মানস দাস,মালদা
পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীকে বিশেষভাবে পরীক্ষার ব্যবস্থা করলো বিদ্যালয়।পায়ে গুরুতর আঘাত থাকা সত্তেও মনের জোরে পরে দিলো দুর্ঘটনায় আক্রান্ত ছাত্র।বিদ্যালয় ও প্রশাসনের এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থীর পরিবার।জানাগেছে,আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পাপাই মন্ডল।হতদরিদ্র পরিবারের পড়াশোনায় মেধাবী পাপাই।মালদার মানিকচক ব্লকের ধনরাজ গ্রামের বাসিন্দা।মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র।পরীক্ষার কেন্দ্র কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ে।আক্রান্ত ছাত্রের মা কল্পনা মন্ডল জানান,মঙ্গলবার পরীক্ষাকেন্দ্র থেকে ভুটভুটি ভ্যানে করে ছেলেকে নিয়ে বাড়ী ফিরছিলাম।সেই সময় পথে ওপর এক ভুটভূটি ভ্যান ধাক্কা মারে।আঘাত লাগে ছেলের পায়ে।স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত আহত অবস্থায় মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছেলেকে।পায়ে মোচক থাকায় চিকিৎসার পর রাতে ছেড়ে দেওয়া হয়।ছেলে ভবিষ্যতের কোটগা ভেবে পরীক্ষা দিবে বলে জানায়।তাই আজ পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসি'।
মাধ্যমিক পরীক্ষার্থীর এমন অবস্থার কথা জানতে পেরে পাশে দাঁড়ান সেন্টার ইনচার্জ সুনন্দ মজুমদার।পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেন বিদ্যালয় কর্তিপক্ষ।নির্ধারিত সময়ের বিদ্যালয়ের শিক্ষক রুমে শুরু হয় পাপায়ের পরীক্ষা।সেন্টার ইনচার্জ সুনন্দ মজুমদার জানান, মথুরাপুর বিএসএস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী কালিন্দ্রি থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় তার ভুটভূটিতে দুর্ঘটনার স্বীকার হন। তার বাম পায়ে গুরুতরভাবে আহত হয়েছে।সে হাঁটাচলা করতে পারছেনা,এইকথা জানা মাত্রই সেজেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।