শুক্রবার, অক্টোবর ২৭, ২০১৭

কোতলপুরে রক্তদান শিবিরে মন্ত্রী শ্যামল

শুক্রবার দুপুরে বাঁকুড়া জেলার কোতুলপুর রুরাল সেবা নিকেতনে এক রক্তদান শিবির হয়।শতাধিক ব্যক্তি রক্তদান করেন।অনুস্থানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭

'বাংলার রাইটার ফোরাম'এর সাহিত্যাসর

বৃহস্পতিবার সারাদিন ধরে নদীয়া জেলার নবদ্বীপ সংলগ্ন রাওতাড়া এলাকায় কবি কানাইলাল সরকারের ব্যবস্থাপনায় চললো সাহিত্যাসর।কবিদের মধ্যে মুরারিমোহন চক্রবর্তী, প্রশান্ত মন্ডল, স্মরজিত বিশ্বাস, তারকেশ্বর চট্টরাজ,  রবীন্দ্র হালদার প্রমুখ ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক শ্যামল রায়।

কাটোয়ায় ল্যাবে হানা হাসপাতাল সুপারের

অনিমেষ মন্ডল

কয়েকমাস আগেই রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে রাজ্যের সমস্ত ল্যাবগুলিকে জ্বর সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠাতে নির্দেশ দেয়।ল্যাব থেকে পাঠানো রিপোর্ট মনিটরিং করার জন্য এক কমিটিও গঠন করা হয়েছে।কাটোয়া শহরে এইরকম এক বেসরকারি ল্যাবে অভিযান চালাল স্বাস্থ্য দপ্তরের লোকজন।কাটোয়া শহরের একটি ল্যাবের বিরুদ্ধে অভিযোগ - পরিকাঠামো না থাকা স্বত্বেও ডেঙ্গু পরীক্ষা করে ভুলভাল রিপোর্ট দিয়ে শহরে আতঙ্ক ছড়াচ্ছে।বৃহস্পতিবার সকালে আচমকা কাটোয়া হাসপাতালের সুপার রতন শাসমল সহ সংশ্লিষ্ট এক্সপার্ট চিকিৎসকের একটি টিম  হানা দেয় ওই ল্যাবে। তাঁরা গিয়ে দেখেন ডাক্তার নেই,টেকনিশিয়ানরা ল্যাবে পরীক্ষা করছেন।সুপার জানান - রাজ্য স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মেনে ওই ল্যাব জ্বরের রিপোর্ট মাত্র দুবার দুজন ব্যাক্তির হয়েছে বলে পাঠিয়েছে।অথচ তারা কাটোয়া শহরে ২০টির বেশি রোগীকে ডেঙ্গু হয়েছে বলে রিপোর্ট দেয়।এতেই সন্দেহ হয়।তারপর সেখানে গিয়ে দেখি কার্ড ও আল্যাইসা পদ্ধতিতে ns1(ডেঙ্গু) পরীক্ষার নিয়ম হলেও দুটিরই পরিকাঠামো নেই।এরপর সুপার ওই ল্যাবকে জ্বরের পরীক্ষা কার্ড পদ্ধতিতে করতে নিষেধ করেন।যদিও ওই ল্যাবের মালিক অভিযোগ অস্বীকার করেছেন।।

কালনা পুলিশ প্রশাসনের নাটক প্রদর্শন

কালনা মহকুমা পুলিশ এবং প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতি অনুষ্ঠান হলো বৃহস্পতিবার। অভিনীত হয় নাটক 'চোখে আঙ্গুল দাদা' । অভিনয় করেন এসডিপিও প্রিয়ব্রত রায়, সিআই তাপস দাস ও নাদনঘাট থানার ওসি মিঠুন দাস প্রমুখ।

জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে পরিবহণমন্ত্রী

পুর্ব মেদিনীপুরের যুব তৃনমূল নেতা রমা গিরি পরিচালিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী শ্র শুভেন্দু অধিকারী। এই পুজো ঘিরে নানান সাংস্কৃতিক অনুস্থান এবং জনসেবামূলক কর্মসূচি রয়েছে।

ছবি প্রতাপ চট্টপাধ্যায়

মেমারিতে চলছে ছটপুজো

সেখ সামসুদ্দিন

মেমারি পুরসভা এলাকায় মহাসমারোহে পালিত হচ্ছে ছট পুজো । ১নং ওয়ার্ডে ছট পুজোয় অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মেমারির বিধায়িকা নার্গিস বেগম, মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, ১ নং ওয়ার্ড কাউন্সিলার সামশুল হক মির্জা, ৬নং ওয়ার্ড কাউন্সিলার চিরঞ্জীব ঘোষ, যুব নেতা নিত্যানন্দ ব্যানার্জী, উৎসব সমিতির সভাপতি ছাত্র নেতা মুকেশ শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও ৫ নং ওয়ার্ডের কলপুকুরে ১০ নং ওয়ার্ডের কদমপুকুরে, ১৩ নং ওয়ার্ডের নল পুকুরে মহাসমারোহে চলছে ছট পুজো ।

জমি বিবাদে মালদায় জখম বৃদ্ধ চাষী

মানস দাস, মালদা

চাষের জমির আল ভেঙ্গে দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত বৃদ্ধ কৃষক।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার তুলসীরামটোলা এলাকায়।আক্রান্ত কৃষক নগেন্দ্রনাথ মন্ডল(৭১)আশঙ্কাজনক অবস্থায় ভরতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত সুশিল মন্ডল পলাতক।ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ। জানা যায়, নিজের জমিতে চাষ করছিলেন নগেন্দ্রনাথ মন্ডল।অভিযোগ সেই সময় প্রতিবেশী সুশিল মন্ডল তার জমির আল ভেঙ্গে দেয়।প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে সুশিল মন্ডল হামলা করে নগেন্দ্রনাথের উপর। তার শরীরে চার জায়গায়  ধারালো অস্ত্রের কোপ লাগে। ঘটনার পর ঘটনাস্থ থেকে পালিয়ে যায় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় নগেন্দ্রনাথকে উদ্ধার করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হয়ায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

মরণফাঁদ মালদার হাবিবপুর সড়ক

মানস দাস, মালদা

হঠাৎ করে দেখলে মনে সন্দেহ দেখা দিতেই পারে রাস্তা নাকি খাল? তবে বাস্তবে এমন খানাখন্দে ভরা রাস্তা দিয়েই প্রাণ হাতে নিয়ে নিত্যদিনের  যাতায়াত মালদার হবিবপুর ব্লকের কয়েক হাজার বাসিন্দার। পিচের চাদর উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পরেছিল প্রায় বছরখানেক আগেই। সেই মৃতপ্রায় রাস্তার ওপর দিয়েই চলে সবরকম যানবাহন । রক্ষণাবক্ষেণ ও সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এখন মরণফাঁদ । মালদা থেকে হবিবপুর পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়কটি জেলা সদর ইংলিশবাজারের সঙ্গে হবিবপুর ও বামনগোলা ব্লকের একমাত্র যোগাযোগকারী রাস্তা । এমনকি পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের সঙ্গেও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাজ্য সড়ক । স্কুল-কলেজ-অফিসযাত্রী ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত এই রাস্তায়। এমনকি বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক  হওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর যাতায়াতের জন্যও ব্যবহৃত হয় রাস্তাটি। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এখন আতঙ্কের কারণ এলাকার মানুষের কাছে । বিশেষত আইহো থেকে বুলবুলচণ্ডী পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তার হাল এতটাই শোচনীয় যে ওই রাস্তায় যান চলাচল বন্ধের মুখে। রাস্তা সংস্কারের দাবিতে এর আগে বহুবার বিক্ষোভ ও অবরোধ হলেও সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে । সম্প্রতি এই রাস্তায় বেড়ে চলা পথ দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশু ও মহিলা সমেত বেশকিছু মানুষ । এমনকি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে যাওয়ার পথে ঘটেছে রোগীমৃত্যুর ঘটনাও। যানবাহন বিকল হওয়ায় যানযট এখন  নিত্যদিনের সঙ্গী। স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের অভিযোগ, প্রশাসনিক গদাইলস্করী চালেই স্তব্ধ হয়ে আছে রাস্তা সংস্কারের কাজ। ব্লক প্রশাসন বারবার আশ্বাস দিলেও কাজ হয়নি কিছুই। বেহাল রাস্তা মেরামতের বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও রেণুকা খাতুনকে প্রশ্ন করা হলে তিনি গোটা ঘটনার জন্য দায়ী করেছেন জেলা পিডব্লিউডি দপ্তরকে। একইসঙ্গে রাস্তা সংস্কার ও সম্প্রসারণের  জন্য জবরদখলকারীদের অনড় মনোভাব এবং পর্যাপ্ত জমি চিহ্নিত করার সমস্যার কথা বলেন তিনি। ওই সমস্যা মিটে গেলে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে অসুবিধা হবে না বলে দাবি করেন তিনি। যদিও সেই সমস্যা না মেটা অবধি গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের মেরামতি হবে কি না, তার সদুত্তর মেলেনি।

শালবনীতে স্টেটবাস চালু করলেন পরিবহণমন্ত্রী

পশ্চিম মেদনীপুরের শালবনীতে বৃহস্পতিবার  মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রকল্পে গতির সংযোগ হলো।শালবনীর সাথে কলকাতার সরাসরি দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের বাস যোগাযোগ স্হাপন করলেন পরিবহন মন্ত্রী শ্রশুভেন্দু অধিকারী। শালবনী BRBNMPL ও শালবনী ব্লকের সাধারণ মানুষের দীর্ঘদিন এর প্রস্তাব এই বাস পরিবহন চালুর প্রস্তাব সরাসরি শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ এর মাধ্যমে মন্ত্রীর কাছে পাঠানো হয়।আজ শালবনীর এই প্রশাসনিক সভা সাধারণ মানুষের বাঁধনভাঙ্গা উচ্ছাসে কার্যত জনসভার চেহারা নেয় এবং বাংলার যুবসমাজের এই আইকন কে ঘিরে উপস্থিত জনতার স্বতস্ফুর্ততা ছিলো চোখে পড়ার মতো।পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ শালবনী তে মডেল বাসস্টান্ড্য সহ আলো ও শৌচাগারের নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন এবং আরও একটি বাস ভবিষ্যতে দেওয়ার কথা বলেন।আজকের সভায় সভাপতিত্ব করেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি  নেপাল সিংহ।এছাড়াও ছিলেন জেলাপরিষদের সভাপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক শ্রী প্রদ্যোত ঘোষ এবং  শ্রীকান্ত মাহাত।দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের M.D শুভেন্দু বসু এবং শালবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও শালবনীর BRBNMPL এর জেনারেল ম্যানেজার।এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি ও শ্যামপদ পাত্র এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন।এই সভার পরিচালনা তে ছিলেন সন্দীপ সিংহ।

তথ্য জাহাঙ্গীর বাদশা
ছবি সন্দীপ সিংহ

স্বরুপনগরে ব্লক অফিস পরিছন্নতায় তৎপরতা

'আমার স্বাস্থ্য আমার হাতে' প্রকল্পটি বাস্তবায়নে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে স্বরূপনগর ব্লক চত্বরে নিজ নিজ অফিস পরিচ্ছন্নতায় হাত লাগালেন সরকারী কর্মী এবং জনপ্রতিনিধিরা।উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিডিও বিপ্লব বিশ্বাস, সেইসাথে  পঞ্চায়েত
সমিতির সভাপতি ঝুমা সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মধ্যক্ষগন।

তথ্য ওয়াসিম বারি
ছবি হাবিব

মেমারিতে ছটপুজোয় বস্ত্রবিলি

সেখ সামসুদ্দিন

ছটপুজো উপলক্ষে মেমারি কৃষ্ণবাজার ছট পুজো কমিটির উদ্যোগে গতকাল দুপুর থেকে শুরু করে আজ পর্যন্ত উপোস থাকা মা বোনেদের বস্ত্র বিতরণ করে চলছে । মেমারি ১ ব্লক ছাত্রনেতা মুকেশ শর্মা বাড়ি বাড়ি গিয়ে উপোসী মহিলা সদস্যদের হাতে পুজোর শাড়ি তুলে দেন। গতকাল দুপুরে পুরসভার ৯ নং ওয়ার্ডের ৫০ জন, সন্ধ্যায় ১ নং ওয়ার্ডের মেমারি কলেজ মাঠপাড়ায় ৩১ জন ও বৃহস্পতিবার সকালে ৫ ও ৬ নং ওয়ার্ডের কৃষ্ণবাজার কলেজ রোড মহল্লায় ১১৯ জন মোট ২০০ জনের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০১৭

ঝাড়গ্রামে অফিসার্স ক্লাবের ৬৮ তম পুজো

সঞ্জয় হালদার

ঝাড়গ্রাম অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রঘুনাথপুর সর্বজনীন এবার ৬৮ তম বর্ষ। পুজোর ক্যাচলাইন-থিম শরতের সোনালী রোদ্দুর আঁকে আনন্দের আলপনা, শারদীয়ার আলো ছড়িয়ে দিল প্রজাপতির রঙিন পাখনা। শিল্পী অলোক মিশ্রর ভাবনায় ফুটে উঠছে মণ্ডপ। বাইরে দেখতে পাওয়া যাবে আস্ত একখানা একটি প্রজাপতির গুটি। ওই গুটি থেকে লম্বায় ৪২ ফুট ও  ৮২ ফুট ডানা যুক্ত একটি  রঙিন প্রজাপতিটি বেরিয়ে আসছে। প্রজাপতির পেটের তলা দিয়ে গুটির মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ। মণ্ডপের ভিতরে থাকছে লাল, নীল, হলুদ, সবুজ নানা রংয়ের ছোট ও বড় মিলিয়ে সাড়ে তিন হাজার প্রজাপতি বিভিন্ন আঙ্গিকে সাজানো থাকবে।  এছাড়াও ১৬ থেকে ১৮ ফুট ডানাযুক্ত আট থেকে দশ ফুট লম্বা ১৩টি প্রজাপতি মণ্ডপের বাইরে উড়তে দেখা যাবে। সঙ্গে মানানসই আলোকসজ্জা ও সাবেকি প্রতিমা।

মানবাজারে জয়ী তৃনমূল

সঞ্জয় হালদার

মানবাজার এক নম্বর ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েত সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে  তৃণমূল কংগ্রেসে নয়টি আসনেই জয়ী  হয়েছে।এই সমবায় সমিতি দখল নিল।

শনিবার, সেপ্টেম্বর ০৯, ২০১৭

তমলুকে যুবকের অস্বাভাবিক মৃত্যু

তমলুকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

জাহাঙ্গীর বাদশা

তমলুক, ৯ সেপ্টেম্বর : শুক্রবার গভীর রাতে তমলুক পুরসভার ১৬ নং ওয়ার্ডের পায়রাচালী এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম পূর্ণেন্দু দাস (২৬)। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পায়রাচালীর বাসিন্দা পূর্ণেন্দু পেশায় একটি ওষুধ দোকানের কর্মী। অন্যান্য দিনের মতোই শুক্রবার দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়।

কিন্তু শনিবার সকালে ছেলেটি ঘরের দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর অবশেষে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে তমলুক পুলিশ এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যার বলে জানিয়েছে পুলিশ। তবে কি কারনে আত্মহত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এসিড কান্ডে ময়নায় ধৃত

জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার ময়না এসিড কাণ্ডে দুই অভিযুক্ত কে গ্রেফতার করে তমলুক জেলা আদালত এ পাঠালো ময়না থানার পুলিশ ...মূল অভিযুক্ত নিমাই দলই কে গতকাল কেই গ্রেফতার করেছিল পুলিশ ..আজ ভোরে অপর অভিযুক্ত আব্দুল মান্নান কে আজ ভরে তমলুক থানার শ্রীরামপুর থেকে গ্রেফতার করে দুই অভিযুক্ত কে তমলুক জেলা আদালত এ পাঠালে বিচারক ওই দুজন কে 4 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ...ময়না এসিড কান্দে বড় সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ

তমলুকে ফের দুর্ঘটনা

জাহাঙ্গীর বাদশা

পুর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ডহরপুর দুটি বাইক এর মূখোমুখি ধাক্কায় আহত 3 বাইক। আহত আহতদের তমলুক জেলা হাসপাতাল এ ভর্তি করা হয়েছে ...একজন এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কোলকাতা হাসপাতাল এ রেফার করা হয়েছে ...আজ ভোর 4 টা নাগাদ এই দূর্ঘটনা ঘটে ...আহত 3 জনের বাড়ি পদুমবসান এ বাড়ি ...আহত 3 জনের নাম তারিখ খান, ..সেখ হিরু, .সেখ মুরশেদ.সেখ হিরু কে কলকাতা রেফার করা হয়েছে ...তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে ...

মেজিয়া উচ্চবিদ্যালয়ের অনুস্থানে মন্ত্রী শ্যামল

বাকুঁড়ার মেজিয়া উচ্চবিদ্যালয়ের প্রতিস্থা দিবস এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুস্থান।উপস্থিত রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়

বিদ্যাসাগর সমবায়ের ৪৬ তম বার্ষিক সভায় পরিবহণ মন্ত্রী

বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাধারণ সভা

সন্দীপ সিংহ

""""""""""""""""""""""""""""""""""" আজ মেদিনীপুর বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিঃ ৪৬তম বার্ষিক সাধারণ সভায় মাননীয় চেয়ারম্যান তথা পঃ বঃ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাধারণ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে । এছাড়াও
উপস্থিত ছিলেন       ব্যাংক আধিকারিক ও সমস্ত কর্মচারীবিন্দ সহ সমস্ত সমবায় সমিতি থেকে আসা প্রতিনিধিগন  ।

সাংবাদিকদের একাংশের মদতে সাংবাদিক হেনস্তা

সাংবাদিকদের ক্ষতির পেছনে কি একাংশ সাংবাদিক জড়িত?

মোল্লা জসিমউদ্দিন

সাংবাদিকদের উপর হামলা নুতন কিছু নয়, কোথাও প্রানঘাতী আবার কোথাও পেটানো।এইবিধ ঘটনার পেছনে পুলিশ - প্রশাসন - শাসকদলের একাংশের যোগসাজিশ থাকে।তা বারবার প্রমানিত।তবে সাংবাদিকদের জব্দ করতে এরা(ষড়যন্তকারীরা) কিছু সাংবাদিকদের মদত পাই।এটা সাধারণ পাঠকরা না বুঝলেও,  একটু পরিণত সাংবাদিকরা হাড়ে হাড়ে উপলব্ধি করেন।বিগত বাম জমানার মত তৃনমূলের আমলেও সাংবাদিকরা সুরক্ষিত নন।পুলিশি সন্ত্রাস, প্রশাসনের সিন্ডিকেটের হুমকি, বালি/কয়লা/লোহা মাফিয়াদের ম্যাসলম্যানদের লালচোখের অনেকেই শিকার হয়েছেন।আসলে কিছু সাংবাদিক যারা সাংবাদিকতা অপেক্ষা পুলিশের চামচাগিরি করে থাকে।আবার কেউ এ সাহেব,  সে সাহেবের খাসলোক দাবি করে পোস্টিং করিয়ে দেয়। এইধরনে সাংবাদিকদের হতে একটু দূরে থাকবেন।না হলে হাসিমুখে দাদাভাই বলে কোনদিন লেলিয়ে দিয়ে মারধোরের ব্যবস্থা, পুলিশ কেসের প্রাপ্তিযোগ ঘটিয়ে দেবে।
আমার পনেরো বছরের সাংবাদিকতা জীবনে তিনটি পুলিশ কেস,একটি হাইকোটে রিট পিটিশন, দুবার হামলা সেই উপলব্ধি কে বারবার জানান দেয়।
����

শুক্রবার, সেপ্টেম্বর ০৮, ২০১৭

মঙ্গলকোটে পালিশগ্রামে সাক্ষরতা দিবস

আজ ৮ই সেপ্টেম্বর, "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস" পালিত হলো মঙ্গলকোট ৩ নং চক্রের পালিশগ্রাম দাসপাড়া অ. প্রা. বিদ্যালয়ে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে। প্রথমে সাক্ষরতা সম্বলিত স্লোগান এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের পদ যাত্রা, এরপর সরবত পান, তারপর অভিভাবক দের সঙ্গে আলোচনা শিক্ষা বিষয়ে, এরপর প্রধান অতিথি মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির "বন ও ভূমি" কর্মাধ্যক্ষ আব্দুস সামাদ চৌধুরী মহাশয় ও পাড়ার প্রতিনিধি হিমাংশু দাস মহাশয় উদ্বোধন করলেন "শিশু সংসদ কক্ষ" ও বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা "রূপকথা"।

সাক্ষরতা দিবসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কলকাতার ওয়াই চ্যানেলে পদযাত্রার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী

সাংবাদিক প্রহৃত ঘটনায় নিন্দা জেলা প্রেসক্লাবের

সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। এবার রামপুরহাটে। ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি  নির্মমভাবে তাদের মারধর করা হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছে বর্ধমান জেলা প্রেস ক্লাব।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৭

মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ১২৫ বর্ষপূর্তি

সেখ সামসুদ্দিনঃ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশন ইউনিট ১ এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপি চলা অনুষ্ঠানের তিন দিন ব্যাপি সমাপ্তি অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ক্ষুদ্র কুটির শিল্প ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়িকা নার্গিস বেগম । উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বিডিও বিপুল মন্ডল, সভাপতি অসিত মুদি সহ কর্মাধ্যক্ষ প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, পরিচালন সভাপতি আশিষ ঘোষ দস্তিদার ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের সাফল্য  কামনা করে বার্তা পাঠান। 

বিশ্বকর্মা পুজো ঘিরে আদ্রায় তৈরী হচ্ছে ২৩ ফুটের বিশ্বকর্মা

শুভদীপ চৌধুরী, আদ্রাঃ- রেলশহর আদ্রায় প্রতিবছরই থাকে বিশ্বকর্মা পুজোয় জাঁকজমকের আকর্ষণ । এবছরও বিশ্বকর্মার মূর্তির দিকে নজর কাড়তে এগিয়ে থাকছে বাঙালী সমিতির পুজো প্যান্ডেল । এবছরও বাঙালী সমিতির পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ বিশ্বকর্মার প্রতিমা । প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে ২৩ ফুটের বিশ্বকর্মা প্রতিমা ।
বাঙালী সমিতির সম্পাদক তপন কুমার ব্যানার্জী ও সদস্য দেবাশিষ দে, সাত্যকী দে ও অন্যান্যদের দাবি, “রেলশহর আদ্রা তো এমনিতেই পুজোয় জমজমাট থাকে, আশা করবো অন্যবারের মতো এবারেও জনসমুদ্র দেখা যাবে বাঙালী সমিতিতে ।”  অন্যদিকে মিলন মেলা ও বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তা চিরঞ্জীব সরকার জানান, এবছর মেলা শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ।  মেলায় বিশেষ আকর্ষণ থাকবে অ্যাকুয়া ফান বোটিং । যা আদ্রায় প্রথমবার এই মেলায় আসছে ও এছাড়াও থাকছে প্রায় ৩০টি স্টল । এগুলির মধ্যে থাকবে কাঠের আসবাবপত্র, খাবারের ও অন্যান্য স্টল ।
চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থিমপুজো করে বিশ্বকর্মা পুজো করার ইচ্ছে আছে আদ্রার বুকে ।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER