শুক্রবার, মার্চ ১৬, ২০১৮

কাটোয়ার রেকর্ড জালিয়াতি নিয়ে মুখ্যমন্ত্রীর কোন প্রশাসনিক উত্তর মিলেনি


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তাঁর অফিসিয়াল ইমেলে গত ৩১ ডিসেম্বর এবং ২ জানুয়ারি স্পিড পোস্টে নবান্ন অফিসে নিম্নলিখিত অভিযোগ পাঠানো হয়েছিল।প্রায় আড়াই মাস কেটে গেলেও কোন প্রশাসনিক উত্তর কিংবা তদন্ত হয়নি।এখনও সুবিচারের আশায় অভিযোগকারী। 



প্রাপক

মুখ্যমন্ত্রী 

মাননীয়া

জেলাস্তরের প্রতিটি দপ্তর কে বারবার জানিয়েও কার্যক্ষেত্রে কোন সুরাহা মেলেনি।যেহুতু অভিযুক্ত দপ্তর (ভুমি সংস্কার)  আপনার নিয়ন্ত্রণাধীন,  তাই সুবিচার পেতে আপনার দারস্থ হয়েছি।পৈতৃক সম্পত্তির রেকর্ড জালিয়াতির বিরুদ্ধে আমার প্রয়াত বাবা মোল্লা নুরুল হোদা (বিচারক) গত ০২/০৬/১৫ তারিখে কাটোয়া বিএলআরও, এসডিএলআরও, মহকুমাশাসক পরবর্তী ০৫/০৬/১৫ তারিখে জেলাশাসক,  ডিএলআরও প্রমুখ আধিকারিকদের লিখিতভাবে জানিয়েছেন।অভিযোগের বিষয় ছিল - কাটোয়া ১ নং ভূমি দপ্তরের অধিন শ্রীখণ্ড মৌজার (জে এল নাম্বার ৭, খতিয়ান নাম্বার ২০২৩, দাগ নাম্বার - ৬৬৭, পরিমান ৬০ শতক) পৈতৃক সম্পত্তি কিভাবে বিনা নোটিসে - বিনা শুনানিতে - বিনা দলিলে একতরফা ভাবে রেকর্ডভুক্ত হয় ( মিউটেশন কেস নাম্বার ১৭৭২/১৪) তা নিয়ে? লিখিত অভিযোগ পেয়ে তৎকালীন ডিএলআরও তদন্তের নির্দেশ{মেমো নাম্বার ৯৯১(৩)} দেন। গত ২৭/০৭/১৫ তারিখে কাটোয়া এসডিএলআরও অফিসে উভয়পক্ষদের নিয়ে শুনানি হয়।তদন্ত রিপোর্ট পেয়ে অভিযোগকারী মোল্লা নুরুল হোদা কে ডিএলআরও গত ০৯/০৩/১৬ তারিখে অফিসিয়াল চিঠি ( মেমো নাম্বার ৩৮৭/৪১৬/সি/২০১৫) করে ওই মিউটেশনের বিরুদ্ধে (ইউ/এস ৫৪ অফ, ডাবলু. বি.এল.আর ১৯৫৫) আপিল করতে নির্দেশ দেন।আপিল আবেদন করবার অর্ডার শিট পেতে বারবার হয়রানি করে কাটোয়া ১ নং ভূমি দপ্তর।২৯/০৬/১৬ তারিখে উক্ত অফিসে মোল্লা নুরুল হোদা এবং পরবর্তী ২৮/০৭/১৬ তারিখে তথ্য জানার আইনে আমি অর্থাৎ মোল্লা জসিমউদ্দিন আবেদন করি।বহুকস্টে অর্ডার শিট ( এমএন/২০১৪/০২২৪/৪৭৯৯) তুলে দেখি মিউটেশন করার ক্ষেত্রে কোন দলিল নাম্বার বা তারিখ নেই।সাধারণত রেকর্ড সংশোধন দলিল /ওয়ারিশ /আদালতের রায়ের ভিক্তিতে হয়।কিন্তু এক্ষেত্রে কোন নিয়ম মানা হয়নি।তদাপি বর্ধমান (পূর্ব) ডিএলআরও অফিসে গত ২২/১২/১৬ তারিখে আপিল ( কেস নাম্বার ১৭২/১৬) জমা পড়ে।অদ্ভুতভাবে শুনানির জন্য প্রথম নোটিশ আমরা ডাকযোগে পাইনি।দীর্ঘসময় কেটে যাওয়ায় ডিএলআরও অফিসে দ্বিতীয় নোটিশ পায় ০৩/০৫/১৭ তারিখ হাজির হওয়ার জন্য।অভিযুক্ত খায়রুল মোল্লা শুনানির দুবার হাজিরা এড়িয়ে তৃতীয় শুনানি (৩০/০৮/১৭ তারিখ) তে ভাইপো আজগর মোল্লা কে প্রতিনিধি হিসাবে হাজিরা দেন।চতুর্থ শুনানিতে অর্থাৎ ১৮/১০/১৭ তারিখে ডিএলআরও অর্ডার দেন। তবে অত্যন্ত চতুরভাবে তিনি আদেশনামায় পুনরায় কাটোয়া ১ নং বিএলআরও কে আমাদের অভিযোগের মান্যতা দিয়েও 'ফ্রেস হিয়ারিং' নির্দেশ দেন।এই আপিল কেসে ১০ মাসে ৪ বার শুনানিতে আসেনি অভিযুক্ত।যদিও তৃতীয় শুনানিতে নিজ প্রতিনিধি পাঠিয়েছিলেন।০১/১১/১৭  তারিখে কাটোয়া ১ নং বিএলআরও অফিসে পৈতৃক সম্পত্তির রেকর্ড পুর্বের নামে (দাদু) করবার জন্য অর্ডার শিট দিয়ে ওয়ারিশ হিসাবে আবেদন জানাই।এই আবেদনের (কেস নাম্বার ১০১৫, কাটোয়া) ২৭/১২/১৭ তারিখে প্রথম শুনানি হয়।সেখানে কাটোয়া বিএলআরও সাহেব কে অবগত করি যে - উক্ত মিউটেশন এর বিরুদ্ধে ডিএলআরও অর্ডার শিট কে মান্যতা দেওয়া হোক।কিন্তু ওই আধিকারিক অত্যন্ত রুঢ হয়ে আমাকে বলেন - ডিএলআরও সাহেবের অর্ডার শিটের শেষে 'ফ্রেস হিয়ারিং' এর কথা।এই কেসের লিখিত বয়ান নিতেও অস্বীকার করেন ওই আধিকারিক। পরে বিষয়টি এসডিএলআরও সাহেব কে জানালে রিসিভ সেকশন থেকে প্রাপ্তিস্বীকার করা হয়।

মাননীয়া মুখ্যমন্ত্রী,  প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্রে দীর্ঘ পনেরো বছর গ্রামীন বর্ধমানে সাংবাদিকতা করার সুত্রে জানতে পেরেছি, শুধু আমাদের ক্ষেত্রে নয় ২০১৩ থেকে ২০১৫ এই দুবছরে কুড়ির বেশি মিউটেশন হয়েছে জালিয়াতির ভিক্তিতে।এরমধ্যে সিংহভাগ জালিয়াতি প্রমাণ হয়ে আবেদনকারীদের রেকর্ড পুনরায় পুর্বে ফিরে গেছে।এক্ষেত্রে কাটোয়া ১ নং বিএলআরও অফিস কে কেন্দ্র করে রেকর্ড জালিয়াতির 'সিন্ডিকেট' রয়েছে।যাদের নেটওয়ার্ক সাব রেজেস্ট্রি অফিস, ডাকঘর, থানা, ডেপুটি ম্যাজিস্ট্রেট অফিসের একাংশের পাশাপাশি খাজুরডিহি (কাটোয়া শহর সংলগ্ন) তে সশস্ত্র বাহিনী রয়েছে। অতীতে সিপিএমের চ্যাটার্জী বাবু এইসব নিয়ন্ত্রণ করতেন।বর্তমানে আরেক চ্যাটার্জী বাবু চালাচ্ছেন বলে শোনা যায়।আমাদের এই সম্পত্তি টি শ্রীখণ্ড এনটিপিসির সামনেই।তাই জমি সিন্ডিকেটের কুনজর রয়েছে।ইতিমধ্যে আমাদের ভাগচাষীদের বাড়ীতে বেশ কয়েকবার হানা দিয়েছে ওই চক্রের দলবল। পুলিশ কে জানাতেও প্রাণহানির আশংকা করছেন ভাগচাষীরা।গত ২৭/১২/১৭ তারিখে কাটোয়া বিএলআরও অফিসে এইরুপ মস্তানদের দেখি।বিএলআরও সাহেব এই মিউটেশন কেসের নথিভুক্ত দলিলের নাম্বার আমায় জানাননি।তাই আশংকা 'ব্যাক ডেট' দিয়ে কোন দলিল নথিভুক্ত করতে পারেন।সেক্ষেত্রে সাইবার সেল দ্বারা দলিল নথিভুক্তের সময় জানতে ফরেন্সিক তদন্তর দাবি রাখি।সর্বোপরি পূর্ব বর্ধমান ডিএলআরও ১০ মাসে ৪ বার শুনানি করেও কেন কাটোয়া ১ নং বিএলআরও কে অর্ডার শিটে 'ফ্রেস হিয়ারিং' করতে বললেন, তাও খতিয়ে দেখা উচিত।কাটোয়ার রেকর্ড জালিয়াতি করা সিন্ডিকেটটির ডিএলআরও অফিসে 'হট লাইন' আছে বলে জনশ্রুতি। ঠিক এইরকম পেক্ষাপটে পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার (যদিও এই জমির ৩৫+ বছর আমাদের দখলস্বত্ব রয়েছে)  করতে নানান সমস্যা, হয়রানী, প্রাণনাশের হুমকি পাচ্ছি।আপনির প্রতি আস্থা রেখে উচ্চপর্যায়ের তদন্ত দাবি রাখছি।

ধন্যবাদান্তে

মোল্লা জসিমউদ্দিন

গ্রাম পদিমপুর

ডাক নূতনহাট

থানা মঙ্গলকোট

জেলা পূর্ব বর্ধমান






ময়নাগুড়িতে মাছ ধরতে গিয়ে জালে উঠল কচ্ছপ


সোমনাথ চক্রবর্তী ময়নাগুড়ি

শুক্রবার সকালে মাছ ধরতে জাল নিয়ে আনন্দ নগর পাড়ার বাসিন্দা সুকুমার হালদার  রওনা দেন ময়নাগুরির আনন্দনগর পাড়ারই কলা খাওয়া নদীতে।মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন কিন্তু জালে মাছ লেগেছে ভেবে উঠিয়ে চক্ষুচড়কগাছ হয় উঠে সুকুমার বাবুর,এ কি এ তো মাছ নয় এ তো কচ্ছপ।এরপর সুকুমার হালদার বনকর্মী দের খবর দেন এবং বনকর্মীদের হাতে কচ্ছপ টিকে তুলে দেন।কচ্ছপ টিকে দেখতে প্রচুর লোকজন সুকুমার বাবুর বাড়ি ভীড় জমান।

মুক্তচিন্তা ভবনে কবিতা বিষয়ক কর্মশালা

মেখলিগঞ্জ

কবিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়িতে।স্থানীয় মুক্তচিন্তা ভবনে এই কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা মুক্তচিন্তার কর্নধার শচিমোহন বর্মন।জানা গেছে এদিনের কর্মশালায় উত্তরবঙ্গের বিভিন্ন  সাহিত্যপ্রেমী মানুষ অংশ নেয়।কবিতা বিষয়ক আলোচনার পাশাপাশি এনিয়ে প্রশিক্ষনের ব্যবস্থাও ছিল।

আসানসোলে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা

মোহন সিং

সিএলডবলু এর সান্টিং ডিপার্টমেন্টে বৃহস্পতিবার কর্মরত ছিলেন ধানবাদ নিবাসী প্রবাল কান্তি ঘোষ(৩৬)৷রাত্রি ১১:৩০নাগাদ হঠাৎই কারখানায় লোডশেংডি হয়ে গেলে কর্মরত অবস্থায় দুটি বাফারের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন প্রবাল বাবু৷সহকর্মীরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি এম্বুলেন্সে খবর দিলেও,এম্বুলেন্স আসতে দেরি করে৷পরে প্রবাল বাবুকে চীত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে,তাকে মৃত বলে ঘোষনা করা হয়৷শেষে ময়না তদন্তের জন্যে দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়৷প্রবাল বাবু ধানবাদের বাড়িতে মা-বাবা ও পরিবারের সাথে থাকতেন,তার দুই মেয়ে আছে বলে জানা গেছে৷

ছুরিকাহত যুবক, চাঞ্চল্য কোচবিহারে

শিখা ধর

শুক্রবার সকালে কোচবিহার সদর এলাকায় তপন কর্মকার নামে এক যুবক কে ছুড়ি মারে তারই বন্ধু পরিতোষ বর্মণ। এমজেএন হাসপাতালে চিকিৎসা চলছে।

শীতলা মা পুজো দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

মোল্লা জসিমউদ্দিন

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে 'শীতলা মা' পূজো চলছে।এদিন পুজো দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।  পুজো ঘিরে পূর্ব বর্ধমান, নদীয়া জেলার অনেক ভক্তদল আসেন এখানে।

বৃহস্পতিবার, মার্চ ১৫, ২০১৮

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি ওয়েবকুপার

মানস দাস, মালদা

খুব শিগগিরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির  শিক্ষকদের বর্ধিত বেতন নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । ইতিমধ্যেই এই সংক্রান্ত খসড়া তৈরির কাজে কমিশন হাত দিয়েছে বলে খবর। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের বর্ধিত বেতনের পুরোটাই আগামীতে বহন করতে হবে রাজ্যকে। এমনকি শিক্ষকদের বেতন মেটাতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নিজে থেকেই 30 শতাংশ ফান্ড তৈরি রাখতে হবে। এমনই বেশকিছু সম্ভাব্য নির্দেশিকা পুনর্বিবেচনার দাবি নিয়ে বুধবার দিল্লিতে ইউ জি সি চেয়ারম্যান বি ডি সিং-এর সঙ্গে দেখা করলেন দুই সদস্যের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন  রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সভাপতি কৃষ্ণকলি বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজয় ঘোষ। বুধবার দুপুরে প্রায় আধঘন্টা ধরে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান । উপস্থিত ছিলেন কমিশনের জয়েন্ট সেক্রেটারি অর্চনা ঠাকুরও। বৈঠকের পর কৃষ্ণকলি বসু জানান, "কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বর্ধিত বেতন নিয়ে যে নয়া নির্দেশিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আনতে চলেছে তাতে শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণ ও বানিজ্যিকিকরণে রূপান্তরিত করার প্রয়াস লক্ষ্যণীয় । এতদিন পে রিভিশনের পর শিক্ষকদের  বর্ধিত বেতনের আশি শতাংশ কেন্দ্র ও কুড়ি শতাংশ রাজ্য প্রথম চার বছরের জন্য বহন করত। বাকি প্রায় ছ'বছর বর্ধিত বেতনের পুরোটাই রাজ্য সরকারকে বহন করতে হত। কিন্তু নতুন নির্দেশিকা জারি হলে পে রিভিশনের পর বর্ধিত বেতনের মাত্র 50 শতাংশ প্রথম চার বছর বহন করবে কেন্দ্র। অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের ওপর বাড়তি বোঝা চাপতে পারে । আমরা এমনই নানা বিষয়ে কথা বলেছি। ওরা গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনেছেন ।" একইসঙ্গে তিনি জানান, নতুন নির্দেশিকা য় রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে শিক্ষকদের বেতন বাবদ তিরিশ শতাংশ ফান্ড তৈরি রাখার কথা বলা হয়েছে । অর্থাৎ এক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে বলে অভিযোগ করেন কৃষ্ণকলি বসু। এমনকি যে সব কলেজে পড়ুয়া কম তাদের পক্ষে এই অর্থ যোগার করা কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি । ওয়েবকুপার সভাপতি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা সেলের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে । তার অনুমতি সাপেক্ষেই দিল্লিতে আসা বলে জানান তিনি। এদিকে কলেজ  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইউ জি সি-এর নতুন নিয়মের সমালোচনা করে কৃষ্ণকলি বসু বলেন," প্রমোশনের নামে প্রহসন চালাচ্ছে ইউ জি সি। পদোন্নতির আবেদন করা এখন রীতিমতো ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের কাছে।" ইউ জি সি সূত্রে খবর, ইতিমধ্যেই দিল্লি ও  অন্যান্য রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক সংগঠন কমিশনের কাছে একই দাবি রেখেছে। এখন দেখার কমিশন কী সিদ্ধান্ত নেয়।

আসানসোল খনি শ্রমিক ইউনিয়ন মাইক বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিপাকে ফেললো

মোহন সিং

রেলের অনুষ্ঠানের পাশপাশি খনি শ্রমিক ইউনিয়র গুলির সমন্বয় কমিটি বা জয়েন্ট অ্যাকশন কমিটির সভাতেও মাইক বাজিয়ে সভা করা হল। আগামী ১৬ মার্চ কয়লা খনি বন্ধের ডাক দেওয়া হয়েছে। তারই প্রচার সভা ছিল ইসিএলের শ্রীপুর এরিয়া অফিসের সামনে। অভিযোগ প্রাক্তন রাজ্যসভার সাংসদ আর সি সিংয়ের উপস্থিতিতে মাইক বাজিয়েই সভা করা হয়।

আসানসোললের ৪৩ নং ওয়ার্ডে বিজেপির মিছিল

মোহন সিং

রাজ্যজুড়ে মহিলাদের প্রতি অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে আসানসোল পুরসভার ৪৩নং ওয়ার্ডে বিজেপির মহিলা মোর্চা ও স্থানিয় নেতৃত্ব মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে সামিল হয়৷বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানিয়েছেন—যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে,তাই তাদের এই মৌন মিছিলের আয়োজন৷মূলত কুশমণ্ডি ও গতকাল জামুড়িয়াতে যে ভাবে আদিবাসী রমনীরা গণ ধর্ষণের শিকার হচ্ছেন,এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্ত্বা দিতে ব্যর্থ হচ্ছে সরকার তারই প্রতিবাদে তাদের এই মৌন মিছিল৷এদিনের মিছিলে অংশগ্রহন করেন এস এন লাম্বা,বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে শঙ্কর চৌধুরী, জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই,আশা শর্মা সহ আরো অনেকে৷তাদের দাবি অবিলম্বে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে কঠোরতম শাস্তি দিতে হবে৷

পেটের যন্ত্রণা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল সে

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বুধবার  ছিলো মাধ্যমিকের ভুগোলের পরীক্ষা ।পরীক্ষা দিতে এসে পেটের যন্ত্রণা তে পরীক্ষা দিতে না পারায় তাকে মথুরাপুর হাসপাতালে ভরতি করা হয়।সে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের ছাত্রী।তার সিট পড়েছিল মিরজাপুর স্কুলে।পরে অবশ্য ঐ ছাত্রী পাপিয়া হালদার হাসপাতালে শুয়েই পরীক্ষা দেয়।পরীক্ষা ভালো হয়েছে বলে সে জানায়।পাপিয়ার এই খবর শুনে হাসপাতালে চলে আসেন প্রধান শিক্ষক চন্দন মাইতি।

শিয়ালদহ দ: শাখায় ট্রেনের বলি মহিলা

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বুধবার  সকালে শিয়ালদহ দঃ শাখার দঃ বারাসত স্টেশনের আপ লাইনের পাশে এক মহিলার ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে এলাকায় উওেজনা ছড়ায়।মৃত মহিলার নাম আরতী হালদার(৫৩)।বাড়ি জয়নগর থানার রায়নগর গ্রামে।সে সকালে বাড়ি থেকে বার হয়েছিল।পরে তার মারা যাবার খবর পায় বাড়ির লোক।বারুইপুর জি আর পি থেকে মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়।কি কারনে এই মৃত্যু তার তদন্তে পুলিশ। এলাকায় চাপা উওেজনা রয়েছে।

বুধবার, মার্চ ১৪, ২০১৮

মালদায় অনশনকারী চাকরি প্রার্থীদের আন্দ্রোলন থামলো মুকুল রায়ের আশ্বাসে

মানস দাস,মালদা

মুখ্যমন্ত্রীর অনড় মনোভাব,শিক্ষামন্ত্রী কে ? তিনি একজন ইনস্ট্রুমেন্ট মাত্র।মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখনই বলে তাহলেই এদের চাকুরী হয়ে যাবে"। মালদার প্রাইমারি শিক্ষক চাকুরী প্রার্থীদের অনশন মঞ্চ থেকে রাজ্য বিজেপি নেতা মুকুল রায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে।অনশনের ২৫ দিনে মুকুল রায়ের আশ্বাসে চাকুরী প্রার্থীরা অনশন প্রত্যাহার করেন।

বুধবার সকাল নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ২০০৯-১০ সালে TET উত্তীর্ণ প্রাথমিক চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে উপস্থিত হন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়। অনশনকারীদের মুকুল রায় বলেন, “দু’ভাবে আন্দোলন করতে হবে। একটি আইনিভাবে ও দ্বিতীয়টি রাজনৈতিকভাবে। দু’ধরনের আন্দোলনেই BJP চাকরিপ্রার্থীদের পাশে থাকবে।” চাকরিপ্রার্থীরা এই আন্দোলনকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাইলে পাশে থাকবেন বলে জানান তিনি।

এদিন মুকুল রায় অনশন মঞ্চ থেকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে।তিনি বলেন,"অনসনকারী ছেলেমেয়েরা আমাদের অনুরোধকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আজ তারা অনশন প্রত্যাহার করেছে।আমি মুকুল রায় কথা দিচ্ছি এদের শেষ পৰ্যন্ত ভারতীয় জনতা পার্টি বা আমি মুকুল রায় এদের ছেড়ে যাবো না।লড়াই যেখানে নিয়ে যেতে হয় যাবো।শিক্ষামন্ত্রী কি করে মালদা ও হাওড়া জেলার ভেকেনসি বিক্রি করে দিচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।আমি শুধু এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই,এই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে আজ জেল খাটছে।অতএব চিরদিন ক্ষমতায় কেউ থাকবে না।এই চাকুরী প্রার্থীরা নিশ্চিত আইনত দিক থেকে সফলতা পাবে।এই অনসনকারী চাকুরী প্রার্থীদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা আমরা করবো।

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে মানিকচক তৃনমূল

মানস দাস,মালদা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিল মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।ব্লক TMCP কর্মীদের সাথে ব্লক সভাপতি রেজাউল আলী বুধবার মানিকচকের ইনায়েতপুর ইএ উচ্চ বিদ্যালয়ে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে চকলেট ও কলম তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা বার্তাও দেন তিনি।এই প্রসঙ্গে মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ রেজাউল আলী জানান,"আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিবির করছে জেলা তৃণমুল ছাত্র পরিষদ।সাবিত্রী মিত্রের নেতৃত্বে এদিন এই স্কুলে পেন ও চকলেট দেওয়া হয় পরীক্ষার্থীদের মধ্যে।আমরা চাই সকল ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করুক।আমাদের প্রত্যেকদিন একটি করে বিদ্যালয়ে আমাদের শিবির চলছে তারই অঙ্গ হিসেবে আজ ইনায়েতপুর ইএ উচ্চ বিদ্যালয়ে আমাদের এই শিবির।

মনের জোরে পরীক্ষা দিল মালদার পাপাই মন্ডল

মানস দাস,মালদা

পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীকে বিশেষভাবে পরীক্ষার ব্যবস্থা করলো বিদ্যালয়।পায়ে গুরুতর আঘাত থাকা সত্তেও মনের জোরে পরে দিলো দুর্ঘটনায় আক্রান্ত ছাত্র।বিদ্যালয় ও প্রশাসনের এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থীর পরিবার।জানাগেছে,আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পাপাই মন্ডল।হতদরিদ্র পরিবারের পড়াশোনায় মেধাবী পাপাই।মালদার মানিকচক ব্লকের ধনরাজ গ্রামের বাসিন্দা।মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র।পরীক্ষার কেন্দ্র কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ে।আক্রান্ত ছাত্রের মা কল্পনা মন্ডল জানান,মঙ্গলবার পরীক্ষাকেন্দ্র থেকে ভুটভুটি ভ্যানে করে ছেলেকে নিয়ে বাড়ী ফিরছিলাম।সেই সময় পথে ওপর এক ভুটভূটি ভ্যান ধাক্কা মারে।আঘাত লাগে ছেলের পায়ে।স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত আহত অবস্থায় মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছেলেকে।পায়ে মোচক থাকায় চিকিৎসার পর রাতে ছেড়ে দেওয়া হয়।ছেলে ভবিষ্যতের কোটগা ভেবে পরীক্ষা দিবে বলে জানায়।তাই আজ পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসি'।
মাধ্যমিক পরীক্ষার্থীর এমন অবস্থার কথা জানতে পেরে পাশে দাঁড়ান সেন্টার ইনচার্জ সুনন্দ মজুমদার।পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেন বিদ্যালয় কর্তিপক্ষ।নির্ধারিত সময়ের বিদ্যালয়ের শিক্ষক রুমে শুরু হয় পাপায়ের পরীক্ষা।সেন্টার ইনচার্জ সুনন্দ মজুমদার জানান,  মথুরাপুর বিএসএস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী কালিন্দ্রি থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় তার ভুটভূটিতে দুর্ঘটনার স্বীকার হন। তার বাম পায়ে গুরুতরভাবে আহত হয়েছে।সে হাঁটাচলা করতে পারছেনা,এইকথা জানা মাত্রই সেজেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

ইটিভি নিউজ বাংলা হল 'নিউজ 18 বাংলা'

নাম বদলে গেল ইটিভি নিউজ বাংলার। নতুন নাম হল নিউজ 18 বাংলা। নতুন রূপে নতুন সাজে নিউজের সমস্ত আপডেট নিয়ে দর্শকদের সামনে হাজির নিউজ 18 বাংলা। আরও ঝকঝকে। আরও আকর্ষণীয়। নাম বদলালেও আগের স্বাদ, খবর পরিবেশনে মুন্সিয়ানা বজায় থাকছে পুরোটাই। থাকছে আমার বাংলা, কলকাতা কলকাতা সব আগের মতোই। এই চ্যানেল যুক্ত হল দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্কের সঙ্গে। নতুন চ্যানেলকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা।  জেলার খবর,রাজ্যের খবর, দেশের সব প্রান্তের গুরুত্বপূর্ণ সব খবর দর্শকদের সামনে সবার আগে তুলে ধরতে বদ্ধপরিকর নিউজ 18 বাংলা।

উপনয়ন অনুষ্ঠানে খেয়ে আশি জন অসুস্থ ছাতনায়

শুভেন্দু তন্তুবায়

উপনয়ন অনুষ্ঠানে খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন প্রায় আশি জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনার লায়েকডিহি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ছাতনার লায়েকডিহি গ্রামের একটি বাড়িতে  উপনয়নের অনুষ্ঠান ছিল। গ্রামের অধিকাংশ মানুষই সেখানে নিমন্ত্রিত হিসেবে দুপুরের খাবার খান। তার পর এদিন সন্ধ্যা থেকে বেশীরভাগ মানুষই বমি করতে থাকেন। তড়িঘড়ি তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে  ভর্তি করা হয়। বেশীরভাগ অসুস্থকে রাতেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া হয়। শেষ খবরে জানা যায়  কয়েকজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসার কাজ চলছে।ঐ উপনয়নের অনুষ্ঠানে ভোজ খেয়ে অসুস্থ ঝন্টু লায়েক  জানান  - আমরা দুপুরে ঐ অনুষ্ঠানে খাওয়ার পর থেকেই সন্ধ্যা নাগাদ একে একে সবাই অসুস্থ হয়ে পড়তে শুরু করি। বমি হতে থাকে। আমাদের ধারণা পরিবেশন করা  কোনো  এক খাবারে বিষক্রিয়া ঘটে যাওয়াই এই গণ অসুস্থতা। এই গণ অসুস্থতা বিষয়ে জানতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সি.এম.ও.এইচ কে টেলিফোন করা হলে তিনি জানান - পরিস্থিতি নিয়ন্ত্রণে। অধিকাংশ রোগীকেই ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ভয়ের কনো কারণ নেই  বলেও তিনি জানান।

মঙ্গলবার, মার্চ ১৩, ২০১৮

গাইঘাটা মিলন মন্দিরে স্বাস্থ্য শিবির

সৈয়দ রেজওয়ানুল হাবিব

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া গাইঘাটা ডি.পিসির উদ্যোগে বাগনা গাইঘাটা মিলন মন্দিরে ১৩ ই মার্চ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরন করা হলো৷স্থানীয়রা দলে দলে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ সংগ্রহ করেন।সাথে সাথে জে.আই,সির এই উদ্যোগ কে সাধুবাদ জানান।

ও জীবনযুদ্ধে লড়ছে

সুরজ প্রসাদ

বর্ধমান শহরের রথতলা এলাকার বাসিন্দা রাজদেব। সে রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন থেকে এবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সেন্টার পড়েছে কৃষ্ণপুর হাইস্কুলে। রাজদেবকে পরীক্ষা দিতে নিয়ে আসা তার দাদু গোবিন্দচন্দ্র ধর জানান, রাজদেব ৭৫ % প্রতিবন্ধী। তার ডান হাত অসার, আঙ্গুল গুলি বাঁকা। শরীরের ডানদিক দিয়ে সে বলতে গেলে কিছুই করতে পারেনা। শুধু তাই নয় ছোটবেলাতেই সে হারিয়েছে মা কে। তাও মনের জোরকে সঙ্গী করে সে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আজ সবার মতই সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। লেখার ক্ষমতা নেই তাই এলাকার নবম শ্রেণীর ছাত্র সায়ন দাসকে রাইটার হিসাবে নিয়েই পরীক্ষা দিচ্ছে সে। পরীক্ষায় সফল হয়ে শিক্ষকতা করার লক্ষ্য তার।

ডাকাত সন্দেহে বর্ধমান থানার হাতে পাকরাও ৭

সুরজ প্রসাদ

ডাকাতির উদ্দেশ্যে জড়ো  হওয়া সাত দুস্কৃতিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৬.৫ এমএম পিস্তল, তিনটি ওয়ানসার্টার, ১৩ টি কার্তুজ, ৮ টি মোবাইল,নগদ পাঁচ হাজার টাকা এবং ২৫ কেজি গাঁজা।  বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পাশে গোদায় একটি  ঘরে ধৃত সাত জনে জড়ো হয়েছিল। পুলিশ  গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে গোদার ওই বাড়িটি ঘিরে ফেলে এবং সাত দুস্কৃতিকে ধরে ফেলে। গত তিন চার মাসে বর্ধমানের নেড়োদীঘি,পালিতপুর এবং বর্ধমানের শহরের  গোলাপবাগমোড় ও পাড়াপুকুর এলাকায় ছিনতাই হয়।ধৃত সাতজনই এই ছিনতাইয়ের সঙ্গে যুক্ত।

সোমবার, মার্চ ১২, ২০১৮

স্বরুপনগরে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃনমূল

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ নির্ধারিত সময় অনুযায়ী আজ ১২ই মার্চ ২০১৮ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো।পরীক্ষা শুরু হওয়ার পর অভিভাবক এবং সাথিদের অপেক্ষার জন্য তৃনমুল কংগ্রেস দলীয়ভাবে জল ছত্রের ব্যবস্থা করে। এখানে ছাত্রছাত্রীদের জন্য জলও বাতাসার ব্যবস্থাও রাখা হয়েছে। সাথে সাথে ছাত্রছাত্রীরা যাহাতে পরীক্ষার পর নিবিঘ্নে বাড়ীতে পৌছাতে পারে তার জন্য- পরিবহন মালিক সমিতিও সাদার্থক ভূমিকা গ্রহন করেছে৷

স্বরুপনগরে মাধ্যমিক শান্তিতে

সৈয়দ রেজওয়ানুল হাবিব : সারা রাজ্যের সাথে সংগতি রেখে স্বরুপনগর ব্লকেও মাধ্যামিক পরীক্ষা নিধারিত সময়ে শুরু হল।ব্লকে ৩টি ভেনুর মধ্য-দিয়ে এবার ছাত্রছাত্রী মিলে ২১৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষার অংশগ্রহন করে৷যদিওএবার ছাত্রের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশী।

মেখলিগঞ্জে মাধ্যমিক নির্বিঘ্নতে কাটল

মেখলিগঞ্জ

মাধ্যমিকের প্রথম দিনের  পরীক্ষার নির্বিঘ্নে সম্পন্ন হল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে।জানাগেছে,এই ব্লক থেকে এবার মোট ৩৪১৪ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছে।তার মধ্যে ১৪৪৫ জন ছাত্র এবং ১৯৬৯ জন ছাত্রী রয়েছে।সহকারী(মাধ্যমিক)বিদ্যালয় পরিদর্শক অনিমেষ দেবনাথ জানান,এদিন কোনোরুপ অপ্রীতিকর ঘটনার খবর নেই।সবচাইতে বেশি পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৩ জন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER