রবিবার, ডিসেম্বর ১০, ২০১৭

পুরুলিয়ায় অস্বাভাবিক মৃত্যু ২ যুবকের

নিজস্ব বার্তা, পুরুলিয়া

দুটি পৃথক ঘটনায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল দুই যুবকের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের । শনিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানা এলাকার আমরুহাসা ব্রিজের কাছে । পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম ঠাকুরদাস পাতর (৩০) । তার বাড়ি ওই থানারই মালডি গ্রামে। এদিন রাতের দিকে বলরামপুর বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় তেলের একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা দেয় । স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে নিকটবর্তী বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় । ঘাতক ট্যাঙ্কারটিকে পুলিশ আটক করেছে। অন্যদিকে মানসিক অবসাদের কারনে আত্মহত্যা করলো এক পঁচিশ বছরের যুবক । পুলিশ সূত্রে জানা গেছে পুরুলিয়ার জয়পুর থানার রহড়কচা গ্রামের ওই যুবকের নাম মনসারাম মাঝি (২৫) । শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুদুরের একটি ডুমুর গাছ থেকে তার গলায় গামছার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে জয়পুর থানার অধীনস্থ বাগলতা তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার দুটি দেহর

ই ময়না তদন্ত করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে।

posted from Bloggeroid

আফরাজুলের খুনির ফাসি দাবি 'বর্ধমান সহযোদ্ধা'র

আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজস্থানে নিহত এই রাজ্যের যুবকের খুনের বিরুদ্ধে 'বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।এদিনের মিছিলে সমাজের সর্বস্তরের প্রায় কয়েকশো মানুষ পা মেলান।মিছিলটি রাজবাড়ি থেকে শুরু হয়ে কার্জন গেটে শেষ হয়।সেখানে একটি পথসভার মাধ্যমে বক্তারা আজ দেশজুড়ে যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে,তার প্রতিবাদ করে,সেই সঙ্গে নিহত আফরাজুলের দোষীর মৃত্যুদন্ড দাবি করে।বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন, "আজ ধর্মীয় সন্ত্রাসবাদীর বিরুদ্ধে এই ধিক্কার মিছিল।এই দেশ কোন নির্দিস্ট জাতির নয়।মনীষীরা বার বার বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা--কিন্তু রাজনীতি আজ ধর্মকেন্দ্রিক হয়ে উঠেছে।এই প্রবণতা আটকাতে না পারলে ভয়ঙ্কর দিন আসবে,আমরা এর প্রতিবাদ করছ

আগামী দিনেও করবো।"

posted from Bloggeroid

রাইপুর থানার সামনে ধর্নায় শাসকদল

সাধন মন্ডল


তৃনমূল নেতা অনিল মাহাত এর হত্যাকারীদের শাস্তির দাবীতে বাঁকুড়ার রাইপুর থানার সামনে ধর্নায় বসল অনিল মাহাত স্মৃতি রক্ষা কমিটি।

posted from Bloggeroid

দীঘায় সর্তক করা হল পর্যটক সহ মৎসজীবিদের


জাহাঙ্গীর বাদশা


বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ, দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারি। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে চলবে জড়ো হাওয়া। এর জেরেই দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারী করল আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল জানিয়েছেন, নিম্নচাপের জেরে সমূদ্র মারাত্মক উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার জেরে মৎস্যজীবিদের এই সময় সমূদ্রে যেতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সেই সঙ্গে দিঘা সহ সমূদ্র সৈকতগুলিতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার মাইকিং করা হয় দিঘার সমুদ্র সৈকত ঘিরে।

আফরাজুলের পরিবারকে লক্ষ টাকার অনুদান জমিয়তের

রাজস্থানে খুন হওয়া আফরাজুলের পরিবারকে এক লক্ষ টাকার আর্থিক সহযোগিতা এবং সেইসাথে খুনের মামলায় আইনী সহায়তা দেবে জমিয়ত উলেমা হিন্দ।এই সংগঠনের কর্মকর্তা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান - আফরাজুলের খুনি যেন কঠিন শাস্তি পায়, সেজন্য আদালতে আমরা আইনী সহায়তা দেব।

হল্ট স্টেশনের দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ

ব্যাসদেব চক্রবর্তী

অাদ্রা ডিভিশনের অাঁচুড়ি এবং বাঁকুড়া রেলস্টেশনের মাঝে কাটজুড়িডাঙ্গা মোড়ে হল্ট স্টেশনের দাবিতে রবিবার সকাল থেকেই কাটজুড়িডাঙ্গার রেল ফটকে শুরু হয় অবস্থান বিক্ষোভ ।ঘন্টা খানেক চলে এই বিক্ষোভ।

শিক্ষামূলক ভ্রমনে বাঁকুড়ায় পথদুর্ঘটনায় হত ২

ব্যাসদেব চক্রবর্তী


পৃর্ব মেদিনিপুর জেলার খেজুরি মানসিংহবেড় বানীশ্রী বিদ্যানিকেতন

স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া বোঝাই ট্যুরিস্ট বাসের সঙ্গে একটি পাথর বহনকারী লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের চালকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মড়ার সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে। শুশুনিয়া মুকুটমনিপুর এবং পুরুলিয়ার অয়োধ্যার উদ্দেশ্যে রওনা হওয়া ওই বাসটিতে শিক্ষকরাও সামিল হয়েছিলেন। গুরুতর জখম হয়েছেন মোট ১১জন ছাত্র এবং ৭জন শিক্ষক। তাদের অাশংকাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

ইংরেজবাজার এলাকায় দুর্ঘটনায় জখম ১০

মানস দাস, মালদা


যাত্রী বোঝাই ম্যাজিককে ধাক্কা বেপরোয়া লরির। আহত দশ, আশঙ্কাজনক দুই। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি

ঘটেছে, ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে,আশঙ্কাজনক অবস্থায় কাঞ্চন সরকার(৫০) এবং রাজেশ সেখ(২৮) চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। আহতরা জানিয়েছেন, মালদা শহর থেকে কালিয়াচক যাচ্ছিল যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটি। সুস্থানি মোড়ের কাছে হঠাৎ একটি লরি অভারটেক করতে গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটিকে। দুর্ঘটনার পর পালিয়ে যায় লরিটি। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

posted from Bloggeroid

মঙ্গলকোটের বাদশাহী সড়কে ফের দুর্ঘটনা



মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটের বাদশাহী সড়কে বক্সীনগর মোড় এলাকায় বালির গাড়ীর সাথে তেল ট্যাংক গাড়ীর মুখোমুখি সংঘর্ষ।বেশ

কয়েকজন আহত।উল্লেখ্য এখানে গত বছর একই পরিবারের চারজন কে পিষে দিয়েছিল বালির এক ডাম্পার।অভিযোগ মঙ্গলকোট থানার পুলিশ এখানে নিয়মিত তোলাবাজি চালায়।যদিও পুলিশের উর্ধতন কর্তপক্ষ তোলাবাজির কথা অস্বীকার করেছে।

posted from Bloggeroid

বাগমুন্ডিতে নিহত তৃনমূল কর্মীর খুনের বিচার পেতে সক্রিয়তা তৃনমূলের

নিজস্ব বার্তা, পুরুলিয়া


জেলা তৃণমূলের প্রথমসারির নেতৃত্বে

এবারও পালিত হল পুরুলিয়া জেলার তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার ১৯ তম মৃত্যু বার্ষিকী। এবছর শহীদ সভার মঞ্চ থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। শনিবার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী  তথা জেলা তৃণমূল সভাপতি  শান্তিরাম মাহাত, অনগ্রসর শ্রেণী কল্যাণ তফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাত, জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী  সহ অনান্য নেতা নেত্রীরা। এবছর সাত বছরে পড়ল এই স্মরণ সভা।  এই সভা থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতারা। বাস্তবে পঞ্চায়েত নির্বাচনের আগে  উন্নয়নের এই  বার্তা দিয়েই তৃণমূলের প্রচার শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাঘমুণ্ডী এলাকায় এখনও সংগঠন তুলনামূলকভাবে দুর্বল তৃণমূলের। তৃণমূল ক্ষমতায় এলেই এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে বলে এদিন জানান নেতৃত্ব।  জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘প্রধান সিং মুড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। আমরা তাঁর গ্রাম পঞ্চায়েতেই ক্ষমতায় নেই। আগামী নির্বাচনে ওই পঞ্চায়েতে দখল করতেই হবে আমাদের। তাহলেই, শহীদের প্রতি যথার্থ সম্মান জানানো হবে।’ উল্লেখ্য ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর পুরুলিয়ার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন হন বাঘমুন্ডির গ্রামের বাসিন্দা এবং পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা প্রধান সিং মুড়া। সেই সময় ফরওয়ার্ড ব্লকের দাপট যথেষ্ট ছিল গোটা বাঘমুন্ডিতে ছিল। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের কাজে যুক্ত শ্রমিকদের কাছ থেকে সেসময় ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন তোলা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন প্রধান। শ্রমিকদের তোলা না দেওয়ার জন্য বলে তাঁদের সংগঠিত করছিলেন তিনি।  এসময়ই তাকে আলোচনার নাম করে ডাকা হয়। বাইক নিয়ে নিয়ে তিনি বাড়েরিয়া মোড় আসতেই তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় সরাসরি ফরওয়ার্ড ব্লকের নাম জড়ালেও অভিযোগ অস্বীকার করে তারা। পরবর্তী কালে এই মামলার বিচার হলেও সব অভিযুক্তরাই ছাড়া পেয়ে যায়।  দোষীরা কেউ শাস্তি না পাওয়ার বিষয় টি তুলে শান্তিরাম মাহাতো বলেন, ‘আজকের দিনে প্রধান সিংকে যাঁরা নির্মমভাবে খুন করেছিল তাদের শাস্তির দাবি জানাচ্ছি। মামলার আইনগতভাবে লড়াইয়ের প্রস্তুতি নেবে দল।’  

posted from Bloggeroid

শনিবার, ডিসেম্বর ০৯, ২০১৭

সারেঙ্গা থানার রক্তদান শিবিরে পুলিশসুপার



সাধন মন্ডল

শনিবার বাঁকুড়া জেলা পুলিসের উদ্যোগে সারেঙ্গা থানার পরিচালনায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করেন পুলিসসুপার সুখেন্দু হীরা।উপস্হিত ছিলেন এসডিপিও বিশপ সরকার,বিধায়ক

বীরেন্দ্রনাথ টুডু,সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, প্রমুখ।অনুষ্ঠানে দুই জন মহিলা সহ ৫৫জন রক্ত দানজ করেন। এছাড়া বেশ কয়েকজন দুস্থকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া সহায় প্রকল্পেরও উদ্বোধন করেন পুলিস সুপার।

posted from Bloggeroid

গঙ্গাজলঘাটীতে ফুটবল টুর্নামেন্ট


ব্যাসদেব চক্রবর্তী

শনিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটী ব্লক এলাকায় স্থানীয় এক ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট চলছে।উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

কালিয়াচকে জলসায় গুলি চালানোর জের, জনরোষে হত ২

মানস দাস, মালদা

জলসা চলার সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শুন্যে গুলি ছোঁড়ার ঘটনায় দুই ভাইকে পিটিয়ে খুন করলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম,সাদিকুল সেখ(৩৬) এবং আদিকুল সেখ(৪২)। তাদের বাড়ি সুজাপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে,কালিয়াচক থানার সুজাপুর এলাকায় চলছিল ধর্মীয় জলসার

অনুষ্ঠান। অভিযোগ, শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে অনুষ্ঠানে যান সাদিকুল। সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শুন্যে গুলি ছুঁড়ে সে। এরপর উত্তেজিত জনতা তাড়া করে ধরে ফেলে এবং মারধোর শুরু করে। গনপ্রহারে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদিকুল এবং তার দাদা আদিকুলের। অভিযোগ, উত্তেজিত জনতা তাদের বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ-বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায়। কি কারনে এই ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ।

posted from Bloggeroid

শুক্রবার, ডিসেম্বর ০৮, ২০১৭

মুর্শিদাবাদে বালির লরির ধাক্কা আম্বুলেন্সে, হত ৪

ভাস্কর ঘোষ

অ্যাম্বুলেন্সের সঙ্গে  বালি ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষে  অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের। পরে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় এক নার্সের । শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। ঘটক লরিটিকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। যদিও সেটির চালক ও খালাসি পলাতক। তাদের খোজে তল্লাসি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জুলেখা খাতুন(১৮), উৎপল সর্দার(২৫), রাতুল সাহা(৪৫) ও রিয়া সাহা(২৩)। প্রথম ৩ জনের মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।  রিয়া সাহা (২৩) নামের ওই নার্সকে পুলিশ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করে। সেখানের তাঁর অবস্থার দ্রুত অবন্নতি ঘটতে থাকে। সেখানের চিকিৎসকরা তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু বহরমপুর নিয়ে আসার সময় পথিমধ্যেই মারা যান রিয়া সাহা। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এদিন আম্বুলেন্স করে বহরমপুরের এক বেসরকারি হাসপাতাল থেকে একজন হাসপাতাল কর্মী, দুইজন নার্স সহ মোট ৪ জন মিলে রঘুনাথগঞ্জ থানা এলাকায় সদাইপুরে একটি মেডিকেল ক্যাম্পে আসছিলেন। সেখানে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষার ক্যাম্প করার কথা ছিল। রঘুনাথগঞ্জ থানার মথুরাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের এক দিক ব্লক দেখে সিঙ্গলওয়ে ধরে এম্বুলেন্সটি চালাতে থাকে। রঘুনাথগঞ্জ ঢোকার আগে একটি লরিকে ওভারটেক করার সময় সামনে একটি বড় বালির লড়ির সামনে চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়।

posted from Bloggeroid

মুর্শিদাবাদে মানসিক অবসাদে আত্মঘাতী বৃদ্ধ

ভাস্কর ঘোষ

মানসিক অবসাদের জেরে গলাই গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার বড্ডা গ্রামে ঘটনাটি

ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অন্নপূর্ণা বায়েন (৮৭)। বড়ঞার বড্ডা গ্রামেই তাঁর বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বড়ঞা থানার পুলিশ। মানসিক অবসাদের জেরেই ওই বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে পরিবারের লোকেরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে সেটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে,  সে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।

posted from Bloggeroid

পুর্ব বর্ধমানে লোকসংস্কৃতি উৎসব



সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব ২০১৭ সাতগেছিয়া হাইস্কুল ফুটবল ময়দানে ৮ - ১০ ডিসেম্বর অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের

প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি দেবু টুডু, বিধায়িকা নার্গিস বেগম, বিধায়ক সৈকত পাঁজা, অতিরিক্ত জেলা শাসক রত্নেশ্বর রায় ও বাসব চ্যাটার্জী, মহকুমা শাসক দক্ষিণ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বেগুনিয়া মোড় থেকে উৎসব ময়দান পর্যন্ত লোকশিল্পীদের বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। এখানে তিনদিনে লোকশিল্পীদের অনুষ্ঠানের সঙ্গে যাত্রা পালাও মঞ্চস্থ হবে।

posted from Bloggeroid

ঋণ না মেলায় মেখলিগঞ্জ ব্যাংকে গ্রাহক বিক্ষোভ

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ


বকেয়া লোন পরিশোধ করার দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন করে লোন দিচ্ছেননা ব্যাংক কতৃপক্ষ এই অভিযোগ এনে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিয়ে

বিক্ষোভ দেখালেন বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা।শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ সেন্ট্রাল ব্যাংকে।এনিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।যদিও ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, ঋণ গ্রহীতারা বকেয়া ঠিকমত পরিশোধ না করাতেই সমস্যা হচ্ছে।

posted from Bloggeroid

বাঁকুড়া জেলাজুড়ে ব্লক সম্মেলন চলছে তৃনমূলের


ব্যাসদেব চক্রবর্তী


শুক্রবার বাঁকুড়া জেলা তৃনমূল কংগ্রেসের ডাকে বিষ্ণুপু

র ব্লক তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন চলছে।উপস্থিত পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা সহ ব্লক নেত্বতৃ।

posted from Bloggeroid

মেমারির বিভিন্ন পুকুরে চারাপোনা ছাড়া হচ্ছে


সেখ সামসুদ্দিন

ইন্সটিটিউশনাল পন্ড প্রকল্পে মেমারি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির পুকুরে ৩০ কেজি চারা মাছের পোনা ছাড়া হয়। ফিসারী অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ জানান - এখানে ছাড়াও বাগিলাষএগ্রি

সীড ফার্মে ১২৫ কেজি, দলুইবাজার ২ এর শিক্ষা নিকেতনের পুকুরে ৩০ কেজি এবং দলুইবাজার ২ এর শ্মশান পুকুরে ১৫ কেজি মোট ২০০ কেজি মাছ ছাড়া হচ্ছে। উপস্থিত ছিলেন মেমারি ১ জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, এফইও সোমদত্তা দাসগুপ্ত সহ আধিকারিকবৃন্দ।

posted from Bloggeroid

অলবেঙ্গল ওপেন চেস টুর্নামেন্ট হচ্ছে বাঘাযতীনে


রাজকুমার দাস


আগামী ২২ থেকে ২৫শে ডিসেম্বর কলকাতার বাঘাযতীন এলাকায় 'কলতান'তে -অল বেঙ্গল ওপেন চেস টুর্নামেন্ট - অনুষ্ঠিত হতে চলেছে।থাকছে

রাজ্যের প্রতিটি জেলার জন্য আলাদা পুরস্কার।৪ তে ক্যাটাগরিতে খেলা হবে।আন্ডার ৭, ৯, ১১ ও ১৩ তে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সংস্থার সেক্রেটারি অতনু লাহিড়ী।সভাপতি শ্রী অমর রায় জানান - এই ধরনের কাজ করতে পেরে তারা গর্বিত।নতুন ছেলে মেয়েদের দাবাড়ু তৈরি করা,আগ্রহ বাড়িয়ে তোলা তাদের প্রয়াস কে এগিয়ে নিয়ে নিয়ে যাবে।এক লাখ ৫০হাজার টাকা মোট পুরস্কার মূল্য।১৮৬ জন কে মোট পুরস্কার ভাগ করে দেয়া হবে বলে জানান ৬৪ স্কোয়ার অর্গানাইজার এর পক্ষে সম্পাদক শ্রী বিশ্বনাথ ব্যানার্জী।প্রায় ২৫০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করতে পারেন বলে জানান সংস্থার পক্ষে শ্রী এস.কে.লাখটিয়া, শ্রী মৃনাল ঘোষ,শ্রী সুব্রত সরকার প্রমুখ।চ্যাম্পিয়ন্স ট্রফি ও শংসাপত্রর পাশাপাশি ১২ হাজার টাকা ক্যাশ প্রাইজ থাকছে।বাংলার বুকে এমন সুন্দর একটি খেলা যে আগামী দিনে আরো উজ্জ্বল ভাবে এগিয়ে যাবে তা বলায় যায়।

posted from Bloggeroid

সিউড়ির ধান্যগ্রাম থেকে উদ্ধার অজগর সাপ

তথাগত চক্রবর্তী

সিউড়ির ধান্যগাম থেকে বৃহস্পতিবার শিক্ষক দীনবন্ধু বিশ্বাস  উদ্ধার করলো একটি অজগর সাপ ।এলাকা বাকিরা

সাপটিকে দেখতে পেয়ে সাপ বিশেষজ্ঞ দীনবন্ধু বাবুকে খোঁজ দেন।তারপর সাপটি কে উদ্ধার করে বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে  দেওয়া হয়।

posted from Bloggeroid

বারাবনীতে ব্লক তৃনমূল সম্মেলনে অরুপ বিশ্বাস

নীলাদ্রি ঘোষ

বারাবনী বিধানসভা এলাকায় পঞ্চায়েতীরাজ সন্মেলন আয়োজিত হল গত বৃহস্পতিবার l স্থানীয় লালগঞ্জ হাটতলা ময়দানে এই সন্মেলনে প্রধানবক্তা ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া

দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস l অরুপ বাবু বারাবনির ইতিহাসকে স্মরন করে সন্মেলনে উপস্থিত তৃনমুল কংগ্রেস কর্মীদের জাতি ধর্ম বর্ণ এর বিভেদ ভুলে সকলে মিলে কাজ করার আহ্বান জানান l তিনি বলেন - বাংলার মাটিতে ধর্মের নামে হিংসা, মানুষের মধ্যে হানাহানি প্রশাসন কখনই বরদাস্ত করবেনা l বাংলার মানুয সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে জানে l সন্মেলনে উপস্তিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি , স্থানীয় বারাবনী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় , আসানসোল , কুলটি , পান্ডবেশ্বরের বিধায়ক তাপস ব্যানার্জী , উজ্বল চ্যাটার্জী , জিতেন্দ্র তেওয়ারি ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার প্রমুখ তৃনমুলের নেতৃত্ব l

posted from Bloggeroid

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৭, ২০১৭

মেমারি কলেজে বাৎসারিক সাংস্কৃতিক সম্মেলন

সেখ সামসুদ্দিন

মেমারি কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে । পরে দুটি সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, পঞ্চায়েত সমিতির সহ

সভাপতি তথা মেমারি কলেজের গভঃ বডির প্রেসিডেন্ট মধুসূদন ভট্টাচার্য । উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মোয়াজ্জেম, ব্লক যুব কার্যকরী সভাপতি সন্দীপ প্রামাণিক, কলেজের অধ্যক্ষ ড. দেবাশিষ চক্রবর্তী সহ সকল অধ্যাপক ও কর্মীবৃন্দ। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন কলেজের ছাত্রী রিমা সিকদার। এরপর কলেজের বিভাগীয় স্টল পরিদর্শন করেন অতিথি ও বিচারকমন্ডলী । সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝাড়খন্ড থেকে প্রসাদ কুমার মুরমুর আদিবাসী ব্যান্ড, কলকাতার তন্ময় সাধকের বাংলা ব্যান্ড ও ডিজে পরিবেশিত হয়।

posted from Bloggeroid

তালডাংরায় ময়াল উদ্ধার

সাধন মন্ডল


বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরার ঘাঘর গ্রামে একটি পূর্ণবয়স্ক ময়াল উদ্ধার করলো বনদপ্তর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার হওয়া ময়ালটি আনুমানিক 12 ফুট লম্বা ও পঁচিশ কেজি ওজন বলে মনে করা হচ্ছে।

posted from Bloggeroid

কাউন্সিলারের আবদারে মিছিলে কলেজ পড়ুয়াদের না পাঠানোয় রণক্ষেত্র মালদা


মানস দাস, মালদা

শিক্ষককে মারধোরের প্রতিবাদে রাস্তা অবরোধ কলেজের ছাত্রছাত্রীদের।অবরোধ তুলতে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করল পুলিশ।পুলিশের লাঠি থেকে বাঁচতে পড়ুয়াদের মধ্যে শুরু হয়ে যায় ছুটাছুটি।বৃহস্পতিবার বিকেল নাগাদ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের আইটিআই মোড় এলাকায়।পুলিশ জনাকয়েক পড়ুয়াদের আটক করেছে।আইটিআই কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরবেলা মোটর বাইক নিয়ে মালদা আই টি আই কলেজে ঢুকছিলেন শিক্ষক দেবদাস মাঝি। কলেজে ঢোকার সময় হঠাৎ করে দুইজন রাস্তায় তাকে আটকে মারধোর শুরু করে।এই খবর ছড়িয়ে পরতেই ছাত্র ছাত্রীরা শিক্ষককে মারধরের প্রতিবাদে মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।এপ্রসঙ্গে আক্রান্ত কলেজ শিক্ষক দেবদাস মাঝি জানান,"স্থানীয় তৃণমূল কাউন্সিলার প্রসেনজিৎ ঘোষের অনুগামীরাই আমার ওপর আক্রমণ করেছে।কারণ বুধবার একটি মিছিলে পড়ুয়াদের অংশগ্রহণ করার জন্য আমাকে জানিয়েছিল স্থানীয় কাউন্সিলর।কিন্তু সেই মিছিলে পড়ুয়ারা না যাওয়ায় আমার ওপর হুমকি আসছিল।আমার আশঙ্কা মতোই আজ আমার ওপর হামলা করা হয়েছে।এই সবের পেছনে স্থানীয় কাউন্সিলর জড়িত বলে অভিযোগ করেছেন আক্রান্ত ওই শিক্ষক।এদিকে অবরোধকারী পড়ুয়াদের অভিযোগ,"আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।বহিরাগতরা কলেজ চত্বরে ঢুকে প্রতিনিয়ত গুন্ডামি চালায়।আমরা অতিষ্ঠ।বহিরাগতরা সকলেই রাজনৈতিক ছত্রছায়ায় পুষিত।আমরা কলেজে পড়তে আসি, রাজনীতি করতে নয়।তাই আজ শিক্ষকে মারধরের ঘটনার প্রতিবাদে পথে নেমেছি।শহরের ব্যস্ততম আইটিআই মোড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী প্রথমে পুলিশ পড়ুয়াদের

অবরোধ তুলে নিতে বলেন,কিন্তু সে বিষয়ে তারা বেঁকে বসায় তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ ছাত্র ছাত্রীদের উপর লাঠিচার্জ শুরু করে। শুরু হয়ে যায় ছুটাছুটি।এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।তারপর যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে আক্রান্ত শিক্ষক দেবদাস মাঝি ইংরেজবাজার থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

posted from Bloggeroid

রায়খনহাটে জমিয়তের সভায় সিদ্দিকুল্লাহ


দক্ষিণ দিনাজপুরের রায়খনহাটে জমিয়তে উলামায়ে হিন্দের জনসভায় মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। বক্তব্য পেশে তিনি জানান - সারাবাংলা

য় সম্প্রীতি বাড়াতে বাড়ী বাড়ী যেতে হবে কর্মীদের কে।

posted from Bloggeroid

সাহেবগঞ্জে বার্ষিক ক্রীড়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী



বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গের সাহেবগঞ্জ এলাকায় 36 তম বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা 2017 উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ

ঘোষ মহাশয়।

posted from Bloggeroid

স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে বৈঠক মেখলিগঞ্জ প্রশাসনের

নিজস্ব বার্তা, মেখলগঞ্জ


ধান কেনার কাজে আরো গতি আনতে এবার এলাকার বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে বৈঠক করল মেখলীগঞ্জের ব্লক প্রশাসন।

তারা জানিয়েছেন, এই কাজের জন্য ইতিমধ্যেই এলাকার কয়েকটি স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের সামিল করা হয়েছে।তারা এনিয়ে গ্রামের আনাচে কানাচে আলোচনা করেছেন।সরকারের নিকট কৃষকদের ধান বিক্রি করতে উৎসাহিত করছেন।এতে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে বলেও প্রশাসনের কর্তারা দাবি করেছেন।জানা গেছে, এই ব্লকে এখনো পর্যন্ত প্রায় ১২০০ কুইন্টাল ধান কেনা সম্ভব হয়েছে।গত সাত দিন আগেও এই পরিমাণ অনেকটাই কম ছিল।সেই প্রক্রিয়াকে আরোও সক্রিয় রাখতেই নানা পরিকল্পনা নিয়েছেন প্রসাশন।মেখলিগঞ্জ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র জানিয়েছেন,
এনিয়ে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে একটি আলোচনা সভাও করেছেন।সেখানে এলাকার বিভিন্ন ফর্মাস ক্লাব,মহিলা স্বনির্ভর দলের সদস্যগণও হাজির ছিলেন।এদিনের আলোচনা সভায় খাদ্য দপ্তরের কোচবিহার জেলা নিয়ামক সমীর মন্ডল,মেখলিগঞ্জ মহকুমা নিয়ামক প্রেসিকা মোক্তান,মেখলিগঞ্জের সহ কৃষি অধিকর্তা অমিত কুমার দাস প্রমুখ অংশ নেন।

posted from Bloggeroid

জঙ্গী নাশকতা রুখতে কোলাঘাট থানার প্রচার

জাহাঙ্গীর বাদশা

সারাদেশে যেভাবে জঙ্গি আক্রমনের ঘটনা ঘটে চলেছে। তাতে আতংকিত প্রশাসন থেকে রাজ্যবাসী।রাজ্যের সাধারন মানুষকে সচেতন করতেই শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও সাধারন মানুষকে সচেতন করার জন্য বিশেষ নির্দেশ রাজ্য প্রশাসনের। সেই নির্দেশ অনুসারে জেলায় প্রথম কোলাঘাট থানার উদ্যোগে জেলার ব্যস্ততম রেল স্টেশান মেচেদা, দেউলিয়া বাজার সহ কোলাঘাট থানা এলাকার বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার শুরু করেছে। প্রচারে সাধারন মানুষকে জানানো হচ্ছে - কোন অপরিচিত মানুষের কাজ থেকে কিছু নেবেন না, তাদের সাথে ভাব জমানোর চেস্টা করবেন না। সন্ধে হলেই স্থানীয় থানায় কিংবা ১০০ নম্বর ডায়াল করে জানান।

posted from Bloggeroid

আসছে নুতন ছবি 'চিরদিনের এক অন্য প্রেমের গল্প'



রাজকুমার দাস

রাজনীতির শিকার হয় ছাত্রদরদী স্কুলশিক্ষক ঋত্বিক বাবু।পঞ্চায়েত প্রধান তথা স্কুলের চেয়্যারম্যান অবিনাশ চৌধুরীর রোষে তাঁকে স্কুল ছাড়তে হয়।শিক্ষিত তিথি ভালোবেসে ফেলে সাহিল কে।জাতপাতের রাজনীতির জাল সাহিল ও জয়ীদেরকে প্রেমের বন্ধনে আবদ্ধ কতটা রাখতে পারে সে নিয়ে এগিয়েছে ছবির গল্প।নবাগত পরিচালক হিসেবে পরিচালক রঞ্জন চৌধুরী র এই ছবির ট্রেলর লঞ্চ হয়ে গেল গত বুধবার কলকাতার প্রিন্সটন ক্লাবে।শহীদ রাজ নিবেদিত এস.আর.এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন সমদরশী দত্ত, সম্পা হাসলিন, শ্রীলা মজুমদার,শুভাশিস মুখার্জী,পারভেজ ও প্রীতি।ছবিটি আগামী বছর জানুয়ারি তে মুক্তি পেতে চলেছে।

posted from Bloggeroid

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি পুরুলিয়ায়

নিজস্ব বার্তা, পুরুলিয়া

আগামী বারো ডিসেম্বর পুরুলিয়ায় প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার  তার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করল পুরুলিয়া জেলা তৃণমূল। পুরুলিয়া শহরের

একটি হোটেলে এই সভাটি করা হয়।  উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাত, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, তৃণমূলের সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী সহ অনান্য নেতারা।  তারা জানান - এগারো ডিসেম্বর রাত্রে পুরুলিয়াতেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন তিনি প্রশাসনিক সভা করবেন জয়পুরের উপরবাতরি গ্রামের মাঠে। এখান থেকেই মুখ্যমন্ত্রী বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। তবে শেষ মুহূর্তে প্রশাসনিক কারণ কোন রদবদল হলে তা আলাদা কথা। এদিন তৃণমূলের অভ্যন্তরে মুখ্যমন্ত্রীর সামনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি রিপোর্ট দেওয়া হবে তা নিয়েও এক প্রস্থ আলোচনা করা হয়। জেলায় মহিলা তৃণমূলের সংগঠন নিয়ে নেত্রী প্রশ্ন করতে পারেন বলে অনেক নেতাই মনে করছেন। সেক্ষেত্রে মহিলা তৃণমূলের সংগঠনের কি অবস্থা তা নিয়েও সবিস্তার রিপোর্ট রাখা হবে বলেও মত প্রকাশ করা হয়। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে অর্ধেক আসনই সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য। সম্প্রতি পুরুলিয়ায় পঞ্চায়েত নিয়ে একটি কর্মীসভায় মহিলাদের কম উপস্থিতি দেখে উষ্মা প্রকাশ করেন সাংসদ মানস ভুঁইয়া। মুখ্যমন্ত্রী সভায় ব্যাপক সংখ্যায় মহিলাদের উপস্থিত করে আপাতত নিজেদের স্বস্তির জায়গায় রাখতে চাইছে পুরুলিয়া জেলা তৃণমূল।

 

posted from Bloggeroid

কাটোয়ায় মিড ডে মিল পরিষেবায় আরও গতি

পুলকেশ ভট্টাচার্য


বুধবার কাটোয়া ২ নম্বর ব্লকে হয়ে গেল মিড ডে মিল সংক্রান্ত এক সভা। সভাতে উপস্থিত ছিলেন এস,ডি,ও (কাটোয়া) সৌমেন পাল এবং বিডিও (কাটোয়া ২ নং) শিবাশীষ সরকার, মিড ডে মিল আধিকারিক (বর্ধমান) কৌশিক পাল এবং গৌতম দে মিড ডে মিল আধিকারিক (কাটোয়া ২ নং), পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশচন্দ্র মন্ডল । সভা পরিচালনা করেন গৌতম দে মহাশয় । এসডিও এবং বিডিও বক্তব্যে প্রকাশ পায় যে, শুধু মিড ডে মিল না সমস্ত দিকে উন্নয়ন। ব্লক ও বিদ্যালয়ের উদ্যোগে মিড ডে মিল গুণগত মানের উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রকল্প গুলি যেমন হাতধোয়া

পরিসূত্র পানীয় জল ইত্যাদি। গৌতম দে বলেন - আমাদের ব্লকে জেলার মধ্যে সর্বপ্রথম এলপিজি connection করেছি 121 টি স্কুলে । আমাদের কাটোয়া ২নং এর কোন স্কুলে কাঠ ঘুটে ব্যবহার করা হয় না। স্কুলগুলিকে পচনশীল ও অপচনশীল দ্রব্য রাখার জন্য দুটি ২রঙের বালতি প্রদান করা হলো যাতে এখানে ওখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা না পড়ে বাল তির মধ্যে ফেলা হয়। সাথে দেওয়া হয় সাবান হ্যান্ডওয়াস, বিলিচিং পাওডার ।

posted from Bloggeroid

কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠান করে বাবরি কান্ডের প্রতিবাদ

রাজকুমার দাস


৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর কেটে গেল।১৯৯২ সালে আজকের

দিনে উত্তরপ্রদেশে হিন্দু মুসলিম ধর্মের নামে যে রাজনৈতিক রঙে রাম মন্দির বনাম বাবরি মসজিদের লড়াই তাতে বহু মানুষ নিজের প্রাণ দিয়ে বলিদান দিয়েছে।আজ এত বছর পর তার হিসাব করলে দেখা যাবে কিছু পাওয়া তো যায়নি,বরং হারিয়েছি অনেক ।আজ কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথা জানালেন ইসহাক মালিক,সঞ্জয় সনকার, মেহবুব রেজা,শওকত সিদ্দিকীপ্রমুখ।

posted from Bloggeroid

বুধবার, ডিসেম্বর ০৬, ২০১৭

মেখলিগঞ্জে শ্রমদপ্তরে বিক্ষোভ

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম তুলতে গিয়ে ফর্ম না পেয়ে দপ্তরের বাইরে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন বিভিন্ন উপভোক্তাগন।বুধবার ঘটনাটি

ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে।সালেক আলী,তাপস রায়,বিনীতা বর্মন প্রমুখ উপভোক্তা বলেন,ফর্মের জন্য কয়েকদিন থেকে দপ্তরে আসলেও প্রচন্ড ভিড়ের চাপে ফিরে গিয়েছেন।এদিন হটাৎ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় ফর্ম নেই।সেই কারণেই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।শেষমেশ মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপভোক্তাদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মেখলিগঞ্জ শ্রম দপ্তরের এসিস্ট্যান্ট লেবার কমিশনার অবশ্য জানিয়েছেন, ফর্মের তুলনায় উপভোক্তা বেশি চলে আসতেই সমস্যার সৃষ্টি হয়েছে।গোটা বিষয়টি তিনি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER