মানস দাস, মালদা
ধান কেটে বাড়ি ফেরার পথে লরি উল্টে মৃত দুই শ্রমিক, আহত আট। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার রায়পুর এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে। আহতদের

চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায় ,মৃতদের নাম, প্রসেনজিৎ ঘোষ(২৫) এবং মঙ্গলু ঘোষ(৪২) তাদের বাড়ি মোথাবাড়ি এলাকায়।পরিজনেরা জানিয়েছেন, গত কয়েকদিন আগে মোথাবাড়ি এলাকার ১০ জন শ্রমিক হবিবপুর এলাকায় যায় ধান কাটার কাজে। কাজ শেষ করে ধানের বস্তা বোঝাই করা লরিতে চেপে বাড়ি ফিরছিলেন তারা। অভিযোগ, পুরাতন মালদার রায়পুরের কাছে আসতেই লরির সামনের চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ধানের বস্তার তলায় চাপা পরে যায় শ্রমিকরা। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় প্রসেনজিৎ ঘোষের। কোলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মঙ্গলু ঘোষের। তবে কি কারনে দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। তারা ঘাতক লরিটিকে আটক করেছে।
posted from Bloggeroid