শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়া জেলা পুলিশের ধারাবাহিক সচেতনতা শিবির 'জাগরণ 'অনুষ্ঠিত হল ইন্দপুরের ভেদুয়াশোল বালিকা উচ্চ বিদ্যালয়ে ।গত শুক্রবার ইন্দপুর থানার উদ্যোগে এদিনের সচেতনতা শিবিরে প্রায় দেড়শো জন ছাত্রী উপস্থিত ছিল ।ইন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ণ পাল স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন ।বাল্য বিবাহ রোধ ,পথ সচেতনতা ও প্রলোভনে পা না দেওয়ার কথা বলা হয় এদিনের শিবিরে ।উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোনামনী মান্ডি, ইন্দপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক প্রমুখ ।