পুলকেশ ভট্টাচার্য
শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী ( ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নবোদয় ক্লাবের উদ্যোগে বাঙুর এভিনিউ নবোদয় ক্লাব প্রাঙ্গনে ১/২০,বাঙুর এভনিউ, ব্লক-সি,সুপার মার্কেট, কলকাতা-৭০০০৫৫ বাঙুর শ্রেয়সীর পক্ষ থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয় / এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রী মতি দীপ্তি রায় (পুরমাতা ), দক্ষিণ দমদম পৌরসভা, শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা), দক্ষিণ দমদম পৌরসভা, লেকটাউন থানার (আই.সি ) শ্রী সুপ্রিয় দাস, বাঙুর শ্রেয়সীর সভাপতি / সহ সভাপতি শ্রী লক্ষী নারায়ণ পাল / শ্রী নিরুপম ঘোষ , সংস্থার প্রধান উপদেষ্ট্রা শ্রী সুব্রত দাস ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরাI " বাঙুর শ্রেয়সী '' সংস্থার সম্পাদক শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে।আজ ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি / এই ধরণের কর্মসুচির মধ্য দিয়ে যে কি অনাবিল আনন্দ উপভোগ করে থাকি তা ভাষায় প্রকাশ করতে পারবো না / আর সর্ব শেষে সাধারণ মানুষজন ও বিশিষ্ট ব্যাক্তিত্বদের আমরা পাশে পেয়ে অনুষ্টানটিকে সার্থক করে তুলতে পেরেছি।