রবিবার, নভেম্বর ১৯, ২০১৭

ঝাড়গ্রামে ডিওয়াইএফআই এর পদযাত্রা


রবিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ৫০ বর্ষপূর্তি পালনের প্রস্তুতি উপলক্ষে মিছিল হলো।ঝাড়গ্রাম জেলার রঘুনাথপুর শাখা এই মিছিল টি আয়োজন করে থাকে।

posted from Bloggeroid

মন্তেশ্বরে সিজনাগ্রামে আদিবাসীদের ধামসা মাদল বিলি

কমল বড়া

মন্তেশ্বরের ভাগড়া মুলগ্রাম অঞ্চলের সিজনাগ্রা

মে আদিবাসীদের ধামসা মাদল বিতরন করা হলো।আদিবাসী অধ্যুষিত এলাকায় এই ধরনের উদ্যোগ সাধুবাদযোগ্য।অঞ্চল তৃনমূল কমিটির পরিচালনায় এই বিতরণপর্ব চলে এদিন

posted from Bloggeroid

কোতলপুরে নোট বাতিলের বিরুদ্ধে তৃনমূলের সমাবেশ


বাঁকুড়া জেলায় কোতুলপুর ব্লকের দেশড়া-কোয়ালপাড়া অঞ্চলে নোট বাতিলের বিরুদ্ধে তৃনমূলের সমাবেশ হয়।মূখ্য বক্তা হিসাবে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যসরকারের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

বেহালা বইমেলার প্রস্তুতি চলছে

আগামী ৮ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর কলকাতার বেহালা ব্লাইন্ড স্কুল মাঠে বেহালা বইমেলা শুরু হচ্ছে। সাহিত্য সংস্কৃতির সাথে যুক্তরা এই বইমেলায় প্রতিবারের মত এবারেও ভীড় জমাবেন বলে আশা উদ্যোক্তাদের।

posted from Bloggeroid

অধ্যাপক সমিতির ২য় বার্ষিক সম্মেলন হতে চলেছে বাঁকুড়ায়


আগামী ২৬ শে নভেম্বর সকাল দশটায় বাঁকুড়া সারদামনি মহাবিদ্যালয়ে অধ্যাপক সমিতির ২ য় বার্ষিক সম্মেলন হচ্ছে এতে পশ্চিমবাংলার সমস্ত মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অধ্যাপক যোগ দেবেন বলে জানা গেছে।

posted from Bloggeroid

কোয়েল পাখি প্রতিপালনে প্রকল্প বাঁকুড়ায়

মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে বাঁকুড়া জেলার প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত হাঁস, মুরগী প্রতিপালনের পাশাপাশি কোয়েল পাখির চাষ নবরূপে গ্ৰামীন অর্থনীতিকে সুদৃঢ় করবে। জয়পুর ব্লকের হেতিয়া গ্ৰাম পঞ্চায়েতে স্বয়ম্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত প্রায় ১৩ লক্ষ টাকার কোয়েল পাখি প্রতিপালনের জন্য প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়ত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

শনিবার, নভেম্বর ১৮, ২০১৭

তমলুকে মা ও সদ্যজাত মেয়ের অগ্নিদগ্ধ মৃত্যু, চাঞ্চল্য

জাহাঙ্গীর বাদশা

পারিবারিক অশান্তির কারনে ১ মাসের মেয়ে বিদিপ্তা সামন্ত ও মা কৃষ্ণ সামন্ত অগ্নিদগ্ধ  হয়ে মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার টুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বিজন সামন্ত তার শশুরবাড়িতেই থাকত। কাজের সূত্রে সনাতন বাইরে থাকত। শনিবার ভোরে বাড়ির মধ্যে ১ মাসের শিশু ও তার মা গায়ে কেরোসির তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা  করে। সকালে পড়শিরা জানতে পেরে তমলুক থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ অস্বাভাবিক  মৃত্যু কেস রুজু করে তদন্ত শুরু করেছে। মা ও মেয়ের এই ধরনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার, নভেম্বর ১৭, ২০১৭

কর্মবিরতির পথে আইনী পরিষেবা কেন্দ্রের কর্মীরা

মোল্লা জসিমউদ্দিন

রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা আদালতে 'আইনী পরিষেবা কেন্দ্র' রয়েছে।মূলত অসহায় মানুষদের বিনামূল্যে আদালতে আইনী লড়াই তে পাশে থাকার জন্য।সেইসাথে বিভিন্ন এলাকায় আইনী শিবিরের আয়োজন করেন এরা।চুক্তিভিক্তিক নিয়োগের পর ২০১৬ সালের বেতনক্রম বাড়েনি।তাই রাজ্যের ৩০০ জন আইনী পরিষেবা কেন্দ্রের কর্মীরা আগামী ২০, ২১, ২২ নভেম্বর আদালত গুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন।কাটোয়া মহকুমা আদালতের আইনী  পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুশোভন বন্দ্যোপাধ্যায় জানান " আমরা একপ্রকার বাধ্য হয়েই এই আন্দ্রোলনে যোগ দিচ্ছি।"

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুস্থানে একাধিক মন্ত্রী

সোমনাথ ভট্টাচার্য

শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক শিক্ষামূলক অনুস্থান চলে।বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীদের পাশাপাশি রাজ্যসরকারের কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।মন্ত্রীদের মধ্যে সৌমেন কুমার মহাপাত্র, আশীষ বন্দ্যোপাধ্যায় অন্যতম ছিলেন এই অনুস্থানে।

বাঁকুড়ার সিমলাপালে প্রাণী সপ্তাহ পালন

  সাধন মন্ডল

শুক্রবার ২১ত ম জেলা প্রাণী সপ্তাহ  উদযাপন অনুষ্ঠান  হল সিমলাপাল কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুুড়া জেলাপরিষদের সভাধিপতি অরুপ চক্রবর্তী, তালডাংরা বিধানসভার বিধায়ক সমীর চক্রবর্তী, যুগ্ম প্রানী অধিকর্তা নিখিল কুমার সিট, জেলা আধিকারিক ডঃ সোমনাথ মাইতি।এদিনের অনুষ্ঠানে ৩৫০ জনকে  মুরগিবাচ্চা বিলি করা হয় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের কে।

নারীপাচারকারী সন্দেহে তমলুকে ধৃত যুবক

জাহাঙ্গীর বাদশা

নারী পাচারের ঘটনায় এক যুবককে আটক করল তমলুক থানার পুলিশ। ধৃতের নাম স্বদেশ  দাস। বাড়ি নন্দকুমার থানার খঞ্চিতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল এগারো টা নাগাদ তমলুক থানার নিমতৌড়ি প্রতিবন্ধী  উন্নয়ন সমিতির আশেপাশে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করার সময় সংগঠনের প্রতিনিধিরা তাকে আটকে রাখে ঘরের মধ্যে। তার কথার মধ্যে অসংগতি  দেখে সমিতির মহিলারা গণধোলাই  দিতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে যুবককে আটক করে তমলুক থানায় নিয়ে যায়।সম্প্রতি মহিষাদলের কাপাসএড়ার হোটেল সাথে যুক্ত বাংলাদেশের যুবতী হামিদা সংস্থার এম্বুলেন্স চালকের কাজে যুক্ত হয়েছিল।আর ধৃত যুবক মহিষাদলেত কাপাসএড়ায় হোটেলে ম্যানেজারের কাজ করত। হোটেলে দেহব্যবসার কাজ করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কিছুদিন হল যুবক জামিনে ছাড়া পেয়েছে। জামিনে ছাড়া পাওয়ার পর হামিদার খোঁজখবর  নিয়ে তাকে সহ কয়েকজন যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু সংগঠনের প্রতিনিধিদের হাতে ধরাপড়ে যায় সে।সংগঠনের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান -আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখে যুবককে আটক করা হয়। তার কথাতে অসংগতি  দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে আটক করে নিয়ে যায়।

খড়গপুর রেলরুটে রেলপরিষেবা ব্যাহৃত থাকবে তিনদিন

জাহাঙ্গীর বাদশা

আগামী ৩ দিন রেল পরিষেবা ব্যাহত থাকবে। অধিকাংশে ইন্টার লকিং এর কাজের কারনে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।সাধারণ ভাবে রেলের ইন্টারলক প্রযুক্তির যন্ত্রপাতির আয়ু ধরা হয় ২৫ বছর।  সময় পেরিয়ে গেলেও খড়গপুরের কেবিনে পালটানো হয়নি ইন্টারলক প্রযুক্তি৷ তাই এবার পুরোনো পালটে নতুন করে গঠন করতে ব্যাস্ত রেল আধিকারিক থেকে কর্মচারীরা৷ খড়গপুর রেলের Sr.DCM কুলদীপ তিওয়ারী বলেন - এশিয়ার বৃহত্তম ব্যবস্থায় ৮০০ রুটের ইন্টারলক প্রযুক্তি এ বার পুরোপুরি কম্পিউটারের মাধ্যমে চালানো হবে।
এই ধরনের কাজের জন্য কয়েক দিন ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। বাতিলও করতে হয় কিছু ট্রেন। সাংবাদিক বৈঠক করেন ঘোষণা করে যাত্রীদের তা জানানো হয়। রেলের Sr.DCM কুলদীপ তিওয়ারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘‘ইন্টারলক প্রযুক্তির কাজের জন্য ১৭, ১৮ এবং ১৯ নভেম্বর যে-সব ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলোর বেশির ভাগ যাত্রীকেই এসএমএস করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পোস্টারিং এর মারফত যাত্রীদের সতর্ক করা হয়েছে৷ তবে মেজর জোনগুলোতে যাত্রীদের সুবিধার্থে থাকবে বাস পরিবহনের ব্যাবস্থা৷ ’ ইতিমধ্যে প্রযুক্তি বদলের কাজ শুরু হয়েছে। ১৯ তারিখে পুরনো প্রযুক্তির সব বৈদ্যুতিক লাইন খুলে নতুন প্রযুক্তিতে জোড়া হবে। তার পরেই কাজ শুরু করবে নতুন বসানো সলিড স্টেট ইন্টারলক প্রযুক্তি। তার পরে নতুন ব্যবস্থায় চলবে ট্রেন। এই প্রযুক্তি বসাতে খরচ পড়ছে প্রায় ৪০ কোটি টাকা।এই জন্য পূর্ব ও পশ্চিন মেদিনীপুর এবং হাওরা জেলার রেলযাত্রীদের দুর্ভোগ বাড়বে।

সারেঙ্গায় পঞ্চায়েতস্তরের খেলায় পুরস্কার বিতরণী

সাধন মন্ডল

সারেঙ্গা চক্রের তিনটি গ্রামপঞ্চায়েত এলাকার প্রাথমিক বিদ্যালয় সমূহের পঞ্চায়েতস্তরের ক্রীড়া প্রতিযোগিতায়, সফল প্রতিযোগিদের নিয়ে চক্র পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সারেঙ্গার কৃষ্ণপুর গোহালডাঙ্গা হাইস্কুল মাঠে। প্রদীপ  জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্মূ । এইসব প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারিরা আগামি ৩০শে নভেম্বর রাইপুর হাইস্কুল মাঠে মহকুমা পর্যায়ের খেলায় অংশগ্রহন করবে। আজকের খেলায় সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্মূ ও সুব্রত মুখোপাধ্যায় । এই মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত  হয়।

নন্দীগ্রামে গৃহবধূ খুনে চাঞ্চল্য এলাকায়

জাহাঙ্গীর বাদশা

অতিরিক্ত পণের দাবিতে নন্দীগ্রামে  গৃহবধু খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো  বটতলা এলাকায়। মৃত গৃহবধূর নাম সাম্মি আকতার ( বুল্টি), বয়স ২০ বছর। গত ১৬/৭/১৭ তারিখে নন্দীগ্রামের কেন্দ্যেমারি জালপাই ( উত্তরপাড়া) বাসিন্দা  আনিসুর সায়ের সাথে বিয়ে হয়। বিয়ে পর থেকে অতিরিক্ত পণের দাবিতে গৃহবধুকে মারধর ও অত্যাচার চালাত। গৃহবধূরর বাপের বাড়ির অভিযোগ শশুরবাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে তার মেয়েকে খুন করা হয়েছে। শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে স্বামী  সহ ৭ জনের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারনা গৃহবধূকে শ্বাসরুদ্ধ  করে খুন করা হয়েছে।নন্দীগ্রাম থানার ওসি অজয় মিশ্র জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।"

বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০১৭

সংগঠন বাড়াতে মেমারিতে মুহাম্মদ কামরুজাম্মান

মোল্লা জসিমউদ্দিন

বৃহস্পতিবার দুপুরে পুর্ব বর্ধমানের মেমারিতে আসেন 'সারাবাংলা সংখ্যালঘু যুবফেডারেশন' এর রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজাম্মান।সংগঠনের জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম কে নিয়ে সমগ্র জেলার ব্লক কমিটির নেতাদের নিয়ে বৈঠকটি হয়।

ভাতারের আলিনগরে ফুটবল টুর্নামেন্ট

সুদিন মন্ডল

বৃহস্পতিবার ভাতারের আলিনগর ফুটবল মাঠে আলিনগর ইয়ংস কর্ণার ক্লাবের পরিচলনায় একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন হয়। বর্ধমান,বীরভূম,হুগলি,মালদা,প্রভৃতি জেলা থেকে আটটি দল অংশগ্রহণ করে।  হুগলির ভদ্রেশ্বর KAOYKALA  ট্রাইবেকারে কালনা আরিয়ান কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ মন্ডল,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,মানগোবিন্দ অধিকারী প্রমুখরা।

রাইপুরে জঙ্গলমহল কাপ চলছে

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার রাইপুর থানা পরিচালিত জঙ্গলমহল মহিলা ফুটবল টুর্নামেন্ট চলছে।পুলিশের এই ধরনের ক্রীড়া উদ্যোগে গ্রামীন খেলায় অগ্রগতি বাড়াচ্ছে।

বিশ্বভারতীর হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার


প্রীতম দাস

বীরভূমের বিশ্বভারতীর  বীথিকা ছাত্রীনিবাসে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। এব্যাপারে শান্তিনিকেতন থানার পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিমা ঘোষ(১৮)। সে পাঠভবনের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বাড়ি মুরারইয়ে। বৃহস্পতিবার সকালে বিথীকা ছাত্রী নিবাস থেকে শিলিং ফ্যানে তার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করা হয়েছে।  তারা ঘটনার তদন্ত করছে। এব্যাপারে বিশ্বভারতী বা মৃত ছাত্রীর বাবা ও মাকিছু বলতে চায় নি।  বিশ্বভারতী সূত্রে জানা গেছে, রিমা খুব শান্ত প্রকৃতির মিশুকে মেয়ে ছিল। ঘটনার দিন রুম মেটের অন্য ছাত্রীরা পড়তে গেলেও, সে শরীর খারাপের জন্য বাইরে বেরোয় নি। তারপর সকাল সাড়ে আটটা নাগাদ, দরজা বন্ধ থাকায় রুমমেটরাই বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের খবর দেয়। তারাই দরজা ভেঙে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে।

তারাপীঠে পুজো দিতে এসে মুকুল ইস্যু এড়িয়ে গেলেন সাংসদ সুদীপ

প্রীতম দাস

মুকুল রায় নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধায়। বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নে অনেকটা সংযত দেখা যায় উত্তর কলকাতার সাংসদকে। এদিন বিধায়িকা নয়না দাস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তারাপীঠে পুজো দিতে আসেন সুদীপবাবু। মুকুল রায় প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “এসব প্রশ্নের জবাব দেবে দলের মুখপাত্র। আমি শুধুমাত্র উত্তর কলকাতার সাংসদ। তাই আমি শুধুমাত্র আমার সংসদীয় ক্ষেত্র এবং লোকসভা সামলায়। এর বাইরে আমার কোন দায়িত্ব নেই”।

দশ ভরি সোনা সহ লক্ষাধিক টাকা চুরি মালদায়

মানস দাস, মালদা

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বাড়ি ফিরে কার্যত মাথায় হাত ব্যবসায়ী দম্পতির।ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি।ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েসপুর বিদ্যাসাগর পল্লী এলাকায়।শহরের ব্যস্ততম এলাকায় এমন ঘটনা সামনে আসতেই আতঙ্কিত এলাকাবাসী।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা যুগল কিশোর আগরওয়াল।পেশায় ব্যবসায়ী।তার স্ত্রী রেনু আগরওয়াল।কর্মসূত্রে ছেলে মনোজ আগারওয়াল দিল্লিতে থাকেন।তাই শুধু এই দম্পতি বাড়িতে বসবাস করেন।এদিন গৃহকর্তা যুগল কিশোর আগরওয়াল জানান, গত ৭ তারিখ কাজের জন্য বাড়ি বন্ধ করে কলকাতায় যায়।আজ সকালে বাড়ি এসে দেখি বাড়ির দরজা ভেঙে সর্বস্ব চুরি করেছে দুষ্কৃতীরা।প্রায় আড়াই কেজি রুপো, দশ ভরি সোনা সহ প্রায় এক লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।ঘটনায় তিনটি  ঘরের তালা ভেঙে লুটপাট চালিয়েছে চোরের দল।
এদিকে ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে শুরু করেছে।তবে এখনো কোনো সাফল্য পাইনি পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER