সেখ সামসুদ্দিন
ছাত্র সংসদ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সকলের সহযোগিতায় মেমারি কলেজে বসন্তোৎসব আয়োজিত হয়। সকালে কাঠিনাচ সহযোগে শহরে প্রভাতফেরী করা হয়। পরে কলেজে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনানুষ্ঠানিক উদ্বোধন করেন মেমারি পুরসভার ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত ও মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর রবীন্দ্রনাথের বসন্তোৎসব নৃত্য নাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠান চলাকালীন আসেন বিধায়িকা নার্গিস বেগম ও কলেজের গভঃ নমিনি এম এম মুন্সী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় অধ্যাপিকা মলি মিত্র ও গীতাঞ্জলি ঘোষ ম্যাডাম।