মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৮

রিজার্ভেশন কামরায় শ্লীলতাহানির অভিযোগ মালদায়

মানস দাস,মালদা

রিজ়ার্ভেশন কামরায় যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এক সহযাত্রী তাকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ। ওই ব্যক্তি তার হাত ধরে নাকি টানাটানিও করতে থাকেন। তার আরও অভিযোগ, বিষয়টি কামরায় দায়িত্বে থাকা রেল পুলিশ কর্মীকে জানিয়ে কোনও লাভ হয়নি। পরে মালদায় নেমে মালদা GRP থানায় অভিযোগ জানায় ওই যুবতি।
শিয়ালদা থেকে গুয়াহাটি যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত B1 কামরায় রিজ়ার্ভেশন ছিল ওই যুবতির। অভিযোগ, ট্রেন বর্ধমান স্টেশন ছাড়ার পর প্রভাস সিং (৪২) নামের ওই ব্যক্তি তাকে উত্ত্যক্ত করতে থাকেন। হাত ধরে টানাটানিও করেন। যুবতি বিষয়টি কামরায় দায়িত্বে থাকা রেল পুলিশের কর্মীকে জানায়। কিন্তু তিনি কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ। এরপর কামরার অন্য যাত্রীরা প্রভাসবাবুকে আচরণ ঠিক করতে বলেন। কিন্তু কারও কথায় কান না দিয়ে ব্যক্তি যুবতিকে উত্ত্যক্ত করতেই থাকেন। এরপর ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছালে যুবতি GRP-তে অভিযোগ জানায়। প্রভাস সিংকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে ওই সেনাকর্মি মদ্যপ অবস্থায় ছিল। সে নিজেকে এক সেনাকর্মী হিসাবে পরিচয় দিয়েছে।আমরা খোঁজখবর নিচ্ছি।

মঙ্গলকোটে গোরাই বাবার উরশে জলসা

মোল্লা শাহজাহান বাদশা

সোমবার সারারাত ধরে মঙ্গলকোট গ্রামের দক্ষিণ পাড়া গোরাই বাবার উরশ শরিফে হল বিশাল ইসলামিক  জলসা। গলসি থেকে মাওলানা মুস্তাক কাদরী সহ বক্তাগন এসেছিলেন এই মেহফিলে।

বার্ণপুরে চাকুরে প্রার্থীদের লাইব্রেরি

মোহন সিং

বার্ণপুর রাধনগর রোড এলাকায় চাকুরির পরীক্ষার প্রস্তুতির সহায়ক একটি
লাইব্রেরীর জন্য ৫০ হাজার টাকার বই ও একটি আলমারি প্রদান করলেন আসানসোলের
মেয়র জিতেন্দ্র তেওয়ারী। আজ বই ও আলমারি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন
মেয়র। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, পরিশ্রম করে
ওরা চাকরি পাক, সমস্ত রকম সুযোগসুবিধে আমরা দেব।

আসানসোল গ্রামাঞ্চলে পানীয়জল পরিষেবা

মোহন সিং

আসানসোল মহকুমার গ্রামাঞ্চলে পিএইচই-র জল সঠিকভাবে ব্যবহার যাতে হয়, তা নিয়ে গুরুত্বপুর্ণ বৈঠক হয়ে গেল জেলা পরিষদ দফতরে। সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের নিয়ে বৈঠক করেন জেলাসভাধিপতি বিশ্বনাথ বাউরি। বহু অবৈধ সংযোগের জন্য অনেক গ্রামেই জল যাচ্ছে না। তাই সবাই যাতে জল পায় সে কারনে অবৈধ সংযোগ কাটতে এবার মাঠে নামছে পিএইচই।

সোমবার, ফেব্রুয়ারী ২৬, ২০১৮

বোলপুরে সিপিএমের মহামিছিল

তথাগত চক্রবর্তী

সোমবার বোলপুরে অনুব্রত মন্ডলের খাসতালুকে বামফ্রন্টের মহামিছিল।মিছিলে  পা মেলালেন সুজন চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

ত্রি ধারা পত্রিকার সাহিত্য আসর আকালিপুরে

তথাগত চক্রবর্তী

সাহিত্যেপ্রমীদের সাহিত্য সভা  ও খোলা আকাশের নীচে বনভোজন অনুষ্ঠিত হল নলহাটির আকালিপুর গ্রামে।
জানা গেছে, জেলা ও জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো কবি সাহিত্যিক যোগ দেন এই আলোচনা সভায়।  এই সভার প্রধান উদ্যোক্তা গৌর কুমার ফুলমালি বলেন,  কবি সাহিত্যিক শিল্পীদের কোন জাত হয় না। বিভিন্ন স্তরের মানুষ একত্র হয়ে শান্তি সহাবস্থানের কথা আলোচনা করলাম।

তৃনমূল শিক্ষক সমিতির সম্মেলন সারেঙ্গায়

শুভদীপ ঋজু মন্ডল

পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির সারেঙ্গা দক্ষিণ চক্রের তৃতীয় বর্ষ বার্ষিক। সন্মেলন অনুষ্ঠিত হল সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠে। সম্মেলন  উদ্বোধন করেন রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। সন্মেলনে শিক্ষকদের বিভিন্ন দাবীদাবা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলা মহকুমা স্তরের শিক্ষাসেলের নেতৃত্ব গৌতম গরাই, তরুণ পাত্র প্রমূখ। বিদ্যালয় সংক্রান্ত শিক্ষকদের বিভিন্ন  সমস্যা থাকলে তা সমাধানের আশ্বাস দেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ মহাশয়। সন্মেলন মঞ্চে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, বিশিষ্ট কবি ও শিক্ষক সুদীপ লোহার এবং আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মানিত করা হয়।

সারেঙ্গা ওসি স্মরণে নানা প্রতিযোগিতা

সাধন মন্ডল

২০১০ সালে আজকের দিনে সারেঙ্গার গোবিন্দপুর মোড়ে মাওবাদীদের সাথে সরাসরি গুলির লড়াই এ মারা যান  সারেঙ্গা থানার তৎকালীন আই.সি. রবিলোচন মিত্র। তারপর অনেক জল বয়ে গেছে কংসাবতীতে। পট পরির্তন হয়েছে রাজ্যে। মা মাটি মানুষের সরকার সেইসব বীরদের সন্মান জানাতে ভোলেনি। বাঁকুড়া জেলাপুলিশের উদ্যোগে পঞ্চমবর্ষ রবিলোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি আজ সারেঙ্গায় অনুষ্ঠিত হল। এবছর তিনটি বিভাগে প্রায় ৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনটি প্রতিযোগিতারই শুভ সূচনা করেন বাঁকুড়া জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা মহাশয়।  পুরুষ বিভাগে লক্ষীকান্ত মান্ডি এবং মহিলা বিভাগে পিংকু সিংহমহাপাত্র ও শিশু বিভাগে সুরজ শেখ  প্রথম স্থান অধিকার করে। এই প্রতিযোগিতা শেষে সারেঙ্গা থানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলাপুলিশের আধিকারিকবৃন্দ ও প্রয়াত আই.সি. এর স্ত্রী সুদীপ্তা মিত্র মহাশয়া। সকলেই প্রয়াত আই.সি. এর স্মৃতিচারণা করেন। পুলিশ সুপারের এই উদ্যোগ কে সাধুবাদ জানান এলাকার মানুষ।

বাঁকুড়ায় শ্রুতি নাটক উৎসব চলছে

সাধন মন্ডল

বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় অডিটোরিয়ামে আলেখ্য টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে বাঁকুড়ায় এই প্রথম সারা বাংলা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত হল।  বেলা ৪ টায় এই উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিস সুপারিশ সুখেন্দু হীরা মহাশয়। উপস্থিত ছিলেন  চিকিৎসক অমিতাভ চট্টরাজ,  সমাজসেবী অনুপ পাত্র। অনুষ্ঠানে বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,হুগলী, উত্তর ২৪ পরগনা থেকে মোট ৯ টি নাট্যদল এদিনের শ্রুতি নাটক উৎসবে যোগ দেয়।

তুহিন সামন্ত খুনে বহাল তবিয়ত অভিযুক্ত পুলিশ অফিসার

মোল্লা জসিমউদ্দিন

এক কলেজের অধ্যাপক তুহিন সামন্তের মৃত্যুবার্ষিকীতে কাটোয়ার স্থানীয় তৃনমূল নেতৃত্ব এক পদযাত্রার আয়োজন করে থাকে।পরিচালন সসমিতির ভোট চলাকালীন তৎকালীন কাটোয়া ওসি দেবজ্যোতি সাহার সার্ভিস রিভলভার এর গুলিতে মৃত্যু ঘটে এই অধ্যাপকের।বহাল তবিয়ত রয়েছেন খুনে অভিযুক্ত পুলিশ অফিসার।

ছবি পুলকেশ ভট্টাচার্য

নিয়োগ পরীক্ষা চলাকালীন দুর্নীতির পোস্টার মেখলিগঞ্জে


মেখলিগঞ্জ

নিয়োগ পরীক্ষা চলাকালীনই নিয়োগের বিষয় নিয়ে পোস্টার পরল এলাকায়।রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার  মেখলিগঞ্জ শহরে।জানাগেছে এদিন মেখলিগঞ্জ পুরসভায় ক্যাশিয়ার এবং টাইপিস্ট পদে কর্মী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয় স্থানীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।এই সময়েই বাজারের বেশকিছু এলাকায় কয়েকটি পোস্টার পরে।যেখানে উল্লেখ করা হয়েছে যে ওই দুটি পদে পুরসভার চেয়ারপার্সনের দাদা মানু সিংহ সরকার এবং উপপুরপতি অমিতাভ রায়ের স্ত্রী করনিকা রায়কে নিয়োগ করা হবে।বিষয়টি নজরে আসতেই ব্যাপক গুঞ্জন ছড়ায়।উল্লেখ এই পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ এনে দিনকয়েক আগেই পুরমন্ত্রী,প্রসাশনসহ নানা মহলে লিখিত অভিযোগ জানিয়েছিলেন এক পরীক্ষার্থী তথা প্রাক্তন কাউন্সিলর আনারুল মহম্মদ।এরপরেই তৃনমুল পরিচালিত এই পূর্বোর্ডের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষা নিয়ে তৃণমূলের একাংশের তরফেও অভিযোগ আনা হয়।তাদের অভিযোগ, পরীক্ষা হচ্ছে নামেমাত্র।আসলে কারা নিয়োগপত্র পাবেন সেটা ঠিক হয়েই রয়েছে।প্রাক্তন কাউন্সিলরও চেয়ার পার্সন এবং উপপুরপতির বিরুদ্ধে তাদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেবার অভিযোগ আনা হয়েছিল।এপ্রসঙ্গে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারপার্সন মিঠু সিংহ সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপপুরপতি অমিতাভ রায় অবশ্য জানান,পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।পোস্টার সম্পর্কে তার কিছু জানা নেই।

রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০১৮

'ব্যাঙুর শ্রেয়সী' আবার দুশোজন পড়ুয়াদের শিক্ষা সামগ্রী দিলো

পুলকেশ ভট্টাচার্য

শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী ( ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নবোদয় ক্লাবের উদ্যোগে বাঙুর এভিনিউ নবোদয় ক্লাব প্রাঙ্গনে  ১/২০,বাঙুর এভনিউ, ব্লক-সি,সুপার মার্কেট, কলকাতা-৭০০০৫৫ বাঙুর শ্রেয়সীর পক্ষ থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয় /  এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রী মতি দীপ্তি রায় (পুরমাতা ), দক্ষিণ দমদম পৌরসভা,  শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা), দক্ষিণ দমদম পৌরসভা,  লেকটাউন থানার (আই.সি ) শ্রী সুপ্রিয় দাস, বাঙুর শ্রেয়সীর সভাপতি / সহ সভাপতি  শ্রী লক্ষী নারায়ণ পাল / শ্রী নিরুপম ঘোষ , সংস্থার প্রধান উপদেষ্ট্রা শ্রী সুব্রত দাস ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরাI " বাঙুর শ্রেয়সী '' সংস্থার সম্পাদক শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে।আজ ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি / এই ধরণের কর্মসুচির মধ্য দিয়ে যে কি অনাবিল আনন্দ উপভোগ করে থাকি তা ভাষায় প্রকাশ করতে পারবো না / আর সর্ব শেষে সাধারণ মানুষজন ও বিশিষ্ট ব্যাক্তিত্বদের আমরা পাশে পেয়ে অনুষ্টানটিকে সার্থক করে তুলতে পেরেছি।

মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে পুরুলিয়ায় আসছেন ৫ মার্চ

সঞ্জয় হালদার

আগামী 5/3/2018 তারিখে বেলা 2-30 মিঃ নাগাদ উইলকক্স রোড শিমুলিয়া ফুটবল মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।সেজন্য আজ মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রস্তুতি দেখলেন প্রস্তাবিত মাঠে।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সমাবেশ ২৭ ফেব্রুয়ারি

সুরজ প্রসাদ

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আহ্বানে আগামী ২৭ ফেব্রুয়ারি কলকাতা রামলীলা ময়দানে সংগঠনের রাজ্য সমাবেশ হবে। সেই রাজ্য সম্মেলন সফল করার ডাক দিয়ে   বর্ধমান কার্জনগেটে এক সমাবেশ করা হয়। সমাবেশে রাজ্য সম্মেলন সফল করার জন্য সমাবেশ থেকে ডাক দেওয়া হয়। মোট ২০ দফা দাবী নিয়ে এই রাজ্য সম্মেলন হবে বলে জানানো হয়।

আসানসোল সরকারি বইমেলা ২ রা মার্চ

মোহন সিং

আগামী 2 মার্চ থেকে আসানসোল কল্যানপুরে এডিডিএ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সরকারী বইমেলা। তারই প্রস্তুতি এখন চুড়ান্ত ভাবে। জেলা হওয়ার পর প্রথমবার এই জেলা সরকারী বইমেলা। থাকবে নানান সাংস্কৃতিক  অনুষ্ঠানও।

আসানসোললের গাঁড়ুইয়ে চেকিং পোস্ট

মোহন সিং

আসানসোলের গাঁড়ুইয়ে চেকিং পয়েন্টের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশপুপ্ত। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তাপস বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখেরা। এদিন তপন দাশগুপ্ত জানান, এই চেকিং পয়েন্টকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে হবে। পাশপাশি কংক্রিটের রোড তৈরির বিষয়েও প্রতিশ্রুতি দিয়ে যান তিনি।

ইস্টার্ন রেলওয়ের ড্রাগ বিরোধী সেমিনার

মোহন সিং

আসানসোলের ইষ্টার্ণ রেলওয়ে স্কুলে ড্রাগ বিরোধী একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন আসানসোলের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র। এদিন ছাত্রছাত্রী ও উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের কাছে ডিআরএম প্রশান্ত মিশ্র ড্রাগের নেশা কেন সর্বনাশা তার তথ্য তুলে ধরেন। আগামী দিনে যুব সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়াই লক্ষ্য এই সেমিনারের।

রাণীগঞ্জে পীরের অনুষ্ঠান

মোহন সিং

রানীগঞ্জের পীর এর বাবার মাজারে চাদর চড়ানোর জন্য বিশেষ সমারোহের আয়োজন করা হল আসানসোল স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। এই সমারোহে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ অভিজিত ঘটক। স্টেশন চত্বরে ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল থেকে বর্ণাঢ্য চাদর পাঠানো হয় রানীগঞ্জে। সুসজ্জিত ট্যাক্সিতেই নিয়ে যাওয়া হয় পবিত্র চাদর।

বনবান্ধব উৎসব মাথাভাঙ্গা ব্লকে

শিখা ধর

কুচবিহারে মাথাভাঙ্গা ব্লকে তেকোনিয়াতে বনবান্ধব উৎসব শুরু হল।উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ,  জেলাশাসক,  পুলিশসুপার প্রমুখ।

শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০১৮

আসানসোল পুলিশ কমিশনারেটে সেফ ড্রাইভ নিয়ে ফুটবল

মোহন সিং

শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোল পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে ফুটবল টুর্ণামেন্ট। এই খেলার চুড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মী নারায়ন মিনা সহ পুলিশের সমস্ত আধিকারিকরা। এডিসিপি, এসিপিরা পুরস্কার তুলে দেন বিজয়ী ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে। পুলিশ কমিশনার এদিন  খেলোয়াড়দের উৎসাহিত করেন তার মুল্যবান বক্তব্যে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER