মোল্লা জসিমউদ্দিন : বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোটের ঝিলু গ্রামে প্রয়াত কংগ্রেস নেতা সেখ হাতেম আলীর স্মরণসভা হলো।কয়েক হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন এই শহীদ স্মরণে।ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরী, ঝিলু ১ গ্রাম প্রধান স্বাধীন সেখ, ব্লক তৃনমূল নেতা প্রদীপ চট্টরাজ প্রমুখ এসেছিলেন।প্রয়াত সেখ হাতেম আলী একাধারে ১৯৭২ থেকে ৭৭ সাল অবধি মঙ্গলকোট ব্লকের কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং অবিভক্ত ঝিলু অঞ্চলের অধক্ষ ( বর্তমান গ্রাম প্রধান পদ) ছিলেন।তাঁকে সিপিএমের লোকেরা ১৯৭৭ সালে পিটিয়ে খুন করে থাকে।দক্ষীনপন্থী মানুষদের কাছে মঙ্গলকোটের সেখ হাতেম আলী এক বর্ণময় চরিত্র।তাই তাঁর গ্রাম ঝিলুতে আজ স্মরণসভার আয়োজন করে ব্লক তৃনমূল কমিটি।
শনিবার, আগস্ট ১৯, ২০১৭
মঙ্গলকোটে শহীদ স্মরণ
মঙ্গলকোটে সড়কগুলির বেহাল দশা
মোল্লা জসিমউদ্দিন: একটু বৃষ্টিজল হলেই মঙ্গলকোটের বিভিন্ন সড়ক রুটে থাকা রাস্তাঘাট হয়ে উঠে মরণফাঁদ।প্রাণহাতে যেতে হয় যাত্রীসহ যানচালকদের।এমনিতেই গত দুবছরের কুড়ির বেশি ব্যক্তি মারা পড়েছে এইসব রুটে।উত্তরবঙ্গ থেকে দক্ষীনবঙ্গের একাধিক জেলা যাবার ৭ নং রাজ্যসড়ক পড়ায় মঙ্গলকোটে প্রাতহিক গাড়ী চলাচলের সংখ্যা সর্বাধিক বেড়েই চলেছে। স্থানীয় থানার পুলিশ মঙ্গলকোটের নুতনহাট এলাকার চারটি সড়কমোড়ে সিভিক পুলিশদের দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবস্থা নিলেও, পদিমপুর বাইপাশ, হাইস্কুল মোড়, হাসপাতালের সামনে এবং বটতলা বাসস্ট্যান্ডে সিভিক পুলিশরা গল্পগুজবে সর্বদা মশগুল থাকে বলে এই সড়কে চলাচল করা যানচালকদের দাবি।অপরদিকে অজয় নদ ঘেঁষা মঙ্গলকোটের নুতনহাটের উপর দিয়ে শয়ে শয়ে অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার/লরি/ট্রাক্টর যাতায়াত করে থাকে।এরফলে রাস্থায় গর্ত, উঁচুনিচু পিচ আবার কোথাও পিচ উঠে মাটি অবস্থান করছে।কোগ্রাম,পুরাতনহাট,বকুলিয়া,মাঝিগ্রাম,ধান্যরুখি,লাখুরিয়া, পালিগ্রাম এলাকায় থাকা অজয়ের বালিঘাট থেকে এইসব বালির গাড়ী আসে যায়।নুতনহাটের উপর দিয়ে ছয়টি সড়ক রুট রয়েছে।যথাক্রমে বর্ধমান,নিগন,কাটোয়া,বোলপুর,ফুটিসাকো, গুশকরা।এগুলির বেশিরভাগই বেহাল হয়ে উঠছে।বিশেষত নুতহাট থেকে কাশেমনগর(৯ কিমি), নিগন(৬কিমি), মাথরুন(৬কিমি)। আবার শ্যামবাজার থেকে ফুলবাগান মোড়, নিগন থেকে চন্দ্রপুর প্রভৃতি সড়করুট আতংকের কারণ হয়ে উঠেছে যাত্রীদের কাছে।এইরুটে চলাচল করা গাড়ীগুলিও ভগ্নদশার শিকার হচ্ছে বলে জানা গেছে।এব্যাপারে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক জানান - যেসব রাস্তাঘাট গুলি পঞ্চায়েত সমিতির আওতাধীন, সেগুলি সারাবছর কাজ চলে মেরামতির।অপরদিকে ভাতার পুর্ত বিভাগ সুত্রে প্রকাশ নুতনহাট থেকে কাশেমনগর ৯ কোটি টাকা অনুদান গৃহীত হয়েছে সংস্কারের জন্য।তবে অতিরিক্ত বালিবোঝাই গাড়ী যেহারে যাতায়াত করে থাকে।সেখানে রাস্তা মেরামতি হলেও ভালো থাকা হাতে গোনা কয়েকমাস মাত্র।তারপর অতীতের বিপদজনক অবস্থান নিয়ে পুনরায় ফিরে বেহাল সড়কগুলি।
শুক্রবার, আগস্ট ১৮, ২০১৭
এবার পুজোয় আসতে চলেছে সনু পান্ডার নতুন মিউজিক অ্যালবাম(সনু পান্ডার ভিডিও গান)
এবার পুজোয় আসতে চলেছে সনু পান্ডার নতুন মিউজিক অ্যালবাম। সনু নিগমের নাম সারা বিশ্বে সবাই জানে। সনু নিগম কে গুরুদেব বলে মানে সনু পান্ডা। গান গাওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে মুম্বাইয়ের উদ্যেশ্যে পাড়ি দিয়েছিল সে। স্বপ্ন ছিল সনু নিগমের সঙ্গে দেখা করার ও তাঁর পা ছুঁয়ে প্রনাম করার। কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি তাঁর। অবশেষে কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে। পুরো ঘটনা শোনার পরেই তাঁর দাদা সোমনাথ পান্ডা তাঁর ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য আসে মুম্বাইয়ের আন্তজাতিক পুরস্কার প্রাপ্ত পরিচালক সিদ্ধার্থ দাসের কাছে। সব কিছু শোনার পর সিদ্ধার্থ বাবু তাঁর মিউজিক অ্যালবামটি পরিচালনা করতে রাজি হন।
সালটা ২০১৩ ট্যালেন্ট অফ পাকিস্তান নামে একটি ডকোমেন্টারি ছবি করে সারা বিশ্বকে চমকী দিয়েছিলেন সিদ্ধার্থ দাস। ট্যালেন্ট অফ পাকিস্তান ছাড়াও দিল্লী দামেনি গ্যাংরেপ ডকমেন্টারি ছবি করেছেন। এই মাসের শেষের দিকে অ্যালবাম শুটিং এর কাজ শুরু হতে চলেছে।
বন্যা কবলিত এলাকার কৃষক ভাইদের সাহায্যার্থে কৃষি বিভাগ
মা মাটি মানুষের সরকার ২০১১ তে ক্ষমতায় আসার সময় থেকেই সব সময় কৃষকদের পাশে থেকেছে। কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছে রাজ্য সরকার। এই বন্যা পরিস্থিতিতেও কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। যেকোনো সহযোগিতার জন্য খোলা থাকছে নির্দিষ্ট ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিস।
এছাড়াও, বন্যা কবলিত অঞ্চলের কৃষকদের কিছু পরামর্শ দিয়েছে রাজ্য সরকারঃ-
বীজতলা নষ্ট হয়ে গেলে, স্বল্প সময়ে নতুন বীজতলা তৈরির জন্য উঁচু জমি বেছে নিন। এখনই ১১৫-১২০ দিন মেয়াদি জলদি জাত যেমন এমটিইউ-১০১০, আই.ই.টি-৪৭৮৬, গোঁটরা বিধান-১, গোঁটরা বিধান-৩, আই.আর.-৩৬, রাজেন্দ্র ভগবতী, ডি.আর.আর.-৪২, আই.আর.-৬৪ সাব-১, চিয়ারাং সাব-১ বাঁ বীণা-১১, অজিত, পুস্প, ফাল্গুনী (সি আর ধান-৮০১), ডি.আর.আর-৪৫ ধানের বীজতলা তৈরি করা যেতে পারে। বীজতলা থেকে তৈরী চাড়া সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রোপণ করা হবে।
জল নেমে গেলে ক্ষতিগ্রস্ত বীজতলাতে বেঁচে থাকা চারার পরিচর্যার জন্য ছত্রাকনাশক স্প্রে করুন এবং কাঠা প্রতি ৪০০ গ্রাম ইউরিয়া ও ১৫০ গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করুন।
জল সরে যাওয়ার পর রোয়া জমির ক্ষতিগ্রস্ত অংশে পূর্বে রোয়া চারার গুছি ভেঙে রোয়া করা যেতে পারে।
রোয়ার জন্য চারা পাওয়া না গেলে পূর্বে রোয়া চারার গুছি ভেঙে রোয়া করুন। সুপারিশকৃত হারে মূল সার অবশ্যই দিতে হবে এবং রোয়ার ১০ দিন পরই চাপান সার দিন।
জমি থেকে জল নেমে যাওয়ার পর রোয়া জমিতে বেঁচে থাকা ধান গাছে বিঘা প্রতি (৩৩ দশকে) প্রথমে ৪ কেজি মিউরেট অফ পটাশ, এক সপ্তাহ পরে ৮ কেজি ইউরিয়া প্রয়োগ করে ঘেঁটে দিতে হবে। বাদামি দাগ, খোল পচা, ব্যাক্টিরিয়া জনিত ধ্বসা রোগের প্রকোপ দেখা দিলে সহকারী কৃষি অধিকর্তার পরামর্শ নিয়ে রোগনাশক প্রয়োগ করতে হবে।
যে জমিতে সম্ভব সেখানে শ্রী পদ্ধতিতে (আগস্টের শেষ পর্যন্ত রোপণ) ও ড্রাম সিডার পদ্ধতিতে (২০ শে আগস্ট পর্যন্ত) জলদি জাতের আমনধান চাষ করা যেতে পারে।
উচ্চ ফলনশীল ধান বীজের অভাবে, যে সমস্ত দেশী ধানে নভেম্বরের প্রথম সপ্তাহে বাঁ কার্ত্তিক মাসের তৃতীয় সপ্তাহে ফুল আসে, সেই ধান গুলি ড্রাম সিডারের মাধ্যমে কাদা জমিতে বোনা যেতে পারে যেমন ভাসামানিক, কবিরাজশাল, জামাইনাড়ু, কমলা-২২২, নাগরা, বহুরুপী।
যে জমিতে আর আমনধান চাষ সম্ভব নয়, সেখানে জলদি টোরি সর্ষে ও কলাই চাষের পরিকল্পনা গ্রহণ করুন।
অল্প ক্ষতিগ্রস্ত সবজি ও ফুল ক্ষেত, পান বরোজ, ফল বাগানে রোগের প্রকোপ কমাতে জীবাণু সার, পটাশ সার ও কপার-অক্সি-ক্লোরাইড (৪ গ্রাম প্রতি লিটার জলে) প্রয়োগ করুন।
সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ক্ষেতে দ্রুত বর্ধনশীল ও জলদি জাতের মূলা, লাল শাক, পালং শাক, ধনে পাতা, পাতা শাক হিসাবে লাউ, কুমড়ো ও কলমি লাগানো যেতে পারে।
শীতকালীন সব্জি যেমন কপি, টমাটো, বেগুন, লঙ্কা প্রভৃতির চারা তৈরির জন্য পলিথিনের ছাউনিযুক্ত উঁচুজমি, শেডনেট বাঁ পলিহাউসে প্লাক ট্রে ব্যবহার করতে পারেন।
ক্ষতিগ্রস্ত আমনধানের খড়ের বিকল্প হিসাবে পশু খাদ্যের জন্য গাইমুগ ও বরবটির চাষ করা যেতে পারে।
বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০১৭
জি,এস, টি বিষয়ে সচেতনতা শিবির
জি,এস, টি বিষয়ে সচেতনতা শিবির আয়োজক গুসকরা ব্যবসায়ী সমিতি গুসকরা লায়নস ক্লাব এর সেমিনার হলে উপস্থিত ব্যবসায়ীগনের সঙ্গে আধিকারিকগন ১৭/৮/১৭ বৃহস্পতিবার, সরাসরি আলোচনার মাধ্যমে সচেতন করতে এই উদ্যোগ
১৯০ ভোটে জয়ী টিএমসি প্রার্থী গোবিন্দ সোমানী।
ঝাড়গ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুননির্বাচনে মোট ভোটার ২৩৪৯। প্রদত্ত ভোট ১৭৭৯। টিএমসি গোবিন্দ সোমানী ৮৮৭ বিজেপি সমীর দত্ত ৬৯৭ সিপিএম কৃষ্না ঘোষ ১০৮ নির্দল ৩২ নির্দল ৫৫ . ১৯০ ভোটে জয়ী টিএমসি প্রার্থী গোবিন্দ সোমানী।
বুধবার, আগস্ট ১৬, ২০১৭
মঙ্গলকোটে স্বাধীনতা দিবসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ
KSPC.BLOGSPOT.IN: মেমারীর জামিয়া শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, আগস্ট ১৫, ২০১৭
সোমবার, আগস্ট ১৪, ২০১৭
স্টেটবাসে অনিয়মের অভিযোগ, ব্যবস্থাগ্রহণের আশ্বাস পরিবহণমন্ত্রীর
মোল্লা জসিমউদ্দিন : গত তিন থেকে চারবছরে মঙ্গলকোটের নুতনহাটের উপর দিয়ে স্টেটবাস পরিষেবা বেড়েছে।কমপক্ষে কুড়ি থেকে বাইশ টি দূরপাল্লার স্টেটবাস যাতায়াত করে থাকে সাত নং রাজ্যসড়ক ধরে।উত্তরবঙ্গ থেকে দক্ষীনবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাস গুলি মূলত ধর্মতলা যায়।যাত্রীদের বড় অংশ পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার।এমন ভীড় দেখা যায় প্রায়শ যে সিটে বসা তো দূর অস্ত, দাঁড়াবার জায়গা পাওয়া যায়না।এই বিপুল যাত্রীভাড়া আদৌও কি পায় পরিবহণ দপ্তর? এই সড়ক রুটে বিশেষত বীরভূমের ফুটিসাঁকো মোড় থেকে বর্ধমান শহর অবধি প্রায় ষাট কিমি যাত্রাপথে থাকা যাত্রীদের একাংশের অভিযোগ ভাড়া মেটালেও টিকিট মেলেনা, টিকিট চাইতে গেলে বেশি টাকা দিতে হয়।আবার অনেক টিকিট বেসরকারি বাসের মতন।তাই টিকিট টি বৈধ কিনা,তা নিয়েও সংশয় থাকে।ফুটিসাঁকো থেকে বর্ধমান সরকারিভাবে স্টপেজ যা আছে, তার থেকে তিনগুণ বেশি সড়কমোড়ে বেআইনিভাবে যাত্রী উঠানামা করতে দেখা যায় অধিকাংশ স্টেটবাসগুলিতে।আবার পণ্যবাহী জিনিশপত্র নিয়মিত আনা নেওয়া করতে দেখা যায় মৌখিক আর্থিক চুক্তিতে।স্টেটবাস গুলির এই অবস্থানের বিরুদ্ধে ফুঁসছে বেসরকারি বাসের কর্মীরা।সম্প্রতি মঙ্গলকোটের নুতনহাট পীড়তলা বাসস্ট্যান্ডে লাখুরিয়া থেকে কাটোয়াগামী স্টেটবাস ঘন্টা তিন আটকে বিক্ষোভ দেখায় তৃনমূল সমর্থিত বাস কর্মীদের সংগঠন।বিনা টিকিট এবং যততত্র স্টপেজে যাত্রী তোলা নামা নিয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী কে জানালে তিনি বলেন " সারা রাজ্যে তিনহাজারের কাছাকাছি স্টেটবাস চলছে, কিছু বাস কনট্রাক্টর ড্রাইভার কে সাথে নিয়ে এইসব চালায় তা জানি।সেজন্য আমাদের দপ্তরের পক্ষে বিশেষ অভিযান চলে।এই রুটটি কে আমরা গুরত্বসহকারে অভিযোগ গুলি খতিয়ে দেখব"।উল্লেখ্য মাসখানেক পুর্বে কাশেমনগর থেকে ধর্মতলাগামী স্টেটবাসে এহেন অনিয়মের তথ্য দিয়ে অভিযোগ জানিয়েছিলেন মঙ্গলকোট গ্রামের বাসিন্দা বারকাতুল সেখ। পরিবহনমন্ত্রী ইমেল মারফৎ এই অভিযোগ পেয়ে ব্যবস্থাগ্রহণের আশ্বাস সম্বলিত চিঠিও পাঠিয়েছিলেন।পরবর্তীতে যাত্রীপরিবহণে ওই বাসটি ঠিকমত পরিষেবা না দেওয়ায় বর্তমানে বাসটি বন্ধ হয়ে রয়েছে।তাই স্টেটবাসের একাংশ কর্মীদের অসত অবস্থানে দিনের পর দিন যাত্রী বিপুল হলেও লাভের মুখ দেখতে পারছেনা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।বিশেষ অভিযানের খবরাখবর দ্রুত বাস কন্ট্রাক্টরদের কাছে পৌছে যাওয়ায় এই অশুভ সিন্ডিকেটের কুপ্রভাব পড়ছে পরিবহণ দপ্তরের আয়ের ক্ষেত্রে।তবে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানিয়েছেন - "কোথাও কোন অনিয়ম বা দুর্নীতির সন্ধান পেলে, তাঁর দপ্তরকে যেন সুনিদিস্ট তথ্য( বাস নাম্বার, রুট, এবং এনবিএসটিসি না এসবিটিসি) দিয়ে অভিযোগ জানানো হয়।" উল্লেখ্য গত শুক্রবার ফারাক্কা থেকে ধর্মতলাগামী এনবিএসটিসি রুটের স্টেটবাসের যততত্র স্টপেজ বিহীন মোড়ে যাত্রী উঠানামা এবং বৈধ টিকিট না দেওয়া নিয়ে পরিবহণমন্ত্রী কে মঙ্গলকোটের এক সাংবাদিক হোয়াটস আপে অভিযোগ জানিয়েছেন।
রবিবার, আগস্ট ১৩, ২০১৭
হলদিয়ায় বিজেপি প্রার্থীকে ‘মার ও হুমকি’ বিজেপি প্রার্থী বিধান মণ্ডলকে মারধর বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হলদিয়ার ২২নং ওয়ার্ডের ঘটনা বিজেপি প্রার্থী চিন্ময় হাজরাকে প্রাণনাশের ‘হুমকি’ ভয়ে ঘরছাড়া ওই বিজেপি প্রার্থী অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হলদিয়ার ২০নং ওয়ার্ডের ঘটনা
আমাদের কিছু কথা
বৃহস্পতিবার, জুলাই ২০, ২০১৭
মহিলা গাঁজা পাচার কারী কে ধরল কোলাঘাট থানার পুলিশ
বুধবার, জুলাই ১৯, ২০১৭
এক নজরে
ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু ঘটনায় চাঞ্চল্য
কোলাঘাট: ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় সকাল সকাল চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ৪১ নম্বর জাতীয় সড়কে ছাঁইখাদানের নিকট। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৮ বছর।
মঙ্গলবার, জুলাই ১৮, ২০১৭
পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের সহযোগীতায় দৃষ্টি ফিরে পেল ২৯ জন পড়ুয়া
পশ্চিমবঙ্গ সরকারের সর্বশিক্ষা মিশন থেকে ২৯ জন পড়ুয়ার যাতে দৃষ্টি শক্তি ফিরে পায় তার জন্য হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের সাথে যোগাযোগ করে তাদের ১০ জুলাই চোখের হাসপাতালে নিয়ে আসে। ধাপে ধাপে অপারেশন করে আজ ২৯ জন পড়ুয়াই দৃষ্টি ফিরে পেয়েছেন। সফলতার সাথে সকলের জীবনে অন্ধকার থেকে আলো ফুটেছে।
নেত্র নিরাময় নিকেতনের মেডিক্যাল ডাইরেক্ট ডক্টর অসীমকুমার শীল বলেন, এই ধরনের দৃষ্টিহীন প্রতিবন্ধী পড়ুয়াদের শল্য চিকিৎসার ক্ষেত্রে বিশ্ব এর সর্বাধুনিক চিকিৎসা প্রদ্ধতির অপর জোর দিয়ে এই ধরনের সফলতা এসেছে। নদীয়া থেকে আগত পড়ুয়ার অভিভাবকরা তাদের শিশুদের এই ধরনের সাফল্যের জন্য ভীষন খুশি। তাদের মুখে হাঁসি ফুটাতে পেরে আমরা ভীষন খুশি।
চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের নিত্রে নিরাময় নিকেতনের সম্পাদক বিবেকাত্মানন্দজী মহারাজ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সর্বশিক্ষা মিশন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য নানা পরিকল্পনা গ্রহন করে চলেছেন। তার মধ্যে এটি অন্যতম। পড়ুয়াদের দৃষ্টি ফিরিয়ে দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরাও ভীষন খুশি। আগামীদিন এইভাবে অসহায় মানুষদের পাশে থেকে এগিয়ে চলতে চাই।
একুশে জুলাই এর আগে প্রচারমিছিলে নেই মঙ্গলকোট বিধায়ক
মোল্লা জসিমউদ্দিন: একুশে জুলাই এর প্রস্তুতির মিছিল, সভা চলছে বাংলার চারিদিকে।দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতাদের সমাবেশ সফল করতে মিছিলে পতাকা হাতে দেখা মিলছে।তবে মঙ্গলকোটের চিত্র ভিন্ন।সেভাবে স্বতঃস্ফূর্তভাবে শাসক দলের কর্মী সমর্থকদের দেখা মিলছেনা এখানে।তার বড় কারণ মঙ্গলকোট বিধায়ক ও সেইসাথে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কে পাওয়া যাচ্ছেনা এলাকার মিছিল সমাবেশে।দলের স্থানীয় ক্ষমতাসীন গোষ্ঠী এবং পুলিশের একাংশের মদতে যে উদ্ভট পরিস্থিতি সৃস্টি হয়েছে মঙ্গলকোটে।সেখানে অশান্তির আশংকায় মঙ্গলকোট বিধায়ক আপাতত রাজনৈতিক ও সরকারী কর্মসূচি স্থগিত রেখেছেন বলে সুত্রের খবর।ডালিম সেখ খুন কে সামনে রেখে অতীতের একচেটিয়া ক্ষমতা পুন দখলে তৎপর ব্লক তৃনমূল নেতৃত্ব। অভিযোগ পুলিশি সন্ত্রাস এতে সহযোগী হিসাবে মদত দিচ্ছে।যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।প্রায় দুমাস পুর্বে মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ ব্লক অফিসে জেলাপ্রশাসনের এক আধিকারিক সহ বিডিও কে নিয়ে সর্বশেষ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দের নিয়ে প্রশাসনিক সভা সেরেছেন।সেইসাথে কৈচর পুলিশ ফাঁড়ির সামনে হাটতলা মাঠে কুড়ি হাজারের বেশি কর্মী সমর্থকদের নিয়ে রাজনৈতিক সভা করেন তিনি।প্রতিটি সভায় মঙ্গলকোট থানার পুলিশের বিরুদ্ধে বালি সিণ্ডিকেট নিয়ে সরব হয়েছেন বিধায়ক।রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বর্ধমানে বালি সিণ্ডিকেটে পুলিশের একাংশ কে এসিবি(দুর্নীতিদমন শাখা) উল্লেখ করে সাবধান করতে দেখা যায়।গত ১৯ জুন রাতে শিমুলিয়া ১ নং অঞ্চল তৃণমূল সভাপতি ডালিম সেখ খুন হন।অভিযোগ উঠে বিধায়কের ভাই রহমতুল্লাহ চৌধুরী এবং বর্ধমান জেলাপরিষদ মেম্বার বিকাশ নারায়ণ চৌধুরীদের ষড়যন্ত্রে এই খুন।মূল লক্ষ্যটা কিন্তু মঙ্গলকোট বিধায়ক।দলের বিপক্ষ গ্রুপের এই গভীর চক্রান্ত অনুভব করে খুনের চব্বিশঘণ্টার মধ্যেই সিআইডি তদন্ত চাইলেন বিধায়ক।মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতে সিআইডি তদন্ত শুরু হলো।ধরপাকড় চলছে।অধিকাংশকেই সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে।মূল অভিযুক্তদের কাছাকাছি রাজ্য গোয়েন্দা সংস্থা টি।এইরুপ পরিস্থিতিতে নিজেদের পালে হাওয়া টানতে স্থানীয় পুলিশ প্রশাসন কে সাথে ব্লক তৃণমূল কংগ্রেসে 'খেলা' শুরু হলো।এইরুপ দাবি বিধায়ক শিবিরে।মঙ্গলকোট থানার উপর দিয়ে পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ এর নেতৃত্বে কালোপতাকা নিয়ে মিছিল চললো দুই কিমি পথ বেয়ে।স্লোগান উঠল মঙ্গলকোট থেকে দূর হঠো শিরোনামে।সেদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলকোটে বন্যা নিয়ন্ত্রণে সেচদপ্তর সহ স্থানীয় গ্রাম প্রধানদের নিয়ে প্রশাসনিক বৈঠক ছিল এলাকার বিধায়কের।কালোপতাকা দেখানোর বিক্ষোভ আঁচ করে বৈঠক বাতিল করেন বিধায়ক।বিধায়ক বলেন " আমার সামনে দলের একাংশ কালোপতাকা দেখালে রাজ্যে বিরোধীরা অক্সিজেন পেয়ে যেত"। রাজ্যের মন্ত্রীকে দলের লোক পতাকা দেখাচ্ছে! পশ্চিম মঙ্গলকোটে বিধায়কের দক্ষ সংগঠকদের প্রতিনিয়ত বাড়ী বাড়ী গিয়ে পুলিশি সন্ত্রাস এর অভিযোগ উঠছে।এমনকি গাঁজা সহ বেআইনি অস্ত্র মামলায় জড়িয়ে দেবার হুমকির মুখে পড়তে হচ্ছে বিধায়ক অনুগামীদের বলে দাবি।গোতিস্টা বাসস্ট্যান্ডে এক বিধায়ক অনুগামীর জায়গা দখল করে বেআইনী নির্মাণ করার অভিযোগ ব্লক তৃণমূলের বিরুদ্ধে।একদা সিপিএম নেতা ডাবলু - বাবলু আনসারীর সশস্ত্র দলবলের নানান সন্ত্রাসের চিত্র ফুটে উঠছে সদর মঙ্গলকোটে।এইরুপ পরিস্থিতির মাঝে নিজ অনুগামী সমর্থকদের প্রতি অশান্তি এড়াতে একুশে জুলাই এর প্রস্তুতির যাবতীয় মিছিল থেকে দূরে রেখেছেন মঙ্গলকোট বিধায়ক।তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন - ডালিম সেখ খুনে তাঁর ভাই এর প্রতি যে অভিযোগ উঠেছে।সেই কলঙ্ক থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি থেকে নিজেকে দূরে আপাতত রাখবেন মঙ্গলকোটের বুকে।
নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর), ১৮ জুলাই:মঙ্গলবার নন্দীগ্রামে বাইকের ধাক্কায় রঙ্কীনিপুর স্কুলের প্রাক্তন শিক্ষিকার মৃত্যু হয় ।
স্থানীয় পুলিশ সুত্রে খবর টুলু প্রামানিক ৬১ বাড়ি শিবরামপুর ,এদিন সাংসারিক কাজের জন্য তিনি বাড়ি থেকে ঘোলপুকুরিয়ার বাজারে জান,সেখান থেকে কাজ সেরে ট্রেকারে করে বাড়ি ফিরছিলেন, ট্রেকার থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সেইসময় শিবরামপুর সট্যান্ডের কাছে রেয়াপাড়ার দিক থেকে আসা একটি বাইক টুলু প্রামাণিক নামে ঐ রঙ্কীনিপুর স্কুলের প্রাক্তন শিক্ষিকাকে সজোরে ধাক্কা মারলে সেখানে পড়েযান স্থানীয় মানুষজন রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়েগেলে কিছুসময় পরে মারা যান ।
সোমবার, জুলাই ১৭, ২০১৭
মঙ্গলকোটে চাষে ক্ষতিপূরণ সাড়ে দশ কোটি
মোল্লা জসিমউদ্দিন : চলতি সপ্তাহে রাজ্যসরকার পুর্ব বর্ধমান জেলায় ১২০ কোটি টাকা কৃষি ক্ষতিপূরণবাবদ অনুদান মঞ্জুর করেছে।এর মধ্যে ১০ কোটি ৩৮ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা বরাদ্দকৃত হয়েছে মঙ্গলকোটের জন্য।ইতিমধ্যেই নবান্ন থেকে জেলাকৃষি দপ্তরে ক্ষতিপূরণ এর ফর্ম পাঠানোর কাজ চলছে।আগামী সপ্তাহে জেলা থেকে ক্ষতিগ্রস্ত ব্লক গুলিতে ফর্ম চলে আসবে।মূলত মাস দুই পুর্বে রাজ্যের বিশেষত দক্ষীনবঙের বিভিন্ন প্রান্তরে কালবৈশাখী ঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ চলে।এতে দশের বেশি ব্যক্তি মারা যান বিদ্যুৎপৃস্ট, গাছের ডাল পড়ে।সেইসাথে হাজার হাজার হেক্টর কৃষি জমিতে পাকা বোরোধান পচে যায়।যারজন্য পুর্ব বর্ধমান জেলায় প্রান্তিক চাষীদের আর্থিক ক্ষতির দুশ্চিন্তায় আত্মঘাতী হবার ঘটনা ঘটতে থাকে।রাজ্যসরকারের তরফে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার ক্ষতিগ্রস্ত ব্লক গুলি পর্যবেক্ষণ করেন।তারপর রাজ্যসরকার কৃষকদের সরকারি ক্ষতিপূরণ দেবার সির্দ্ধান্ত নেয়।চলতি সপ্তাহে পুর্ব বর্ধমান জেলার জন্য ১২০ কোটি অনুদান মঞ্জুর হয়।মঙ্গলকোট কৃষি আধিকারিক উৎপল খেয়ারু বলেন - পঞ্চায়েতের পাশাপাশি কৃষি দপ্তরে ক্ষতিপূরণের ফর্ম আশা করি আগামী ১০ দিনের মধ্যে বিলি করা হবে।রেকর্ডের পর্চা/জমির দলিল, খাজনার রশিদ, ব্যাংকের পাশবই এর জেরক্স জমা দিতে হবে ফর্মের সাথে।অপরদিকে মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন - প্রকৃত কৃষকরা যাতে সরকারী ক্ষতিপূরণ পায়, সেই ব্যাপারে সুনিশ্চিত করতে হবে জেলাকৃষি দপ্তরকে।উল্লেখ্য শিলাবৃষ্টিজনিত সরকারী ক্ষতিপূরণ দেওয়া কে কেন্দ্র করে ব্যাপক কেলেঙ্কারি দেখা গিয়েছিল বর্ধমান জেলাজুড়ে।কৃষি দপ্তরের ফর্ম শাসক দলের নেতারা ফর্ম প্রতি তিনহাজার টাকা কালোবাজারি করার নজির ছিল।সেইসাথে জমির পুরানো মালিক দলিল দেখিয়ে এবং গ্রাম পঞ্চায়েত কর্তৃক ভুয়ো ভাগচাষীর দৌরাত্ম্য ছিল সরকারী ক্ষতিপূরণবাবদ অনুদান দুর্নীতিতে।যদিও এবার রাজ্য প্রশাসনের তরফে কড়া ভাষায় জেলা কৃষিদপ্তরকে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিক অনুদান দিতে সুনিশ্চিত করতে বলা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও হলদিয়া এই দুটি পৌরসভার নির্বাচন ১৩ আগষ্ট। সোমবার জেলা শাসক রশ্মি কমল এক সাংবাদিক বৈঠকে জানান
রবিবার, জুলাই ১৬, ২০১৭
মঙ্গলকোটে পথের বলি ১
প্রয়াত বিচারকের প্রথম বার্ষিকী
মোল্লা জসিমউদ্দিন : ২০১৬ সালে ১৫ জুলাই মঙ্গলকোটের পদিমপুরে মারা যান রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা।শনিবার তাঁর মৃত্যুকালের প্রথম বার্ষিকীতে মিলাদের আয়োজন করা হয়।১৯৮৩ সালে ডাব্লিউ বিসিএসএস(জুডিশিয়াল) পরীক্ষায় রাজ্যে মেধাতালিকায় স্থান পান।সেইসাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে প্রথম ব্যাচে এমএ পাশ করেন।বিচারক হিসাবে কর্মজীবন শুরু করার পুর্বে সর্বভারতীয় এক ইংরাজি দৈনিককাগজে সাংবাদিকতা করেছিলেন।কাটোয়ার কাশিরাম স্কুলে একদা শিক্ষক, কাটোয়া কলেজে রাষ্ট্রবিজ্ঞানের লেকচার এবং কাটোয়া আদালতে আইনজীবী হিসাবে কাজ করেছিলেন।বিচারক হিসাবে তিনি সদর বর্ধমান, আরামবাগ, সিউড়ি, দাঁতন, আলিপুর, আলিপুরদুয়ার, বসিরহাট, মেদনীপুর সদর, গড়বেতা, শ্রীরামপুর প্রভৃতি আদালতে বিচারক হিসাবে কর্মরত ছিলেন।এদিন তাঁর স্মরণে মিলাদ মেহফিলে পাথরচাপরি ইমাম মাওলানা শওকত সাহেব সহ এলাকার বিভিন্ন মসজিদ - মাদ্রাসার ইমাম মোয়াজ্জেন দোয়ার মজলিশে অংশগ্রহণ করেন।
কাটোয়ায় প্রতারক গ্রেপ্তার, উঠছে প্রশ্ন
শনিবার, জুলাই ১৫, ২০১৭
শুক্রবার, জুলাই ১৪, ২০১৭
রাস্ট্রপতি ভোটে তৃণমূল কে দেখে নেবার হুমকি বিজেপির রাজ্যসভাপতির
মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার বিকেলে কালনা শহরে দলীয় সাংসদ হামলার প্রতিবাদ সভায় তৃনমূলের বিরুদ্ধে হুংকার ছাড়লেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ মহাশয়।এদিন তিনি বলেন " কালনায় বিস্তারক কর্মসূচির প্রচারে এসে রাজ্যসভার সাংসদ জর্জ বেকার তৃনমূলের গুন্ডাদের হাতে মার খেয়েছেন।পুলিশ এখনও মূল অভিযুক্ত কাউন্সিলার কে গ্রেপ্তার করেনি।উল্টে গতকাল আমাদের প্রচার গাড়ী ভাঙচুর চালিয়ে কর্মীদের মারা হয়েছে।তাই তৃণমূল কে বলছি রাজ্যের বাইরে ১৭ টি রাজ্যে আমরা ক্ষমতাসীন। আমরা যদি ইচ্ছে করি তাহলে তৃনমূলের নেতা কর্মীদের যখন তখন মারতে পারি।আসন্ন রাষ্ট্রপতি ভোটে বিমানে ট্রেনে তৃনমূলের সাংসদরা দিল্লী পৌছালেও, আসতে পারে স্ট্রেচারে।যদি আমরা ইচ্ছা করি"। এরপরেই বিজেপি শৃঙ্খলাবদ্ধ শান্তিপ্রিয় দল বলে দাবি করেন দিলীপ বাবু।নারদা - সারদা প্রসঙে তৃনমূলের মন্ত্রীদের 'চোরেদের ক্যাবিনেট ' বলে উপহাস করেন তিনি।উল্লেখ্য জুন মাসের মাঝামাঝি কালনা শহরে কেন্দ্রীয় সরকারের বিস্তারক কর্মসূচী প্রচারে আসেন সস্ত্রীক রাজ্যসভার সাংসদ জর্জ বেকার।তাঁর উপর অতর্কিতভাবে আক্রমণের অভিযোগ উঠে স্থানীয় কালনা পুরসভার এক কাউন্সিলারের নেতৃত্বে সশস্ত্র দলবলের বিরুদ্ধে।রডের আঘাতে কালশিটে দাগ পড়ে সাংসদের শরীরে।এই ঘটনা কে সামনে রেখে একাধারে স্থানীয় বিজেপি নেতৃত্ব যেমন পথ অবরোধ, থানার সামনে বিক্ষোভ কর্মসূচী গুলি নেয়।ঠিক তেমনি আক্রান্ত সাংসদ এক প্রতিনিধিদল নিয়ে রাজভবনে রাজ্যপালের দারস্থ হন।সেইসাথে কেন্দ্রীয় সরকারকে অবগত করে থাকে রাজ্য বিজেপি।জর্জ বেকারের প্রতি হামলার ঘটনায় মূল অভিযুক্ত কাউন্সিলার কে কালনা থানার পুলিশ গ্রেপ্তার করতে না পারায় বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ প্রতিবাদ সভার প্রস্তুতি নেন।সেইমত প্রচার চলাকালীন গত বুধবার দুপুরে কালনা ২ ব্লকের পুর্ব সাতগেছিয়ায় বিজেপির এক গাড়ী ভাঙচুর সহ গাড়ীর মধ্যে থাকা বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠে তৃনমূলের বিরুদ্ধে।বৃহস্পতিবার বিকেলে কালনা শহরে প্রতিবাদ সভায় রণং দেহী বিজেপির রাজ্যসভাপতি কে রাস্ট্রপতি ভোটে দিল্লীতে তৃনমূলের সাংসদের দেখে নেবার হুমকি নিতে দেখা গেল।হুমকি প্রসঙে বর্ধমান জেলা তৃনমূলের এক নেতা বলেন - বিজেপির
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০১৭
কালনায় বিজেপির প্রচারগাড়ী ভাঙচুর চালাল তৃণমূল
মানুষের পাশে, মানুষের সাথে --GIVES
. জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
খুবই জনপ্রিয় একটা ট্যাগ লাইন ় কারণে অকারণে যথেচ্ছ ভাবে ব্যবহার করা হয় ় ভেবে দেখা হয় না লাইন টা ব্যবহারকারী সঠিক স্হানে ব্যবহার করছে কিনা ় অনেক সময় দেখা যায় বাস্তব থেকে বহু দূরে থাকলেও অনেকে এটা অপব্যবহার করে চলেছে ় কিন্তু GIVES এর ক্ষেত্রে লাইনটি খুবই প্রযোজ্য ়
. . GIVES -- Global Innovative Vision Of Egalitarian Society. পূর্ব বর্ধমানের গুসকরার বুকে গড়ে ওঠা একটি ট্রাস্ট ় ৯ জন নবীন --প্রবীণের মিলিত প্রচেষ্টায় ও আন্তরিক ইচ্ছায় সংস্থাটি গড়ে ওঠে ় দীর্ঘদিন ধরে একটি NGO এ নিয়ে কাজ করার সময় GIVES এর ভাবনা মাথায় আসে ় দীর্ঘ ৪-৫ বছর ধরে কাজ করার পর ২০১৫ সালের ৩০ শে মার্চ সংস্থাটি সরকারীভাবে কাজ শুরু করে ় অর্থাৎ ঐ সময় সংস্থাটি নথিভুক্ত হয় ় ঠিকানা গুসকরা - পূর্ব বর্ধমান ় একটি শাখা অফিস আছে গলসী-২ ব্লকের খানা জংশনে ় সেখান থেকেই সমস্ত কাজ পরিচালিত হয় ়
. মানুষের পাশে, মানুষের সাথে থাকার অঙ্গীকার নিয়ে গড়ে ওঠে সংস্থাটি ় শুরু থেকেই নিজের নামের প্রতি সুবিচার বজায় রাখতে সংস্থাটির প্রত্যেকটি সদস্য খুবই আন্তরিক ় সর্বদা সচেষ্ট ় সবচেয়ে সৌভাগ্যের বিষয় হল গলসী এলাকার প্রত্যেকটি মানুষ বা রাজনৈতিক দলের সাহায্য সংস্থাটি পেয়েছে় ় যদিও রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেনি ়
. সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে সংস্থাটি প্রত্যেক বছর কিছু গরীব ছেলেমেয়েদের জামা দিয়েছে, খাতা-পেন কিনে দিয়েছে, চিকিৎসা বা মেয়ের বিয়েতেও আর্থিক সাহায্য করেছে ় মন্দির বা মসজিদ সংস্কারের ক্ষেত্রেও এগিয়ে এসেছে ় গলসী এলাকায় বৃক্ষরোপণ বা যুব ক্রীড়া প্রতিযোগীতাকে সফল করার জন্যে এগিয়ে এসেছে সংস্থাটি ়
এতো গেল একদিক ় অন্যদিকে এলাকায় খেলাধূলাকে জনপ্রিয় করে তোলার জন্যে সংস্থাটি প্রতি বছর ১৫ ই আগষ্ট খানা জংশন মাঠে একটি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করে ়
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের অনুষ্ঠান কে সফল করতে এগিয়ে আসে সংস্থাটি ়আবার সেফ ড্রাইভ, সেভ লাইফ কে সফল করার জন্যে গলসী থানার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে সংস্থাটি ়
. সংস্থাটির সবচেয়ে বড়ো গুণ হল -- এখানে সদস্য বা স্টাফ সবাই সমান ় সংস্থার স্বার্থে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে ়এমনকি যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তারাও সংস্থাটিকে নিজের মনে করে ়
আর্থিক সমস্যা হল সংস্থাটির সবচেয়ে বড়ো সমস্যা ় শৌচাগার নির্মাণ বা সদস্য ও শুভার্থীদের আর্থিক সাহায্য হল আয়ের উৎস ় ফলে ইচ্ছা থাকলেও অনেক কাজ করা যায় না ় কিন্তু মাদার টেরেজা যাদের আদর্শ, চোখে বড়ো স্বপ্ন, মনে দুর্জয় সাহস তাদের আটকাবে কে ়
এলাকাবাসীরা সংস্থাটির প্রশংসায় পঞ্চমুখ ় ভুঁড়ি অঞ্চল প্রধানের বক্তব্য হল সংস্থাটির হাতে যেকোনো কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকা যায় ়
. . . সংস্থাটির সম্পাদক নাসিমুদ্দিন মল্লিক (বাপন) জানালেন আর্থিক অসুবিধার জন্যে অনেক কাজ করতে পারা যায় না ় এবছরের মত প্রতি বছর ছাত্র ছাত্রীদের সাহায্য করার ইচ্ছে থাকলেও কতটা সম্ভব হবে তিনি জানেন না ় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সংস্থাটিকে সাহায্য করে চলেছে সবার কাছে তিনি কাছে তিনি কৃতজ্ঞ ়সংস্থাটিকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া সদস্যদের একান্ত ইচ্ছা ় সত্য, রূপ, অনন্ত, অরিন্দম, জয়ন্ত, রাম, সুমন, পরিমল, বাবলা, দেবাশিস রা সংস্থাটির সঙ্গে জড়িত থাকার জন্যে গর্বিত ়
KSPC এর পক্ষ থেকে আমরা সংস্থাটির শ্রীবৃদ্ধি কামনা করি ়
বুধবার, জুলাই ১২, ২০১৭
মঙ্গলবার, জুলাই ১১, ২০১৭
বাংলার সম্প্রীতি রক্ষায় নাগরিকের কর্তব্য
ফারুক আহমেদ, কলকাতা: সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ১৪ তম প্রতিষ্ঠা দিবসে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মের প্রতিনিধিরা বাংলার সম্প্রীতি রক্ষায় নাগরিকের কর্তব্যের কথা তুলে ধরলেন।
হেমেন্দু বিকাশ চৌধুরী বললেন বৌদ্ধ পূর্ণিমার ছুটি আদায়ে কামরুজ্জামান আমাদের পাশে ছিল।
কল্যাণী বিশ্ববিদ্যাবল এর প্রফেসর গৌতম পাল বললেন কয়েক হাজার বছরের হিন্দু মুসলিম সম্পর্ক অত ঠুনকো নয়, যে কোনও একটা সামান্য ঘটনায় তা শেষ হয়ে যাবে। বাংলার মানুষের কল্যাণে আমরা পাশে আছি এবং থাকব। সম্প্রীতি ও সৌহদ্য বাংলায় অটুট রাখতে আমাদের সচেতন থাকতে হবে।
ইন্তাজ আলী শাহ বললেন আমি সব সময় রাজ্যের সব সংখ্যালঘুুদের স্বার্থে কাজ করে যাবো।
পার্থ সেনগুপ্ত বললেন যে কাজ সংখ্যাগুরুদের করা উচিত ছিল সেই উদ্দ্যোগ সংখ্যালঘু যুব ফেডারেশন নিয়ে কাজ করছে সম্প্রীতির স্বার্থে তা সাধুবাদ যোগ্য।
ছোটন দাস বললেন সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে কোনও অশুভ শক্তি নিজেদের সম্প্রীতি নষ্ট করতে পারবে না।
স্বামী সত্যরূপানন্দ বললেন হিন্দুর দান করা জমিতে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, মুসলিমদের দান করা জমিতে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হয় এতো দেশের সংস্কৃতি, এটা কেউ কোনদিন ভাঙতে পারবে না।
উপস্থিত ছিলেন সাংসদ আহমদ হাসান ইমরান, মাওঃ আব্দুল মাতিন, খ্রীষ্টিয় পরিষদের কিশোর অধিকারী মূল্যবান আলোচনা করেন। রাজ্যের সব জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন বাংলার প্রতি ঘরে ঘরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে।
সাংসদ আহমদ হাসান ইমরান বললেন পশ্চিমবঙ্গে গুজরাট ও আসামের কোনও প্রভাব এখানে আমরা ফেলতে দেবো না। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য নিয়েই বেঁচে থাকব। উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুল মাতিন,পীরজাদা তাফহিমুল ইসলাম, সুখনন্দন সিং আলুওয়ালিয়া সহ অন্যান্যরা।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বললেন বর্তমান পরিস্থিতিতে আমাদের এই কনভেনশন সারা বাংলার সম্প্রীতি রক্ষায় এক ঐক্যের বার্তা দিতে চাই। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাব। দেশ ও রাজ্যের কল্যানে কাজ করে যাব। সম্প্রীতি বজায় রাখতে আমাদেরকে আরও বড় ভূমিকা নিতে হবে।
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...