লকডাউনের শবেবরাত
মোল্লা জসিমউদ্দিন ( টিপু)
ধর্মীয় বিশ্বাস নিয়েই বেঁচে থাকা তাই শবেবরাত রাতে ওরা আসে নিজ নিজ ঘরে
ওরা বলতে, যারা বেঁচে নেই এই জগতে
যারা কবরে জেগে আছে অনন্তকাল
আব্বা, তোমাকে যে চিরতরে হারিয়েছে বেশ কয়েক বছর আগে
মাথার উপর বটবৃক্ষ নেই, তবে আছে তোমার অফুরন্ত আর্শীবাদ
তোমার নামে পরিচিত আজ সমাজের কাছে
তোমার রক্ত যে বইছে আমার শরীরে
শবেবরাতের রাতে স্মৃতি রোমন্থনে চোখের কোনে আসে পানি
যেখানেই থাকো
ভালো থেকো
সর্বদা আছো আমার পাশে
তা উপলব্ধির শেকড়ে তা মানি
ছবি - ফাইল চিত্র