তথ্য - মোল্লা জসিমউদ্দিন
ছবি - সুকান্ত ঘোষ
তৃনমূল নেতা আজাদ মুন্সির পর ফের অজয় নদের চরে মিললো মঙ্গলকোটের এক এলাকাবাসীর বালিতে পোতা লাশ।মিনা বিবি ( ৪০) নামে ওই মহিলার বাড়ি নুতনহাট স্টেট ব্যাংকের পাশের বাড়িতে।পুলিশের প্রাথমিক অনুমান পূর্ব পরিচিতিরা দিন পাচ ছয় পূর্বে মঙ্গলকোট - নানুর লাগোয়া অজয় নদের কোন নির্জন জায়গায় ডেকে ধর্ষণ করে খুন করেছে। এই এলাকায় যারা কেরল যায় কাজের সুত্রে, তাদের মধ্যে পুরানো শত্রুতা জেরে এই ঘটনা।মোবাইল পাওয়া গেছে ঘটনাস্থলে, তাই কল ডিটেল দেখে সঠিক তদন্তর দাবি উঠেছে।