বুধবার, মে ৩০, ২০১৮

আসানসোলে স্বাস্থ্য শিবির

মোহন সিং

আসানসোল পৌর কর্পোরেশনের সুশপুর ওয়ার্ড মুন্নাবাদ, স্বাস্থ্য চেক-আপ ক্যাম্পে বিশেষ ধরনের প্রচার।এই ক্যাম্পে ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয় এবং রোগীদেরকে ওষুধ দেওয়া হয়।তৃনমূল  কর্মী বিজয় সিং বলেন, শিবিরটিতে  সাধারণ মানুষের বিনামূল্যে শারীরিক পরীক্ষা, এবং ঔষধ দেওয়া হয়।

বাসাপাড়ার পালিতপুর তেমাথা মোড়ে চলছে পুলিশের তোলাবাজি

পূর্ব বর্ধমান ও বীরভূম জেলা দুটির সংযোগস্থল অজয় নদের লোচনদাস সেতু সংলগ্ন পালিতপুর মোড়ে তোলাবাজি চালাচ্ছে নানুর থানার পুলিশ বলে অভিযোগ।তবে পুলিশ এক্ষেত্রে সরাসরি না করে জনৈক তাপস বাবু কে ডাকমমাস্টার রেখে এহেন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালাচ্ছে। মহম্মদবাজার - খয়রাশোল থেকে পাথর বোঝাই গাড়ী পিছু দুশো, এবং অজয় নদের বালির গাড়ী পিছু পাঁচশো,  ইটের গাড়ী পিছু দুশো টাকা করে চার থেকে পাঁচজন এই তোলাবাজিটি চালাচ্ছে পালিতপুর তেমাথা মোড়েই।প্রতিদিন এক লক্ষের বেশি কালেকশান হয় এখান থেকে বলে বিশস্ত সুত্রে জানা গেছে।৭ নং রাজ্যসড়ক হওয়ায় এই রুটে যানবাহন বেশি যাতায়াত করে থাকে।ফুটিসাকো, বোলপুর, খুজুটিপাড়া এবং পূর্ব বর্ধমানের কাটোয়া - গুশকরা - বর্ধমান - নিগন সর্বোপরি কলকাতা রুটে প্রতিনিয়ত গাড়ী চলাচল করে এই রুটটির উপর দিয়ে।পাথর,  বালি, ইট সহ গরু বোঝাই গাড়ীর সংখ্যায় বেশি।লোচনদাস সেতুর টোলট্যাক্স এর তথ্য অনুযায়ী প্রতিদিন কয়েকশো লরি, ডাম্পার, ট্রাক্টর যাতায়াত করে পালিতপুর মোড়ের উপর দিয়ে। গাড়ী পিছু দুশো থেকে পাঁচশো টাকা গড়ে নিলে দৈনিক হিসাবে এক লক্ষের বেশি অর্থ দাঁড়ায়।নানুর থানার পালিতপুর মোড়ে এই মোটা অংকের অর্থ যেমন পুলিশের প্রায় মহল অবধি যায়, ঠিক তেমনি শাসকদলের চুনোপুঁটি থেকে রাঘববোয়াল নেতাদের কাছে মাসের প্রথম সপ্তাহে পৌছে যায় বলে সুত্র মারফত জানা গেছে।যদিও পুলিশের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

কালনা মহকুমাশাসকের উদ্যোগে রক্তদান শিবির


শ্যামল রায় 

মঙ্গলবার কালনা মহকুমাশাসকের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ট্রেজারি বিল্ডিং হলঘরে। মহকুমাশাসক নীতিন সিংহানিয়া নিজে রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কালনা মহকুমা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বাড়ৈ।জানা গিয়েছে যে কালনা মহকুমা হাসপাতালে তীব্র গরমে চরম রক্ত সংকট চলছে। হাসপাতালে সুপারের আবেদনের ভিত্তিতে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়মহকুমাশাসকের উদ্যোগে। মহকুমাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন যে মোট ৩৬ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এর মধ্যে কয়েকজন মহিলা ও রয়েছেন।জানা গিয়েছে যে কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক ২৫ থেকে ৩০ বোতল রক্তের প্রয়োজন হয়। বর্তমানে রক্ত সংকট চলছে। রক্ত ও সংকট মিটানোর জন্য মহকুমাশাসক নিজেই রক্তদান করে যে শিবিরের আয়োজন করেছিলেন ভূয়শী প্রশংসা করেছেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বাড়ৈ।মহকুমাশাসক ঘোষণা করেন যে কালনা সংশোধনাগারের আবাসিক বন্দিরাও রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অনুমোদন নিয়ে সংশোধনাগারে রক্তদান শিবিরের আয়োজন করবেন বলে জানিয়েছেন।

জেলাশাসক আসার পূর্বে উন্নয়নকাজ নিয়ে কালনায় বৈঠক


শ্যামল রায়

মঙ্গলবার উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হলো কালনা ২ নম্বর ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েত অফিসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া এপিও  সুদীপ কুন্ডু,গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অতসী ঘোষ নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য তীর্থ প্রসাদ ঘোষ সুদীপ মন্ডল ও একশো দিনের কাজে সুপারভাইজার ও নবনির্বাচিত সদস্যরা।
জানা গিয়েছে যেএকশো দিনের কাজে পূর্ব বর্ধমান জেলার শ্রম দিবসে প্রথম হয়েছে অকালপৌষ গ্রাম পঞ্চায়েত। আগামী কয়েকদিনের মধ্যে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এই ব্লকে আসবেন এবং উন্নয়ন নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া।
আরও জানা গিয়েছে যে ইতিমধ্যে একশো দিনের কাজে অকালপৌষ গ্রাম পঞ্চায়েত ১১ কোটি ৭ লক্ষ ৪৪ হাজার টাকা খরচ করেছে গত পাঁচ বছরে। শ্রমজীবী দিবস তৈরি হয়েছে৫৬হাজার ৫শত ৭৫ দিন।এই পঞ্চায়েত এলাকায় ব্যাপক উন্নয়নমুখী কাজের অঙ্গ হিসাবে এলাকার মানুষের জন্য পর্যাপ্ত পানীয় জলের জন্য সাবমারসিবল ঢালাই রাস্তা প্রভৃতি কাজ হয়েছে।
ইতিমধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে নির্বাচনের পর থেকে অনেকেই যারা প্রার্থী হতে পারেননি বা টিকিট পাননি বলে উন্নয়ন স্তব্ধ হবার খবর ছড়িয়েছে তা সঠিক নয়।কালনা 2 নম্বর ব্লকের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই ধরনের বৈঠকে গুরুত্ব অপরিসীম বলে জানা গিয়েছে। জানা গিয়েছে‌।এই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির কার্যালয়ে উন্নয়ন অব্যাহত রয়েছে। কয়েকদিনের মধ্যেই জেলাশাসক বৈঠক করবেন পঞ্চায়েত নির্বাচনের পর এই ব্লকেই প্রথম। এই পঞ্চায়েত সমিতির অন্তর্গত রয়েছে আটটি গ্রাম পঞ্চায়েত। বৈধ পুর গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই রাজ্যের সেরা পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে। জেলা পরিষদের উন্নয়ন কমিটির বিদায়ী সদস্য প্রণব রায় জানিয়েছেন যে কালনা 2 নম্বর ব্লকে ব্যাপক উন্নয়নমুখী কাজ হচ্ছে সেই কাজে ধরা আরো গতিশীল করবার জন্যই এই ধরনের বৈঠকের প্রয়োজন আছে। নির্বাচনের পর বিদায়ী এবং নবনির্বাচিত সদস্য দের সাথে নিয়ে উন্নয়ন সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত এর গুরুত্ব অপরিসীম বলে তিনি মনে করেন।

সন্ধে নামলেই নেশাখোরদের দখলে শারাপুল হাসপাতাল চত্বর

সৈয়দ রেজওয়ানুল হাবিব

প্রতিদিন সন্ধ্যার পর শাড়াপুল গ্রামীন হাসপাতালের চত্বর অস্বাভাবিক পরিবেশ নেমে আসছে এক শ্রেণীর আসাধু ছেলেদের দ্বারা।তারা সব ধরনের নেশাদ্রব্য ব্যাবহার করছে সেখানে।স্থানীয় দের বক্তব্য-দীর্ঘ দিন ধরে চলছেএই কর্ম।প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন তারা।

স্বরুপনগরে ২৪ প্রহর নামকীর্তণ

সৈয়দ রেজওয়ানুল হাবিব

শুরু হলো স্বরুপ নগর থানার নির্মান মনষাতলায় নির্মান গ্রামবাসি বৃন্দের পরিচালনায় ২৪ প্রহর মহা হরিনাম যজ্ঞানুষ্ঠান। প্রতিদিন  ১০ হাজার এর উপর ভক্ত সাধারন এই নাম যজ্ঞানুষ্ঠানে হাজির থেকে ভোগ প্রসাদ গ্রহন করেছে।আর তার জন্য এক দিকে চলছে নাম কীর্তন অন্য দিকে আগত দের জন্য পরিবেশিত হচ্ছে ভোগ বিতরন।তার জন্য আনা হয়েছে এমন একটি কড়া যাতে একবারে ২ কুঃ ২০ কেজি চাল রান্না করা যায়।

উত্তরপ্রদেশের পাঁচজন কে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার

সৈয়দ রেজওয়ানুল হাবিব

উত্তর প্রদেশ থেকে আগত দুইজন মহিলা সহ তিনজন শিশুকে আটক করল বি.এস.এফের ৭৬নং ব্যাটলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।অবৈধভাবে সীমান্ত পার হওয়ার জন্য সিমান্তবর্তী-এলাকায় সন্দেহ জনকভাবে ঘুরতে দেখে তাদের জিজ্ঞাসা করে জওয়ানরা জানতে পারে তারা বাংলাদেশে যাওয়ায় জন্য এখানে এসেছে।বি. এস.এফ ধৃত দের স্বরূপনগর থানার হাতে তুলে দিলে তাদের বসিরহাট আদালতে পাঠায়।

বাদুড়িয়ায় প্রতিবাদ মিছিল চললো

সৈয়দ রেজওয়ানুল হাবিব

বাদুড়িয়া পৌরসভার পৌরপিতা তুষারসিং এর নেতৃত্বে বাদুড়িয়া পৌর কমিউনিটি হল প্রাঙ্গন থেকে কেন্দ্রিয় সরকারের দ্বারা পেট্রল ডিজেলের আকাশ ছোয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের হয়৷মিছিলে পা মেলান সভারতীয় তৃনমুল কংগ্রেসের বাদুড়িয়া ইউনিটের নেতৃত্ব।

সালানপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

নীলাদ্রি ঘোষ

সারা দেশে পেট্রল , ডিজেল সহ জ্বালানি তেলের ক্রম বর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃনমুল কংগ্রেস l এই ইস্যুকে সামনে রেখেই সমগ্র দেশ ও রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে l বাদ নেই রাজ্যের সীমান্তবর্তী জেলা পশ্চিম বর্ধমানেও l  অভিযোগ, দাম বৃদ্ধির ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোয়া l কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে ধিক্কার ও প্রতিবাদ কর্মসুচী পালন করল সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেস lএলাকায় মিছিল ও পথ সাভার মধ্যে দিয়ে এই ধিক্কার মিছিল ও কর্মসূচির নেতৃত্ব দেন সালানপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শ্যামল মজুমদার , দলের ব্লক সভাপতি মহঃ আরমান l ব্লক মহিলা তৃনমুল কংগ্রেস সভানেত্রী যমুনা সমাদ্দার প্রমুখ l সভায় প্রত্যেক বক্তাই কেন্দ্রীয় সরকারের প্রতি কঠোর সমালোচনা করা হয় l

মঙ্গলবার, মে ২৯, ২০১৮

অনলাইন লোন নিয়ে প্রশাসনিক সভা আসানসোলে


মোহন সিং

সরকারী লোনে যারা অনলাইন অ্যাপ্লাই করেছিলেন, তাদের এবার লোন নিয়ে জেলা শাসকের দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল।বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজারদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে কোন উপভোক্তাদের লোন দেবে তারা।

পূর্বস্থলীতে ইফতার সামগ্রী দিল যুব ফেডারেশন

মোল্লা শাহজাহান - নিপু

পূর্বস্থলী  ১ নং ব্লকে ডাঙ্গা পাড়ায় ১০০ জনকে ইফতারি সামগ্রী তুলে দেওয়া হয় ।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম - দুলাল, ব্লক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

তেপুল মির্জাপুরে তৃনমূলের ইফতারি

সৈয়দ রেজওয়ানুল হাবিব

সৌহাদ্যের বার্তা নিয়ে এলো মাহে রমজান। তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান সংগীতা কর ইফতার পার্টিতে যোগদান করেন ৷ইফতার মজলিসে এসে সারাদিন রোজা পালনের পর এক রোজাদারের হাতে ইফতার তুলে দিলেন।এ যেন সাম্প্রদায়িকসম্প্রীতির মিলনক্ষেত্র৷ সাথে সাথে তিনি নিজেও ইফতার মজলিসেমহিলাদের সাথে নিয়ে`ইফতার পার্টি তে অংশ গ্রহন করলেন।

কুমড়ো চাষীরা আর্থিক লোকসানে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

উঃ ২৪ পরগনার বিভিন্ন সবজি-খেতে এইভাবে পড়ে আছে কুমড়া৷পাইকারী বাজারদর কেজি ৪ টাকা।যা কৃষকদের মাঠথেকে তোলার দামও হয়না।বিপাকে কুমড়া চাষীরা।হঠাৎ দাম পড়ে যাওয়ায় তাদের মাথায় হাত।

স্বরুপনগরের বাকড়া গোকুলপুরে জয়ীদের সংবর্ধনা তৃনমূলের

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরুপনগরের বাকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী সদস্যরা বর্তমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সদ্য জয়ী তৃনমুল কংগ্রেসের প্রাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জ্ঞাপন হল ৷ হাজির ছিলেন ১৩নং জেলা পরিষদের জয়ী প্রার্থী বিধায়ক বীনা মন্ডল, ১৫নং জেলা পরিষদের জয়ী প্রার্থী দুলাল মন্ডল সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম সভার ১৩জন নবজয়ী সদস্য।এছাড়াও হাজির ছিলেন দক্ষিন সাংগঠনিক ব্লকের সভাপতি কিংকর মন্ডল ও ব্রজ গোপাল বিশ্বাস৷বিধায়ক বীনা মন্ডল কে সংবর্ধিত করেন প্রধান চম্পা রানী মডল।

ব্যারাকপুরে সিরাতের ইফতার

সৈয়দ রেজওয়ানুল হাবিব

সিরাতের বারাকপুর চাপুড়িয়া ইউনিট কমিটি আয়োজিত রেহনা বিবি এতিমখানা ও মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ইফতার মজলিস , আলোচনা সভা।আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিকখান বলেন-মুসলিম মিল্লাতের জন্য রমজান হলো বড় একটা নিয়ামত।  রমজান আত্নশুদ্ধিও সংযমের মাস।এই মাসে রোজা ও ইফতার এর মধ্য দিয়ে একে অপরের মধ্যে মিলন ও মহবতের শিকড় মজবুত হয়, তাই এর গুরত্ব অপরিসীম।তিনিএই ইউনিট এর কাজের তালিকা দেখে ভূষসী প্রশংসা করেন।

মন্তেশ্বরে বিজেপি পরিবার কে পেটালো তৃনমূল


শ্যামল রায়

সোমবার সকালে মন্তেশ্বর থানা দেয়াড়া কয়া গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপির কর্মী মাদক মাঝির অভিযোগ যে এদিন সকালে তার বাড়িতে রাখাল মাঝির নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে আমাকে মারধর করে এবং আমাকে বাঁচাতে আমার স্ত্রী বীনা রানী এবং আমার পুত্রবধূ ঢাকাতে এলে তাদেরও মারধর করে এবং শীলতাহানী করে বলে অভিযোগ। ব্যাপক মারধর করার ফলে আমার পুত্রবধূ ও স্ত্রী রাধারানী কালনা মহকুমা হাসপাতালে ভর্তি।
অভিযোগ যে আমরা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার অভিযান করি এবং বিজেপি কর্মী-সমর্থক বলেই আমাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই ধরনের হামলা। মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানার পুলিশ জানিয়েছেন অভিযোগ পেয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক সৌগত দে জানিয়েছেন যে দিনের পর দিন আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে তৃণমূলের আসিত দুষ্কৃতীরা এই ধরনের হামলা সংঘটিত করছে পুলিশকে বিষয়টি বলেছি প্রয়োজনে বিরোধ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে আমাদের তৃণমূলের কোন কর্মী-সমর্থক জড়িত নয়।

সোমবার, মে ২৮, ২০১৮

পুলিশি নিষ্ক্রিয়তায় থানা ঘেরাও

ওয়াসিম বারি

গত ২৫শে মে উঃ ২৪ পরগনার ছোটো জগুলিয়ার বয়রা গ্রামের বাসিন্দা সার্জিনা বিবির মৃতদেহ উদ্ধার হয় । এখনো পর্যন্ত কোনো অপরাধী আটক না হওয়ায়  এলাকার বাসিন্দারা আজ দত্তপুকুর থানা ঘেরাও করে । তারপর পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। মৃতার কাকার দাবি দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে । যাতে আর কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়।

চলছে কেষ্ট ক্ষ্যাপা মেলা

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের মহেশডাঙ্গা ক্যাম্প উত্তর পাড় বাঁধে পাগলের ভক্তবৃন্দের পরিচালনায় শ্রীশ্রী কেষ্ট ক্ষ্যাপা গনেশ পাগলের কুম্ভ মেলা শুরু হল। সারা রাজ্য থেকে কুড়ি পঁচিশ হাজার মানুষের সমাগম হয়। মূল অনুষ্ঠান শুরু হয় রাত নয়টায় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে। পঞ্চমঞ্চে হরিসভা, বাউল, হোমযজ্ঞ, শ্মশান কালী মায়ের পুজো, আদিবাসী নৃত্য, বস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, প্রসাদ বিতরণ ইত্যাদি কর্মসূচীতে সারারাতব্যাপি অনুষ্ঠান চলে।  মতুয়া সংঘের গনেশ পাগলের এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ সুশীল পাগল ঠাকুর বাবা। যিনি নিজে সাধুবাবাদের নিয়ে হোমযজ্ঞ ও মা কালীর পূজা করেন। সভাপতি স্বপন মন্ডল, সম্পাদক বিশ্বজিৎ ভক্ত, শ্যামল মন্ডল, ভোলা হাওলাদারেরা জানান প্রতি বছর ১৩ই জ্যৈষ্ঠ এই কুম্ভমেলা হয়, এবারে ১৬তম অনুষ্ঠান হচ্ছে। এখানে এতো মানুষের সমাগমে অনুষ্ঠান চলে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছাড়ায়। এখানে শান্তিরঞ্জন বিশ্বাস রচিত পিপিল অধিকারীর নির্দেশনায় শান্তি স্যতবীণা যাত্রা পালা পরিবেশিত হবে। সমস্ত অনুষ্ঠান পৃথক মঞ্চে একই সঙ্গে চলে।

মেখলিগঞ্জে পথদুর্ঘটনায় জখম ৬

ম্যাজিক এবং একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই মহিলা সহ মোট ৬ জন।সোমবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কামাত চ্যাংরাবান্ধা ধরলা সেতু সংলগ্ন কার্তিক কলোনি এলাকায়।জানাগেছে এই ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে।বাকিদের চ্যাংরাবান্ধা হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।গুরুতর জখমরা হলেন মোস্তাফুল হক মায়া বর্মন এবং সূর্যা রায় ।এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী  জানিয়েছেন এদিন একটি ম্যাজিক মাথাভাঙ্গার দিক থেকে চ্যাংরাবান্ধার দিকে আসছিল।এইসময় উল্টো দিকথেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।এনিয়ে চ্যাংরাবান্ধা মাথাভাঙ্গা সড়কে  উত্তেজনা তৈরি হয়।স্থানীয়রা রাস্তার উপর দাঁড়িয়ে কিছুক্ষণ বিক্ষোভ আন্দোলন করেন।এতে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ম্যাজিক গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।এখনো অবধি কোনো গ্রেপ্তারের খবর নেই।

বালির গাড়ী দেখতে ভূমি দপ্তরের চেকিং পোষ্ট

সুকান্ত ঘোষ

মঙ্গলকোটের বাইপাস মোড় এলাকায় ভূমি সংস্কার দপ্তরের চেকিং পোষ্ট তৈরির কাজ চলছে।নিকটবর্তী অজয় নদ থেকে বালির গাড়ীগুলি চালান দেখার জন্য এই চেকিং পোস্ট।বাদশাহি সড়কে প্রত্যেকদিন শয়ে শয়ে বালির গাড়ী যাতায়াত করে থাকে।অভিযোগ বেশিরভাগই বেআইনিভাবে বালি চুরি করে নিয়ে যায় গাড়ীগুলি।

নিপা ভাইরাস আতঙ্কে কাঁপছে মঙ্গলকোট

 মোল্লা জসিমউদ্দিন


পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক এলাকায় হাজারের বেশি ব্যক্তি কর্মসুত্রে ভিনরাজ্যে বছরের বেশিরভাগ সময় থাকে।অধিকাংশই আবার থাকে কেরালা রাজ্যে।মূলত তারা রাজমিস্ত্রি, লেবার হিসাবে বেশি মজুরি পাওয়ার জন্য কাজ করতে যায়।সম্প্রতি নিপা ভাইরাস নিয়ে সারাদেশব্যপী চাপা আতঙ্ক এনেছে আপামরসাধারণদের মধ্যে।বাংলাতেও এই মারণ রোগ সন্দেহে কলকাতায় বেশ কয়েকজন ভর্তি রয়েছেন বলে প্রকাশ।ঠিক এইরকম মুহুত্যে মঙ্গলকোটের হাজারের বেশি বাসিন্দা যারা ভিনরাজ্যে তদাপি কেরালায় থাকেন কাজেকর্মে,  তাদের অনেকেই রমজান উপলক্ষে বাড়ী ফিরছেন। কেউ কেউ আবার কাঁপুনি জ্বরে আক্রান্ত,  তাই নিপা ভাইরাসের আতংক ধীরে ধীরে গোটা ব্লক এলাকা কে গ্রাস করছে।যদিও কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল জানিয়েছেন " স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি ব্লক হাসপাতালের বিএমওএইচ দের নিপা ভাইরাস নিয়ে নির্দেশিকা এসেছে।প্রতিটি গ্রামে কারা বাইরে থাকেন, কারা এসেছেন।তাদের কেউ অসুস্থ কিনা তার তথ্য সংগ্রহ চলছে"।তবে এই মারণ ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসা কি সম্ভব ব্লকস্তরের হাসপাতালে?  মঙ্গলকোট বিএমওএইচ ড: প্রণয় ঘোষ জানান -" আক্রান্তদের দ্রুত সনাক্তকরণ করে জেলাস্তরে / রাজ্যস্তরের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।এক্ষেত্রে  নিপা ভাইরাসতে আদৌও কেউ আক্রান্ত কিনা, সেই পর্যবেক্ষণটায় আমাদের কাছে অন্যতম বিষয়।"উল্লেখ্য গত সপ্তাহে মঙ্গলকোটের পাঁচজন জ্বর - মাথাব্যথা নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।চারজন সুস্থ হয়ে উঠলেও, একজন এখনও সুস্থ হতে পারেনি।তাই ওই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। দুশোর অধিক গ্রাম বিশিষ্ট মঙ্গলকোটে প্রায় গ্রামে পাঁচ থেকে দশজন দলবেঁধে কেরালায় রাজমিস্ত্রি কিংবা লেবারের কাজ করতে যায়।এখানকার দিনমজুরি থেকে কেরালায় দ্বিগুণ হওয়ায় দিনের পর দিন সংখ্যাটা বাড়ছে।হাজারের বেশি মঙ্গলকোটের ব্যক্তি এই মুহুত্যে কেরালার বিভিন্ন প্রান্তে কাজ করছে।রমজান কিংবা পুজোয় প্রায়জন দেশের বাড়ী ( পশ্চিমবাংলা)  ফিরে।সম্প্রতি কেরালায় নিপা ভাইরাসে কয়েকজন মারা যাওয়ায় চরম আতঙ্কিত হয়ে অনেকেই কাজ ফেলে বাড়ী আসছে / এসেছে।এদের মধ্যে কেউ কেউ কাঁপুনি জ্বর সহ মাথাব্যথাতে আক্রান্ত।তারা ব্লক হাসপাতাল কিংবা মহকুমা হাসপাতালে আসছেন চিকিৎসা করাতে।এইরুপ তথ্য হাসপাতাল সুত্রে পাওয়া গেছে।এক সরকারী চিকিৎসক জানান - নিপা ভাইরাস টি খুবই ছোঁয়াচে। আক্রান্তর হাঁচি তেও এই রোগ অন্যদের হয়।আউটডোরতে অনেক চিকিৎসক কে মুখে মাস্ক লাগাতে নির্দেশ এসেছে সেজন্য।মঙ্গলকোটে হাজারের বেশি কেরালায় থাকা শ্রমিকদের নিয়ে চরম আতঙ্কিত গোটা এলাকা।ব্লক হাসপাতালের তরফে স্বাস্থ্যকর্মীদের দিয়ে প্রচার চালানো হচ্ছে,  কেরালা থেকে আসা কোন ব্যক্তির জ্বর হলেই যেন তারা হাসপাতালে দ্রুত আসে চিকিৎসা করাতে।সেইসাথে কেউ যেনো দোকানে নিজের মত করে ওষুধ না খান।এইবিধ নানান সচেতনতা নিয়ে প্রচারাভিযান চলছে বলে জানিয়েছেন মঙ্গলকোট বিএমওএইচ ড: প্রণয় ঘোষ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER