মঙ্গলবার, এপ্রিল ১০, ২০১৮

নবদ্বীপ পঞ্চায়েত সমিতি দখলে এগিয়ে তৃনমূল

শ্যামল রায়

নবদ্বীপ পঞ্চায়েত সমিতি দখলে রাখতে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নমিনেশন দেওয়ার কাজ শেষ হবার সাথে সাথে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করে দিলো তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা। ভিতরে ভিতরে দলীয় কোন্দল থাকলেও জোটবদ্ধভাবে ভোটযুদ্ধে নেমে পড়েছে তৃণমূল। এই পঞ্চায়েত সমিতির অন্তর্গত জেলা পরিষদের আসন সংখ্যা 2 টি। সবকটি তৃণমূল কংগ্রেসের দখলে। অন্যদিকে সমিতির আসন সংখ্যা 21 টি। তৃণমূল কংগ্রেসের দখলে 14 টি। গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা 127 টি‌। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে আটটি। এরমধ্যে মায়াপুর বামন পুকুর গ্রাম পঞ্চায়েতের এক ও  বাবলারি গ্রাম পঞ্চায়েত সিপিএমের দখলে রয়েছে। বাকি সঠিক শাসকদল অর্থাৎ তৃণমূলের দখলে রয়েছে।উন্নয়নে নিরিখে প্রচার অভিযানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও ভোট কমতে পারে তৃণমূলের এমনটাই আশঙ্কা করছেন তৃণমূলের একাংশ নেতা-কর্মীরা।
ভিতরে ভিতরে বিরোধীশক্তি ভারতীয় জনতা পার্টির কিছুটা হলেও বাড়বাড়ন্ত রয়েছে এলাকায় ভোটারদের মধ্যে এমন তা উঠে এসেছে তৃণমূল নেতাদের কাছে। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে একটা চাপা দলীয় কোন্দল ঘোরাফেরা করছে এলাকার মানুষের মধ্যে। পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন এই নিয়ে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির দখলের পর কে হবেন সভাপতি। কেউ বলছেন হরিদাস দেবনাথ কেউ বলছেন বর্তমান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ।তবে জেলা পরিষদের জনসাস্থ্য কর্মদক্ষ হরিদাস দেবনাথ তিনি এবারে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে লড়ছেন ভোটযুদ্ধে। এর আগে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তিনি জেলা পরিষদের প্রার্থী হয়ে জনসাস্থ্য কর্মরত ছিলেন।কেউ বলছেন হরিদাস দেবনাথ কেউ বলছেন বর্তমান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ।তবে জেলা পরিষদের জনসাস্থ কর্মদক্ষ হরিদাস দেবনাথ তিনি এবারে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে লড়ছেন ভোটযুদ্ধে। এর আগে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তিনি জেলা পরিষদের প্রার্থী হয়ে জনসাস্থ্য কর্মরত ছিলেন।
তাই সভাপতি পদ নিয়ে ঠাণ্ডা লড়াই চলছে তৃণমূলের দুই নেতার মধ্যে হরিদাস দেবনাথ বনাম তাপস ঘোষ এরমধ্যে।
অন্দরে খবর-যে হরিদাস দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতির পদে এগিয়ে আছেন। তবে উন্নয়নের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান যেমন চলছে তেমনি দেওয়াল লিখনের কাজ সেরে ফেলেছেন অনেকটাই কর্মীসমর্থকরা। তাই নবদ্বীপ সমিতি ফের তৃণমূলের দখলে আছে এটা নিশ্চিত বলছেন ভোটাররাই তবে দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি উঠে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বলে এলাকা সূত্রে খবর।

সোমবার, এপ্রিল ০৯, ২০১৮

পথের বলি কংগ্রেস প্রার্থী, দুর্ঘটনা নাকি খুন?

মানস দাস,মালদা

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক কংগ্রেস প্রার্থীর। আহত হয়েছেন এক বাইক চালকও। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজরা থানার বিশাল পুলিশবাহিনী। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন করতে এক কংগ্রেস কর্মীর বাইকে বসে ইংরেজ বাজার ব্লকে জাচ্ছিলেন। ব্লক অফিসে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে,একটি দশ চাকা লরি তার মাথা পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম, ববিতা সিংহ(৩৫)। বাড়ি কাঞ্চনটার এলাকায়।  আহত হয়েছেন, এনতাজ আলম। তাকে ভরতি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক ও খালাসী পলাতক।এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

ভোট মিটলেই আরও আলোকিত হবে মঙ্গলকোট

পারিজাত মোল্লা

ক্রমাগত লোডশেডিং এবং লো ভোল্টেজ সমস্যা মিটতে চলেছে সদর মঙ্গলকোট এলাকায়।সেইসাথে দুই থেকে তিনটি অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার মান বাড়তে চলেছে।তবে পঞ্চায়েত ভোট না মিটলে এই সাব স্টেশন প্রকল্প চালু হচ্ছেনা।প্রায় সব কাজ হয়ে গেছে।মঙ্গলকোটের সদর শহর নুতনহাটে জেলাপরিষদের জায়গায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশনটি হয়েছে। ভবন, পাওয়ার গ্রিড সবই হয়েছে।সেইসাথে ৩৩ হাজার ভোল্টেজের তার ঢুকেছে এখানে।যেটা ১১ হাজার ভোল্টেজে রুপান্তরিত হয়ে পৌছে যাবে গ্রামে গ্রামে।কমপক্ষে কুড়ি থেকে বাইশ টি গ্রাম সহ নুতনহাট শহরবাসী এই পরিষেবা পাবে।একটু ঝড়জল হলেই বিদ্যুৎ চলে যায়।গোটা ব্লকে সামগ্রিকভাবে মেরামতির কাজ শেষ হলে, তবেই বিদ্যুৎ আসে এখানে।আর সেটা হবেনা বলে মনে করছে এলাকাবাসী। বাদশাহি সড়কের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার এসেছে খুব নিচু ভাবে।সেখানে বাসের ছাদে কেউ দাড়ালে বিদ্যুতপৃস্ট হয়ে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।তাই খোলা অবস্থায় থাকা তারগুলিতে গার্ড লাগাবার দাবিও উঠেছে।

বীরভূম সীমান্তে ধৃত ৩০

তথাগত চক্রবর্তী

বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে চলছে পুলিশি তল্লাশি ।এখনও পর্যন্ত গত ২ দিনে ৩০ জন কে গ্রেপ্তার করেছে জেলাপুলিশ।

রাষ্ট্রপতি শাসন চাইছেন হাঁসনের বিধায়ক

তথাগত চক্রবর্তী

মনোনয়ন পত্র জমা নিয়ে রাজ্য জুড়ে যে বিরোধীদের উপর অত্যাচার চলছে তারই প্রতিবাদে  রাষ্ট্রপতি শাসনের  দাবিতে রামপুরহাটে রাস্তায় নেমে  অভিনব প্রতিবাদ জানালেন  হাঁসনের বিধায়ক মিলটন রসিদ ।

ভোট প্রস্তুতি সভা ময়নাগুড়িতে

সোমনাথ চক্রবর্তী

রবিবার ময়নাগুরি বিডিও অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুরি বিধায়ক, ময়নাগুরি বিডিও,ময়নাগুরি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রা। এ দিনের বৈঠকে মাইক বাজানো, মিছিলের অনুমতি কিভাবে নিতে হবে তা স্থির হয়।এ ছাড়াও নির্বাচন বিষয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়।

রক্তদান শিবির বাঁকুড়ার জয়পুরে

সাধন মন্ডল

বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউৎখণ্ড স্পোটিং এসোসিয়েশন  এর উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান  শিবিরে চারজন মহিলা সহ ষাটজন রক্তদান  করেন। এই রক্তদান  শিবিরের উদ্বোধন  করেন পঃবঙ্গ সরকারের পঞ্চয়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। ক্লাব সম্পাদক রাধানাথ বাগ্দী বলেন  মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় আমাদের ক্লাব এবছর সরকারী সাহায্য পেয়েছে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানাই। ক্লাব সদস্য রাকেশ বটব্যাল, প্রশান্ত ঘোষরা বলেন গ্রীষ্মকালে রক্তের চাহিদামেটাতে আমাদের এই উদ্যোগ। আমরা আশারাখছি এবার থেকে প্রতিবছর রক্তদান শিবির করবো।

রবিবার, এপ্রিল ০৮, ২০১৮

মেট্রো রেলপথে ডেডসেল, ঘটনাস্থলে বোম স্কোয়াড

ওয়াসিম বারি

পুলিশ সূত্রে খবর আজ সকাল দশটা নাগাদ লালবাজারে একটা ফোন যায় যে নির্মীয়মাণ মেট্রো স্টেশনে একটি বোমা পড়ে রয়েছে লালবাজার থেকে ফোন করে ফুলবাগান থানা কে। ফুলবাগান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে  বম্বস্কোয়াড কে সঙ্গে নিয়ে। বেলেঘাটা সুভাষ সরোবরে নির্মীয়মাণ মেট্রো স্টেশন থেকে উদ্ধার হল গ্রেনেড-বোমা। পুলিশ সূত্রে খবর এটি একটি ডেডসেল কিন্তু কীভাবে এখানে এলো সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় কর্মীদের মধ্যে।

হাসিনা বানু স্মৃতি ক্লিনিক

ওয়াসিম বারি

দেগঙ্গায় আজ সকালে ভাসলিয়া শ্রী রামকৃষ্ণ মিশনে শুরু হল  হাসিনা বানু স্মৃতি ক্লিনিক। স্বনির্ভর ও কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ প্র‍য়াসে ও ভাসলিয়া শ্রী রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের অক্লান্ত শ্রমে শুরু হল পথ চলা। প্রথম দিনে ২১ জন পরিষেবা পেয়েছেন।

চিত্তরঞ্জনে বসে আঁকো প্রতিযোগিতা চলছে

নীলাদ্রি ঘোষ

সর্বভারতীয় এসসি এসটি রেল কর্মী সংগঠনের চিত্তরঞ্জন শাখার উদ্যোগে বসে আকোঁ প্রতি়যোগিতা আয়োজিত হল রবিবার l স্থানীয় চারের পল্লী কমিউনিটি হলে বয়েস ভিত্তিক এই প্রতিযোগিতায় চারটি বিভাগে শতাধিক ছাত্র ছাত্রীরা অংশনেন l প্রতি়যোগিতায় সফল ছাত্র ছাত্রীদের আম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে আয়ো়জক সংস্থার পক্ষ থেকে জানানো হয় l

নির্বাচনী প্রস্তুতি দেখতে কালনায় জেলাশাসক

মোল্লা জসিমউদ্দিন

কালনায় পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মহকুমাশাসক নিতিন সিংহানিয়া কে সাথে নিয়ে পূর্ব বর্ধমান  জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ।

শনিবার, এপ্রিল ০৭, ২০১৮

বিরোধী মহিলা প্রার্থীদের পেটালো আরামবাগ তৃনমূল

সুরজ আলি খান


পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে প্রথম দিন থেকেই  রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি অব্যাহত। শনিবার সকাল থেকেই আরামবাগ এসডিও অফিস চত্বরে শাসক দলের কর্মীদের ভিড় থাকে। এদিন যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আরামবাগ এসডিপিও কৃশানু রায়ের নেতৃত্বে মাঝে মধ্যেই র‍্যাফ ও বিশাল পুলিশবাহিনী লাঠিচার্জ করে ভিড় হটিয়ে দেয়। তবু কিন্তু মনোনয়নপত্র জমা করে ফেরার পথে এসডিও অফিস চত্বরেই আক্রান্ত হলেন  ফরওয়ার্ড ব্লক প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক সহ শাওড়া গ্রাম পঞ্চায়েতের তিন মহিলা প্রার্থী। এদিন দুপুরে গোঘাটের শাওড়া থেকে সাতজন প্রার্থীকে নিয়ে আরামবাগ মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন গোঘাটের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক। অভিযোগ, মনোনয়নপত্র জমা দিয়ে দপ্তর থেকে বের হওয়ার সময় শাসকদলের গুন্ডাবাহিনী তাঁদের উপর হামলা চালায়। তাঁর মুখে কালি মাখিয়ে বেধড়ক মারধর করা হয়। এছাড়া দলের মহিলা কর্মীদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় তাঁদের ব্যাগ। তারপর ঘটনাস্থলে  অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে পুলিশ ও র‍্যাফ এসে পৌঁছায়।  লাঠিচার্জ করে এলাকা ফাঁকা করে দেয় পুলিশ । বিশ্বনাথ বাবূ তাঁর এবং মহিলা প্রার্থীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর তাঁকে এবং সাথে থাকা মহিলা প্রার্থীদেরও পুলিশের গাড়িতে করে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেয় পুলিশ। বিশ্বনাথ বাবূ এ বিষয়ে বলেন, এটা কি গণতন্ত্র, আমরা মনোনয়নপত্র ফিরছিলাম সেই সময় আমার মুখে কালি লাগিয়ে আমাকে মারধোর করে তৃণমূলের গুণ্ডাবাহিনীরা  এবং আমার মহিলা প্রার্থীদের চুল ধরে মারধর করা হয়, ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। তৃণমূল নেতা সোহরাব হোসেন বলেন, উনি হলেন সুবিধাবাদী লোক। ফরওয়ার্ড ব্লকের বিট্রে করে সিপিএম করছিলেন। এটা সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের কেচ্ছা। এর সঙ্গে আমাদের দলের কোন যোগ নেই।

তৃণমূল নেতার মা কে গুলি মারার ঘটনায় ধৃত ৪

ওয়াসিম বারি

তৃণমূল নেতার বাড়ি তে ঢুকে হামলা ও তার মা কে গুলি করার অভিযোগ চার জন দুষ্কৃতী কে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । ধৃতরা সকলেই বিজেপি সমর্থক বলে এলাকা সূত্র থেকে জানা গিয়েছে ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে । এলাকা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী সান্ডেলবিলের ভেকটিয়া গ্রামের তৃণমূল নেতা জয়নাল আবেদিন এর বাড়ি আচমকাই হামলা চালায় । ওই নেতা কে না পেয়ে তার মা সাহিদা বিবি(৬০) কে গুলি করে ওই দুষ্কৃতী রা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে । শুক্রবার হিঙ্গলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেতা। অভিযোগ পেয়েই শুক্রবার রাতে সান্ডেলবিল গ্রাম থেকে চার অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ধৃতদের কে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে । গোটা ঘটনা র তদন্তে নেমেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।

বাদশাহি রাস্তায় তেত্রিশ হাজার বিদ্যুৎ তার

সুকান্ত ঘোষ

মঙ্গলকোটের নুতনহাটে চালুর মুখে একটি বিদ্যুৎ সাব স্টেশন। এই সাব স্টেশনে ঢুকবার মুখে (হাইস্কুল মোড় থেকে হাসপাতাল) তেত্রিশ হাজার বিদ্যুৎবাহী তার রয়েছে বাদশাহি রাস্তায়।অসংখ্য গাড়ী যাতায়াত করে এই সড়করুটে।তাই ওই তার টি খোলা অবস্থায় থাকাতে দুর্ঘটনা ঘটতে পারে।দ্রুত তারের গার্ড লাগাবার দাবি উঠেছে।

শুক্রবার, এপ্রিল ০৬, ২০১৮

এক হাজার বাম কর্মী নলহাটি তৃনমূলে

তথাগত চক্রবর্তী

ফের নলহাটিতে সিপিএম এর ভাঙ্গন।   নলহাটি 2ব্লকে এক হাজার কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ।তাদের জল বাতাসা খাইয়ে তৃণমূলের দলিয় পতাকা তুলে দিলেন ব্লক সভাপতি বিভাষ চন্দ্র অধিকারী ।

মুর্শিদাবাদে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান অঞ্চল নেতা সহ কর্মীসমর্থক


ভাস্কর ঘোষ

তৃনমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অঞ্চল সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রাক্তন অঞ্চল সভাপতি মনিরুল ইসলাম সহ বেশকিছু তৃনমূলের কর্মীসমর্থক। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ - ২ ব্লকের তেঘড়ি অঞ্চলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সেখালি অঞ্চলের প্রক্তান সভাপতি মনিরুল ইসলাম বেশকিছু কর্মীসমর্থকে সঙ্গে নিয়ে বিজেপি -র দলে যোগ দেন। এদিন মিঞাপুর বিজেপি-র দলীয় কার্যালয়ে তাদের হাতে বিজেপি -র দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাদরে গ্রহণ করে নেন রাজ্য বিজেপি -র সংখ্যালঘু মোর্চার সভাপতি গোলাম মোসারদার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নে সামিল হতেই এদিন তারা বিজেপি- র দলে যোগ দিলেন।
       দলত্যাগী জিয়াউর বাবু ও মনিরুল বাবু এক যোগে অভিযোগের সুরে বলেন, পুরনোদের দলে কোনরকম দায়িত্ব দেওয়া হচ্ছেনা। নতুনদের বেশি করে গুরত্ব দিচ্ছে দল। তাই এদিন আমরা তৃণমূলের দল ছেড়ে বিজিপি -র দলে যোগদান করলাম।

মুর্শিদাবাদের সাংবাদিকরাও শাসকদলের হুমকি পেলেন

ভাস্কর ঘোষ

মুর্শিদাবাদের খড়গ্রাম থানার নগর বিডিও অফিসে বৃহস্পতিবার কংগ্রেসের কর্মীসমর্থকেরা ভোটের মনোনয়ন পত্র তুলতে গেলে তাদের উপর চড়াও হয়ে লাঠি, বাঁশ দিয়ে ব্যাপক মারধোর করে তাড়িয়ে দেয় তৃনমূলের লোকেরা। এমনকি নগর গ্রামে কংগ্রেসের একটি দলীয় কার্যালয় তৃনমূলের গুন্ডারা ভেঙে দেয় বলে অভিযোগ। পুলিশের সামনেই তাদেরকে মারধোর করা হয় বলেও অভিযোগ। ব্লক চত্তরে প্রচুর পুলিশ মোতায়েন করা থাকলেও পুলিশ সেখানে কেবল দর্শকের ভূমিকায় ছিল। এমনকি সাংবাদিক ও চিত্র সাংবাদিকররা সেখানে গেলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও শাসক দল তৃনমূল তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে আমল দেননি।

ইসলামপুরে সন্ত্রাসের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে বিরোধীরা

ভাস্কর ঘোষ

মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার চতুর্থ দিনেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সাড়া জেলার সঙ্গে মুর্শিদাবাদের ইসলামপুরের সন্ত্রাস চালালো শাসকশ্রেণী। এদিন রানিনগরের বিধায়ক ফিরোজা বেগম এলাকার বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র তুলতে ইসলামপুর বিডিও অফিসে যান। ব্লক চত্বর পৌঁছানোর আগেই তাদের মারধোর করে সেখান থেকে তারিয়ে দেয় শাসক দল তৃনমূলের কর্মীরা এমনটাই অভিযোগ। শুধু তাদেরই নয় সিপিএম ও বেজিপি কেউ মারধোর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন কংগ্রেস, বিজেপি ও সিপিএম একযোগে অবস্থান বিক্ষোভ করে।
    রানিনগরের কংগ্রেসে বিধায়ক ফিরোজা বেগম বলেন, তৃনমূল সারা জেলায় যা খুশি তাই করছে। বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে। এমনকি মারধোর করছে। ওরা ভয় দেখিয়ে, মারধোর করে বিরোধীদের মনোনয়ন করতে দিচ্ছে না। আর পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা মানা যায় না। তাই আমরা বিরোধীরা এদিন অবস্থান বিক্ষোভ করি।
       যদিও শাসক দল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মানতে রাজি নন। জেলা তৃনমূলের মুখপাত্র অশোক দাস বলেন, বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। ওদের দলের সংগঠন শেষ হয়ে গেছে। তাই প্রচারের আলোয় আসতে আর টিভিতে মুখ দেখানোর জন্যই মিথ্যা নাটক করছে বিরোধীরা।

মুর্শিদাবাদ জুড়েই শুধু সন্তাস

ভাস্কর ঘোষ

মনোনয়ন জমা দেওয়ার চতুর্থ দিনেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে। ২ এপ্রিল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার দিন। এদিন তা চতুর্থ দিনে পড়ল। জেলার প্রায় সকল ব্লকেই তৃনমূলের সন্ত্রাস অব্যাহত। এদিন লালবাগ ব্লকে পিএম ও কংগ্রেসের ২ জন মনোনয়ন জমা দিতে গেলে তৃনমূলের গুন্ডারা তাদের ব্যাপক মারধোর করে সেখান থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এই নিয়ে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়াল লালবাগে। ব্লক চত্বরে মুর্শিদাবাদ থানার প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও, পুলিশের সামনেই বিরোধীদের মারধোর করা হয় বলে অভিযোগ। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ঘটনা এদিন প্রথম নয়। এর আগে মঙ্গলবার বিজেপি -র জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষকেও ব্যাপক মারধোর করে তৃনমূলের কর্মীসমর্থেরা। এদিন দুপুর ১২ টা নাগাদ কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল নোমান তাঁর কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে হরিহরপাড়া ব্লকে মনোনয়ন পত্র জমা করতে আসেন। সেইসময় তাদের মারধোর করে তৃনমূলের লোকেরা। তারা পালিয়ে যায়। কিছুক্ষন পরে এসে কংগ্রেসিরা তৃনমূল কর্মীদের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা দোকান পাট বন্ধ করে দিয়ে পালায়। পুলিশ হরিহরপাড়া কংগ্রেস কার্যালয়ে তল্লাসি চালিয়ে সেখান থেকে ৪ টি নাইন এম এম পিস্তল, ৩ টি ওয়ান সার্টার, কয়েকটি ম্যাগাজিন ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। যদিও অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভরতপুরে মনোনয়ন দিতে তটরস্ত বিরোধীরা


ভাস্কর ঘোষ

বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর - ২ ব্লকে ডিসিআর কাটছেন তৃনমূলের গ্রামপঞ্চায়েতের প্রার্থীরা। এদিন এলাকার ৭ টি পঞ্চায়েত এলাকা থেকে প্রার্থীরা ডিসিআর কাটেন। এদিন সারা দিনেও বিরোধী রাজনৈতিক দলের কোন নেতা কর্মীর দেখা পাওয়া যায়নি। ব্লক চত্তরে ১৪৪ ধারা জারি রয়েছে। ২০০ মিটার এলাকা পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে বিরোধীদের অভিযোগ, তাদের মনোনয়ন জমা করতে আসতে দিচ্ছেনা তৃনমূলের গুন্ডারা। জোরকরে আসার চেষ্টা করা হলে তাদের ব্যপক মারধোর করে তারিয়ে দেওয়া হচ্ছে।  বিরোধীদের অভিযোগকে মানতে রাজি নন শাসক দল। ভরতপুর -২ ব্লক তৃনমূলের সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন ( সিজার)  বলেন, আমরা বিরোধীদের কোন বাধা দিচ্ছিনা। বরং তাদের মনোনয়ন জমা দিতে বলছি। আসলে ওরা প্রার্থী খুঁজে পাচ্ছেনা। তাই আসছেননা। আমাদের দলের কেউ তাদের কোনরকম মারধোর করেনি।
সালারে পুলিশের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে তৃনমূল।

বীরভূমে মনোনয়ন সন্ত্রাসে আক্রান্ত সাংবাদিক

তথাগত চক্রবর্তী

অশান্ত বীরভূমের নলহাটি বোমা গুলি লাঠি অস্ত্র নিয়ে তান্ডব ।সিপিএমের নমিনেশন জমা দেওয়া নিয়ে তৃণমূলের সাথে মারামারি ।ফাটল বোমা চলল গুলি ।লাঠির ঘায়ে মাথা ফাটল সিপিএমের প্রাক্তন বিধায়ক রামচন্দ্র ডোমের আহত হয়েছে অনেক বাম সমর্থক ।বাদ যায়নি সাংবাদিকও।দুষ্কৃতীদের ছোরা গুলির আঘাতে আহত আনন্দবাজারের সাংবাদিক অপূর্ব চট্টোপাধ্যায়।তবে তৃণমূলের দাবি সিপিএম  অস্ত্র নিয়ে মিছিল করে আমাদের আক্রমণ করে ।ঘটনাস্থলে নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER