জাহাঙ্গীর বাদশা
বিজেপিতে মুকুল রায়ের যোগদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এই নিয়ে আমি কিছু বলব না, দলের হয়ে পার্থবাবু বলছেন। আমি কেন বলতে যাবো। আমি কিছু বলব না। তবে আমাদের দলে যোগদান নিয়ে যদি বলেন, তাহলে বলতে পারি আজ বাম সংগঠনের অনেকেই দল ছেড়ে আজ আমাদের দলে যোগদান করছে।এরা সকলেই পুরানো বামপন্থী কর্মী। আবার অনেক বামপন্থী কর্মী আছেন"। রবিবার মহিষদল ব্লক তৃণমূলের বর্ধিত সভায় উপস্থিত হয়ে এই ধরনের মন্তব্য করেন শুভেন্দুবাবু।এদিন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কর্মীদের মাঠে নেমে পড়ার বার্তাও দেওয়া হয় সভা মঞ্চ থেকে। এদিন মহিষাদল ব্লকের বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও মঞ্চে দেখা গেলো না স্থানীয় বিধায়ক সুদর্শন ঘোষদস্তিদারকে।এদিন সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস সহ সভাপতি তথা মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা।