মানস দাস,মালদা
মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক কংগ্রেস প্রার্থীর। আহত হয়েছেন এক বাইক চালকও। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজরা থানার বিশাল পুলিশবাহিনী। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন করতে এক কংগ্রেস কর্মীর বাইকে বসে ইংরেজ বাজার ব্লকে জাচ্ছিলেন। ব্লক অফিসে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে,একটি দশ চাকা লরি তার মাথা পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম, ববিতা সিংহ(৩৫)। বাড়ি কাঞ্চনটার এলাকায়। আহত হয়েছেন, এনতাজ আলম। তাকে ভরতি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক ও খালাসী পলাতক।এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।