পারিজাত মোল্লা
শনিবার সারাদিনব্যাপি মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে 'মধুকর' প্রাঙ্গণে হচ্ছে কুমুদ সাহিত্য মেলা।গুণীজন সংবর্ধনা, কবিতা আবৃত্তি, আলোচনা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।এবারে বিশ্বভারতীর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা ভাষাতত্ত্ববিদ ড: অমল পাল 'কুমুদ রত্ন' সম্মান পাচ্ছেন।এছাড়া বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে 'লোচনদাস রত্ন' পাচ্ছেন আঞ্চলিক গবেষক তাপস বন্দ্যোপাধ্যায়, বিচারক মোল্লা নুরুল হোদা নামাঙ্কিত 'নুরুল হোদা রত্ন' পাচ্ছেন সুব্রত রায়, প্রত্নবিদ কেশব বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে 'মঙ্গলকোট রত্ন' পাচ্ছেন প্রত্নোৎসাহী সেখ কাওসার আলী প্রমুখ।কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানিয়েছেন - ২০০৬ সাল থেকে আমরা এই ধরণের সাহিত্য আসর করে আসছি।