আসছে ও এছাড়াও থাকছে প্রায় ৩০টি স্টল । এগুলির মধ্যে থাকবে কাঠের আসবাবপত্র, খাবারের ও অন্যান্য স্টল ।
চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থিমপুজো করে বিশ্বকর্মা পুজো করার ইচ্ছে আছে আদ্রার বুকে ।


শিবাজী সংঘ বনাম কল্যাণ স্মৃতি সংঘের স্থানীয় ফুটবল ডার্বি ১০ সেপ্টেম্বর


অপূর্ব দাস

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত বর্ধমানের ফুটবল লিগে এই মরশুমের উত্তেজক
ম্যাচ হিসাবে কল্যাণ স্মৃতি সংঘ বনাম শিবাজী সংঘের খেলার কথাই শোনা যাচ্ছে স্থানীয় ফুটবল প্রেমীদের কাছ থেকে। আগামী ১০ সেপ্টেম্বর রবিবার রাধারানী স্টেডিয়ামে ওই ডার্বি ম্যাচে যারা জিতবে স্থানীয় ফুটবল লিগের
প্রথম ডিভিশনের শিরোপা দখলের দিকে তাঁরা এগিয়ে থাকবে।

এই মরশুমে প্রথম ডিভিশন থেকে তিনটি দল আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলবে, সুপার ডিভিশনে উন্নীত হওয়ার বিষয়ে এগিয়ে রয়েছে কল্যাণ স্মৃতি সংঘ ও শিবাজী সংঘ। দুটি দলই ৫টি করে খেলে ১৩ পয়েণ্ট সংগ্রহ করেছে। অপরাজিত
অবস্থায় দুটি দল একটি করে খেলায় ড্র করে একে অপরের বিরুদ্ধে রবিবার খেলতে নামছে।

প্রথম ডিভিশন ফুটবল লিগে ৫ সেপ্টেম্বর কল্যাণ স্মৃতি সংঘ ও বাবুরবাগ বয়েজ
এ্যাসোসিয়েশনের খেলা শেষ হয় ১-১ গোলে। রাধারানী স্টেডিয়ামে এদিনের
খেলায় কল্যাণের সৈকত দত্ত প্রথমে গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলার সমতা ফেরান বাবুরবাগ বয়েজ এ্যাসোসিয়েশনের মধু হেমব্রম। কল্যাণ স্মৃতি সংঘ এদিনই প্রথমবার জয় পেল না।

৬ সেপ্টেম্বর শিবাজী সংঘ ২-০ গোলে হারায় বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবকে। খেলার দুটি অর্ধে একটি করে গোল করে শিবাজী সংঘ।

বর্ধমানের ফুটবল লিগে একসময় কল্যাণ বনাম শিবাজীর খেলায় মাঠ দর্শকে উপচে পড়ত। দুই দলের সম্মান রক্ষার লড়াই ছিল স্থানীয় ফুটবল প্রেমীদের কাছে লিগ
ফুটবলের সেরা আকর্ষণ। বর্তমানে কল্যাণ স্মৃতি সংঘ এবং শিবাজী সংঘ প্রথম ডিভিশনে খেলছে। সমর্থকদের আশা, তাদের প্রিয় ক্লাব আগামী বছর সুপার ডিভিশনে খেলতে নামবে। প্রথম ডিভিশন লিগে দুটি ক্লাবই অন্যদের তুলনায় এগিয়ে থেকে সমর্থকদের প্রত্যাশা পূরণের দিকে এগিয়ে চলেছে। এখন দেখার, এই নামী দলের ডার্বি ম্যাচে জিতে কোনো ক্লাব প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মূল্যবান তিন পয়েণ্টে এগিয়ে যেতে পারে।

স্থানীয় ফুটবল সমর্থকদের আলোচনায় কান পাতলে শোনা যায়, তারা চাইছেন আগামী বছর সুপার ডিভিশনে খেলুক শিবাজী সংঘ এবং এবাররের সুবোধ কাপ জয়ী কল্যাণ স্মৃতি সংঘের মতো নামী ক্লাব।

আরএইউসি, সেণ্টার অফ ইয়ং সোসাইটি, জাতীয় সংঘ, অগ্রদূত সংঘ, মিলনী, নিবেদিতা সংঘের পাশাপাশি কল্যাণ স্মৃতি সংঘ ও শিবাজী সংঘ যদি আগামী বছর
সুপার ডিভিশনে খেলে তবে স্থানীয় ফুটবল লিগের আকর্ষণ বাড়বে বলে মনে করেন
স্থানীয় ফুটবলপ্রেমীরা।
        


পাঁশকুড়া চেয়ারম্যানের বিস্ফোরক অভিযোগ দলীয় মন্ত্রীর বিরুদ্ধে

পাঁশকুড়া চেয়ারম্যানের বিস্ফোরক অভিযোগ দলীয় মন্ত্রীর বিরুদ্ধে

জাহাঙ্গীর বাদশা: তাঁকে দল থেকে সরানোর পাশাপাশি খুনের চক্রান্ত চালাচ্ছেন তৃণমূলেরই একজন কেবিনেট মন্ত্রী। বুধবার পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেই বিস্ফোরক মন্তব্য করেন পাঁশকুড়া পুরসভার বিতর্কিত চেয়ারম্যান আনিসুর রহমান।
মঙ্গলবারই তিনি দলের হুইপ অগ্রাহ্য করে ভোটাভুটির মাধ্যমে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন আনিসুর রহমান। যার জেরে কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কারের কথা ঘোষণা করেন।
এরপরেই একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে প্রশাসন। দীর্ঘদিন ধরে আনিসুরের জন্য বরাদ্দ জেড প্লাস সিকিউরিটি রাতেই তুলে নেওয়া হয়। এছাড়াও আনিসুরের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা থাকার জন্য পাঁশকুড়া থানার ওসিকে ক্লোজ করে দেওয়া হয়।
কিন্তু দলের এই রনংদেহী মেজাজে একটুও ঘাবড়াননি আনিসুর। বুধবার পুরসভার চেয়ারম্যানের আসনে বসে তিনি অভিযোগ জানিয়ে বলেন, তিনি কিছুতেই দল থেকে বা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন না। পাঁশকুড়ায় কিছু নেতা নিজেদের রাজকে কায়েম করার চেষ্টা করছে। আমি শুধু প্রতিবাদ করেছি মাত্র, তৃণমূলের স্বার্থে। তার জেরেই আমাকে মার্ডার করার চক্রান্ত হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
আনিসুর অভিযোগ জানিয়ে বলেন, "মঙ্গলবার রাতে একজন কেবিনেট মন্ত্রী কোলাঘাট গেস্ট হাউসে বৈঠক করেন কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে। আমাকে মার্ডার করার চক্রান্ত হয়েছে। এই কারনেই আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। এখন আমার যদি মৃত্যু হয় বা আমাকে যদি মার্ডার করে দেওয়া হয় তবে ওই ক্যাবিনেট মিনিস্টার এর জন্য দায়ী থাকবে।"
তাঁর মতে, "নেত্রী যদি চান আমার জীবন এই ভাবে কেড়ে নেবেন তবে আমি এই যুদ্ধে কোনও ভাবে মাথা নত করব না। কেউ যদি আমাকে মার্ডার করে দেয় তবে দলনেত্রী আমার পরিবারের পাশা দাঁড়াবেন বলে আশা করছি"।

কাঁথি হাসপাতালের অচলাবস্থা

বকেয়া বেতনের দাবিতে ডেলি লেবারদের আন্দোলনে অচল কাঁথি হাসপাতালের বর্হিবিভাগ

জাহাঙ্গীর বাদশা,কাঁথিঃডেলি মজুরি ১২০ টাকা। মাসে কর্মদিবস ১৬ টা। দ্রব্যমূলের বাজারে এই শ্রম আর উপার্জনে কারই বা স্বাচ্ছন্দ্যে চলে সংসার। তার ওপর গত চার মাস হল মিলছে না শ্রমের টাকা। অগ্যতা আন্দোলনে নামলেন কাঁথি মহকুমা হাসপাতালের  চুক্তিভিত্তিক চতুর্থশ্রেণীর কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে হাসপাতালের  বর্হিবিভাগের সামনে বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ৪০ জন লেবার। হাসপাতাল মোছা রোগিকে ওটিতে নিয়ে যাওয়া যাবতীয় কাজ করে থাকেন এঁরা। আর এঁদের আন্দোনের কারণে এদিন কার্যত অচলাবস্থা  তৈরি হয়েছে হাসপাতালের বর্হিবিভাগে। চিকিৎসকরা বাধ্য হয়ে করছেন লেবারদের কাজ। এখনও পর্যন্ত আন্দোলন চলছে। বকেয়া না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তৃণমূল পরিচালিত কাঁথি মহকুমা হাসপাতাল ডেলি লেবার ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক বিভাস ঘোড়াই। বলেন, আমরা ১৫-১৬ বছর ধরে কাজ করছি। আমাদের পারিশ্রমিক বাড়ে না। কর্মদিবস বাড়ে না। কাজের স্থায়ীত্বতাও নেই। তার ওপর চার মাস বেতন না মেলায় বাড়িতে হাঁড়ি উজাড় হওয়ার অবস্থা। বাধ্য হয়ে তাই আমরা আন্দোলনে নেমেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনায় বসতে চেয়েছিল আন্দোলন শুরুর পর। আমরা সবার সামনে আলোচনার কথা জানিয়েছি। এখনও কোনও ভ্রক্ষেপ নেই কর্তৃপক্ষের ।  ডেলি লেবারদের আন্দোলনের কথা অজানা বলে ঘটনা এড়িয়ে গেছেন হাসপাতাল সুপার সব্যসাচী চক্রবর্তী।

মোটর সাইকেল পরিক্রমা এবং বনধের ডাক

কুড়মি সমাজের মোটর সাইকেল
পরিক্রমা।

২০ সেপ্টেম্বর বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা
তিন রাজ্যে সড়ক অবরোধের ডাক।

সঞ্জয় হালদার

বৃহস্পতিবার কুড়মি সমাজের  উদ্যোগে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়ার কার্গিল মোড় থেকে সর্ডিহা পর্যন্ত মোটর সাইকেল র‍্যালি হল। সমস্ত কুড়মি জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করা এবং কুড়মালি ভাষায় প্রাথমিকস্তর থেকে পঠনপাঠন সহ একাধিক দাবি নিয়ে এই বাইক র‍্যালি হয়। বাইক র‍্যালিতে নেতৃত্ব দেন আদিবাসী কুড়মি সমাজের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপকুমার মাহাত। এছাড়াও ছিলেন কুড়মি সমাজের পুরুলিয়া জেলা সভাপতি সনাতন মাহাত এবং কুড়মি সমাজের নেতা কার্তিক মাহাত, সুধীর মাহাত প্রমুখ ।
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আদিবাসী কুড়মিরা দীর্ঘদিন আন্দোলন করছেন। এমনকী গত ৬ ফেব্রুয়ারি বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা এই তিন রাজ্যে একযোগে রেল অবরোধ করেছিল কুড়মি সমাজ। গত ১৩ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, আদিবাসী বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জুয়েল ওঁরামের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।
আদিবাসী কুড়মি সমাজের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপকুমার মাহাত বলেন "কুড়মি আন্দোলন আমাদের আত্মপরিচিতির একটা লড়াই। এজন্য ২০ সেপ্টেম্বর আমরা তিন রাজ্যে সড়ক অবরোধের ডাক দিয়েছি।"

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER