জাহাঙ্গীর বাদশা
আবার পূর্ব মেদনীপুরের দিঘায় ৩৭ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা (সংকর প্রজাতির) মাছ বিক্রি হল প্রায় সাত লাখ

টাকায়। এবারও এই মাছটি ধরেছেন মান্দারমণির জাকির হোসেন । সপ্তাহ তিনেক আগে এই ধরনের একটি ৪০ কেজির ভোলা বিক্রি করে জাকির পেয়ে ছিলেন ৮ লাখ টাকা । তার পর শনিবার আবার তাঁর জালে পড়ল এমন মাছ । এদিনের এই মাছটির ওজন ৩৭ কেজি হলেও নিয়ম মতো ৩৫ কেজি মাছের দরদাম হয় ।১৯হাজার করে মোট ৬ লক্ষ ৬৫হাজার টাকা দাম মিলেছে এদিনের মাছে । দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নবকুমার পয়ড়্যার আড়তে বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়।
আবার পূর্ব মেদনীপুরের দিঘায় ৩৭ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা (সংকর প্রজাতির) মাছ বিক্রি হল প্রায় সাত লাখ
টাকায়। এবারও এই মাছটি ধরেছেন মান্দারমণির জাকির হোসেন । সপ্তাহ তিনেক আগে এই ধরনের একটি ৪০ কেজির ভোলা বিক্রি করে জাকির পেয়ে ছিলেন ৮ লাখ টাকা । তার পর শনিবার আবার তাঁর জালে পড়ল এমন মাছ । এদিনের এই মাছটির ওজন ৩৭ কেজি হলেও নিয়ম মতো ৩৫ কেজি মাছের দরদাম হয় ।১৯হাজার করে মোট ৬ লক্ষ ৬৫হাজার টাকা দাম মিলেছে এদিনের মাছে । দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নবকুমার পয়ড়্যার আড়তে বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়।
posted from Bloggeroid