জাহাঙ্গীর বাদশা
নারী পাচারের ঘটনায় এক যুবককে আটক করল তমলুক থানার পুলিশ। ধৃতের নাম স্বদেশ দাস। বাড়ি নন্দকুমার থানার খঞ্চিতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল এগারো টা নাগাদ তমলুক থানার নিমতৌড়ি প্রতিবন্ধী উন্নয়ন সমিতির আশেপাশে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করার সময় সংগঠনের প্রতিনিধিরা তাকে আটকে রাখে ঘরের মধ্যে। তার কথার মধ্যে অসংগতি দেখে সমিতির মহিলারা গণধোলাই দিতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে যুবককে আটক করে তমলুক থানায় নিয়ে যায়।সম্প্রতি মহিষাদলের কাপাসএড়ার হোটেল সাথে যুক্ত বাংলাদেশের যুবতী হামিদা সংস্থার এম্বুলেন্স চালকের কাজে যুক্ত হয়েছিল।আর ধৃত যুবক মহিষাদলেত কাপাসএড়ায় হোটেলে ম্যানেজারের কাজ করত। হোটেলে দেহব্যবসার কাজ করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কিছুদিন হল যুবক জামিনে ছাড়া পেয়েছে। জামিনে ছাড়া পাওয়ার পর হামিদার খোঁজখবর নিয়ে তাকে সহ কয়েকজন যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু সংগঠনের প্রতিনিধিদের হাতে ধরাপড়ে যায় সে।সংগঠনের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান -আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখে যুবককে আটক করা হয়। তার কথাতে অসংগতি দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে আটক করে নিয়ে যায়।