শনিবার, ডিসেম্বর ১৬, ২০১৭

থ্রোবল প্রতিযোগিতা বর্ধমান শহরে



সুরজ প্রসাদ

বর্ধমানের রথতলায় শুরু হল দুদিন ব্যাপি ৪০তম 'থ্রোবল' প্রতিযোগীতা। এই খেলায় অংশগ্রহন করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৮টি দল। থ্রো - ভূদেব মুখ্যার্জী বলেন, এই খেলা এত জনপ্রিয়তা

এখন পায়নি। তাই বিভিন্ন জায়গায় প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। এই খেলার উদ্বোধনে হাজির ছিলেন পূর্ব বর্ধমানের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিনের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আয়োজক খোকন দাস সহ অন্যান্যরা।

posted from Bloggeroid

পেনশন ভুক্ত সংগঠনের রাজ্য সম্মেলন বর্ধমান শহরে

সুরজ প্রসাদ

সারা বাংলা গভঃ পেনসনার্স আসোসিয়েশন ২ দিনের রাজ্য সম্মেলন

শুরু হল শনিবার। বর্ধমান শহরের একটি লজে এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী ও বিশ্বনাথ চৌধুরী সহ সংগঠনের নেতৃত্বরা। ষষ্ঠ পে-কমিশন লাগু করা,বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান সহ ৮দফা দাবি নিয়ে এই সম্মেলন হয়।

posted from Bloggeroid

রাহুল গান্ধী সভাপতি হওয়ায় মিস্টি বিলি বর্ধমান শহরে


সুরজ প্রসাদ


রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় খুশির হাওয়া বর্ধমান শহরে। শনিবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে কার্জনগেট চত্বরে একটি সভা করা হয়। রাহুল গান্ধীকে অভিনন্দন জানাতেই এই সভা বলে জানান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও ব্লক নেতা নাজির হোসেন। অনুষ্ঠানে বাজি ফাটানো ও মিষ্টি বিতরণ

করা হয়।

posted from Bloggeroid

পূর্ব বর্ধমানে জেলাপুলিশের ৫০ তম বার্ষিক ক্রীড়া


সুরজ প্রসাদ

শনিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। পুলিশ ক্রীড়ার সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল। শনিবার ৪৩টি

ইভেন্টে প্রায় ২০০ পুলিশকর্মী অংশ নেয়। রবিবার এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।

posted from Bloggeroid

মুকুল রায় কে নির্বাচনী চ্যালেঞ্জ অভিষেকের


জাহাঙ্গীর বাদশা


শনিবার পশ্চিম মেদনীপুরের সবং এর মাটি থেকে মুকুল রায় কে ফের নির্বাচনে লড়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ করলেন অভিষেক ব্যানার্জি। আজ সবং এর

চাঁদকুড়ি মাঠে নির্বাচনী প্রচারে এসে এই চ্যালেঞ্জ করে যান তিনি।পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২১ শে ডিসেম্বর। আর এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী মানস ভুইঞার স্ত্রী গীতা রানী ভুইঞা। আর এই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আজ সবং এ হাজির হন অভিষেক ব্যানার্জী ও পার্থ চ্যাটার্জি। চাঁদকুড়ি হাইস্কুল মাঠে প্রচার সভায় যোগ দেন তারা।

posted from Bloggeroid

দিঘায় মাছ বিক্রি করে ফের লাখপতি জেলে

জাহাঙ্গীর বাদশা



আবার পূর্ব মেদনীপুরের দিঘায় ৩৭ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা (সংকর প্রজাতির) মাছ বিক্রি হল প্রায় সাত লাখ

টাকায়। এবারও এই মাছটি ধরেছেন মান্দারমণির জাকির হোসেন । সপ্তাহ তিনেক আগে এই ধরনের একটি ৪০ কেজির ভোলা বিক্রি করে জাকির পেয়ে ছিলেন ৮ লাখ টাকা । তার পর শনিবার আবার তাঁর জালে পড়ল এমন মাছ । এদিনের এই মাছটির ওজন ৩৭ কেজি হলেও নিয়ম মতো ৩৫ কেজি মাছের দরদাম হয় ।১৯হাজার করে মোট ৬ লক্ষ ৬৫হাজার টাকা দাম মিলেছে এদিনের মাছে । দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নবকুমার পয়ড়্যার আড়তে বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়।

posted from Bloggeroid

বৌভাত সেরে ফেরার পথে মালদায় পথের বলি ১

মানস দাস, মালদা


বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে কন্যাযাত্রী বোঝাই বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ লরির সাথে।ঘটনাস্থলেই মৃত্যু চালকের।ঘটনায় আহত আট যাত্রী।তাদের মধ্যে কন্যার বাবা সহ চার জনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা সকলেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।শুক্রবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে, মালদার গাজোল থানার ৩৪ নং জাতীয় সড়কের ওপর আট মাইল এলাকায়।দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম, বিনোদ কামতি(৪২)।কন্যাযাত্রী বোঝায় গাড়ির চালক ছিলেন তিনি।তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকায়। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে কন্যার বাবা গোপাল মজুমদার(৪৫),সহ বাপি মজুমদার(২৫),অরুণ মজুমদার(৬৩),প্রদিপ মজুমদার(৩৫) নামক কন্যাযাত্রী। মোট আটজন ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকি এলাকার বাসিন্দা।আহতদের আত্মীয়রা জানান, গত বৃহস্পতিবার গোপাল মজুমদারের মেয়ের বিয়ে হয় হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়।সেই বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে কোণে পক্ষ শুক্রবার রাতে চারটি বলেরো গাড়িতে মোট ৩২ জন কন্যাযাত্রী আসেন।বৌভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন।সেইসময় রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ আটমাইল এলাকায় একটি লরির সামনে ধাক্কা মারে বলেরো গাড়িটি।গাড়িতে চালক সহ নয় জন ছিলেন।ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি-চালকের। এরপর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে চিকিৎসকেরা আশঙ্কাজনক চারজনকে কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।ঘটনায় বিবাহের আনন্দ থেকে শোকাহত পরিবার।এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

posted from Bloggeroid

মালদায় উদ্ধার দশ নাবালিকা, ধৃত চার পাচারকারী

মানস দাস, মালদা



ছকটা ছিলো ভিনরাজ্যে পাচারের।তবে পুলিশের তৎপরতায় ভেস্তে গেলো সব।ট্রেনে করে ভিনরাজ্যে পাচারের ঠিক আগেই উদ্ধার দশ নাবালিকা।স্টেশনে যাওয়ার পথে নাবালিকাদের উদ্ধার করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।ঘটনায় পাচারকারী সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে , উদ্ধার হওয়া দশজন নাবালিকার বাড়ি বিহারের কিষানগঞ্জ এলাকায়।সকল নাবালিকার বয়স ৯-১২ মধ্যে।শনিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের সুকান্তমোর এলাকা দিয়ে টাউন স্টেশনের দিকে যাচ্ছিল একদল নাবালিকাদের নিয়ে চার ব্যক্তি।এই দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।স্থানীয়রা পুলিশকে খবর দিলে ইংরেজবাজার থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান।পুলিশ নাবালিকা উদ্ধার করে সঙ্গে থাকা চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।ধৃতদের মধ্যে মূল পান্ডার নাম মোহম্মদ নাকি আনোয়ার বলে জানা গেছে।ঘটনায় ধৃত মোহম্মদ আনোয়ার জানান,"তারা ওই নাবালিকাদের নিয়ে নাগপুর যাচ্ছিলেন মাদ্রাসা বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য।তার আগেই পুলিশ তাদের ধরে ফেলে।কিছু নাবালক রয়েছে তাদের পরবর্তীতে নিয়ে যাওয়া হবে।সাথে নাবালিকাদের পরিবারের সদস্যদের সম্মতি নিয়েই তারা নিয়ে যাচ্ছিলেন নাবালিকাদের বলে দাবি করেছে অভিযুক্ত আনোয়ার।এদিকে পুলিশ নাবালিকাদের থানায় রেখেছেন এবং জেলা চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করেছেন।তারপরই থানায় আসেন জেলা চাইল্ড লাইনের চেয়ারম্যান চৈতালি সরকার।তিনি জানান,"এই

নাবালিকাদের সাথে কথা বলা হচ্ছে সাথে তাদের হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।এই নাবালিকাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে।তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

posted from Bloggeroid

শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০১৭

জয়পুর উৎসব প্রচারে মন্ত্রী শ্যামল সাঁতরা

শুভেন্দু তন্তুবায়



শুক্রবার জয়পুর উৎসবের প্রচারের জন্য সাইকেল করে প্রচার করা হয়।পড়ুয়াদের নিয়ে এই কর্মসুচিতে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

বার্ণপুরে ইস্কোয় বিস্ফারণ, এলাকায় চাঞ্চল্য

মোহন সিং


ইস্কো কারখানার ব্লাস্ট ফার্নেসে ভয়াবহ বিস্ফোরন ঘটল। কারখানা সুত্রে জানা

গিয়েছে ব্লাস্ট ফার্নেসের ব্লিডার ভালভ ফেটে এই বিপত্তি।।  ব্লাস্ট ফার্নেসের ১০৫ মিটার উঁচুতে এই ব্লিডার ভালভ থাকে। এই ব্লিডার ভালভ গ্যাসকে নিয়ন্ত্রন করে।  গ্যাস বের করার জন্য এই ভালভ ব্যবহার করা হয়। আজ রাতে গ্যাস বের করার জন্য ব্লিডার ভালভ খুলতেই ভয়াবহ বিস্ফোরন ঘটে। বিরাট শব্দে এই বিস্ফোরণ হয়। গোটা বার্ণপুর শিল্পাঞ্চল কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। যদিও কোন হতাহত নেই। উপরের অংশে এই বিস্ফোরণ হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি

posted from Bloggeroid

'কৃষক সেতু' পত্রিকার শ্রীবৃদ্ধিতে শুভেচ্ছায় সাংসদ আহমদ হাসান ইমরান

মোল্লা শফিকুল ইসলাম


পোড়খাওয়া সাংবাদিক তথা রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের সুখ দুঃখের কথা যার কলমে প্রধান উপজীব্য সেই সাংবাদিক তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ বর্তমানে 'দৈনিক কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা 'কৃষকসেতু' প্রকাশের কথা শুনে এবং দেখে খুশিতে আপ্লুত হয়ে মাটির গন্ধে বিভোর কৃষকদের তথা অবহেলিত জনগণের ব্যাথায় ব্যাথিত প্রতিচ্ছবি তুলে ধরার সংগ্রামরত 'কৃষক সেতু' পত্রিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান সাহেব।

posted from Bloggeroid

ধান কেটে বাড়ি ফেরার পথে মালদায় হত ২

মানস দাস, মালদা

ধান কেটে বাড়ি ফেরার পথে লরি উল্টে মৃত দুই শ্রমিক, আহত আট। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার রায়পুর এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে। আহতদের

চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায় ,মৃতদের নাম, প্রসেনজিৎ ঘোষ(২৫) এবং মঙ্গলু ঘোষ(৪২) তাদের বাড়ি মোথাবাড়ি এলাকায়।পরিজনেরা জানিয়েছেন, গত কয়েকদিন আগে মোথাবাড়ি এলাকার ১০ জন শ্রমিক হবিবপুর এলাকায় যায় ধান কাটার কাজে। কাজ শেষ করে ধানের বস্তা বোঝাই করা লরিতে চেপে বাড়ি ফিরছিলেন তারা। অভিযোগ, পুরাতন মালদার রায়পুরের কাছে আসতেই লরির সামনের চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ধানের বস্তার তলায় চাপা পরে যায় শ্রমিকরা। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় প্রসেনজিৎ ঘোষের। কোলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মঙ্গলু ঘোষের। তবে কি কারনে দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। তারা ঘাতক লরিটিকে আটক করেছে।

posted from Bloggeroid

ইংরেজবাজারে কুড়ি হাজার জালনোট সহ ধৃত

মানস দাস, মালদা

কুড়ি হাজার নতুন টাকার জাল নোট-সহ একজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ ধৃত যুবকের নাম এমডি শারিফুল শেখ।তিনি মালদার রতুয়ার ভাদো গ্রামের বাসিন্দা।গোপন সূত্রে খবর পেয়ে ওই জাল নোট পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মালদা শহরেরর মালদা মেডিকেল কলেজ হসপিটাল এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ৷উদ্ধার হওয়া নোটের মধ্যে সব ২০০০ টাকার নোট বলে জানা গিয়েছে।টাকাগুলো মালদা জেলার কোন এলাকাতে পাচারের উদ্দেশ্যে সেগুলো আনা হচ্ছিল।বৃহস্পতিবার মেডিকেল কলেজ হসপিটালের সামনে সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ দল তার জন্য অপেক্ষা করছিল।কালিয়াচক এলাকা থেকে মালদা শহড়ে আসতেই মহম্মদ সারিফুলকে পুলিশ আটক করে৷তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০০ টাকার ১০টি নোট উদ্ধার করে পুলিশ।খতিয়ে দেখেই নোটগুলি জাল,তা বুঝতে পারেন পুলিশ আধিকারিকরা।ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ অনুমান,নোটগুলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে৷তবে বিএসএফের নজর এড়িয়ে কিভাবে পাচারকারী সীমান্ত পেরিয়ে এল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ধৃত সারিফুল পুলিশের জেরায় স্বীকার করেছে,সে ক্যারিয়ার হিসেবে কাজ করে।শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে।৭ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করে ইংরেজ

বাজার থানার পুলিশ।

posted from Bloggeroid

হলদিয়ার মৃত শ্রমিকের স্ত্রীর হাতে তিন লক্ষ অনুদান

প্রতাপ চট্টপাধ্যায়


সর্বাধিনায়ক সতীশ সামন্ত মহাশয়ের ১১৮ তম জন্মজয়ন্তী দিবসে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয় মেদিনীপুর শহরে। প্রতিবারের মত এইবছরও শুভেন্দু অধিকারী মহাশয় সামাজিক কাজের মধ্যে কাটান। তারই অঙ্গ হিসাবে আজকে হলদিয়া কারখানায় দূর্ঘটনায় মৃত শ্রমিক রাখাল মাইতির স্ত্রীর হাতে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন।

posted from Bloggeroid

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০১৭

মঙ্গলকোটে বোমাবাজি চলছে

বৃহস্পতিবার রাত পৌনে এগারোটা নাগাদ সদর মঙ্গলকোট গ্রামে বোমাবাজি শুরু হল।থানার এককিমির মধ্যে থাকা এহেন বোমাবাজি নিয়ে পুলিশি ভুমিকায় প্রশ্ন উঠেছে।অভিযোগ ব্লক তৃনমূল সভাপতি অপূর্ব চৌধুরীর অনুগামীরা এই বোমাবাজিতে যুক্ত।যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা।

posted from Bloggeroid

দিঘায় বিকট আওয়াজ, এলাকায় উত্তেজনা


জাহাঙ্গীর বাদশা


আবার দিঘায় বিকট শব্দ হল।আর সেই শব্দ শুনে সমুদ্রে স্নানরত পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুরে। মুহুর্তের মধ্যে সমুদ্র থেকে উঠে আসে পর্যটকরা। সমুদ্র ভূমিতে ছোটাছুটি শুরু করে দেয় পর্যটকরা। ঘটনাস্থলে পৌঁছায় দিঘা থানার পুলিশ। ঘটনার উৎসস্থল বা কিসের শব্দ জানার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

posted from Bloggeroid

মন্তেশ্বরে কৃষিমেলা সূচনায় জেলা সভাধিপতি

অভিষেক চৌধুরী


ব্লক উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাটি,কৃষি,উদ্যাণপালন,প্রাণীসম্পদ মেলা শুরু হলো মন্তেশ্বরের পুটশুড়ি পঞ্চায়েতের সোনাডাঙ্গা বাজার সংলগ্ন মাঠে।বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি দেবু টুডু।এইদিনের অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল,নারায়ণ হাজরা চৌধুরী,বিধায়ক সৈকত পাঁজা,বিডিও বিপ্লব দত্ত,সভাপতি গুফরানা ইয়াসমিন,আজিজুল সেখ প্রমুখ।মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই দিনের মেলায় কৃষি সংক্রান্ত গ্রামীণ এলাকার বিভিন্ন মডেল দেখতে এলাকার মানুষের ভিড় উপচে পড়ে।এই মেলায় চব্বিশটি ষ্টলে কৃষি,প্রাণীসম্পদ সংক্রান্ত, যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে।এই মেলা ও সরকারের উন্নয়ণ প্রসঙ্গে সভাধিপতি দেবু টুডু বলেন,‘রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে উন্নয়নের রথ এগিয়ে চলেছে।আর এই রথকে যারা আটকানোর চেষ্টা করবেন তারা রথের চাকায় মারা পড়বেন।তাই যারা এখনো বাইরে আছেন তারা রথের দড়ি ধরুন আর উন্নয়ণে সামিল হোন।কৃষকদের ক্ষতি হওয়ার পরপরই এই সরকার দুবার ক্ষতিপূরণের বন্দোবস্ত করেছেন।এছাড়াও কৃষকদের জন্য একাধিক প্রকল্পেরও বন্দোবস্ত তিনি করেছেন।

posted from Bloggeroid

কালনায় আহলে সুন্নাত হানাফীর সভা

পূর্ব বর্ধমান জেলার কালনায় 'সারাবাংলা আহলে সুন্নাত হানাফী জামাত' এর উদ্যোগে সম্প্রতি সভা আয়োজিত হয়। সম্পাদক পীরজাদা তাফহীমুল ইসলাম আফরাজুল হত্যার নিন্দা করেন। তার ফাঁসির শাস্তির দাবি করেন। উপস্তিত ছিলেন আব্দুল হাই রিজভী, গোলাম রাসূল ও আব্দুল করিম

প্রমুখ।

posted from Bloggeroid

বুধবার, ডিসেম্বর ১৩, ২০১৭

পূর্ব মেদনীপুরে ধন্যবাদ জ্ঞাপন সভা

জাহাঙ্গীর বাদশা

হলদিয়ার ব্রজলালচকে জেলায় বিশ্ববিদ্যালয় অনুদান পাশ হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে বুধবার শুভেন্দু অধিকারী ধন্যবাদ জ্ঞাপন সভায় মূখ্য বক্তা ছিলেন।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ক্রীড়াসভায় মুখ্যমন্ত্রী

ব্যাসদেব চক্রবর্তী

বুধবার বাঁকুড়ার ইন্দপুর থানার বাগডিহাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সফলদের হাতে পুরস্কার তুলে দেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER