মানস দাস,মালদা
মুখ্যমন্ত্রীর অনড় মনোভাব,শিক্ষামন্ত্রী কে ? তিনি একজন ইনস্ট্রুমেন্ট মাত্র।মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখনই বলে তাহলেই এদের চাকুরী হয়ে যাবে"। মালদার প্রাইমারি শিক্ষক চাকুরী প্রার্থীদের অনশন মঞ্চ থেকে রাজ্য বিজেপি নেতা মুকুল রায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে।অনশনের ২৫ দিনে মুকুল রায়ের আশ্বাসে চাকুরী প্রার্থীরা অনশন প্রত্যাহার করেন।
বুধবার সকাল নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ২০০৯-১০ সালে TET উত্তীর্ণ প্রাথমিক চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে উপস্থিত হন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়। অনশনকারীদের মুকুল রায় বলেন, “দু’ভাবে আন্দোলন করতে হবে। একটি আইনিভাবে ও দ্বিতীয়টি রাজনৈতিকভাবে। দু’ধরনের আন্দোলনেই BJP চাকরিপ্রার্থীদের পাশে থাকবে।” চাকরিপ্রার্থীরা এই আন্দোলনকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাইলে পাশে থাকবেন বলে জানান তিনি।
এদিন মুকুল রায় অনশন মঞ্চ থেকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে।তিনি বলেন,"অনসনকারী ছেলেমেয়েরা আমাদের অনুরোধকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আজ তারা অনশন প্রত্যাহার করেছে।আমি মুকুল রায় কথা দিচ্ছি এদের শেষ পৰ্যন্ত ভারতীয় জনতা পার্টি বা আমি মুকুল রায় এদের ছেড়ে যাবো না।লড়াই যেখানে নিয়ে যেতে হয় যাবো।শিক্ষামন্ত্রী কি করে মালদা ও হাওড়া জেলার ভেকেনসি বিক্রি করে দিচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।আমি শুধু এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই,এই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে আজ জেল খাটছে।অতএব চিরদিন ক্ষমতায় কেউ থাকবে না।এই চাকুরী প্রার্থীরা নিশ্চিত আইনত দিক থেকে সফলতা পাবে।এই অনসনকারী চাকুরী প্রার্থীদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা আমরা করবো।