সেখ সামসুদ্দিনঃ মেমারি ১ ব্লক কৃষি খামারে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের কৃষি প্রশিক্ষণ কর্মশালা করা হয়। টি আর এফ এ প্রকল্পে ধান চাষের পর সেই জমিতে তৈলবীজ বা ডাল জাতীয় দানা শস্য চাষে উৎসাহিত করতে এই প্রশিক্ষণ কর্মশালা বলে জানান মেমারি ১ সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা। এদিন ৫০ জনের প্রশিক্ষণ দেওয়ার ঠিক থাকলেও প্রায় ৭০ জন অংশ গ্রহণ করে যার মধ্যে মহিলার সংখ্যা বেশি। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা, ফার্ম ম্যানেজার ইনচার্জ কৌশিক প্রামানিক ও পঞ্চায়েত সমিতির সদস্য সনাতন হেমরম।
বুধবার, মার্চ ০৭, ২০১৮
বাঁকুড়া তারকেশ্বর রেললাইনের অচলাবস্থা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
শুভেন্দু তন্তুবায়
দু'দিনের জেলা সফরে এসে বুধবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক ও সরকারী কাজের পর্যালোচনা করতে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জেলার বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করেন।
একই সঙ্গে জেলার বেশ কিছু চালু প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন পি.এইচ.ই ও পি.ডব্লু.ডি দপ্তর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই দুই দপ্তরকে সমন্বয় সাধন করে একসাথে কাজ করার নির্দেশ দেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিডিও-থানার পুলিশ আধিকারীকদের সাথেও কথা বলেন। তাদের নিজের নিজের এলাকায় জনসংযোগ বৃদ্ধির কথা বলেন।জেলার পর্যটন শিল্পের বিকাশে যথেষ্ট উদ্যোগী রাজ্য সরকার। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুকুটমনিপুরে হোম ট্যুরিজমের উপর জোর দিতে হবে। একই সঙ্গে বাঁকুড়া-তারকেশ্বর রেল লাইন পাতার কাজ মাঝ পথে আটকে থাকা নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কয়েকজন একটু জমি নিয়ে সমস্যা করছে। আর তাতেই আটকে যাবে এতোবড় একটা প্রকল্প। রেল তো তাদের ক্ষতিপূরণ দিচ্ছে। আমি কেন্দ্র-রাজ্য প্রকল্পের বিভেদ করিনা। উন্নয়নের স্বার্থে আর জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর এই তিন তীর্থ ক্ষেত্রকে একসাথে জুড়ে দেবে এই রেলপথ। এই কাজ শেষ করতেই হবে।
রুখা-শুখা বাঁকুড়ায় প্রতিবছর গ্রীষ্মে জল সংকট একটা জ্বলন্ত সমস্যা। সেকারণেই এখন থেকেই সংশ্লিষ্ট দপ্তর ও পৌরসভা গুলিকে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যাপ্ত পানীয় জলের টিউবওয়েল, ট্যাঙ্কারের ব্যবস্থা করার কথা বলেন। এদিনই তিনি জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভাকে নিয়ে একটি কমিটি গঠনের কথা বলেন। যার ফলে উন্নয়নমূলক কাজ করতে সুবিধা হবে বলে তিনি জানান।তিনি বলেন এইজেলা ডিম ও বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা নিয়েছে ।কৃষি ক্ষেত্রে আরও এগোতে হবে ।বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সমস্যার কথা এদিন শোনেন মুখ্যমন্ত্রী। সব রকম সহযোগীতার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন মর্গ তৈরির নির্দেশ দেন তিনি। তিনি বলেন, মৃতদেহ সংরক্ষণ ও সৎকার যাতে ঠিকমতো হয় তা দেখতে হবে।
নদী ভাঙন রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার সে বিষয়ে যথেষ্ট উদ্যোগী। সব কাজ হবে। একই সঙ্গে জনপ্রতিনিধিদের কাছে তার কড়া বার্তা নিজেরা কাজ করুন ও করিয়ে নিন। আমার কানে বিষয়টি তুলে দিয়ে দায় ঝেড়ে ফেলবেননা।এই কাজ বরদাস্ত করবোনা বলেও তিনি স্পষ্টতই জানিয়ে দেন।
উপস্থিত ছিলেন জেলাশাসক ,সভাধিপতি,জেলা পুলিশ সুপার ,জেলার তিনটি পুরসভার চেয়ারম্যান, শাসক দলের বিধায়ক, সাংসদ অন্যান্য জনপ্রতিনিধিরা সহ বাইশটি ব্লক, তেইশটি থানার আধিকারীকরা সহ অনেকেই।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে বাঁকুড়া শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দু'দিনের বাঁকুড়া জেলা সফর শেষে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
নলহাটিতে রেলপাড়ায় আগুন, পুড়ল দশটি দোকান
তথাগত চক্রবর্তী
গত সোমবার রাতে নলহাটি থানার লোহাপুরে রেল লাইনের ধারে আগুনে পুরে ছাই হয়ে গেল দশটি দোকান ।রামপুরহাট থেকে দমকল এলেও রক্ষা হইনি ।দোকানদারদের অভিযোগ কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে ।তবে দমকল কর্মীদের অনুমান বিদ্যুতের শটসার্কিটের ফলেই আগুন লেগেছে ।
সাঁইথিয়া হাসপাতালে সদ্যজাত কে ফেলে পালাল মা
তথাগত চক্রবর্তী
বীরভূমের সাঁইথিয়া হাসপাতালে এক মাসের শিশুকে ফেলে পালাল মা।হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন পিঙ্কি খাতুন নামে এক মহিলা আউটডোরে বসেছিলেন তখন তার কোলে বাচ্চাটা ধরতে দিয়ে পালিয়ে যাই ঐ মহিলা ।ঘণ্টা খানেক হয়ে গেলেও না আসায় পুলিশ কে খোঁজ দেয়।পুলিশ এসে সিউড়ি চাইল্ড লাইনে খোঁজ দিলে তাদের হাতে তুলে দেন ।
মঙ্গলবার, মার্চ ০৬, ২০১৮
স্বরুপনগর থেকে বসিরহাটগামী রাস্তা বেহাল
সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরুপনগর থেকে বসিরহাট ১৬কিঃমিঃ পাকা রাস্তার বেহাল অবস্থা।নেই কোন প্রশাসনিক হেলদোল৷নিত্যযাত্রী সহ অসুস্থ রোগী বিশেষ করে প্রসুতি মহিলারা বিপাকে পড়ে।এই রাস্তাটি বৈদেশিক বাণিজ্য গুরুত্ব অপরিসীম৷ স্থানীয়দের আবেদন দ্রুততার সাথে রাস্তা সংস্কারে হাত লাগাক প্রশাসন।যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুঃঘটনা৷
নিরাপদ পানীয়জলের দাবিতে স্মারকলিপি বসিরহাটে
সৈয়দ রেজওয়ানুল হাবিব
সারাবাংলা নিরাপদ পানীয় জল উৎপাদক জনকল্যান সামিতির উদ্যোগে বসিরহাট জেলা কমিটি আজ বেলা ১২টায় এস ডি.ওর দপ্তরে ১০ দফা দাবী আদায়ের জন্য ডেপুটেশন দিল।
সোমবার, মার্চ ০৫, ২০১৮
বাঁকুড়ার হারমাসড়াতে সাহিত্যিক অদ্বৈত রায়ের জন্মদিন পালন
সাধন মন্ডল
বাঁকুড়ার হাড়মাসড়া গ্রামের বিশিষ্ট সাহিত্যিক গল্পকার অদ্বৈত রায় এর ৭৮ তম জন্মদিন পালন করল সাংবাদিক সম্পাদকদের আড্ডা নামে একটি হোয়্যাটস অ্যাপ গ্রুপ।আজ বিকেল তিনটায় কবির বসতবাটীতে অনুষ্ঠানটি হয়। গ্রুপের পক্ষ থেকে কবিকে সংবর্ধনা দেওয়া হয়।অবসরপ্রাপ্ত শিক্ষক কালাচাঁদ রায়,অবসরপপ্রাপ্ত বিচারপতি গুরুপদ রায়,, অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিতচক্রবর্তী,সহ এলাকার প্রায় চল্লিশ জন কবি ও সাংবাদিক বন্ধু।উপস্থিত সকলেই কবির দীর্ঘায়ু কামনা করে কবিতা ও গল্প পাঠ করেন।জন্মদিন পালন নয় যেন কবিতা পাঠের আসর বসেছিল।
গাড়ীর গতিবেগ কম করতে বলায় মালদা শহরে মারধোর
মানস দাস,মালদা
দ্রুত গতিতে মোটর বাইক চালাতে বারণ করায় বাইক আরোহীদের হাতে আক্রান্ত দুই যুবক। ঘটনাটি ঘটেছে, রবিবার গভীর রাতে মালদা শহরের এন এস রোড এলাকায়। আহতদের ভরতি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তরা অভিযুক্তদের চিনতে না পারলেও অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম অনিরুদ্র ঘোষ(২৮) এবং সুমন বক্সি(১৯)। বাড়ি মালদা শহরের দুই নং গভঃ কলোনী এলাকায়। রাতের শহরে দুস্কৃতিদের হামলায় দুই যুবক আক্রান্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পরেছে পুলিশ। নেতাজিমোর সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় শহর জুরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে মালদা শহরের সুকান্তমোর থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন অনিরুদ্র ও সুমন। এন এস রোডের কাছে পৌছাতেই দ্রুত গতিতে কয়েকটি বাইক পাস কাটিয়ে যায়। বাইক ধীরে চালানোর কথা বলতেই বাইক আরোহীরা বেধরক মারধোর দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেন। তবে কে বা কারা কি কারনে হামলা চালালো তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্তরা অধরা।
নলহাটিতে অনুকূল ঠাকুরের আবির্ভাব তিথি পালনে সুপ্রীম কোর্টের প্রাত্তন বিচারপতি
তথাগত চক্রবর্তী
শুরু হল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩০ তম আবির্ভাব দিবস। বীরভূমের নলহাটি থানার নবহিমাইতপুর গ্রামের আশ্রমে ওই অনুষ্ঠান চলবে সোমবার রাত্রি পর্যন্ত। মুর্শিদাবাদ সীমান্তের নলহাটির নব হিমাইতপুর এক সময় কৃষ্ণপুর গ্রাম নামে পরিচিত ছিল। ঠাকুরের ভক্ত ওই গ্রামের বাসিন্দা বিভাস চন্দ্র অধিকারী অনুকূল ঠাকুরের জন্মভূমি বাংলাদেশের হিমাইতপুর গ্রামের আশ্রমের এক টুকরো ছবি তুলে নিয়ে আসেন কৃষ্ণপুর গ্রামে। কয়েক কোটি টাকা খরচ করে সেখানে গড়ে তোলেন ঠাকুরের বাংলাদেশের আশ্রম। তারপর থেকেই গ্রামের নাম হয়ে যায় নব হিমাইতপুর গ্রাম। সেই গ্রামেই শনিবার থেকে শুরু হয়েছে ঠাকুরের আবির্ভাব উৎসব। শনিবার সকালে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ, অনুকূল চন্দ্রের প্রতিকৃতি সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রায় ছিল পুরুলিয়ার ছৌনাচ, গম্ভীরা, বাউল, কীর্তন সহ ভক্তিগীতি। শোভাযাত্রা সকালে বেরিয়ে মুর্শিদাবাদের পাঁচগ্রাম, কুলি, বীরভূমের তারাপীঠ, রামপুরহাট, নলহাটি শহর ঘুরে সন্ধ্যায় নব হিমাইতপুর গ্রামে পৌঁছয়। সন্ধ্যায় ভক্তিগীতি পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য। রবিবার সকালে ঊষাকীর্তনের মধ্য দিয়ে ঠাকুরের আবির্ভাব তিথি পালিত হয়। মহাযজ্ঞের মধ্য দিয়ে এদিন ঠাকুরের আবির্ভাব তিথি পালন করা হয়। ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধনাপীঠের চেয়ারপার্সন বিভাস চন্দ্র অধিকারী বলেন, “ঠাকুর কখনও জাতি নিয়ে ভেদাভেদ করেননি। তিনি বলে গিয়েছেন ‘ধর্ম কখনও বহু হয় না, ধর্ম এক। ঠাকুরের সেই বাণী দিকে দিকে ছড়িয়ে দিতেই আমাদের এই অনুষ্ঠান। যদি মানুষের মধ্যে কিছুটা তার প্রভাব ফেলতে পারি তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে”। অনুষ্ঠান উপলক্ষে আশ্রম চত্বরে তিনদিন ধরে রয়েছে পঙক্তিভোজের আয়োজন। প্রতিদিন হাজার দশেক মানুষ পাতেপাত পেরে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন কে জি বালাকৃষ্ণান।
কোচবিহার ১ ব্লকে রাস্তা উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
শিখা ধর
সোমবার কোচবিহার ১ নং ব্লকে পাঁচটি রাস্তার কাজের শুভারম্ভ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।অনুদান গুলি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত বলে প্রকাশ।
১৪ মার্চ মঙ্গলকোটে প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির
মোল্লা জসিমউদ্দিন
আগামী ১৪ মার্চ মঙ্গলকোট ব্লক হাসপাতালে এলাকার প্রতিবন্ধীদের নিয়ে সনাক্তকরণ শিবির হচ্ছে।ওইদিনই প্রতিবন্ধীদের শারীরিক শংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএমওএইচ ড: প্রণয় ঘোষ।
রবিবার, মার্চ ০৪, ২০১৮
কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় কবি সাহিত্যিকদের মহাসম্মেলন
পূর্ব বর্ধমানের কোগ্রামে পল্লি ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদরঞ্জন মল্লিকের বসতবাড়িতে মহাসমারোহে পালিত হল ১৩৬ তম জন্মদিন পালন।সকাল থেকেই কবিপ্রণাম, আবৃত্তি,সাহিত্য আলোচনার পাশাপাশি একঝাক ব্যক্তিদের বিভিন্ন গুণীজন স্মরণে সম্মান জ্ঞাপন করা হয়।শনিবার এই সাহিত্য সভায় বিশ্বভারতীর বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড: অমল পাল মহাশয় কে কুমুদ রত্ন, আঞ্চলিক গবেষক তাপস বন্দ্যোপাধ্যায় কে লোচনদাস রত্ন, পত্রলেখক সুব্রত রায় কে নুরুল হোদা রত্ন, প্রত্নোৎসাহী সেখ কাওসার আলী কে কেশব রত্ন, সাংবাদিক সুদিন মন্ডল কে ভাতার রত্ন, সমাজসেবী অমরচাঁদ কুন্ডু কে কেতুগ্রাম রত্ন, কবি কার্তিক চক্রবর্তী কে মাধবডিহি রত্ন, লিটিল ম্যাগাজিন সম্পাদক বিক্রমজিত মন্ডল কে শান্তিনিকেতন রত্ন, পত্রিকা সম্পাদক সেখ সামসুদ্দিন কে মেমারী রত্ন সম্মান জানানো হয়।এই অনুষ্ঠান মঞ্চে কবির পারিবারিক প্রতিনিধি শুভাশিস মল্লিক, অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন সংবর্ধনা প্রাপকদের একদা মঙ্গলকোট ওসি বর্তমানে বারাসাত জিআরপির ইন্সপেক্টর সঞ্জয় কুন্ডুর কাব্যগ্রন্থ 'আলোকিত ডানা' বই টি তুলে দেওয়া হয়।সেইসাথে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাটির কুমুদ সাহিত্য মেলা কমিটি কে দেওয়া শুভেচ্ছাবার্তা শোনানো হয়।কুমুদ সাহিত্য মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, সভাপতি শ্যামলাল মকদমপুরী জানান - এদিন দুই বর্ধমান এবং বীরভূম জেলা থেকে তিনশোর অধিক সাহিত্য প্রেমী মানুষ আজ যোগ দিয়েছেন এই সাহিত্যসভায়।
শনিবার, মার্চ ০৩, ২০১৮
মঙ্গলকোটে শুরু হল কুমুদ সাহিত্য মেলা
পারিজাত মোল্লা
শনিবার সারাদিনব্যাপি মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে 'মধুকর' প্রাঙ্গণে হচ্ছে কুমুদ সাহিত্য মেলা।গুণীজন সংবর্ধনা, কবিতা আবৃত্তি, আলোচনা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।এবারে বিশ্বভারতীর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা ভাষাতত্ত্ববিদ ড: অমল পাল 'কুমুদ রত্ন' সম্মান পাচ্ছেন।এছাড়া বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে 'লোচনদাস রত্ন' পাচ্ছেন আঞ্চলিক গবেষক তাপস বন্দ্যোপাধ্যায়, বিচারক মোল্লা নুরুল হোদা নামাঙ্কিত 'নুরুল হোদা রত্ন' পাচ্ছেন সুব্রত রায়, প্রত্নবিদ কেশব বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে 'মঙ্গলকোট রত্ন' পাচ্ছেন প্রত্নোৎসাহী সেখ কাওসার আলী প্রমুখ।কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানিয়েছেন - ২০০৬ সাল থেকে আমরা এই ধরণের সাহিত্য আসর করে আসছি।
শুক্রবার, মার্চ ০২, ২০১৮
এবার কুমুদ সাহিত্য মেলায় ৯ জন সম্মান পাচ্ছেন
মোল্লা জসিমউদ্দিন
আগামীকাল মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা পাচ্ছেন ৯ জন গুণীজন। দক্ষিনবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অবদানের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার, মার্চ ০১, ২০১৮
আগামী শনিবার মঙ্গলকোটে 'কুমুদ সাহিত্য মেলা'
মোল্লা জসিমউদ্দিন
আগামী শনিবার মঙ্গলকোটের কোগ্রামে অজয় ও কুনুর নদীর তীরে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ীতে বসছে 'কুমুদ সাহিত্য মেলা'। দক্ষিনবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী যোগ দিচ্ছেন।৯ জন কে সম্মান জানানো হচ্ছে।২০০৬ সাল থেকে এই সাহিত্য আসর হয়ে আসছে।
বুধবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৮
পূর্বস্থলীতে সেফ ড্রাইভ নিয়ে কর্মসূচী
মোল্লা জসিমউদ্দিন
বুধবার পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচী পালিত হয়।বিনা হেলমেটে গাড়ী চালনা কতটা বিপদজনক, তা নিয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য পেশ করেন আইসি সোমনাথ দাস।
বিষ্ণুপুরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ
শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়ার বিষ্ণুপুরে এই প্রথমবার আন্তর্জাতিক স্তরের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।বুধবার এলাকার সাংসদ সৌমিত্র খাঁ 'র উদ্যোগে বাংলাদেশের অনুর্ধ পনেরো বনাম কলকাতা সিএবি অনুর্ধ পনেরোর প্রথম দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হল ।উদ্বোধনী অনুষ্ঠানে সিএবি ও বাংলাদেশ বোর্ডের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ ও এলাকার জনপ্রতিনিধিরা।সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের বলেন -ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের ইতিহাসে নতুন পালক যোগ হল ।ক্রিকেট প্রেমী বিষ্ণুপুরের মানুষ ঘরে বসেই আন্তর্জাতিক স্তরের খেলা দেখার সুযোগ পেলেন ।তিনি সিএবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সিএবি কে ধন্যবাদ জানানো হয়েছে।এরকম ক্রিকেট প্রতিযোগিতার জন্য বিষ্ণুপুরবাসী খুব খুশি ।বিষ্ণুপুরবাসীর দাবি এরকম খেলা আবারও হোক ।
মঙ্গলকোট প্রাণী দপ্তরের সেমিনার
মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলকোট ব্লক অফিসের দোতলায় প্রাণীমিত্রা, প্রাণীপালকদের নিয়ে ব্লক প্রাণী আধিকারিক ড: দেবাশীষ জানা পশুদের ভ্যাকসিন সংক্রান্ত আলোচনা করেন।
রাইপুরের চাতরী বিদ্যালয়ে বসন্তোৎসব
শুভদীপ ঋজু মন্ডল
বাঁকুড়ার রাইপুরের চাতরী নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের শিশু সংসদের উদ্যোগে বসন্ত উৎসব ও নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হল বিপুল উৎসাহ ওউদ্দীপণার মধ্য দিয়ে। এবছর কুড়ি জন ছাত্র ছাত্রীকে এদিন বরণ করা হয়। এছাড়া শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল মহাশয় কে সম্বর্ধনা জানানো হয়। উপস্হিত ছিলেন শিক্ষক ও সমাজসেবী রাধামাধব মুখার্জী সহ এলাকার শিক্ষক শিক্ষিকাগন এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
শিল্পাঞ্চলে কারখানা নিয়ে বামেদের বিক্ষোভ
নীলাদ্রি ঘোষ
রাস্ট্রায়াত্ত শিল্প সংস্থা গুলিকে রুগ্ন অথবা বেসরকারী করনের হাত থেকে বাঁচাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলো বাম শ্রমিক সংগঠন গুলি l মঙ্গলবার চিত্তরঞ্জন রেল কারখানার গেটে বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত স্থানীয় লেবার ইউনিয়নের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ থেকে এমনই ডাক দিলেন সংগঠনের বাম নেতৃত্ব l চিত্তরঞ্জন রেল কারখানা , কোল ইন্ডিয়া সহ শিল্প সংস্থা গুলিকে রুগ্ন অথবা বেসরকারী করন করার কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রাজীব গুপ্ত , সভাপতি রাম সরন চৌহান , সহ সভাপতি স্নেহাসীশ চক্রর্বতী l
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...