ভোটবাড়ি জীবন বিকাশ ফর্মাস ক্লাবের পরিচালনায় কৃষি বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হল ভোটবাড়ি জালিয়াটারী মোড় রত্নেশ্বরী মুক্ত মঞ্চে। এদিনের
অনুষ্ঠানের উদ্বোধন করেন মেখলীগঞ্জের সহকারি কৃষি অধিকর্তা অমিত কুমার দাস।এছাড়াও ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান সোনালি রায়,কৃষি প্রযুক্তি সহায়ক সৌভিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।জীবন বিকাশ ফর্মাস ক্লাবের তরফে অনিমেষ রায়,সহিদুল ইসলাম প্রামানিক প্রমুখ বলেন,এদিনের অনুষ্ঠানে চাষ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়েছে বলেও তারা জানান।
posted from Bloggeroid