মোহন সিং
আসানসোলের ইষ্টার্ণ রেলওয়ে স্কুলে ড্রাগ বিরোধী একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন আসানসোলের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র। এদিন ছাত্রছাত্রী ও উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের কাছে ডিআরএম প্রশান্ত মিশ্র ড্রাগের নেশা কেন সর্বনাশা তার তথ্য তুলে ধরেন। আগামী দিনে যুব সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়াই লক্ষ্য এই সেমিনারের।