শ্যামল রায়
সোমবার সকালে মন্তেশ্বর থানা দেয়াড়া কয়া গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপির কর্মী মাদক মাঝির অভিযোগ যে এদিন সকালে তার বাড়িতে রাখাল মাঝির নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে আমাকে মারধর করে এবং আমাকে বাঁচাতে আমার স্ত্রী বীনা রানী এবং আমার পুত্রবধূ ঢাকাতে এলে তাদেরও মারধর করে এবং শীলতাহানী করে বলে অভিযোগ। ব্যাপক মারধর করার ফলে আমার পুত্রবধূ ও স্ত্রী রাধারানী কালনা মহকুমা হাসপাতালে ভর্তি।
অভিযোগ যে আমরা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার অভিযান করি এবং বিজেপি কর্মী-সমর্থক বলেই আমাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই ধরনের হামলা। মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানার পুলিশ জানিয়েছেন অভিযোগ পেয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক সৌগত দে জানিয়েছেন যে দিনের পর দিন আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে তৃণমূলের আসিত দুষ্কৃতীরা এই ধরনের হামলা সংঘটিত করছে পুলিশকে বিষয়টি বলেছি প্রয়োজনে বিরোধ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে আমাদের তৃণমূলের কোন কর্মী-সমর্থক জড়িত নয়।