সোমবার, নভেম্বর ২৭, ২০১৭

বাঁকুড়ায় সবলা মেলায় ভীড় বাড়ছে


সাধন মন্ডল

সোমবার বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে হস্তশিল্প সামগ্রীর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গনে সবলা মেলায় ভীড় চরমে। মেলায় জেলার

বিভিন্ন প্রান্ত থেকে ৩০ টির ও বেশি হস্তশিল্প সামগ্রীর স্টল বসেছে। তাতে যেমন পাঁচমুড়ার টেরাকোটা শিল্প আছে তেমনই বাঁকুড়ার ডোকরা শিল্প, তাঁত শিল্প, হস্তশিল্প সামগ্রীর পসরা নিয়ে সয়ম্ভর গোষ্ঠীর মেয়েরাও সামিল হয়েছেন। হস্তশিল্প মেলার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মেলা চলবে আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত।

posted from Bloggeroid

গাজোলে পণের জন্য বউকে মারল স্বামী

মানস দাস, মালদা

স্বপ্নটা ছিলো স্বামীর সাথে সুখের সংসারের।কিন্তু বাবা পারেনি স্বামীর পেট ভরাতে।ঋণধার করে বাবা বিবাহ সম্পন্ন করতে সক্ষম হলেও পণের টাকা-সোনা বাকি থেকে যায়।পণের টাকা সোনা শোধ করতে না পারায় বিবাহের ১০ মাসের মাথায় গৃহবধূর প্রাণ কেড়ে নিলো স্বামী।গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে ঘটনার পর থেকেই পলাতক স্বামী।ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার আদিনা অঞ্চলের ঝিকরা গ্রামে।জানা গেছে,মৃত গৃহবধূর নাম ডলি ঘোষ(১৯)।প্রায় দশ মাস আগে মালদার গাজোল থানার আদিনা অঞ্চলের ঝিকরা গ্রামের বাসিন্দা পেশায় মুদি দোকানদার উত্তম ঘোষের সঙ্গে মানিকচক থানার নিউ কদমতলা এলাকার বাসিন্দা স্বাধীন ঘোষের মেয়ে ডলি ঘোষ(১৯)এর সামাজিক রীতিনীতি মেনে বিবাহ হয়।বিবাহের শুরুতে সব কিছুই ঠিক ঠাকই চলছিল।কিন্তু সংসারে অশান্তি শুরু হয় গত ছয় মাস আগে।গৃহবধূর গর্ভে সন্তান ধারণ করতেই স্বামী বিবাহতে নির্ধারিত পণের জন্য শুরু করে অশান্তি বলে অভিযোগ।গৃহবধূর মা জানান, আমরা গরীব পরিবার।কোনোক্রমে ঋণধার করে মেয়ের বিবাহ করাই উত্তম ঘোষের সাথে।কিছু সোনা ও টাকা বাকি ছিলো পণের।সেগুলো শোধ করার জন্য কিছুটা সময় চেয়েছিলাম জামাইয়ের কাছে।সেই টাকা সোনা শোধ করতে না পারায় মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে তার স্বামী উত্তম ঘোষ।তিনি আরো জানান, জামাই অন্য মহিলার সাথে সম্পর্কে জড়িত ছিলো।আমার মেয়েকে প্রচন্ড মারধর করতো জামাই।সোমবার সকালে স্থানীয় মারফৎ খবর পেয়ে ছুটে

আসি কিন্তু মেয়ে আর নেই"।এদিকে সোমবার সকালে ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাসি শুরু করেছে গাজোল থানার পুলিশ।

posted from Bloggeroid

শিক্ষার মূল্যায়ন শুরু মেখলিগঞ্জে

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

পশ্চিমবঙ্গ শিশুশিক্ষা মিশনের পরিচালনায় শিশুশিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বিশেষ মূল্যায়ন শুরু হল সোমবার থেকে।গোটা রাজ্যের মত কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকেও

এই পরীক্ষা আরম্ভ হয়েছে। মেখলিগঞ্জ ব্লকের এস ই ও নির্মল পাটোয়ারী সোমবার জানান, মেখলীগঞ্জ ব্লকেও এদিন সুষ্ঠভাবে এই বিশেষ মূল্যায়নের কাজ শুরু হয়েছে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীর মোট ৬৪০ জন পড়ুয়া এই পরীক্ষায় অংশ নিয়েছে বলেও তিনি জানান।

posted from Bloggeroid

মেখলিগঞ্জে সুটুঙ্গা নদীর ভাঙন বাড়ছে

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ


নদী ভাঙ্গন রোধের দাবিতে সোচ্চার হলেন মেখলিগঞ্জ ব্লকের ১৫৭ জামালদহ চিতিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দারা

।তারা জানিয়েছেন, সুটুঙ্গা নদীর ভাঙনের মাত্রা দিনদিন বেড়ে চলেছে।এবারের বর্ষাতেও নদী ভাঙ্গনের কবলে পরে এলাকার প্রচুর মানুষের ক্ষতি হয়েছে।তাই ভাঙ্গন মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে বড় ধরনের বিপদের আশঙ্কা তারা করছেন।বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, নদী ভাঙন নিয়ে আতঙ্কের কথা সাংসদ বিজয় চন্দ্র বর্মন সহ প্রশাসনের নানামহলেও জানানো হয়েছে কিন্তু এখনো অবধি কোনো উদ্যোগ তারা দেখতে পাননি।বিষয়টি নিয়ে গ্রামবাসীরা ফের প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন।

posted from Bloggeroid

দাঁইহাটে বিজেপির মহিলা মোর্চার সম্মেলন


দেবাশিস রায়, কাটোয়া (দাঁইহাট)

সোমবার পূর্ব বর্ধমানের দাঁইহাটে বিজেপি'র জেলা কার্যালয়ে দলের মহিলা মোর্চার কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সহ সভানেত্রী প্রিয়াংকা টিবরেওয়াল ও

সম্পাদক অদিতি মুখোপাধ্যায় , জেলা সভানেত্রী কৃষ্ণা ঘোষ , বিজেপি'র জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ প্রমুখ। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির মহিলা মোর্চাকে শক্তিশালী করার জন্য এদিনের সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণ ঘোষ। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা মোর্চার নেত্রীরা হাজির হয়েছিলেন।

posted from Bloggeroid

পাঁশকুড়ায় ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে অবরোধ

জাহাঙ্গীর বাদশা

গত ২৫ শে নভেম্বর কোলাঘাটের নারায়ন পাকুড়িয়ায় মুরাইল গ্রামে দাদার বাড়িতে এসেছিলেন সবেরা দেবি। আজ সকাল ৯:০৫ নাগাদ নারায়ন পাকুড়িয়া স্টেশনে টিকিট কাটতে যাওয়ার সময়

খড়্গপুর গামী ট্রেনে ধাক্কায় রেল লাইনে পড়ে তার মৃত্যু হয়। মৃত্যু খবর স্থানীয়দের কাছে পৌছালে এলাকার মানুষ খড়গপুর হাওড়া লাইনে নারায়ন পাকুড়িয়ারমুড়াইল রেল স্টেশন কাছে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে। ফলে সমস্যায় পড়ে যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পাঁশকুড়ার রেল পুলিশ। প্রথমে কয়েকজন রেলপুলিশ ঘটনাস্থলে পৌছায়। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। রেল পুলিশের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এই অবরোধ এর জেরে কয়েক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

posted from Bloggeroid

তমলুকে বধূ খুনে স্বামী ফেরার

জাহাঙ্গীর বাদশা

সোমবার দুপুরে তমলুক পুরসভার ১৪ নং ওয়ার্ডে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত গৃহবধূর নাম রঞ্জনা অধিকারী (23)। ওই মহিলাকে মেরে

ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার শ্বশুর ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে। তবে তাঁর স্বামী পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।ষোলফুকারের বাসিন্দা বিশ্বজিৎ অধিকারীর সঙ্গে চারবছর আগেই বিয়ে হয়েছে রঞ্জনার। বর্তমানে তাঁদের একটি সাড়ে তিন বছর বয়সী মেয়ে রয়েছে। তবে বিয়ের পর থেকেই রঞ্জনার ওপর তাঁর শ্বশুরবাড়ির লোকেরা চূড়ান্ত অত্যাচার চালাত বলে অভিযোগ।জানিয়েছেন, সোমবার দুপুরে ওই গৃহবধূকে একটি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এরপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের মারধর করে। পরে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত শ্বশুর উত্তম অধিকারী ও শ্বাশুড়ি ঝর্না অধিকারীকে গ্রেফতার করা হয়েছে।স্বামী পলাতক

posted from Bloggeroid

মেমারিতে মাছের চারা বিলি

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের মৎস্য দপ্তর টিএসপি প্রকল্পে ১০ জন বেনিফিসিয়ারি মাগুর মাছের চারা বিতরণ করা হয়। ফিসারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ জানান ১২০০ দেশী মাগুর মাছের চারা, ২৫ কেজি,

দুইটি ২০ ইঞ্চি হাঁড়ি আজ দেওয়া হচ্ছে। পরে ৩০০ কেজি করে খাবার দেওয়া হবে। এছাড়াও সামাজিক মৎস্য চাষ প্রকল্পে ব্লকের ১০ টি পঞ্চায়েতের ১০ জনকে ১০০০ পিস করে রুই, কাতলা মৃগেল চারা পোনা দেওয়া হচ্ছে। এদেরও ৩০ কেজি করে চুন দেওয়া হচ্ছে। পরে ৩০০ কেজি করে খাবার দেওয়া হবে। উপস্থিত ছিলেন বিডিও বিপুল কুমার মন্ডল, কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সেখ মোয়াজ্জেম, এফইও সোমদত্তা দাসগুপ্ত, ফিসারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

posted from Bloggeroid

পঞ্চায়েত নির্বাচনে এক হয়ে কাজ করার নির্দেশ স্বপন দেবনাথের


দেবাশীষ রায়


গোষ্ঠী কোন্দল ভুলে একত্রে দলের কাজ করার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। রবিবার কাটোয়া ২ নং ব্লকের গড়াগাছা বাসস্টপ সংলগ্ন এলাকায় আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখার সময় তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন , আগামী পঞ্চায়েত নির্বাচনে সর্বত্রই দলীয় প্রার্থীদের জন্য একত্রে নেতাকর্মীদের কাজ করতে হবে। শুধুমাত্র নিজে জিতবো ভাবলে চলবে না। দল আমাদের কাছে সব। দল বাঁচলে আমরা বাঁচবো। সবার আগে দলের কথা ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সোনার চামচ মুখে জন্মগ্রহণ করেননি। অনেক আন্দোলনের মাধ্যমে তিনি এই জায়গায় উঠে এসেছেন। আমাদেরও সকলকে তাঁকেই অনুসরণ করে এগিয়ে যেতে হবে। ওই সভায় উপস্থিত ছিলেন সভাধিপতি দেবু টুডু , সংসদ সদস্য সুনীল মণ্ডল, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় , বিশ্বজিৎ কুন্ডু , সুভাষ মণ্ডল প্রমুখ।

posted from Bloggeroid

রবিবার, নভেম্বর ২৬, ২০১৭

বর্ধমানে ব্যবসায়ীদের ক্ষোভ প্রদর্শন

সুরোজ প্রসাদ

রবিবার দুপুরে বর্ধমান শহরে কর্জন গেট চত্বরে এলাকার ব্যবসায়ীরা(সবজি,ফল, মাছ) ক্ষোভ জানাতে অবস্থান বিক্ষোভ করে থাকে।মূলত কৃষান মান্ডিতে যাওয়া নিয়ে অনাগ্রহ ব্যবসায়ীদের।


posted from Bloggeroid

বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ

সুরোজ প্রসাদ

বর্ধমান শহরে সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসবের প্রাক্কালে ভক্তদের ভোগের পরিবেশন করার প্রস্তুতি চরমে।হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই মন্দিরে।




posted from Bloggeroid

ফারাক্কা ব্যারাজের কাছে গ্যাসের ট্যাংকারে আগুন, উত্তেজনা

ভাস্কর ঘোষ

 রবিবার সকাল সাড়ে ন'টা নাগাদ মুর্শিদাবাদের ফা

রাক্কা ব্যারেজে ওঠার মুখে ইন্ডিয়ান গ্যাসের একটি ট্যাঙ্কারে আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
জানা গিয়েছে, ইন্ডিয়ান গ্যাসের ট্যাঙ্কারটি এদিন মালদা থেকে কলকাতায় যাচ্ছিল। ফরাক্কা ব্যারেজে ওঠার মুখে গাড়ির পিছন থেকে ধোঁয়া দেখতে পান ট্রাঙ্কারের চালক। কিন্তু  মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে ট্যাঙ্কারটি। স্থানীয়রা আতঙ্কে পালাতে শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে ও ফরাক্কা থানায়। ঘণ্টাখানের মধ্যে মালদা ও ধুলিয়ান থেকে নিয়ে আসা হয় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তার স্বার্থে সমস্থ গাড়ি গুলিকে অনেক আগেই আটতে দেয় ফরাক্কা থানার পুলিশ। ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়।দমকল কর্মীরা বলেন, গ্যাস লিক করে আগুন ধরেছে। 

posted from Bloggeroid

যাত্রাকার ভৈরব গাঙ্গুলীর বসতভিটেয় মূর্তি উদ্বোধন


কমল বড়া

প্রয়াত যাত্রা পালাকার ভৈরব গাঙ্গুলীর জন্মদিনে মন্তেশ্বেরের মূলগ্ৰামে আবক্ষ মূর্তি উনমচন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি দেবু টুডু, বিধায়ক সৈকত পাঁজা প্রমুখ।

posted from Bloggeroid

শনিবার, নভেম্বর ২৫, ২০১৭

জলশুন্য দুর্গাপুর ব্যারেজ ঘিরে দর্শনার্থীদের ঢ্ল



নীলাদ্রি ঘোষ

১৯৫৫ সাল থেকে দেখে আশা বিশাল এলাকা জুড়ে জল।শুধুই জলের দৃশ্য দেখে অভ্যস্ত l গতকালের ভোর ৫টার আগে ও ছিল তাই l কিন্তু সেই ছোবিটা বদলে গেল। জলের বদলে শুধুই বালি। যত দুর

চোখ যায় শুধু বালি আর বালি l সৌজন্যে দুর্গাপুর ব্যারাজের ১নং লকগেট l ব্যারাজের লকগেট বেঁকে জল বেরিয়ে তৈরি হয়েছে যেন এক নতুন দৃশ্য l সেই দৃশ্য দেখতে উৎসুক মনুষের ঢল নেমেছে দুর্গাপুর ব্যারাজের জলশূন্য সেই জায়গায় l কেউ এসেছেন নতুন তৈরি হওয়া সেই দৃশ্যকে ক্যমেরা বন্দি করতে, কেউ এসেছেন বালির কোনায় কোথাও যদি একটা দুটো মাছ পাওয়া যায় , তহলে আর মন্দ কি lউপস্থিত হয়েছেন প্রচুর হকার l মানুষের এই ভিড়ের মধ্যে তাদের ব্যবসা ভালই জমে উঠেছে l কেউ কেউ এসেছন শীত পড়ার আনন্দে নতুন এই জায়গা।

posted from Bloggeroid

আসানসোলের ডিপোপাড়ায় হচ্ছে আট চালা মন্দির

মোহন সিং

ডিপোপাড়া প্রাচীন দুর্গামন্দিরে তৈরি হবে আট চালা মন্দির। আর সেই মন্দিরের কাজের সুচনা করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারী। উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মেয়র জিতেন্দ্র তেওয়ারী

এদিন জানান, আসানসোলের মানুষ নির্ধারিত সময়ে কর প্রদান করেছেন, তাই এই উন্নয়নের কাজ গুলি আমরা করতে পারছি। অমরনাথ চট্টোপাধ্যায়ও জানান এইএলাকায় নানান উন্নয়নমুলক কাজের পাশপাশি প্রাচীন এই দুর্গামন্দিরের
আটচালার কাজ শুরু করা হল। খুশি এলাকার মানুষ।

posted from Bloggeroid

আসানসোলে এনসিসি ডে পালিত হলো

মোহন সিং


এনসিসির টেন বেঙ্গল ব্যাটেলিয়ানের পক্ষ থেকে আসানসোলে এনসিসি ডে পালিত
হল। আসানসোলের এনসিসি দফতরের সামনে আর্মি ময়দানে এই দিনটি পালিত

হয়।উপস্থিত ছিলেন আর্মি অফিসার ও শহীদ পরিবারের সদস্যরা। এদিন গানে গানে শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পন করার পাশপাশি বিভিন্ন
অনুষ্ঠানের আয়োজন করা হয়।এক সেনা আধিকারিক জানান, ভেদাভেদ দুর করে নিজেদের মধ্যে সদভাব আনতে হবে। ছাত্রছাত্রী বা যুবক যুবতীরাই দেশের ভবিষ্যত।

posted from Bloggeroid

বার্ণপুর ব্যবসায়ী খুনের ঘটনাস্থলে গিয়ে তদন্ত



মোহন সিং

শনিবার সকালে হীরাপুর থানার পুলিশ ব্যবসায়ী রাণা ব্যনার্জী খুনের ঘটনায় জড়িত মিল্টন ও তার তিনজন অনুচর কে নিয়ে খুনের রহস্য ভেদে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জানতে পারে যে, গত ১৬ তারিখ

সন্ধ্যায় মিল্টনের অনুচরেরা বার্ণপুর বারীময়দান মোড়ে একত্রিত হয়ে রাণা ব্যনার্জীকে ফোন করে রিভারসাইড গোলপার্ক অঞ্চরে ডাকে ৷ইস্কো আবাসন সংলগ্ন গোলপার্কে রাণা ও তার সঙ্গী মিঠুন উপস্থিত হলে মিল্টনের অনুচর তথা সন্তান সাগর ও দুই সাকরেদের সাথে বচসা শুরু হলে এক রাউণ্ড গুলি চালানো হলে মিঠুন ও রাণি আহত হয়ে পালাতে উদ্যত হয়ে ইস্কো আবাসনের গেটের কাছে রাণা লুটিয়ে পড়ায়, তাকে ধাওয়া করে সেখানেই গুলি করে তাকে হত্যা করে৷ হত্যা করার পর সাগর ও তুই দুই সাকরেদ নার্ভাস হয়ে গিয়ে মিল্টন কে খবর দিলে।মিল্টন ঘটনাস্থল থেকে তাদের বের করে নিয়ে যায় ৷ ঘটনার প্রেক্ষিতে সাগরের বক্তব্য, সে রাণা ব্যনার্জীকে খুনের বাবার প্ল্যান জেনে গিয়ে তা রূপায়ন করে এবং গোটা ঘটনায় মোট আট টি গুলি চালান হয়,যার মধ্যে বেশ কিছু নিস্ক্রিয় হয়ে যায়৷

posted from Bloggeroid

আসানসোল পুলিশ কমিশনারেটের সেফ ড্রাইভ সেভ লাইভ

মোহন সিং


আসানসোল - দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জেলায় দূর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে শনিবার আসানসোল পোলো ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ সেখানে এ.ডি. সি.পির পক্ষ থেকে যেমন বিভিন্ন থানার পুলিশ কর্মীরা অংশ গ্রহণ করেন ৷তেমনি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে৷ প্রদীপ প্রজ্জ্বলন ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মেয়র জীতেন্দ্র তিওয়ারী,চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী, এম আই সি অভিজিৎ ঘটক, সি.পি লক্ষীনারায়ণ মীনা, এ.ডি.জি.এ বিবেক সহায় সহ আরো অনেকে।শোভাযাত্রার প্রাথমিক পর্যায়ে বাইক পদক্ষিণ ও পরবর্তী ধাপে স্কুল

ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশ গ্রহণ করে ৷ শোভাযাত্রা টি শহরের অভ্যন্তরে প্রায় ৫কিমি পথ অতিক্রম করে আসানসোলের লোকোময়দানে শেষ হয় ৷ এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন - মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প গুলির অন্যতম এই সেফ ড্রাইভ, সেভ লাইফ ৷ এডিসিপি বছর ভর এই উদ্যোগ গুলিতে এতদ অঞ্চলে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা যেমন অর্ধেক করা গেছে তেমনি রাজ্য জুড়েও দুর্ঘটনায় প্রাণহাণীর গতিরোধ করা সম্ভব হয়েছে৷ আগামী দিনে এই প্রকল্পের প্রচারের মাধ্যমে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা জিরোতে নামিয়ে আনতে হবে৷

posted from Bloggeroid

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পুনমিলন উৎসব



সুরোজ প্রসাদ

বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১০তম পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয় গোলাপবাগ ক্যাম্পাসে। শনি ও রবিবার এই উৎসব চলবে। উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ

সরকারের আইন মন্ত্রী মলয় ঘটক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র স্বপন দেবনাথ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা,কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবীপ্রসাদ দে সহ বহু প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রীরা।এই উৎসব ঘিরে সেজে উঠেছে বিশ্ববিদ্যালয় চত্বর।

posted from Bloggeroid

বর্ধমান পুর কাউন্সিলারের পরিচালনায় চারশো জনের রক্তদান


সুরোজ প্রসাদ

শনিবার বর্ধমান রেল ইন্সটিটিউটে রক্তদান শিবিরে প্রায় চারশজন রক্তদান করেন।ট্যাক্সি ইউনিয়ন, টাউন সার্ভিস বাস ইউনিয়ন সহ একাধিক  তৃনমূলের

শ্রমিক সংগঠন এই শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মূল উদ্যোক্তা বর্ধমান পুর কাউন্সিলর  সেলিম খান। এত বড় রক্তদানশিবির কবে হয়েছে, তা জানাতে পারেননি স্বাস্থ্য আধিকারিকরাও!

posted from Bloggeroid

স্বরুপনগরের নুরুল ইসলাম কলেজে ডেঙ্গু নিয়ে সেমিনার


সৈয়দ রেজওয়ানুল হাবিব

ডেঙ্গু প্রতি রোধে সচেতনতা শিবির হলো শনিবার স্বরুপনগর ব্লকে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় এর সভাগৃহে ব্লকপ্রশাসনের উদ্যোগে কলেজ এর ছাত্রছাত্রীদের নিয়ে ডেঙ্গুপ্রতি রোধে

সচেতনতা শিবির হয়ে গেল।এই সময় কয়েক শত ছাত্রছাত্রী হাজির ছিলো। সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন স্বরূপনগর ব্লকের জয়েন্ট বিডিও তাপস কুমার, সাথে ছিলেন ব্লকের প্রিয়গোপাল রায়.।স্লাইড শোর মধ্য দিয়ে ছাত্রছাত্রী দের ডেঙ্গুরপ্রতি রোধে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়।

posted from Bloggeroid

বাদুড়িয়ায় সম্প্রীতির সেমিনার



সৈয়দ রেজওয়ানুল হাবিব


সম্প্রীতি সেমিনার, রক্তদান, বস্ত্রদান ও ইসলামিক সেমিনার: গত তিনদিন ধরে চলছে বাদুড়িয়ার খোলাপোতায় গাড়ী স্ট্যান্ডে। খোলাপোতা শ্রমিকবৃন্দের

পরিচালনায় ইসলামি সম্প্রীতির সেমিনার, রক্তদান, বস্ত্রদান হয়ে গেল। হাজির ছিলেন সত্য রুপানন্দজী মহারাজ, মাওঃ আঃমাতিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক আবু সিদ্দিকখান প্রমুখ।

posted from Bloggeroid

স্বরুপনগরে সেই দুর্ঘটনাগ্রস্ত কাঠের সেতু আধুনিকরনে অনুদান ৫০ লক্ষ

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরুপনগর ব্লকের ইছামতির উপর কাঠের সেতু নির্মানে ৫০ লক্ষ টাকা অনুমোদন মিলল জেলাশাষকের নির্দশে। স্বরুপনগর ব্লকের তরনীপুরে ইছামতির উপর দূর্বল কাঠের সেতুটি পুনারায় সংস্কারের জন্য

জেলা প্রশাসন ৫০ লক্ষ টাকা অনুমোদন দিল।খুব তাড়াতাড়ি এই সংস্কারের কাজ শুরু হবে।গত বৃহস্পতিবার সকালে সেতুর পাঠাতন ভেঙ্গে দুঘটনা ঘটে ৷খবর প্রকাশের পর জেলাশাসকের নজরে এলে তিনি দ্রুততার সাথে সংস্কারের কাজে হাত দেওয়ার নির্দেশ দেন।

posted from Bloggeroid

বনগাঁয় সাংসদ তহবিলে আড়াই কোটি অনুদানে রাস্তা


সৈয়দ রেজওয়ানুল হাবিব


শনিবার বিকালে স্বরুপনগর ব্লকের অন্তর্গত স্বরুপনগর- বাঙলানি জি .পির বাঙলানি চরপাড়া থেকে মালঙ্গপাড়া ২.৮ কি.মি, অনুমোদিত অর্থ ১,কোটি ৩৮লক্ষ ১০

হাজার টাকা।বেলুর মঠ থেকে স্বরূপনগর বাসস্ট্যান্ড পর্যস্ত পাকা রাস্তা-অনুমোদিত অর্থ ৪৩ লক্ষ্ এবং তেপুল মিরজাপুর জি.পির পাড়ুই গ্রাম থেকে দামহাটি স্কুল পর্যন্ত পাকা রাস্তার অনুমোদিত অর্থ ২৫ লক্ষ টাকা বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুর এর সাংসদ তহবিল থেকে অনুমোদিত হলো।এই পাকা রাস্তার রুপায়নে উঃ ২৪ পরগনা জেলাপরিষদ। শুভ সূচনা করেন সংসদ মমতা ঠাকুর ,সাথে ছিলেন বিধায়ক বীনামন্ডল, জেলা পরিষদের পূর্তকর্মধ্যক্ষ নারায়নগোস্বামী, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা, জয়েন্ট বিডিও তাপস কুমার প্রমুখ।

posted from Bloggeroid

মেমারির দেঁহা গ্রামে তৃনমূলের পথসভা

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের গন্তার ২ অঞ্চলের দেঁহা গ্রামে তৃণমূল কংগ্রেসের কালা দিবসের সমর্থনে ও তৃণমূল সরকারের উন্নয়নের প্রচারে পথসভা করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল

সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, মেমারি ১ ব্লক যুব তৃণমূল কার্যকরী সভাপতি সন্দীপ প্রামাণিক, গন্তার ২ অঞ্চল সভাপতি বিনোদ বিহারী মন্ডল, মহিলা সদস্যা গীতা দাস প্রমুখ। কৌশিক মল্লিক জানান - প্রদেশ তৃণমূল, জেলা সভাপতি স্বপন দেবনাথ ও মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্যের নির্দেশে এই পথসভা করা হয়।

posted from Bloggeroid

মহম্মদবাজারে তৃনমূলের সমাবেশে অনুব্রত

তথাগত চক্রবর্তী

শনিবার বীরভূমের মহম্মদবাজারের কাপিষ্টা গ্রামে তৃণমূলের জনসভায় জেলা সভাপতি অনুব্রত মন্ডল ।এছাড়া কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জী, জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ছিলেন।

posted from Bloggeroid

ময়ুরেশ্বরে কংগ্রেসের সমাবেশে সাংসদ অধীররঞ্জন চৌধুরী



তথাগত চক্রবর্তী


বীরভূমের ময়ূরেশ্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ সভা।সভায় উপস্থিত ছিলেন অধিররজ্ঞন চৌধূরী,

হাঁসন কেন্দ্রের বিধায়ক মিলটন রসিদ ও জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ও অনান্যরা।

posted from Bloggeroid

ডোমকলে পুকুর দখলের মাঝে পড়ে হত বৃদ্ধ


ভাস্কর ঘোষ

স্থানীয় এক পুকুর জোর করে দখল নেওয়াকে কেন্দ্র দু-পক্ষের মধ্যে বচসা। আর তার জেরে বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় এক প্রতিবেশি। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের

চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার ডোবাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।পুলিশ জানায়, মৃতের নাম হারুন আল রসিদ(৭০)। ডোমকল থানার ডোবাপাড়া এলাকাতে তার বাড়ি। মৃতদেহটি ডোমকল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় সাত জনের বিরুদ্ধে ডোমকল থানায় খুনের অভিযোগ দায়ের করবেন বলে জানান মৃতের পরিবারের লোকেরা।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোবাপাড়া এলাকার একটি পুকুরের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পাড়ায় কয়েকজনের সঙ্গে হারুন আল রসিদের ঝামেলা চলছিল। প্রায়দিন ওই পুকুরের দখল নিয়ে ঝামেলা হয়। শনিবার সেখানে হারুন আল রশিদ ও তার পরিবারের লোকেরা মাছ ধরতে যায়। সেইসময় স্থানীয়রা সেখানে গিয়ে তাদের মাছ ধরতে বাধা দেন। আর তাতেই হারুন আল রশিদের পরিবারের লোকেদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। হঠাৎই স্থানীয় কয়েকজন হারুন আল রশিদকে ধাক্কা মারলে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান।  তাকে উদ্ধার করে তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমকল থানার পুলিশ।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ডোমকল থানার পুলিশ বলেন, মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনরকম অভিযোগ জানায়নি। মৃতদেহটির ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

posted from Bloggeroid

মুর্শিদাবাদ মেডিকালে মরণোত্তর দেহদান

ভাস্কর ঘোষ

শনিবার মরণোত্তর দেহদান করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার বহরমপুরের সৈদাবাদের বাসিন্দা দূর্গাপুর ষ্টীলপ্যান্টের অবসর প্রাপ্ত কর্মী সনৎ কুমার বিশ্বাসের

পরিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে দেহদান করলেন। শুক্রবার রাত ১০টা নাগাদ সনৎ কুমার বিশ্বাস(৭৯) প্রয়াত হন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরনোত্তর চক্ষুদান ও দেহদান করা হল বলে জানিয়েছেন তাঁর পুত্র সুজয় কুমার বিশ্বাস(বাপী)। 

posted from Bloggeroid

বেলডাঙ্গায় জমি দখল ঘিরে রনক্ষেত্র


ভাস্কর ঘোষ

জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্তদের মোটর বাইকে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ২জনকে গ্রেপ্তার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।

অন্যদিকে ৩৪নং জাতীয় সড়কের উপর এই অগ্নিকান্ড ঘটায় বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার সকালে বেলডাঙ্গা থানার সরুলিয়া গ্রামের একটি জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় দুপক্ষের। সরুলিয়া গ্রামের জমির মালিক মফিজুল শেখের বাবা মির্জাপুরের রফিকুল শেখের জমির উপর আল সরিয়ে দিয়েছেন এই অভিযোগ তুলে দুপক্ষের বচসা বাঁধে। মির্জাপুরের রফিকুল শেখ সেই সময় হুমকি দিয়ে  যায় মফিজুলকে বলে অভিযোগ। এই ঘটনার কিছুক্ষন পর দলবল নিয়ে এসে হামলা চালান হয়  মফিজুল ও তাঁর ভাইয়ের উপর বলে অভিযোগ। এমনকি কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে দুস্কৃতিরা বলে অভিযোগ। এরপর অভিযুক্তদের গ্রামবাসীরা তাড়া করলে একটি মোটর বাইক ফেলে পালিয়ে যায় তাঁরা। মোটর বাইকটিতে  উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী তুললে তল্লাশি  চালিয়ে পুলিশ জাব্বারুল শেখ ও বানু শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে মফিজুল শেখের ভাই তোফাজুল জানিয়েছেন তাঁদের জমি জোর করে দখল করতে এসেছিল রফিকুল শেখ। তাঁর বাবার নামে মিথ্যে অভিযোগ দিয়ে জোর করে জমি দখলের হুমকি দিয়ে যায় শনিবার সকালে। এরপর ৪-৫টি বাইকে করে দুস্কৃতিদের এনে তাঁদের দুই ভাইকে লক্ষ করে গুলি ছোড়ে ও চাকু চালায়। যদিও তাঁরা প্রানে রক্ষা পেয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।  

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER