শুক্রবার, মার্চ ০৯, ২০১৮

মঙ্গলকোটে অন্যান্য লাইব্রেরিগুলির উন্নয়ন হবে : সিদ্দিকুল্লাহ

পারিজাত মোল্লা, মঙ্গলকোট

গত বৃহস্পতিবার মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারের নব ভবন উদ্বোধন হয়।এই উদ্বোধনি অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েষ মন্ডল, জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, কাটোয়া মহকুমা আদালতের দুই আইনজীবী মন্ডল আজিজুল ও তপন সাঁতরা প্রমুখ।মঙ্গলকোটের একমাত্র 'শহর লাইব্রেরি' নুতনহাট মিলন পাঠাগারে বেশ কয়েকবছর পূর্বে বিল্ডিং টি বিপদজনক হয়ে উঠে।গত বছরে এই লাইব্রেরির সম্পাদক নুর আনসারী বিষয়টি লিখিতভাবে রাজ্যগ্রন্থাগার দপ্তর কে জানালে, দপ্তর থেকে ২৪ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।আজ সেই অনুদানের অর্থে নব নির্মিত পাঠাগারের উদ্বোধন করতে আসেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং সেইসাথে এলাকার বিধায়ক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব।এদিন তিনি শিক্ষালাভে বইএর অপরিসীম গুরত্ব তুলে জানান - " মঙ্গলকোটের অন্যান্য ( ৮ টির মত) লাইব্রেরী গুলি উন্নয়ন করা হবে।সেইসাথে রাজ্যের লাইব্রেরি গুলির মান উন্নয়নের কাজ কেমন গতিতে চলছে, তার পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। অপরদিকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল বলেন - "মঙ্গলকোট লাগোয়া এলাকায় আমার বাড়ি, তাই মঙ্গলকোটের প্রথিতযশা কবি কুমুদরঞ্জন মল্লিক থেকে বৈষ্ণব কবি লোচনদাসের স্মৃতিভূমিতে আসতে পেরে খুব আনন্দিত। বইপড়ার সবথেকে ভালো জায়গা হচ্ছে লাইব্রেরি।বর্তমানে যেভাবে লাইব্রেরির সামগ্রিক উন্নয়ন ঘটছে,তাতে সিদ্দিকুল্লাহ সাহেবের তারিফ করতেই হয়।"

নকসী কাঁথার বিপণন নিয়ে কাটোয়া মহকুমাশাসকের উদ্যোগ

মোল্লা জসিমউদ্দিন

গত বুধবার দুপুরে কাটোয়া মহকুমাশাসক দপ্তরে আলমপুর অঞ্চলের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে গড়া নকশী কাঁথার বিপণন নিয়ে বৈঠক হয়।মহকুমাশাসক সৌমেন পাল ছাড়াও আলমপুর পঞ্চায়েতের গ্রাম প্রধান সহ দশজন উদ্যোগী মহিলা উপস্থিত ছিলেন।মূলত নকশা করা কাঁথার বিক্রি এবং ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা চলে।মহকুমাশাসক বলেন "আমরা কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের সরকারী মেলা গুলিতে যাতায়াত খরচ, বিনামূল্যে স্টল দেওয়া থেকে বিপণন বিষয়ে প্রসার ঘটাবার উদ্যোগ নিচ্ছি"।এদিন বৈঠকে থাকা সানোয়ারা বিবি বলেন - "আমাদের গ্রুপের তৈরি করা মাসে ৬ থেকে ৭ টি কাঁথা বিক্রি হয়।সেখানে ৪ থেকে ৫ হাজার টাকা গড়ে দাম উঠে।তাতে আমাদের রোজগার হয়না বললেই চলে।মুসলিম বিবাহ সময় বিক্রিটা একটু বেশি হয়।তাই সরকারি মেলাগুলিতে বিক্রির সুযোগ পেলে খুব ভালো হয়।"জানা গেছে কাটোয়া ১ নং ব্লকের আলমপুরে ২০ এর বেশি গৃহবধূ স্বয়ম্ভর গোষ্ঠী করে ব্যাংক থেকে ঋণ নিয়ে নকসা করা কাঁথা হাতে বোনেন।অর্ডার দেওয়া থেকে বিক্রি হয়।সেটা অত্যন্ত কম সংখ্যা।এই অবস্থার খোজ পেয়ে নিজেই উদ্যোগী হন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল মহাশয়।তাই সরকারি ভাবে বিপণন বাড়ানো এবং ব্যাংক ঋণদান বিষয়টি সহজ করার জন্য আজ বৈঠকে ডাকেন নকশি করা কাঁথা শিল্পীদেরকে।দিল্লীতে আসন্ন কেন্দ্রীয়স্তরে সরকারী মেলাতে যাওয়ার প্রস্তাবনা দেন।সেইসাথে যাতায়াত খরচ, খাওয়া খরচ এবং স্টল বিনামূল্যে দেওয়ার কথা জানান মহকুমাশাসক। আর এতে বেজায় খুশি পল্লিকবির 'নকশি কাঁথার মাঠ' খ্যাত হাতে নকসা করা মহিলারা।

বেপরোয়া যান চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ মঙ্গলকোটবাসী

পারিজাত মোল্লা  মঙ্গলকোট

সারারাজ্যে  'সেফ ড্রাইভ সেভ লাইভ' কর্মসূচি পালন নিয়ে রাজযজ্ঞ চলছে।উদ্দেশ্য একটায় পথ নিরাপত্তা বাড়ানো। যাতে প্রাণহানি কম ঘটে।ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলকোটের বিভিন্ন সড়করুটে বেপরোয়া যান চালকদের সংখ্যা ক্রমশ বাড়ছে।এরফলে যততত্র ঘটছে দুর্ঘটনা। গত তিনবছরে কুড়ির বেশি এলাকাবাসী প্রাণ হারিয়েছেন মঙ্গলকোটে।রাস্তাগুলি বিশেষত বাদশাহি সড়ক যেন মরণফাদ।মঙ্গলকোট এলাকায় এই রাস্তার দুপাশে পড়ছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়,ব্লক হাসপাতাল, থানা,ব্লক কৃষিদপ্তর অফিসগুলি।তাই যানবাহন অপেক্ষা জনসমাগম ঘটে বেশি।মাঝেমধ্যে সিভিকদের ডিউটি ( ভিআইপিগন গেলে) করতে দেখা যায়।তবে তারা গল্পগুজবে ইয়ার্কি ঠাট্টাতামাসায় বেশি দেখা যায় বলে দাবি স্থানীয়দের।সড়কে থাকা স্পিড ব্রেকার গুলি মূল সড়কের অনেক দূরে পড়ে থাকে।অজয় নদের বালি বোঝাই ডাম্পার গুলির অধিকাংশ চালকই নাবালক, সেজন্য প্রাণ হাতে নিয়ে রাস্তায় চলাচল করে এলাকাবাসী। বালির উড়ন্ত ধূলো পথ দুর্ঘটনার সম্ভাবনা কে বহুগুণ বাড়িয়ে দেয়।নুতনহাট থেকে মুরাতিপুর ( বর্ধমান গামী) ৮ কিমি এবং নুতনহাট থেকে পালিতপুর মোড় (ফুটিসাঁকো গামী) ৩ কিমি অর্থাৎ এই ১১ কিমি রাস্তায় কুড়ির বেশি এলাকাবাসী মারা পড়েছেন দুর্ঘটনাতে।স্থানীয় থানার পুলিশ দুর্ঘটনা পরবর্তী কয়েক সপ্তাহ ট্রাফিক দেখভাল করলেও সময়ের গতিতে তা হারিয়ে যায়।মঙ্গলকোট বটতলা মোড় থেকে লোচনদাস সেতু অবধি স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে ছোট ছোট আলোর ব্যবস্থা করলেও,  সেগুলি দিনেও সর্বদা জ্বলে।তাই সরকারি বিদ্যুৎ এর অপচয়ের পাশাপাশি ওই লাইট গুলির বেশিদিন স্থায়ী থাকবেনা বলে মনে করা যায়।শুধুমাত্র ডাম্পার নয় এলাকার নেতা/ রাজনৈতিক দাদাদের টিমে থাকা মোটরবাইকগুলি বেপরোয়া ভাবে যাতায়াত করায় তটরস্থ এলাকাবাসী। 

বৃহস্পতিবার, মার্চ ০৮, ২০১৮

জলপাইগুড়িতে নারী দিবস পালিত

সুজিত ঘোষ

আজ জলপাইগুড়িতে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের দলের মুল শক্তি বলে বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ জলপাইগুড়িতে আন্তঃজাতিক নারী দিবস সমাবেশে উপস্তিত ছিলেন পূর্ত দপ্তরের মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব ও বিধায়ক সৌরভ চক্রবর্তী।

সাগরে পালিত বিশ্ব নারী দিবস

উজ্বল বন্দ্যোপাধ্যায়

আজ বিশ্ব  নারী দিবস।এই দিনটিকে মনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলো দক্ষিণ ২৪ পরগনার সাগরের চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ইস্কুলের পড়ুয়া সহ এলাকার মহিলাদের নিয়ে পালিত হলো এই দিনটি।

বুধবার, মার্চ ০৭, ২০১৮

লেলিনের মূর্তি ভাঙ্গার প্রতিবাদ স্বরুপনগরে

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃআজ বিকালে স্বরূপনগর ব্লকের সামনে ডাকবাংলা তেতুলিয়া প্রধান সড়কে কমঃলেলিন এর মূর্তী ভাঙার প্রতিবাদে এস .ইউ .সি .আই .এর প্রতিবাদ মিছিল৷নেতৃত্বে জয়ন্ত সাহা।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রচারাভিযান স্বরুপনগরে

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ তথ্য সংস্কৃতি-দপ্তর বসিরহাট মহকুমা উদ্যোগে স্বরুপনগর ব্লকের বিভিন্ন জি.পির জনবহুল এলাকা ঘুরে লোকশিল্পীরা ভেঙ্গু সচেতনতার উপর।কর্মশালা করে চলেছন।

তেতুলিয়া নবারুণ সংঘের রক্তদান শিবির

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ স্বরপনগর ব্লকের তেতুলিয়া নবারুন সংঘের ৩য় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হল।বসিরহাট জেলা হাসপাতাল ব্ল্যাড ব্যাংক রক্ত সংগ্রহ করে ।উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বীনা মন্ডল।শতাধীক নারী পুরুষ এই রক্তদান শিবিরে হাজির হন।সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।

শাড়াপুল গ্রামীন হাসপাতালে আম্বুলেন্স এলো

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের সহযোগীতায় এখন থেকে স্বরুপনগর শাড়াপুল গ্রামীন হাসপাতালে গর্ভবতী নারী ও এক বছর পর্যন্ত বয়সের অসুস্থ শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যপরিষেরা প্রদানের জন্য পারিবহন ব্যবস্থা নিশ্চিত করল।

আগুনে ক্ষতিগ্রস্ত চিত্তরঞ্জনের ইঞ্জিন কারখানা

নীলাদ্রি ঘোষ

আগুন লাগার ঘটনা ঘটল দেশের বৃহত্তম রেল ইঞ্জিনকারখানায় l বুধবার বিকেলে হঠাৎই আগুন লাগে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ভিতরে l ঘটনাস্থলে কারখানার শ্রমিকরা প্রথমে কালো ধোঁয়া দেখতে পায় lখবর পেয়ে কারখানার নিজস্ব দমকলের দুটি বাহিনী ছুটে আসেন l তাতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় আসানসোল ও ঝাড়খন্ডের জামতারা জেলার দমকল বাহিনী কে l প্রশাসন সুত্রের খবর চারটি ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে l অগুন লাগায় কোনও কর্মীর আহত হওয়ার খবর নেই l তবে আগুনের ফলে কারখানার অনেকটা জায়গার  ক্ষতি হয়েছে বলে কারখানা কতৃপক্ষ জানায়।

আদিবাসীদের কৃষি প্রশিক্ষণ মেমারি ১ ব্লকে

সেখ সামসুদ্দিনঃ মেমারি ১ ব্লক কৃষি খামারে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের কৃষি প্রশিক্ষণ কর্মশালা করা হয়। টি আর এফ এ প্রকল্পে ধান চাষের পর সেই জমিতে তৈলবীজ বা ডাল জাতীয় দানা শস্য চাষে উৎসাহিত করতে এই প্রশিক্ষণ কর্মশালা বলে জানান মেমারি ১ সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা। এদিন ৫০ জনের প্রশিক্ষণ দেওয়ার ঠিক থাকলেও প্রায় ৭০ জন অংশ গ্রহণ করে যার  মধ্যে মহিলার সংখ্যা বেশি। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা, ফার্ম ম‍্যানেজার ইনচার্জ কৌশিক প্রামানিক ও পঞ্চায়েত সমিতির সদস্য সনাতন হেমরম।

বাঁকুড়া তারকেশ্বর রেললাইনের অচলাবস্থা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

শুভেন্দু তন্তুবায়

দু'দিনের জেলা সফরে এসে বুধবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক ও সরকারী কাজের পর্যালোচনা করতে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জেলার বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করেন।
একই সঙ্গে জেলার বেশ কিছু চালু প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন পি.এইচ.ই ও পি.ডব্লু.ডি দপ্তর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই দুই দপ্তরকে সমন্বয় সাধন করে একসাথে কাজ করার নির্দেশ দেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিডিও-থানার পুলিশ আধিকারীকদের সাথেও কথা বলেন। তাদের নিজের নিজের এলাকায় জনসংযোগ বৃদ্ধির কথা বলেন।জেলার পর্যটন শিল্পের বিকাশে যথেষ্ট উদ্যোগী রাজ্য সরকার। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুকুটমনিপুরে হোম ট্যুরিজমের উপর জোর দিতে হবে। একই সঙ্গে বাঁকুড়া-তারকেশ্বর রেল লাইন পাতার কাজ মাঝ পথে আটকে থাকা নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কয়েকজন একটু জমি নিয়ে সমস্যা করছে। আর তাতেই আটকে যাবে এতোবড় একটা প্রকল্প। রেল তো তাদের ক্ষতিপূরণ দিচ্ছে। আমি কেন্দ্র-রাজ্য প্রকল্পের বিভেদ করিনা। উন্নয়নের স্বার্থে আর জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর এই তিন তীর্থ ক্ষেত্রকে একসাথে জুড়ে দেবে এই রেলপথ। এই কাজ শেষ করতেই হবে।
রুখা-শুখা বাঁকুড়ায় প্রতিবছর গ্রীষ্মে জল সংকট একটা জ্বলন্ত সমস্যা। সেকারণেই এখন থেকেই সংশ্লিষ্ট দপ্তর ও পৌরসভা গুলিকে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যাপ্ত পানীয় জলের টিউবওয়েল, ট্যাঙ্কারের ব্যবস্থা করার কথা বলেন। এদিনই তিনি জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভাকে নিয়ে একটি কমিটি গঠনের কথা বলেন। যার ফলে উন্নয়নমূলক কাজ করতে সুবিধা হবে বলে তিনি জানান।তিনি বলেন এইজেলা ডিম ও বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা নিয়েছে ।কৃষি ক্ষেত্রে আরও এগোতে হবে ।বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সমস্যার কথা এদিন শোনেন মুখ্যমন্ত্রী। সব রকম সহযোগীতার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন মর্গ তৈরির নির্দেশ দেন তিনি। তিনি বলেন, মৃতদেহ সংরক্ষণ ও সৎকার যাতে ঠিকমতো হয় তা দেখতে হবে।
নদী ভাঙন রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার সে বিষয়ে যথেষ্ট উদ্যোগী। সব কাজ হবে। একই সঙ্গে জনপ্রতিনিধিদের কাছে তার কড়া বার্তা নিজেরা কাজ করুন ও করিয়ে নিন। আমার কানে বিষয়টি তুলে দিয়ে দায় ঝেড়ে ফেলবেননা।এই কাজ বরদাস্ত করবোনা বলেও তিনি স্পষ্টতই জানিয়ে দেন।
উপস্থিত ছিলেন জেলাশাসক ,সভাধিপতি,জেলা পুলিশ সুপার ,জেলার  তিনটি পুরসভার চেয়ারম্যান, শাসক দলের বিধায়ক, সাংসদ অন্যান্য জনপ্রতিনিধিরা সহ বাইশটি ব্লক, তেইশটি থানার আধিকারীকরা সহ অনেকেই।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে বাঁকুড়া শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দু'দিনের বাঁকুড়া জেলা সফর শেষে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

নলহাটিতে রেলপাড়ায় আগুন, পুড়ল দশটি দোকান

তথাগত চক্রবর্তী

গত সোমবার রাতে নলহাটি থানার লোহাপুরে রেল লাইনের ধারে আগুনে পুরে ছাই হয়ে গেল দশটি দোকান ।রামপুরহাট থেকে দমকল এলেও রক্ষা হইনি ।দোকানদারদের অভিযোগ কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে ।তবে দমকল কর্মীদের অনুমান  বিদ্যুতের শটসার্কিটের ফলেই আগুন লেগেছে ।

সাঁইথিয়া হাসপাতালে সদ্যজাত কে ফেলে পালাল মা

তথাগত চক্রবর্তী

বীরভূমের সাঁইথিয়া হাসপাতালে এক মাসের শিশুকে ফেলে পালাল মা।হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন পিঙ্কি খাতুন নামে এক মহিলা আউটডোরে বসেছিলেন  তখন তার কোলে বাচ্চাটা ধরতে দিয়ে পালিয়ে যাই ঐ মহিলা ।ঘণ্টা খানেক হয়ে গেলেও না আসায় পুলিশ কে খোঁজ দেয়।পুলিশ এসে সিউড়ি চাইল্ড লাইনে খোঁজ দিলে তাদের হাতে তুলে দেন ।

মঙ্গলবার, মার্চ ০৬, ২০১৮

স্বরুপনগর থেকে বসিরহাটগামী রাস্তা বেহাল

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরুপনগর থেকে বসিরহাট ১৬কিঃমিঃ পাকা রাস্তার বেহাল অবস্থা।নেই কোন প্রশাসনিক  হেলদোল৷নিত্যযাত্রী সহ অসুস্থ  রোগী বিশেষ করে প্রসুতি মহিলারা বিপাকে পড়ে।এই রাস্তাটি বৈদেশিক বাণিজ্য গুরুত্ব অপরিসীম৷ স্থানীয়দের  আবেদন দ্রুততার সাথে রাস্তা সংস্কারে হাত লাগাক প্রশাসন।যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুঃঘটনা৷

নিরাপদ পানীয়জলের দাবিতে স্মারকলিপি বসিরহাটে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

সারাবাংলা নিরাপদ পানীয় জল উৎপাদক জনকল্যান সামিতির উদ্যোগে বসিরহাট জেলা কমিটি আজ বেলা ১২টায় এস ডি.ওর দপ্তরে ১০ দফা দাবী আদায়ের জন্য ডেপুটেশন দিল।

সোমবার, মার্চ ০৫, ২০১৮

বাঁকুড়ার হারমাসড়াতে সাহিত্যিক অদ্বৈত রায়ের জন্মদিন পালন

সাধন মন্ডল

বাঁকুড়ার হাড়মাসড়া গ্রামের বিশিষ্ট সাহিত্যিক গল্পকার অদ্বৈত রায় এর ৭৮ তম জন্মদিন পালন করল সাংবাদিক সম্পাদকদের আড্ডা নামে একটি হোয়্যাটস অ্যাপ গ্রুপ।আজ বিকেল তিনটায় কবির বসতবাটীতে অনুষ্ঠানটি হয়।  গ্রুপের পক্ষ থেকে কবিকে সংবর্ধনা দেওয়া হয়।অবসরপ্রাপ্ত শিক্ষক কালাচাঁদ রায়,অবসরপপ্রাপ্ত বিচারপতি গুরুপদ রায়,, অবসরপ্রাপ্ত  শিক্ষক রঞ্জিতচক্রবর্তী,সহ এলাকার প্রায় চল্লিশ জন কবি ও সাংবাদিক বন্ধু।উপস্থিত সকলেই কবির দীর্ঘায়ু কামনা করে কবিতা ও গল্প পাঠ করেন।জন্মদিন  পালন নয় যেন কবিতা পাঠের আসর বসেছিল।

গাড়ীর গতিবেগ কম করতে বলায় মালদা শহরে মারধোর

মানস দাস,মালদা

দ্রুত গতিতে মোটর বাইক চালাতে বারণ করায় বাইক আরোহীদের হাতে আক্রান্ত দুই যুবক। ঘটনাটি ঘটেছে, রবিবার গভীর রাতে মালদা শহরের এন এস রোড এলাকায়। আহতদের ভরতি করা হয়েছে  মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।  আক্রান্তরা অভিযুক্তদের চিনতে না পারলেও অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম অনিরুদ্র ঘোষ(২৮) এবং সুমন বক্সি(১৯)। বাড়ি মালদা শহরের দুই নং গভঃ কলোনী এলাকায়। রাতের শহরে দুস্কৃতিদের হামলায় দুই যুবক আক্রান্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পরেছে পুলিশ। নেতাজিমোর সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় শহর জুরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে মালদা শহরের সুকান্তমোর থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন অনিরুদ্র ও সুমন। এন এস রোডের কাছে পৌছাতেই দ্রুত গতিতে কয়েকটি বাইক পাস কাটিয়ে যায়। বাইক ধীরে চালানোর কথা বলতেই বাইক আরোহীরা বেধরক মারধোর দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেন। তবে কে বা কারা কি কারনে হামলা চালালো তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্তরা অধরা।

নলহাটিতে অনুকূল ঠাকুরের আবির্ভাব তিথি পালনে সুপ্রীম কোর্টের প্রাত্তন বিচারপতি

তথাগত চক্রবর্তী

শুরু হল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩০ তম আবির্ভাব দিবস। বীরভূমের নলহাটি থানার নবহিমাইতপুর গ্রামের আশ্রমে ওই অনুষ্ঠান চলবে সোমবার রাত্রি পর্যন্ত। মুর্শিদাবাদ সীমান্তের নলহাটির নব হিমাইতপুর এক সময় কৃষ্ণপুর গ্রাম নামে পরিচিত ছিল। ঠাকুরের ভক্ত ওই গ্রামের বাসিন্দা বিভাস চন্দ্র অধিকারী অনুকূল ঠাকুরের জন্মভূমি বাংলাদেশের হিমাইতপুর গ্রামের আশ্রমের এক টুকরো ছবি তুলে নিয়ে আসেন কৃষ্ণপুর গ্রামে। কয়েক কোটি টাকা খরচ করে সেখানে গড়ে তোলেন ঠাকুরের বাংলাদেশের আশ্রম। তারপর থেকেই গ্রামের নাম হয়ে যায় নব হিমাইতপুর গ্রাম। সেই গ্রামেই শনিবার থেকে শুরু হয়েছে ঠাকুরের আবির্ভাব উৎসব। শনিবার সকালে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ, অনুকূল চন্দ্রের প্রতিকৃতি সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রায় ছিল পুরুলিয়ার ছৌনাচ, গম্ভীরা, বাউল, কীর্তন সহ ভক্তিগীতি। শোভাযাত্রা সকালে বেরিয়ে মুর্শিদাবাদের পাঁচগ্রাম, কুলি, বীরভূমের তারাপীঠ, রামপুরহাট, নলহাটি শহর ঘুরে সন্ধ্যায় নব হিমাইতপুর গ্রামে পৌঁছয়। সন্ধ্যায় ভক্তিগীতি পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য। রবিবার সকালে ঊষাকীর্তনের মধ্য দিয়ে ঠাকুরের আবির্ভাব তিথি পালিত হয়। মহাযজ্ঞের মধ্য দিয়ে এদিন ঠাকুরের আবির্ভাব তিথি পালন করা হয়। ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধনাপীঠের চেয়ারপার্সন বিভাস চন্দ্র অধিকারী বলেন, “ঠাকুর কখনও জাতি নিয়ে ভেদাভেদ করেননি। তিনি বলে গিয়েছেন ‘ধর্ম কখনও বহু হয় না, ধর্ম এক। ঠাকুরের সেই বাণী দিকে দিকে ছড়িয়ে দিতেই আমাদের এই অনুষ্ঠান। যদি মানুষের মধ্যে কিছুটা তার প্রভাব ফেলতে পারি তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে”। অনুষ্ঠান উপলক্ষে আশ্রম চত্বরে তিনদিন ধরে রয়েছে পঙক্তিভোজের আয়োজন। প্রতিদিন হাজার দশেক মানুষ পাতেপাত পেরে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন কে জি বালাকৃষ্ণান।

কোচবিহার ১ ব্লকে রাস্তা উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

শিখা ধর

সোমবার কোচবিহার ১ নং ব্লকে পাঁচটি রাস্তার কাজের শুভারম্ভ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।অনুদান গুলি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত বলে প্রকাশ।

১৪ মার্চ মঙ্গলকোটে প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির

মোল্লা জসিমউদ্দিন

আগামী ১৪ মার্চ মঙ্গলকোট ব্লক হাসপাতালে এলাকার প্রতিবন্ধীদের নিয়ে সনাক্তকরণ শিবির হচ্ছে।ওইদিনই প্রতিবন্ধীদের শারীরিক শংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএমওএইচ ড: প্রণয় ঘোষ।

রবিবার, মার্চ ০৪, ২০১৮

কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় কবি সাহিত্যিকদের মহাসম্মেলন

পূর্ব বর্ধমানের কোগ্রামে পল্লি ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদরঞ্জন মল্লিকের বসতবাড়িতে মহাসমারোহে পালিত হল ১৩৬ তম জন্মদিন পালন।সকাল থেকেই কবিপ্রণাম, আবৃত্তি,সাহিত্য আলোচনার পাশাপাশি একঝাক ব্যক্তিদের বিভিন্ন গুণীজন স্মরণে সম্মান জ্ঞাপন করা হয়।শনিবার এই সাহিত্য সভায় বিশ্বভারতীর বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড: অমল পাল মহাশয় কে কুমুদ রত্ন,  আঞ্চলিক গবেষক তাপস বন্দ্যোপাধ্যায় কে লোচনদাস রত্ন, পত্রলেখক সুব্রত রায় কে নুরুল হোদা রত্ন, প্রত্নোৎসাহী সেখ কাওসার আলী কে কেশব রত্ন, সাংবাদিক সুদিন মন্ডল কে ভাতার রত্ন, সমাজসেবী অমরচাঁদ কুন্ডু কে কেতুগ্রাম রত্ন, কবি কার্তিক চক্রবর্তী কে মাধবডিহি রত্ন, লিটিল ম্যাগাজিন সম্পাদক বিক্রমজিত মন্ডল কে শান্তিনিকেতন রত্ন, পত্রিকা সম্পাদক সেখ সামসুদ্দিন কে মেমারী রত্ন সম্মান জানানো হয়।এই অনুষ্ঠান মঞ্চে কবির পারিবারিক প্রতিনিধি শুভাশিস মল্লিক, অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন সংবর্ধনা প্রাপকদের একদা মঙ্গলকোট ওসি বর্তমানে বারাসাত জিআরপির ইন্সপেক্টর সঞ্জয় কুন্ডুর কাব্যগ্রন্থ 'আলোকিত ডানা' বই টি তুলে দেওয়া হয়।সেইসাথে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাটির কুমুদ সাহিত্য মেলা কমিটি কে দেওয়া শুভেচ্ছাবার্তা শোনানো হয়।কুমুদ সাহিত্য মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, সভাপতি শ্যামলাল মকদমপুরী জানান - এদিন দুই বর্ধমান এবং বীরভূম জেলা থেকে তিনশোর অধিক সাহিত্য প্রেমী মানুষ আজ যোগ দিয়েছেন এই সাহিত্যসভায়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER