দুটি পৃথক ঘটনায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল দুই যুবকের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের । শনিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানা এলাকার আমরুহাসা ব্রিজের কাছে । পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম ঠাকুরদাস পাতর (৩০) । তার বাড়ি ওই থানারই মালডি গ্রামে। এদিন রাতের দিকে বলরামপুর বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় তেলের একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা দেয় । স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে নিকটবর্তী বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় । ঘাতক ট্যাঙ্কারটিকে পুলিশ আটক করেছে। অন্যদিকে মানসিক অবসাদের কারনে আত্মহত্যা করলো এক পঁচিশ বছরের যুবক । পুলিশ সূত্রে জানা গেছে পুরুলিয়ার জয়পুর থানার রহড়কচা গ্রামের ওই যুবকের নাম মনসারাম মাঝি (২৫) । শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুদুরের একটি ডুমুর গাছ থেকে তার গলায় গামছার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে জয়পুর থানার অধীনস্থ বাগলতা তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার দুটি দেহর
ই ময়না তদন্ত করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে।
posted from Bloggeroid