সোমবার, ডিসেম্বর ০৪, ২০১৭

রাইপুরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ


সাধন মন্ডল


বাঁকুড়ার দাপুটে নেতা তথা তৃনমূল কংগ্রেস এর রাইপুর ব্লক কায্করী

সভাপতি প্রয়াত অমিল মাহাত র খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আবক্ষমূতি ভাঙ্গার চেষ্টা করা দুস্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বাঁকুড়া - ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্যসড়ক অবরোধ করে তৃনমূল কংগ্রেস। নেতৃত্ব দেন প্রয়াত নেতার স্ত্রী সুলেখা মাহাত তথা রাইপুর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি। প্রয়াত নেতা অনিল মাহাতর স্ত্রী সুলেখা মাহাত এ বিষয়ে বারীকুল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে প্রকাশ।

posted from Bloggeroid

ইংরেজবাজারে ধৃত দুই বাইক পাচারকারী


মানস দাস, মালদা

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ রবিবার রাতে মালদা শহরের বাঁধ রোডের শুভঙ্কর শিশু উদ্যানের সামনে দুই কুখ্যাত বাইক

পাচারকারীকে গ্রেফতার করে।সোমবার ধৃতদের জেলা আদালতে পেশ করেছে পুলিশ।ধৃতরা হলেন,মোহম্মদ ফারিদ শেখ (২৪) মোথাবাড়ি থানার অচিনটোলার হলদিবাড়ি গ্রামের বাসিন্দা ও সফিকুল ইসলাম (২৭) কালিয়াচক থানার সিলামপুরের বাসিন্দা।পুলিশ একটি চুরির মোটর বাইক,১টি পাইপগান,২ রাউন্ড কার্তুজ,এছাড়াও চাকু,স্ক্রু, ড্রাইভার,ও তার কাটার প্লাস উদ্ধার হয়।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,ধৃতরা দীর্ঘদিন ধরেই বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত।মালদা শহরের বিভিন্ন বাইক চুরির মতো ঘটনার সঙ্গে এই দুই ধৃত জড়িত বলেই মনে করছে পুলিশ।

posted from Bloggeroid

কেন্দ্রীয় গোয়েন্দার উপদেস্টা ভাঁড়ানোর অভিযোগ কাটোয়ায়

কাটোয়ার এক জনৈক সাংবাদিক যে নিজেকে সেন্ট্রাল আইবি, মহকুমাশাসকের উপদেস্টা দাবি করে নানা অসত কান্ড চালাচ্ছেন।এই সাংবাদিক আবার শহরের আরেক সাংবাদিককের কাছে তাদের মিডিয়া অপব্যবহার করার জন্য প্রহৃত হয়েছিল। এইবিধ অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার, মহকুমাশাসক, সহ অন্যান্যরা কি জানালেন? তা জানতে নজর রাখুন

posted from Bloggeroid


রবিবার, ডিসেম্বর ০৩, ২০১৭

মিসকলে প্রেমাভিনয়, বাবলির শুটিং চলছে


রাজকুমার দাস


বাবলির বিয়ের বয়স হলেও তার এখন বিয়েতে অনিচ্ছা।মানুষকে মিসকল দেওয়া তার নেশা।তাই মিসকল দিয়ে যদি কোনো ছেলে ফোন করে তারসাথে মিথ্যা প্রেমের ভাব জমানো।একসময় দাদু ও নাতি মিসকল এ আলাপ হয়ে একই সাথে বাবলির প্রেমে পড়লে দাদুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করে সবাই।বাবলির দেখা কেউ পায়না।এই ভাবে পার্থ মিত্র র গল্প নিয়ে 'বাবলি'র

শুটিং সম্প্রতি শুরু হয়েছে।অভিনয়ে কাঞ্চন মল্লিক,পাপিয়া অধিকারী র পাশে নায়ক নায়িকারা নবাগত।ছবিটির যুগ্ম পরিচালনা করছেন পার্থ মিত্র ও পিন্টু।

posted from Bloggeroid

বই প্রকাশে অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী

রাজকুমার দাস

রাজা রাজেন্দ্রলাল মিত্রর ষষ্ঠ জেনারেশন আইনজীবী তথা লেখক শ্রী শঙ্খ জিৎ লাল মিত্রর প্রথম গ্রন্থ "দা লন অব ডার্কনেস" সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী সৌমিত্র চ্যাটার্জী মহাশয়।১২০

পাতার পুস্তকটিতে রয়েছে ২৭ টি কবিতা সহ ভালোবাসা,দৈনন্দিন জীবনের উত্থান পতন,মানবিকতা,শিব দুর্গার প্রেমের বন্ধন ,যুব সমাজের ন্যায় নীতি প্রায় সবকিছুকেই লেখক তার চিন্তাশীল ভাবনাকে রূপ দিয়েছে।২৫০/টাকা মূল্যের গ্রন্থটি রঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

posted from Bloggeroid

কলকাতায় 'মানুষ মেলা' ৮ ডিসেম্বর

রাজকুমার দাস

কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ এলাকায় আগামী ৮-১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩ য় "মানুষ মেলা"র।মনুষতত্ব ও মানসিকতার উৎসব মানুষ কে কেন্দ্র করে এর পথ চলা বলে

জানান উদ্যোক্তাদের পক্ষে শ্রী সৈকত সরকার।পরিকল্পনা ও রূপায়ণে ও তিনি ।বাউল ও ফকিরের জীবনদর্শনতে বিশ্বাসী এই মেলায় বাউল গান,ব্যান্ডের গান ,কবিতা পাঠ,নাচ ,গান সব কিছুই হবে।বাংলাদেশ থেকে ৯জন শিল্পী এতে যোগদান করতে আসছেন। ১২০ জন শিল্পী এই মেলায় অংশগ্রহণ করতে পারেন।পাশাপাশি বাংলা ছবির প্রমোশন অডিও রিলিজ ও করা হবে এই মেলা কে ঘিরে।মানুষ মেলা সত্যিকারের মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছে তা আগামীতে বলা যাবে।

posted from Bloggeroid

বাঁকুড়ায় প্রতিবন্ধীদের রক্তদান শিবির



সাধন মন্ডল

বাঁকুড়া জেলা পুলিসের সহযোগিতায় প্রতিবন্ধীরাও এগিয়ে এল সামাজিক কাজে। বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যান সমিতির পরিচালনায় বেলিয়াতোড় হাইস্কুলে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুলিশসুপার সুখেন্দু হীরা। রক্তদাতাদের গোলাপ দিয়ে উৎ

সাহিত করেন তিনি।

posted from Bloggeroid

কোতলপুরে রক্তদান শিবির


ব্যাসদেব চক্রবর্তী

রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির হলো বাঁকুড়ার কোতুলপুর ইলেভেন বুলেট ক্লাবে।পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা এসে উৎসাহিত করে যান উদ্যোক্তাদের কে।

posted from Bloggeroid

জয়পুর ব্লকে প্রতিবন্ধী দিবস


ব্যাসদেব চক্রবর্তী


রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো বাঁকুড়ার জয়পুর ব্লক চক্র সম্পদ কেন্দ্রতে।মুখ্য অতিথি ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

৪৫ তম 'ISAAME FORUM' হতে চলেছে কলকাতায়

রাজকুমার দাস

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সম্প্রতি এক প্রেস কনফারেন্স করে সর্বভারতীয় সভাপতি শ্রী নরেশ আগারওয়াল জানান - এই বছর ৪৫তম 'ISAAME FORUM' কলকাতায় আগামী ১৬-থেকে ১৯ শে

ডিসেম্বর সন্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।এতে রবিশঙ্কর,মেরি কম, সিস্টার শিবানী,অভিনব বিন্দরা, প্রমুখ উপস্থিত থাকবেন।লায়ন্স ক্লাবের বহু সদস্য সচিব এতে উপস্থিত থাকবেন।শিক্ষা,সমাজভাবনা,স্বনির্ভর প্রকল্প,সব কিছুই মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উক্ত ক্লাব।আগামীতে আরো অনেক কিছু করার চেষ্টা তে তাদের এই উদ্যোগ।

posted from Bloggeroid

রাইপুরে ইংরেজী মাধ্যমের স্কুল হচ্ছে

শুভদীপ ঋজু মন্ডল

জঙ্গলমমহলের রাইপুর থানার মন্ডলকুলি গ্রামে ইংরেজি মাধ্যমের বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুল এর ভিত্তিপুজো করা হয়। জঙ্গলমহলের বুকে কো.এড ব্যবস্থায় এই প্রথম ইংরেজি মাধ্যম স্কুলের

সূচনা করা হয়। দিন বদলাচ্ছে, বদল হচ্ছে শিক্ষা ব্যবস্থার মানও। আধুনিক অভিভাবক অভিভাবিকারা তাঁদের সন্তানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আগ্রহী। যুগের অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে জঙ্গলমহল ও। আশায় বুক বাঁধছেন অভিভাবকেরা। স্কুল তৈরির অন্যতম উদ্যোক্তা তথা মানবাধিকার কর্মী ডাঃ বিবেকানন্দ দাস বলেন "এই স্কুল সি.বি.এস.সি. বোর্ডের অর্ন্তভূক্ত হবে। এই স্কুল ভবিষ্যতে জঙ্গলমহল কে রত্ন সন্তান উপহার দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

posted from Bloggeroid

তালডাংরায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন


সাধন মন্ডল


বাঁকুড়া জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে তালডাংরা চক্র সম্পদ কেন্দ্রের পরিচালনায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় বিশেষ চাহিদা

সম্পন্ন শিশু ছাড়াও শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা অংশগ্রহন করেন। পরে একটি আলোচনা সভা হয় চক্র সম্পদ কেন্দ্রে। সভায় বক্তব্য রাখেন সহকারী বিদ্যালয় পরিদর্শক চিত্তরঞ্জন রথ, এস.আই নন্দিতা সিং, এস.আই বাসুদেব মন্ডল ও তালডাংরা থানার ও.সি. শুভাষিস হালদার, বিশিষ্ট শিক্ষক তীর্থ মিদ্যা প্রমুখ।

posted from Bloggeroid

লকয়াপের সামনে 'মস্তি' নাচ পুলিশ অফিসারের

মোল্লা জসিমউদ্দিন

বাম জামানায় পুলিশের একাংশ 'কমরেড' তকমা নিয়ে বিভিন্ন সিন্ডিকেট গড়ে কয়েকশো কোটি টাকা তোলাবাজি করে 'আলালের ঘরে দুলাল' সেজে কোটিপতি হয়েছিল।আবার তৃনমূল আমলে 'দাদা - দিদি'দের ভাইরা থানায় ঢুকে পুলিশ কে টেবিলের তলায় ফাইল নিয়ে ভীতসন্তস্ত করে জনমানসে পুলিশ সম্পকে অসহায়তার করুণ চিত্র এনেছে।এখনও পুলিশের একাংশ তাদের ভাবমূর্তি উদ্ধারে কাজ করে চলেছেন।ঠিক এইরকম পরিস্থিতিতে এক পুলিশ অফিসার পুলিশ লকয়াপের সামনে 'টুকুর টুকুর দেখতে হো ক্যায়া' মস্তি ড্যান্স করে বাংলা তোলপাড় করে দিয়েছেন।কীর্তিমান ওই পুলিশ অফিসারের নাম কৃস্ন সাধন মন্ডল।এএসআই পদে কর্মরত আসানসোল পুলিশ কমিশনারেটের চিত্তরঞ্জন থানায়।ওই ড্যান্স টি তিনি দুই মহিলা কর্মীর সামনে হীরাপুর থানার লকয়াপে দিয়েছিলেন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুত্রে জানা গেছে - অভিযুক্ত পুলিশ অফিসার কে ক্লোজ করা হতে পারে, সেইসাথে বিভাগীয় তদন্ত হবে।এ ব্যাপারে আসানসোল সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন - "

দিদির পুলিশ ফাইল নিয়ে টেবিলের তলায় লুকাতেও পারে, আবার ডিস্কো ড্যান্সার সেজে নাচ দেখাতেও পারে"

posted from Bloggeroid

রঘুনাথগঞ্জে লক্ষ টাকার জালনোট সহ ধৃত ১

ভাস্কর ঘোষ

এক লাখ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদেের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের  বর্হিঃ বিভাগের গেটের সামনে থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে,  ধৃতের নাম হাবিবুর শেখ (২৬)। সে রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুমের বাসিন্দা। ধৃতের কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নোটগুলি সবই দুহাজারের বলে জানা গিয়েছে।ওই ধৃত যুবককে শনিবার জঙ্গিপুর আদালতে তুলে তাকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, হাবিবুর দীর্ঘদিন ধরে জাল নোট পাচারের সঙ্গে যুক্ত ছিল। গোপনসূত্রে খবর পেয়ে  শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 
 মালদার কালিয়াচক থেকে ওই জালনোটগুলি পাচারের উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

posted from Bloggeroid

মুর্শিদাবাদে মান্নান স্মরণসভায় শুভেন্দু অধিকারী

ভাস্কর ঘোষ

মুর্শিদাবাদে আরও একজন নেতাকে কার্যকরী সভাপতি করল রাজ্য তৃনমূল নেতৃত্ব। হরিহরপাড়ার তৃনমূল বিধায়ক নিয়ামত শেখকে কার্যকরী সভাপতি হিসাবে ঘোষনা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ও মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। শনিবার বহরমপুর ওয়াই এম এ ময়দানে প্রয়াত তৃনমূল নেতার স্মরন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বাবু বলেন, জেলায় দুজন ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আজ থেকে নিয়ামত শেখকেও ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হল।  তৃনমূল নেত্রীর নির্দেশ দিয়েছেন এবং তৃনমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সির অনুমোদনে মুর্শিদাবাদ জেলায় নিয়ামত শেখকে ওয়ার্কিং প্রেসিডেন্ট

নিযুক্ত করা হল। তিনি দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে আছেন। এদিন শুভেন্দু বাবু আরও বলেন, প্রয়াত মান্নান হোসেনের তৈরী দল নিয়েই আগামী পঞ্চায়েত ভোটে লড়াই করবে তৃনমূল কংগ্রেস। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন জিতিয়ে প্রয়াত মান্নান হোসেনকে উপহার দেবে তৃনমূল। অন্যদিকে তিনি  জেলায় ৩টি লোকসভা কেন্দ্র,  ৫টি মহকুমা, ৮টি পৌরসভা ও ২৫০টি গ্রামপঞ্চায়েতের নেতৃত্ব ভাগ করে কাজ করা হবে। অন্যদিকে  প্রয়াত মান্নান হোসেনের পুত্র রাজীব হোসেনকে আগামী দিনে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। আগামী ২৪ ডিসেম্বর প্রয়াত মান্নান হোসেনে কবর জিয়ারতের দিন শুভেন্দু বাবু উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।পরিবহণমন্ত্রী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দোপাধ্যায়,  পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী, রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, মহুয়া মৈত্র, শঙ্কর সিং, জেলা তৃনমূল সভাপতি সুব্রত সাহা, মহম্মদ সোহরাব সহ, হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ, সামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম, বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য, মান্নান সাহেবের দুই পুত্র রাজীব হোসেন ও সৌমিক হোসেন প্রমুখ।

posted from Bloggeroid

শনিবার, ডিসেম্বর ০২, ২০১৭

রাইপুরে তৃনমূল নেতার মূর্তি ভাঙ্গার চেস্টা, চাঞ্চল্য


সাধন মন্ডল


বাঁকুড়ার দাপুটে নেতা তথা তৃনমূল কংগ্রেস এর রাইপুর ব্লক কায্করী সভাপতি প্রয়াত অমিল মাহাত এর আবক্ষমূতি ভাঙ্গার চেষ্টা করে দুস্কৃতিরা বলে অভিযোগ প্রয়াত নেতা অনিল মাহাতর স্ত্রী সুলেখা মাহাতর। তিনি এ বিষয়ে বারীকুল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাইপুর এলাকায়। কারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।

posted from Bloggeroid

মালদায় উদ্ধার বিরল প্রজাতির ৪৮ টি কচ্ছপ


মানস দাস, মালদা

মালদা টাউন স্টেশন থেকে ৪৮টি কচ্ছপ উদ্ধার করল আরপিএফ ও সিআইবি। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সফট সেল গ্যাঞ্জেস প্রজাতির বলে জানা গিয়েছে। এদিন ভোরে দিল্লি থেকে আসা আনন্দ বিহার এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়েছে। তবে কচ্ছপ পাচারের দায়ে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আরপিএফ।রেল সুরক্ষা বাহিনী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আরপিএফ-এর সাব ইন্সপেকটর জিতেন্দ্র সিং পারিহার নিজস্ব সূত্রে খবর পান, দিল্লি থেকে মালদাগামী আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরায় কচ্ছপ পাচার করা হচ্ছে। কচ্ছপগুলি উত্তরপ্রদেশের কোনও জায়গা থেকে ট্রেনে চাপানো হয়েছে বলেও খবর পাওয়া যায়। এদিন ভোর সাড়ে ৫টায় ট্রেন মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত হলে এস আই সূর্যকুমার মাজি ও এ এস আই চিন্ময়কুমার মণ্ডলকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট ওই কামরায় হাজির হন জিতেন্দ্র সিং। ওই কামরাতেই একটি সিটের নীচ থেকে দুটি বস্তায় বন্দি করা রাখা কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে কামরার সিট নম্বর এখনও জানাতে চায়নি আরপিএফ।আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, এদিন আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরা থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা

দুটি থেকে মোট ৪৮টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও পাচারকারীকে গ্রেফতার করা হয় যায়নি। আরপিএফ-এর ধারণা, এই কচ্ছপগুলিকে দক্ষিণ দিনাজপুরে পাচার করা হত। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

posted from Bloggeroid

ছেলের সাইকেলে বমি করায়, লোহার রডে মাথা ফাটালো ছাত্রীর

মানস দাস, মালদা


দুই শিশুর খেলা করা নিয়ে বচসার জেরে লোহার রড দিয়ে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর মাথা ফাটানোর অভিযোগ উঠলো প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। আক্রান্ত

ছাত্রী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দেবীপুর গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত মহিলা পলাতক। পুলিশ জানিয়েছে, আক্রান্ত ছাত্রীর নাম, সীমা চৌধূরি(১০) সে ধুমবালু প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে পড়াশোনা করে। অভিযুক্ত মহিলা নমিতা চৌধুরি পলাতক। আক্রান্ত ছাত্রীর বাবা হরিলাল চৌধুরি জানান,প্রতিবেশী এক শিশু দেবা চৌধুরির(৫) সঙ্গে খেলা করছিল সীমা। সেই সময় দেবা সীমার সাইকেলে বমি করে দেয়। অভিযোগ, এই কথা দেবার মা নমিতা চৌধুরির কাছে নালিশ করে সীমা। এর পরে লোহার রড নিয়ে নমিতা আঘাত করে সীমার মাথায়। এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত পরিজনেরা জানতে পেরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ধর্মপ্রাণদের সম্প্রীতির মিছিল



সাধন মন্ডল

শনিবার সকাল থেকেই বাঁকুড়া শহরে 'ইদ মিলাদ উন নবি' উপলক্ষে মুসলিম ধর্মপ্রাণদের সম্প্রীতির মিছিল।পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও দেখা যায় মিছিলে।

posted from Bloggeroid

বর্ধমান্র কৃষাণ সেলের সভায় বেচারাম মান্না


সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেতমজদুরদের কর্মী সম্মেলন করা হয় বর্ধমান অরবিন্দ স্টেডিয়াম হলে। কিষাণ সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি শাহনওয়াজ হোসেনের উদ্যোগে এই

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না, সভাধিপতি দেবু টুডু, সহ সভাধিপতি, বিধায়ক অলোক মাঝি, বিধায়ক নিশীথ মালিক, যুব সভাপতি সুভাষ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অঞ্চল ভিত্তিক চারজন করে কর্মীকে নিয়ে প্রায় হাজার মানুষের উপস্থিতিতে বেচারাম মান্না কৃষকের দুর্দশা, পাওনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজ্যের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। সভার মধ্যেই লোকশিল্পীর কিষাণদের নিয়ে স্বরচিত সঙ্গীত পরিবেশন সকলকে মুগ্ধ করে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER