মানস দাস, মালদা
খড়তুতো ভাইদের সাথে জমি নিয়ে বিবাদ চলছিলই। তার উপর জমি থেকে গাছ কাটার ঘটনা।এর জেরেই একই পরিবারের এক মহিলা সহ ৪ সদস্যকে কোপানোর অভিযোগ উঠেছে ১০ জনের বিরুদ্ধে। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামে। ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম, শম্ভু মন্ডল(৩৫), সবিতা মন্ডল(৩০), শুধন মন্ডল এবং শঙ্কর মন্ডল(৩২)। বাড়ি সুখদেবপুর গ্রামে। নয়ন মন্ডল, সূর্য মন্ডল, পিযুষ মন্ডল, চঞ্চল মন্ডল সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বৈষ্ণবনগর থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, শম্ভু মন্ডল এবং সূর্য মন্ডলরা খুড়তুতো ভাই। তাদের শরিক জমিতে রয়েছে ৫টি পিঠালু গাছ। সেই গাছগুলি কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। সেই থেকে হামলার ঘটনা। শুক্রবার বিকালে ধারালো অস্ত্রের কোপে জখম হন ৪জন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে গভীর রাতে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চলছে তাদের চিকিৎসা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।