সেখ সামসুদ্দিন
পূর্ব বর্ধমান জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব ২০১৭ সাতগেছিয়া হাইস্কুল ফুটবল ময়দানে ৮ - ১০ ডিসেম্বর অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের
প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি দেবু টুডু, বিধায়িকা নার্গিস বেগম, বিধায়ক সৈকত পাঁজা, অতিরিক্ত জেলা শাসক রত্নেশ্বর রায় ও বাসব চ্যাটার্জী, মহকুমা শাসক দক্ষিণ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বেগুনিয়া মোড় থেকে উৎসব ময়দান পর্যন্ত লোকশিল্পীদের বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। এখানে তিনদিনে লোকশিল্পীদের অনুষ্ঠানের সঙ্গে যাত্রা পালাও মঞ্চস্থ হবে।
posted from Bloggeroid