সুরজ প্রসাদ
ইতিমধ্যেই জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে গঠিত হয়েছে লিগ্যাল লিটারেসি ক্লাব।মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই ক্লাব গঠিত সেই বিদ্যালয়ের একজন শিক্ষকের তত্ত্বাবধানে।আজ বর্ধমান সিএম এস উচ্চবিদ্যালয় ও রামাসিস হিন্দি উচ্চবিদ্যালয়ের লিগ্যাল লিটারেসি ক্লাবের নির্দিষ্ট কক্ষের জন্য আলমারী, চেয়ার,টেবিল ও কম্পিউটার দেওয়া হলো জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ থেকে।উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষর সচিব জয় প্রকাশ সিং,সিএমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেশ্বর হেমব্রম,রামাসিস হিন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবানন্দ সিং ও বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য।