পারিজাত মোল্লা, মঙ্গলকোট
গত বৃহস্পতিবার মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারের নব ভবন উদ্বোধন হয়।এই উদ্বোধনি অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েষ মন্ডল, জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, কাটোয়া মহকুমা আদালতের দুই আইনজীবী মন্ডল আজিজুল ও তপন সাঁতরা প্রমুখ।মঙ্গলকোটের একমাত্র 'শহর লাইব্রেরি' নুতনহাট মিলন পাঠাগারে বেশ কয়েকবছর পূর্বে বিল্ডিং টি বিপদজনক হয়ে উঠে।গত বছরে এই লাইব্রেরির সম্পাদক নুর আনসারী বিষয়টি লিখিতভাবে রাজ্যগ্রন্থাগার দপ্তর কে জানালে, দপ্তর থেকে ২৪ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।আজ সেই অনুদানের অর্থে নব নির্মিত পাঠাগারের উদ্বোধন করতে আসেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং সেইসাথে এলাকার বিধায়ক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব।এদিন তিনি শিক্ষালাভে বইএর অপরিসীম গুরত্ব তুলে জানান - " মঙ্গলকোটের অন্যান্য ( ৮ টির মত) লাইব্রেরী গুলি উন্নয়ন করা হবে।সেইসাথে রাজ্যের লাইব্রেরি গুলির মান উন্নয়নের কাজ কেমন গতিতে চলছে, তার পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। অপরদিকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল বলেন - "মঙ্গলকোট লাগোয়া এলাকায় আমার বাড়ি, তাই মঙ্গলকোটের প্রথিতযশা কবি কুমুদরঞ্জন মল্লিক থেকে বৈষ্ণব কবি লোচনদাসের স্মৃতিভূমিতে আসতে পেরে খুব আনন্দিত। বইপড়ার সবথেকে ভালো জায়গা হচ্ছে লাইব্রেরি।বর্তমানে যেভাবে লাইব্রেরির সামগ্রিক উন্নয়ন ঘটছে,তাতে সিদ্দিকুল্লাহ সাহেবের তারিফ করতেই হয়।"