শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

খেজুরীতে হার্মাদ মুক্তি দিবসে শুভেন্দু অধিকারী


শুক্রবার পুর্ব মেদনীপুর জেলার খেজুরীতে 'হার্মাদ মুক্তি দিবস' হিসাবে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।বাম জমানার পরবর্তী এই দিনটিতে হার্মাদ মুক্তি দিবস পালিত হয়।

তথ্য প্রতাপ চট্টপাধ্যায়

posted from Bloggeroid

সালানপুরে আছড়া পঞ্চায়েতে রাস্তা উদ্বোধন


নীলাদ্রি ঘোষ

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে নতুন রাস্তার উদ্ধোধন হল শুক্রবার l স্থানীয় আছরা পঞ্চায়েতের মালবহাল গ্রামে এই রাস্তার উদ্ধোধন করলেন বারাবনি বিধানসভার বিধায়ক বিধান

উপাধ্যায় l অনুস্টানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার , বিডিও তপন সরকার l শ্যামল বাবু জানান - পশ্চিমাঞ্চল উন্নয়ন তহবিলের ৭০ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তা তৈরির ফলে এলাকায় নিত্য যাতায়াতকারী ১০ হাজার মানুষ উপকৃত হবেন l

posted from Bloggeroid

কোচবিহারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

শিখা ধর

কোচবিহারে দলীয় কর্মসুচিতে এদিন আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাদ্দা।বিজেপির কর্মীদের নিয়ে আসন্ন বিধানসভার উপনির্বাচন নিয়ে বৈঠক

সারেন তিনি।তবে রাজ্যের ডেঙ্গু নিয়ে কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

posted from Bloggeroid

কোতলপুরে ৩০০ জন গীতাঞ্জলি প্রকল্পে অনুদান পেলেন


বাঁকুড়ায় গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে কোতুলপুর বিধানসভায় ৩০০ জন গ্ৰাহকদের বাড়ি প্রদান করা হলো। আলোচনা করা হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবে।অনুস্থানে মূখ্য অতিথি ছিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

ড্রাগের বিরুদ্ধে মিছিল করায় প্রহৃত আসানসোলের তৃনমূল কাউন্সিলার

মোহন সিং

গোটা এলাকা কার্যত ড্রাগ পেইডলারদের রাজত্ব হয়ে উঠেছিল। আর তার প্রতিবাদে পদযাত্রা করতে গিয়েই প্রহৃত হলেন এক তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত কাউন্সিলারের নাম মহম্মদ নাসিম আনসারি। এলাকায় হাজি নাসো নামেই পরিচিত তিনি।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ আসানসোলের রেলপার এলাকায় ড্রাগ, গাঁজা সহ অনান্য সামগ্রীর বিরুদ্ধে পদ

যাত্রার আয়োজন করা হয়েছিল। কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি এই আয়োজন করেছিলেন। অভিযোগ সেই সময় ডাব্লউ নামে স্থানীয় এক দুস্কৃতি হামলা করে বৃদ্ধ কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি কে। স্থানীয় এলাকাবাসীরা চলে এলে গা ঢাকা দেয় ডাব্লুউ। বাসিন্দারাই আহত কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালেই চিকিত্সাধীন মহম্মদ নাসিম আনসারি।
তার অবস্থা স্থিতিশীল নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত কাউন্সিলারকে দেখতে আসেন আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান গুলাম সরোবর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান, পাশপাশি পুলিশকে যথাযত ব্যবস্থা নিতে বলবেন বলে জানিয়ে যান তিনি।আসানসোল উত্তর থানার পক্ষ থেকে প্রায়শই নানান সচেতনতামুলক অনুষ্ঠান করা হয়। তাতেও যে কিছু হয়নি তাই প্রমানিত হল।

posted from Bloggeroid

রাস্তায় গাড়ীর পাতি ভেঙ্গে পড়ায়, ট্রাফিক জ্যাম স্বরুপনগরে


সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগরে বসিরহাট থেকে তেতুলিয়া রোডে ১৬ চাকার পাথরভরতি গাড়ীর পাতি ভেঙ্গে রাস্তার উপর পরে থাকায় হরিশপুর মোড় থেকে তেতুলিয়া যানজটে নাকাল নিত্যযাত্রী সহ পড়ুয়ারা। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ৷

posted from Bloggeroid

সারেঙ্গায় প্রাথমিক পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা


শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়ার সারেঙ্গা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে চলছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।তদারকিতে শিক্ষকরত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন মন্ডল।

posted from Bloggeroid

মেখলিগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ক্ষুদে পড়ুয়াদের


নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় প্রাথমিক,শিশুশিক্ষা কেন্দ্র ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ ব্লকের হেলাপাকরি মোড় রাসমেলা

ময়দানে।পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের ক্রিড়ানুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রধান সোনালী রায়।এরপর লোথামারী এবং ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা নৃত্য পরিবেশন করে।ক্রীড়া পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক সঞ্জীব সেন,হিরন্ময় রায় জানিয়েছেন, - মোট ২৮ টি বিভাগে খেলা হয়েছে।এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা মেখলিগঞ্জ শহরে অনুষ্ঠেয় ব্লকস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পাবে।এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় ভোটবাড়ি অঞ্চলের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিয়েছিল।ক্রীড়া অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বরুন বিশ্বাস, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় সিংহ সরকার প্রমুখ অংশ নেন।

posted from Bloggeroid

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মহিলার আঙুল কাটলো ভাঁসুর

মানস দাস, মালদা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাই বৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠলো ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ।আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রী

চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ভাঁসুর অমল মন্ডল পলাতক। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার কোকলামারি লক্ষিপুর গ্রামে। আক্রান্ত স্বামী-স্ত্রী কাজল মন্ডল(৩২) এবং মানসি মন্ডল(২৬) এর হাতে ও আঙুলে কোপ লাগে। রাতেই তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অভিযোগ,গত এক বছর ধরে মানসি কে কুপ্রস্তাব দিতো ভাঁসুর অমল মন্ডল। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই ভাইবৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠে ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

posted from Bloggeroid

মালদায় পথদুর্ঘটনায় জখম পুলিশ অফিসার

মানস দাস, মালদা

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হল এক হোমগার্ড অফিসার। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে,রতুয়া থানার মতিগঞ্জ এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আহত অফিসারের নাম, সুলতান আলি(৫৬)। তার বাড়ি মানিকচক থানার লালবাথানি গ্রামে। তিনি বর্তমানে সামসি ফাঁড়িতে কর্তব্যরত রয়েছেন। রাতে সেখানে ডিউটি সেরে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরছিলেন। সকাল ছয়টা নাগাদ মতিগঞ্জ এলাকায় মোটরবাইক

দুর্ঘটনা ঘটে।এরপর তাকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করে পুলিশ। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা পরিস্কার জানাতে পারেনি পুলিশ l

posted from Bloggeroid

মেমারি উৎসবের প্রস্তুতি

পুলকেশ ভট্টাচার্য

পুর্ব বর্ধমানের মেমারি কলেজের মাঠে আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত মেমারি উৎসব হচ্ছে।মেমারি পুরসভার পরিচালনায় এই উৎসবে থাকবে নানান সাংস্কৃতিক অনুস্থান।

posted from Bloggeroid

স্বরুপনগরে অঙ্গনওয়ারী কেন্দ্রে নারী ও শিশু পাচার নিয়ে সেমিনার

সৈয়দ রেজওয়ানুল হাবিব

উত্তর ২৪ পরগনার হালদারচক চেতনাওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে স্বরুপনগর ব্লকের গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়া গ্রামের অঙ্গনওয়ারী

কেন্দ্রে নারী ও শিশু পাচার রুখতে সচেতনতা শিবির হয়ে গেল।

posted from Bloggeroid

বারাসাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দ রেজওয়ানুল হাবিব

বারাসাত চক্রের ১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় কাজিপাড়া জগদিঘাটা স্পটিং ক্লাব ফুটবল ময়দানে। বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রায় ৫০০ ছাত্রছাত্রী অংশগ্রহন করে। ক্লাব সদস্য ও শিক্ষক

শিক্ষিকাদের পরিচালনায় ১০০,২০০,৪০০ মিটার রান, হাইজাম, লংজাম, ম্যাথরেস, ইত্যাদি হয়। প্রথম, দিতীয়, তৃতীয়দের হাতে পুরস্কর তুলে দেন শিক্ষক আবু সিদ্দিক খান, প্রাক্তন শিক্ষক মোর্তজা হোসেন, রতন কুমার দাস, শিক্ষক ইকবাল আহমেদ, রেজাউল ইসলাম, রাহিলা পারভিন প্রমুখ

posted from Bloggeroid

পুরুলিয়ায় বিজেপির জেলা সভাপতি কে ঘিরে ক্ষোভ কর্মীদের

নিজস্ব বার্তা, পুরুলিয়া


একেবারে রাস্তায় চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। দলূয়  পার্টি অফিসে বিজেপির  পতাকা  হাতে নিয়ে খোদ সভাপতিকে গালাগালি করলেন বেশ কিছু নেতা কর্মী। সরাসরি অপসারণ চাওয়া হল তার।  বৃহস্পতিবার দুপুরে এমন  ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে যায় ব্যাপক উত্তেজনা। আরেক পক্ষ এর প্রতিবাদ করলে কিছুক্ষণের জন্য শালিনতার মাত্রা ছাড়িয়ে যায় এই বিক্ষোভ। অকথ্য ভাষায় গালাগালি শুরু হয় জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর বিরুদ্ধে। এদিন তাদের ক্ষোভ প্রসঙ্গে বিক্ষোভকারীরা বলেন নতুন যে জেলা কমিটি গঠন করা হয়েছে তাতে  স্বজনপোষণ করেছেন জেলা সভাপতি। দলের জন্য দিনরাত এক করে পড়ে থাকা নেতাদের কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে।  এদিন বিক্ষোভকারী সাথে দেখা যায় সদ্য জেলা সম্পাদকের পদ থেকে অপসারিত নগেন্দ্র ওঝা, রাজীব মাহাতো এবং বিজেপি ওবিসি মোর্চার সভাপতির পদ থেকে অপসারিত সনাতন মাহাতোকেও।  তাদের সঙ্গে বহু অনুগামীও আসেন দলীয় দফতরে। বিদ্যাসাগরবাবুকে কাছে পেতেই প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন  মূলত কর্মীদের একাংশ। প্রচণ্ড উত্তেজিত হয়ে তাদের মধ্যে এক জন জেলা সভাপতির পাশে থাকা দলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর মুখে কালী ছিটিয়ে দেন। অবস্থা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে বিজেপি দফতরে চলে আসে সদর থানার পুলিশ। দলীয় কর্মীদের এমন আচরণে চরম বিড়ম্বনায় পড়ে যান দলীয় সভাপতি বিদ্যাসাগরবাবু।  পরে তিনি বলেন তৃণমূলের যোগসাজসেই এমন ঘটনা ঘটেছে। স্বজনপোষনের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনেই নতুন জেলা কমিটি ঘোষিত হয়েছে। আসন্ন নির্বাচনে একজোট হয়ে কাজ করাটাই এখন লক্ষ্য হওয়া উচিত্‍ সদস্যদের। বিজেপি ক্রমশ শক্তিবৃদ্ধি করছে জেলায়। তার জন্য শঙ্কিত হয়ে উঠেছে তৃণমূল। তারা এখন চেষ্টা করছে অন্তর্ঘাত করে বিজেপিকে দমানোর। এতে সাফল্য পাওয়া যাবে না বলে দাবী করেন তিনি। এপ্রসঙ্গে অপসারিত জেলা সম্পাদক নগেন্দ্র ওঝা বলেন যে বিক্ষোভ হয়েছে তা যাতে না হয় তার জন্যই চেষ্টা করেছেন তিনি। ঝামেলা শুরু হবার পর তাকে ডাকা হয় জানিয়ে তিনি বলেন বিক্ষোভকারীদের তিনিই শান্ত করেন। কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু কর্মী অসন্তুষ্ট। তারাই এমন কাজ করেছেন। যারা পদে রয়েছেন

তাদের কাজ নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। বিভিন্ন জায়গায় কর্মীরা মার খেলেও জেলা নেতৃত্ব সেভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন না বলে সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে। এদিনের ঘটনার বিস্তারিত বিবরন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশ মোতাবেক এদিন দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান হয় বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।    

 

posted from Bloggeroid

বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০১৭

বৃদ্ধ বয়সেও ওরা হিরো, মুক্তি পেতে চলেছে 'চল কুন্তল'



রাজকুমার দাস

তিন বৃদ্ধ তাদের সংসারে যেন ক্রমশ গুরুত্বহীন হয়ে পডছেন, কিন্তু তার মধ্যে রয়েছে অসীম ধৈর্য্য, তাই লড়াই করে জীবন যন্ত্রণার মাঝেও তারা বুড়ো বয়সে যে কোনো অংশে কম যায়না তা উক্ত ছবির মূল গল্প।পরিচালক রাজ মুখার্জী। নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী কে।পাশাপাশি মনোজ মিত্র, সমীর,প্রতীক সেন,দেবলীনা কুমার,অনুরাধা রায় প্রমুখ।২৪ শে নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার আগে ছবির মিউজিক রিলিজ হয়ে গেল ।আর্টিজ ও ইনকোদা মুভিজ যৌথ ভাবে প্রযোজনা করেছে।অনুপম রায় এর সংগীত পরিচালনায় একটি মাত্র গান আছে ছবি জুড়ে।বাস্তব জীবনের প্রতিটি মানুষের মধ্যে যা ঘটে সেটাই এই ছবির গল্প উঠে এসেছে।ছবিতে সামাজিক বার্তা সকলের

কাছে পৌঁছে দিতে মিউজিক রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেব,ঋতুপর্ণা সেনগুপ্ত,সুদেশনা রায় সহ বিভিন্ন বিশিষ্ট্য মানুষরা।'চল কুন্তল' সৌমিত্র চ্যাটার্জী র অভিনয়ে সমৃদ্ধ।দর্শকদের ভালো লাগবে এই আশা প্রযোজকদের।

posted from Bloggeroid

মুক্তি পেতে চলেছে স্পেশাল চিলড্রেনদের ছবি 'আধুনিক'


রাজকুমার দাস

ফাইভ এরোজ এন্টারটেইনমেন্টের প্রথম ছবি 'আধুনিক' মুক্তি পেতে চলেছে ২৪ শে নভেম্বর।স্পেশাল চিলড্রেনদের এখনো কি স্বাভাবিক আমাদের জীবনে গ্রহণ ক

রতে পারি?নাকি তাদের পাগল বলে? সমাজে স্পেশাল চাইল্ড দের জীবন যাপন কেমন সেই কাহিনী 'আধুনিক' ছবিতে তুলে ধরেছেন পরিচালক অপূর্ব ব্যানার্জী।নবাগত নায়ক হিসেবে কাজ করছে অভিষেক বাগ।চরিত্রের সাথে নিজেকে অনেকটাই মানানসই।পাশাপাশি রাজেশ শৰ্মা, দীপঙ্কর দে,রিমঝিম গুপ্ত, ভাস্বর চ্যাটার্জী,মিঠু চক্রবর্তী, বরুন চন্দ্র সহ অন্যান্য রা অভিনয় করেছেন।প্রযোজনা - কাবেরী বাগ, সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রনীল, জয়-শাশ্বত, ছবিটি বিষয়বস্তুর জন্য দর্শক দের ভালো লাগবে তা আশাবাদী ছবির সকল কলাকুশলী সহ সবাই।

posted from Bloggeroid

বড়জোড়া কলেজে জেলাপুলিশের সেমিনার

সাধন মন্ডল

বাঁকুড়ার বড়জোড়া কলেজের জাতীয় প্রকল্পের ছাত্র ছাত্রীদের নিয়ে সাইবার ক্রাইম ও সেফ ড্রাইভ - সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির করলো বাঁকুড়া জেলা পুলিশ। বুধবার এই বিষয়ে আলোচনা

চক্রে হাজির ছিলেন বাঁকুড়া মহিলা থানার আধিকারীকরা সহ জেলা ট্রাফিক পুলিশের আধিকারীকরাও।এদিন ট্রাফিক সচেতনতার পাশাপাশি মূলত ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটের খারাপ দিক গুলি নিয়ে আলোচনা হয়। ফেসবুকে প্রেম ও তারপর চরম সিদ্ধান্ত বিয়ে যে অনেক ক্ষেত্রে কি সমস্যার কারণ হতে পারে তা বিস্তারিত আলোচনা করেন আধিকারিকগন এই সব থেকে ছাত্র ছাত্রীদের দূরে থাকার কথাও বলেন তারা। শুধু প্রশাসনের একার দ্বারা সব কাজ করা সম্ভব নয়। একই সঙ্গে চাই ছাত্র ছাত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা সহ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ ও প্রশাসনের সঙ্গে সহযোগীতা করা। সেকারণেই এই ধরণের শিবির গুলির ভীষণ প্রয়োজন রয়েছে। এধরণের অনুষ্ঠান সর্বত্র হওয়ার দরকার বলে বার্তা দেন আধিকারিকগণ।

posted from Bloggeroid

পশ্চিম মেদনীপুরে সবলা মেলা উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র



জাহাঙ্গীর বাদশা

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদনীপুর জেলা সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।বিভিন্ন স্টল রয়েছে স্ব নির্ভর গ্রুপের মহিলাদের।

posted from Bloggeroid

ভগিনী নিবেদিতা জঙ্গলমহল গোল্ডেন কাপ



জাহাঙ্গীর বাদশা


পশ্চিম মেদনীপুরে অরবিন্দ স্টেডিয়ামে ভগিনী নিবেদিতা জঙ্গলমহল গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। কয়েক সপ্তাহ ধরে চলবে এই টুর্নামেন্ট টি।

posted from Bloggeroid

ব্যবসায়ী খুনে হীরাপুর পুলিশের হাতে ধৃত ৫

মোহন সিং

হীরাপুরে ক্যাটারিং ব্যবসায়ী রাণা ব্যনার্জী হত্যাকাণ্ডে পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করলো৷বুধবার সকালে লবঘণ্টি অঞ্চল থেকে সুভাষ মণ্ডল নামের অভিযুক্ত ওই যুবকে আটক করা হয় ৷বৃহঃস্পতিবার সুভাষ মণ্ডল (২৬)কে আসানসোল কোর্টে তোলা হয়।এই নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

posted from Bloggeroid

আসানসোলে অস্থায়ী অশিক্ষক কর্মীদের বিক্ষোভ

মোহন সিং

রাজ্যে বিভিন্ন কলেজে অস্থায়ী অশিক্ষক কর্মীদের অনিয়মিত এবং স্বল্প বেতন
দেওয়ার অভিযোগ বহুদিনের। বারবারই অশিক্ষকর কর্মীরা নানা ভাবে আন্দোলন করেছেন, কিন্তু দিন বদলায় নি। সম্প্রতি

চারুচন্দ্র কলেজের এক অস্থায়ী অশিক্ষক কর্মী সোমনাথ দাসের অকাল ও অস্বাভাবিক প্রয়াণ হয়েছে। বিভিন্ন
কলেজে তা নিয়েই আন্দোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার আসানসোলের বিবি কলেজেও সোমনাথ দাসের মৃত্যু নিয়ে শোক জানানোর পাশপাশি কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করা হল। বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। তাদের দাবি কর্মীদের অনিয়মিত এবং স্বল্পবেতন দেওয়ার কারনেই সোমনাথ দাসের অকাল এবং অস্বাভাবিক প্রয়াণ ঘটেছে। কর্মীদের অনিয়মিত এবং স্বল্পবেতন দেওয়ার রাজ্যের শিক্ষানীতিরও সমালোচনা করেন অশিক্ষক কর্মীরা

posted from Bloggeroid

স্বরুপনগরে কাঠের সেতু ভেঙ্গে আহত ৩


সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরুপনগর ব্লকের তরুণীপুর এলাকায় ইছামতী নদীর উপর কাঠের সেতু ভেঙে ৩ জন আহত, তার মধ্যে-১ জনের অবস্থা আশংকাজনক৷ আহতদের শাড়াপুল হাসপাতালে নিয়ে গেলে বসিরহাট হাসপাতালে রেফার করা হয়।

posted from Bloggeroid

বর্ধমানে বিএসএনএল কর্মীদের মানববন্ধন


সুরোজ প্রসাদ

বৃহস্পতিবার সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে বি.এস.এন.এল. বর্ধমান

ডিভিশনের অফিসেও মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়। যৌথ ফোরামের উদ্যোগে  বি.এস.এন.এল. টাওয়ারগুলির বেসরকারিকরণ এবং পে কমিশনের সুপারিশ কার্যকর না হওয়ার প্রতিবাদেই এই মানববন্ধন বলে জানান ফোরামের বর্ধমান ডিভিশনের সম্পাদক সুরজিৎ দত্ত। অবসরপ্রাপ্ত কর্মীরাও এই কর্মসূচিতে যোগ দেন।

posted from Bloggeroid

কোচবিহারে বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি


শিখা ধর

বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি মহম্মদ আব্দুল রশিদ আনসারী আজ কোচবিহারের পান্থবিলাসে কর্মী সম্মেলন করেন।১৭০ জন কর্মী এই সম্মেলনে আগামী পঞ্চায়েত নির্বাচনে রণনীতির তালিম নেয় বলে জানা গেছে।

posted from Bloggeroid

সামসেরগঞ্জে ১ কোটি মূল্যের হেরোইনের সাথে নাবালক সহ ধৃত ২

ভাস্কর ঘোষ

১কেজি হেরোইন সহ দুজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে ধুলিয়ানের ডাকবাংলো এলাকা থেকে পুলিশ তাদের দু'জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন নাবালক রয়েছে । পুলিশ জানায়,  ধৃতরা হল সাজিকুল শেখ ও হানিফ শেখ (১১)। তারা দুজনেই মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা। ধৃতদের কাছে থেকে তল্লাসি চালিয়ে এক কেজি হেরোইন পাওয়া গিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  এদিন রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ ডাকবাংলো মোড়ে চেকিং ডিউটি করছিলেন। পুলিশ গোপন সূত্রে হেরোইনের খবর জানতে পারে। তল্লাসি চালানো হয় বেশ কয়েকটা গাড়িতে। নদীয়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সেখান থেকে এক কেজি হেরোইন সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের রাখার আবেদন জানানো হয় বলে জানান সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভকত। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি মালদার কালিয়াচকে।  অনেকদিন ধরেই  তারা হেরোইন পাচারের কাজ

করছে। এদিন রাতে তারা মালদা জেলার কালিয়াচক থেকে হেরোইন নিয়ে নদিয়ার পলাশিতে  যাওয়ার পথে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর পিছনে আরও আরও কোন বড় মাথা আছে কি না তার খোঁজে তল্লাসি চালাচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

posted from Bloggeroid

খড়গ্রামে অস্ত্রসহ ধৃত

ভাস্কর ঘোষ

আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল খড়গ্রাম থানার পুলিশ।এদিন মুর্শিদাবাদের খড়গ্রাম থানার কলগ্রাম বটতলা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃতের নাম হেমন্ত মন্ডল। খড়গ্রাম থানা এলাকায় হরিনারায়ণপুরে তার বাড়ি।ধৃতের কাছে থেকে ১টি ওয়ান সার্টার ও ১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে। 

ওই যুবক রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কি কারনে সেখানে ঘোরাঘুরি করছিল তা জানতে তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ।

posted from Bloggeroid

মেখলিগঞ্জ শহরে চুরি, চাঞ্চল্য

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

দুঃহসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে।জানা গেছে শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বিমল ভূষণ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।চোরেরা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।এরপর আলমারি এবং ড্রয়ার ভেঙ্গে সেখানে রাখা নগদ ৭০ হাজার টাকা এবং সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায়।পরে টের পেলে বিষয়টি তাদের নজরে আসে।তাদের পরিবারের তরফে জানানো হয়েছে, নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।চোরেরা ঘরের অনেক জিনিসপত্র তছনছ করে দিয়েও পালিয়ে গেছে।এবিষয়ে মেখলীগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে।ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ।তবে শহরের বুকে ফের এই ধরনের চুরির ঘটনায় পুরবাসিদের মনে ব্যাপক আতংক ছড়িয়েছে।

posted from Bloggeroid

বালির গাড়ী পিষে দিলো ক্লাস ফোরের ছাত্রী কে, নলহাটিতে উত্তেজনা


তথাগত চক্রবর্তী

বীরভূমের নলহাটিতে পাথর বোঝায় এক লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর।স্থানীয় প্রাথমিক স্কুলের ক্লাস ফোরের ছাত্রী কহিনুর খাতুন সকালে পড়তে যাওয়ার পথে লরিটির ধাক্কায় পড়ে

যায়। স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।স্থানীয় মানুষ পথ অবরোধ করে।এলাকার মানুষের দাবি রাস্তায় দাঁড়িয়ে রাজস্ব আদায়ের জন্য লরি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ছে। এরফলে নিত্য ঘটছে প্রানহানি।

posted from Bloggeroid

রামপুরহাটের বার্ষিক ক্রীড়ায় মহকুমাশাসক




তথাগত চক্রবর্তী

রামপুরহাট মহকুমায় প্রাথমিকস্তরের ছাত্রছাত্রীদের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নলহাটি 2 নং ব্লকের যুবক সমিতির ফুটবল মাঠে ।সমগ্র খেলার দায়িত্ব নেন নলহাটি পূর্ব চক্রের শিক্ষক শিক্ষিকারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুপ্রিয় দাস নলহাটি 1 ও 2 ব্লকের দুই বিডিও ও অনান্য আধিকারিকরা।অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত নৃত্যবাউল ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয়। খেলার শেষে প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানের নলহাটি পূব চক্রের দুই শিক্ষক আবু জাহের রানা ও মেহেবুব আলম বলেন -

আমারা এই দায়িত্ব পেয়ে খুব খুশি ।

posted from Bloggeroid

মালদায় মদের দোকান পরিবর্তনের জায়গা নিয়ে রনক্ষেত্র

মানস দাস, মালদা

গ্রাম লাগোয়া মদের দোকান নির্মাণ ঘিরে একত্রিত হয়ে উঠলো গ্রামের মহিলারা।লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের স্থান পরিবর্তন করে গ্রামের পাশে তৈরি হচ্ছে।এই পরিস্থিতিতে তুমুল ক্ষিপ্ত গ্রামের মহিলারা।মহিলাদের বিক্ষোভে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠলো মালদার মানিকচক থানার মথুরাপুর।বিক্ষোভকারী মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে মদের দোকান মালিক সহ অনুগামীদের বিরুদ্ধে।আর এতেই ক্ষিপ্ত মহিলারা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চালালো অবরোধ। স্থানীয় সূত্রে জানা গেছে,মথুরাপুর এলাকায় রাজ্য সড়কের পাশে একটি লাইসেন্সপ্রাপ্ত বিদেশি মদের দোকান রয়েছে।সেই মদের দোকান মালিকের নাম স্থানীয় বাসিন্দা দেবাশিস কর্মকার।আদালতে নির্দেশ মতো রাজ্য সড়কের ধার থেকে মদের দোকানটি স্থানান্তর করার সিন্ধান্ত দেন দেবাশিস বাবু।সেই অনুসারে সেইসময় আবগারি দপ্তরের অধিকারিকরাও দোকান মালিকের সঙ্গে কথা বলেন।দিন কয়েক আগেই সেই দোকানটি অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্মাণ কাজ শুরু করতেই গ্রামের মহিলারা বাধা দেয়।কিন্তু সেই বাধা অমান্য করে আবার নির্মাণকাজ চালাতেই বৃস্পতিবার আবার ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের মহিলারা।
মহিলাদের অভিযোগ, মথুরাপুরের শ্বশান কালী মন্দিরের পেছনের বাগানে মদের দোকান তৈরি করবে বলে ঠিক করেন দোকানের মালিক দেবাশীষ কর্মকার।কিন্তু,এই দোকান থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্বশান কালী মন্দির সহ গ্রাম।এই পরিস্থিতিতে রাস্তা দিয়ে মদ্যপদের মাতলামি বাড়ার সাথে মহিলাদের নিরাপত্তা অভাব হবে।এই প্রসঙ্গে মানিকচক থানায় গ্রামের মহিলারা মিলিত ভাবে অভিযোগ জানিয়েছেন মহিলারা।বৃহস্পতিবার মহিলারা ব্যাপক  ভাঙচুর চালায় সেই একই জায়গায় গড়ে ওঠা নতুন দোকানে।সেই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্বেও দোকানের মালিক ও তার অনুগামীরা মহিলাদের মারধর করেছে বলে অভিযোগ।এরপরই বিক্ষুব্ধ মহিলারা মানিকচক-রতুয়া রাজ্যসড়ক প্রায় ঘন্টা খানেক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
বিক্ষোভকারী এক মহিলা এদিন

জানান,মদের দোকানের মালিক দেবাশীষ কর্মকার ও তার অনুগামীরা আমাদের মারধর করেছে।আমরা উচিৎ বিচার চায়।পরবর্তীতে যদি আবার মদের দোকানের নির্মাণ কাজ হয়, তাহলে আমরা আবারও ভাঙচুর চালাবো।
প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।সাথে যান চলাচল স্বাভাবিক করে।

posted from Bloggeroid

খাতড়ায় বেআইনী বালিঘাটে অভিযান

শুভেন্দু তন্তুবায়

খাতড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বুধবার ভোরে খাতড়া মহকুমা এলাকার বিভিন্ন বালি খাদানে যৌথ ভাবে তল্লাশি চালানো হয় ।এসডিও, এসডিএলআরও, এবং রাইপুর, রাণীবাঁধ, সারেঙ্গা ও

সিমলাপালের বিএলআরও যৌথ ভাবে এই অভিযান শুরু করেন । ভোর পাঁচটা নাগাদ রাইপুর হয়ে আকখুটা ও ভবরা ঘাটে তারপর জানডাঙ্গা হয়ে থাকড়াবাধা রাইপুরের এই দুটি ঘাট এবং পরে সারেঙ্গার বামুনডিহা ও তালডিহা ঘাটে যাওয়া হয় ।এই বালিঘাট গুলি অভিযান চালিয়ে দুটি জেসিবি ও বেশ কয়েকটি ট্রাকটরকে আটক করা হয়েছে ।খাতড়া মহকুমা শাসক তনয়দেব সরকার জানান -এই গাড়ি গুলো থেকে প্রায় বারো লক্ষ টাকা জরিমানার পদক্ষেপ নেওয়া হয়েছে ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER